
বাংলাদেশের বাইকএর ৫৩ তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম । আশা করি সবাই ভাল আছেন । আজ আমরা একটা ১০০ সিসির বাইক নিয়ে আলোচনাা করব । যেটা হল Lifan Glint 100 । বাইকটি বাংলাদেশের মার্কেটে বেশ কিছুদিন ধরেই রয়েছে এবং পাবলিক ও এটা বেশ পছন্দ করেছে ।

Lifan Glint 100 বাইকটিতে রয়েছে একটি নিজস্ব স্টাইলের সুন্দর হেডলাইট । এর একটি এ্যানালগ স্পীডোমিটার ও একটি ডিজিটাল ফুয়েল ইনডিকেটর রয়েছে । এটার কোন গিয়ার ডিসপ্লে স্ক্রীন নেই । বাইকটির একটা সমস্যা হল এটাকে দেখলে অনেকটা বাজাজ প্লাটিনা বাইকের মতনই লাগে । । বাইকটির রয়েছে একটা সুন্দর বেশ চওড়া আরামদায়ক বসার সিট । সিটটা অন্যান্য বাইকের তুলনায় একটু চওড়া বলে এটাতে বসেও বেশ মজা পাওয়া যায় ।

বাইকটিতে রয়েছে একটি ৯৯ সিসির এয়ার কুলড ইন্জিন যেটা সর্বোচ্চ 5.8@7500r/min শক্তি ও 7.8@6000r/min টর্ক উৎপন্ন করতে পারে । এটার ফুয়েল ডেলিভারী সিস্টেম হিসেবে ব্যাবহার করা হয়েছে কার্বুরেটর ।এটাতে ডিজিটাল সিডিআই সিস্টেমের ইগনিশন পদ্ধতি রয়েছে । এটির একটা ৪ স্পীড গিয়ারবক্স রয়েছে । বাইকটির ইন্জিনের সবথেকে ভাল গুন হল এটা অনেক বেশী স্পীডেও ভাইব্রেট হয় না বা কোন ধরণের সমস্যা করে না । বাইকটির মোট ওজন হল ১০৮ কেজি যেটা মনে হয় আরেকটু বেশী হলে আরও কমফোর্টেবল হত । । । এটাতে ৬০ কিলোমিটার স্পীড তুলতে টাইম লাগে প্রায় ৯ সেকেন্ড । এর টপ স্পীড হল প্রায় ৮৮ কি.মি/ঘন্টা ।

| Technical Specification | |
| Bike Name | Lifan Glint 100 |
| Brand | Lifan |
| Bike Category | Standard |
| Engine | |
| Type | Vertical single-cylinder, Air-cooled, four-stroke |
| Displacement (cc) | 99 cc |
| Max Power | 5.8@7500r/min |
| Max Torque | 7.8@6000r/min |
| Max Speed (KM/H) | 88 km/h |
| Fuel Consumption (KM/L) | 1.2 L/100KM |
| Compression Ratio | 9.5:1 |
| Starting Method | Electric & Kick |
| Ignition Type | CDI |
| Gears | 4 Gears, Had Clutch |
| Body | |
| Dimension (LxWxH) | 2057 x 736 x 1270 |
| Wheel Base (mm) | 1270 mm |
| Ground Clearance (mm) | 152 |
| Fuel Tank Capacity (L) | 12L |
| Kerb Weight (KG) | 108KG |
| Brake Front | Disc |
| Brake Rear | Drum |
| Wheel Front | Alloy |
| Wheel Rear | Alloy |
| Tyre Front | 2.75-17 |
| Tyre Rear | 3.00-17 |
| Electrical | |
| Battery | 12v |
| Extra Features | |
| Others | Economical Fuel Consumption: 1.2L/100km |
| Price/Availability | |
| Price | Tk. 90000.00 |
বাইকটিতে রয়েছে একটি ১২ ভোল্টের ব্যাটারী । এটার একটি মাল্টি রেফ্রিক্টর টাইপের হেডলাইট রয়েছে । হেডলাইটি ৩৫ ওয়াট এর । এর পেছনের ব্যাক বা টেইল লাইটটি ৫ ওয়াটের লাল রঙের বেশ স্টাইলিশ । বাইকটিতে খুবই সুন্দর হলুদ রঙের সিগন্যাল লাইট রয়েছে ।
বাইকটি জ্বালানীর দিক থেকে বেশ কৃপনই । এটাতে আপনি ১.২ লিটার পেট্রোলে প্রায় ১০০ কিলোমিটার যেতে পারবেন ।এইটাই বাইকটির একটা অনেক বড় রৈশিষ্ঠ । এর ফুয়েল ট্যাঙ্কটা বাইকের বডির সাথে একদম পারফেক্ট । সুন্দর স্টাইলিশও বটে । এর ফুয়েল ট্যাঙ্কের জ্বালানী ধালন ক্ষমতা ১২ লীটার ও রিজার্ভ ট্যাঙ্কিতে জ্বালানী ধরে ১ লিটার ।
বাইকটির ডাইমেনশন হল 2057 x 736 x 1270 । সাধারণত সব বাইকের থেকে একটু বেশী লম্বা বলেই মনে হয় । গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৫২ যেটাকে অঅমার কাছে অনেক কম বলে মনে হয়েছে । বাইকটির ২ চাকাতেই এ্যালয় হুইল রয়েছে । এর সামনের টায়ারের সাইজ 2.75-17 এবং পেছনের টায়ারের সাইজ 3.00-17 । টায়ারদুটি সম্পকের্ক কোন মন্তব্য নেই । বাইকের সাথে মানানসই । বাইকটির হুইল বেস ১২৭০ । বাইকটির সামনের চাকাতে একটা ডিস্ক ব্রেক ও পেছনের জাকাতে একটা ড্রাম ব্রেক রয়েছে । ১০০ সিসির বাইকের জন্য মনে হয় এটাই যথৈষ্ঠ ।

বাইকটি সম্পর্কে আরও বিস্তারিত এবং দাম ও ইউজার রিভিউ জানতে ভিজিট করুন : Bikebd.com
আমি বাইক বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগামি বসরে একটা কিনবো
ধন্যবাদ শেয়ার করার জন্য