
বাংলাদেশের বাইক এর ৫২ তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম । আশা করি সবাই ভাল আছেন । আজ আমরা যে বাইকটির রিভিউ দেখব সেটা বাংলাদেশের একটা রেয়ার বাইক কিন্তু প্রচন্ড হাই পারফরমেন্স বাইক । আমাদের আজকের বাইকটি হল কেটিএম ডিউক ২০০ সিসি । বাইকটি বাংলাদেশের সব স্থানে হয়তবা পাওয়া যায় না , কিন্তু , অনেকেই বাইকটি ইউজ করেন বর্তমানে । বাইকটি অনেক হাই পারফরমেন্স বাইক । এর সর্বনিন্ম সিসির এডিশন হল ১২৫ সিসি । এছাড়া ১৫০, ২০০ বা ৩৯০ বা ৬৫০ প্রভৃতি সিসির এই বাইক বাজারে পাওয়া যায় কিন্তু বাংলাদেশে আসে না । বাইকগুলো মুলত অত্যান্ত শক্তিশালী এবং মাউন্টেন বাইক নামেও পরিচিত । বাংলাদেশের রাস্তার যে হাল , তাতে করে এই বাইকই মনে হয় বাংলাদেশের রোডের জন্য পারফেক্ট । উচু নীচু বা খুব খারাপ রোডেও বাইকটি আপনাকে ভাল পারফরমেন্স ও আরাম দিবে । তো চলুন দেখে নিই বাইকটির ফুল স্পেসিফিকেশন ।

বাইকটির পেছনের সিটটা চাকা থেকে অনেক উচু , প্রায় R15 এর মতই । এছাড়া বাইকটিতে আপনার জন্য রয়েছে সুন্দর ও আরামদায়ক একটা বসার সিট যেটাতে বসে সব ধরণের রাস্তায়ই আপনি কমফোর্ট ফিল করবেন । বাইকটির কনসোল ফুল ডিজিটাল এবং খুবই স্টাইলিশ । এর কনসোলে রয়েছে advanced instrument cluster একটা ডিজিটাল স্পীডোমিটার , ডিজিটাল ট্যাকোমিটার , ডিজিটাল ফুয়েল ও ব্যাটারী ইনডিকেটর সহ আরও অনেক কিছু রয়েছে । একটা ২০০ সিসির বাইক হিসেবে এর ফিচারগুলা অত্যান্ত পারফেক্ট । । এই বাইকটির এমন কিছু ফীচার রয়েছে যেটা আপনাকে বাইকটিকে ভালবাসতে বাধ্য করবে । এর স্পোর্টি বসার সিট এবং বসে বাইকটির কন্ট্রোলিং সিস্টেম এবং কর্নারিং এর ক্ষেত্রে এটা আপনাকে এমন সুবিধা দেবে যেটা আপনি হয়তবা অন্য কোন বাইকে পাবেন না । মাটি থেকে এর সিটের উচ্চতা হল ৮০০ মিমি. যেটা আপনাকে যেটা স্পোর্টিং বাইকের লুক সহ আপনার রাইডিং এর কনফিডেন্স আরও বাড়িয়ে দেবে ।

| Speedometer | Digital |
| Tachometer | Yes |
| Tachometer Type | Digital |
| Shift Light | Yes |
| Electric Start | Yes |
| Tripmeter | Yes |
| No Of Tripmeters | 2 |
| Tripmeter Type | Digital |
| Low Fuel Indicator | Yes |
| Low Oil Indicator | Yes |
| Low Battery Indicator | Yes |
| Digital Fuel Gauge | Yes |
| Pillion Seat | Yes |
| Pillion Footrest | Yes |
| Pillion Backrest | No |
| Pillion Grabrail | Yes |
| Stand Alarm | Yes |
| Stepped Seat | Yes |
| Antilock Braking System | No |
| Killswitch | Yes |
| Clock | Yes |
কেটিএম ডিউক ২০০ এ একটা ২০০ সিসির লিকুইড কুলড ইন্জিন রয়েছে যেটা সর্বোচ্চ ২5 Bhp @ ১০০০ rpm শক্তি উৎপন্ন করতে পারে এবং এটি ম্যাক্সিমাম ১৯ N/M/৮০০০RPM টর্ক উৎপন্ন করতে পারে । অতএব , বাইকটির কনফিগারেশনটা একদমই কোন রেসিং বাইকের মত । । বাইকটির ইন্জন ঠান্ডা করার জন্য এক ধরণের লুব্রিকেন্ট ইউজ করা হয় যেটা বাইকের ইন্জিনকে সবসময় ঠান্ডা রাখতে সহায়তা করে । বাইকটিতে ফুললি ইলেকট্রিক ইগনিশন সিস্টেম রয়েছে যেটাতে ডিজিটাল টাইমিং এডজাস্টমেন্ট ফিচারও এড করা রয়েছে । এটি সিঙ্গেল সিলিন্ডারের একটা ফোর স্ট্রোক ইন্জিন । বাইকটিতে একটা ৬ স্পীড গিয়ারবক্স রয়েছে যেটা ওয়েট মাল্টি ডিস্ক ক্লাস বা মেক্যানিক্যালি অপারেটেড । এটা চেইন ড্রাইভেন । । বাইকটি ইলেকট্রিক ও কিক উভয় সিস্টেমেই স্টার্ট করা যায় । বাইকটির ফুয়েল ডেলিভারী সিস্টেম হল ফুয়েল ইনজেকশন যাতে করে বাইকটির সবোর্চ্চ মাইলেজ ও পারফরমেন্স প্রোভাইড করে থাকে । এর বোর ও স্ট্রোক হল ৭২ ও ৪৯ মি.মি ।

| Engine | |
| Displacement (cc) | 200 |
| Cylinders | 1 |
| Max Power | 25 bhp @ 10000 rpm |
| Maximum Torque | 19 Nm @ 8000 rpm |
| Bore (mm) | 72 |
| Stroke (mm) | 49 |
| Valves Per Cylinder | 4 |
| Fuel Delivery System | Fuel injection system |
| Fuel Type | Petrol |
| Ignition | Digital Ignition |
| Spark Plugs (Per Cylinder) | 1 |
| Cooling System | Liquid Cooling |
| Transmission | |
| Gearbox Type | Manual |
| No Of Gears | 6 |
| Transmission Type | Chain Drive |
| Clutch | Clutch in oil bath / mechanically operated |
বাইকটির দুটি চাকাতেই এ্যলয় হুইল রয়েছে এবং এর টায়ারগুলো টিউবলেস টায়ার । বাইকটির টায়ারদুটি যেকোন ২০০ সিসির বাইকের থেকে অনেকটা মোটা এবং সুন্দর সফট গ্রিপযুক্ত । এটা আপনাকে যেমন রাইডিং এ কমফোর্ট দেবে তেমনই কর্নারিংএর ক্ষেত্রেও এটা আপনাকে হাই স্পীডে সেফলি কর্ণারিং এর সুবিধা দেবে । এর সামনের চাকায় একটা ফোর পট ক্যালিপার সহ ৩০০ মিমি . এর ডিস্ক ব্রেক রয়েছে এবং পেছনের চাকাতেও সেইম টেকনোলজির ২৩০মিমি. সাইজের ডিস্ক ব্রেক রয়েছে যেটা আপনাকে ৬০ কিমি./ঘন্টা স্পীড থেকে মাত্র ১৬ মিটারের মধ্যেই বাইকটি থামাতে গ্যারান্টি দেবে ।বাইকটিতে এন্টি-লক ব্রেকিং সিস্টেমও রয়েছে যেটা অত্যান্ত উন্নত একটা ব্রেকিং সিস্টেম হিসেবে পরিচিত ।

| Chassis & Suspension | |
| Chassis Type | Tubular space frame made from steel tubes, powder- |
| Front Suspension | WP, Telescopic upside down forks |
| Rear Suspension | WP, Monoshock |
| Braking | |
| Brake Type | Disc |
| Front Disc | Yes |
| Front Disc/Drum Size (mm) | 300 |
| Rear Disc | Yes |
| Rear Disc/Drum Size (mm) | 230 |
| Calliper Type | Front (two-pot) Rear (one-pot) |
| Wheels & Tyres | |
| Wheel Size (inches) | 17 |
| Front Tyre | 110/70 x 17 |
| Rear Tyre | 150/60 x 17 |
| Tubeless Tyres | Yes |
| Radial Tyres | Yes |
| Alloy Wheels | Yes |
বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে রয়েছে আপসাইড ডাউন ফর্ক এবং রেয়ার সাসপেনশন হিসেবে রয়েছে মনোশকসাসপেনশন যেটা আপনাকে বাংলাদেশের যেকোন রোডে চলাচলের ক্ষেত্রে চরম আরাম দেবে । আসলে বাইকটির সাসপেনশন সিস্টেমটা অনেক ভাল । বাইকটির চেসিস টাইপ হল টিবিউলার স্পেস ফ্রেম ।
বাইকটির সামনের টায়ারের সাইজ 110/70 x 17 এবং পেছনের টায়ারের সাইজ 150/60 x 17 । এর টায়ারগুলো রেডিয়াল টাইপের এবং টিউবলেস ।
বাইকটির উপরের কনফিগারেশন দেখেই অনেকে এর পারফরমেন্স সম্পর্কে ধারণা পেয়ে গেছে । তারপরও কিছু কথা বলার থাকে ।বাইকটি মাত্র ৪ সেকেন্ডেই ৬০ কিলোমিটার/ঘন্টা স্পীড তুলতে সক্ষম । বাইকটির টপ স্পীড হল ১৩৫ কিমি./ঘন্টা যেটা একটা ।
| Performance | |
| 0 to 60 kmph (Seconds) | 4 |
| 0 to 80 kmph (Seconds) | -- |
| 0 to 40 m (Seconds) | -- |
| Top Speed (Kmph) | 135 |
| 60 to 0 Kmph (Seconds, metres) | 15.87 |
| 80 to 0 kmph (Seconds, metres) | 2.69 |
তবে বাইকটির মাইলেজ মোটেই আপনাকে সন্তুষ্ট করতে পারবে না , কারণ বাইকটি মোটেই ফুয়েল ইফিসিয়েন্ট না । এটা গড়ে প্রতি লিটারে ৩৫ কিলোমিটার চলতে পারে । অবশ্য যেকোন হাই পারফরমেন্স বাইকই জ্বালানী একটু বেশীই খরচ করে । এটার ক্ষেত্রেও সেইম কেস ।
বাইকটি মুলতবেশ ছোটখাট এবং অনেক নীচু একটা বাইক । মাটি থেকে এর সিটের উচ্চতা মাত্র ৮১০ মিমি. যেখানে অন্যান্য বাইকের ক্ষেত্রে এটা ১০০০ এর উপরে থেকে থাকে । তবে বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক ভাল । বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হল ১৬৫ মিমি. । এর হুইলবেস হল ১০৪০ mm যেটা বাংলাদেশের ভাঙা রাস্তায় চালানোর জন্য পারফেক্ট । বাইকটির টোটাল ওয়েট ১৩৬ কেজি এবং এর ফুয়েল ট্যাঙ্কে ১১ লিটার জ্বালানী ধরে । এটার ওভারঅল মাইলেজ ৩৫ কি.মি/ঘন্টা ।

| Dimensions & Weight | |
| Kerb Weight (Kg) | 136 |
| Overall Length (mm) | 2050 |
| Overall Width (mm) | 730 |
| Overall Height (mm) | 810 |
| Wheelbase (mm) | 1040 |
| Ground Clearance (mm) | 165 |
| Seat Height (mm) | 810 |
সব মিলিয়ে একমাত্র মাইলেজ এর বিষয়টা বাদ দিলে বাইকটি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে চরম একটা বাইক এবং খুব্ই হার্ডি একটা বাইক । তো , আপনার সার্মথ্যের মধ্যে পড়লে বাইকটি কিনে টেস্ট করতে পারেন ।
বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে : Bikebd.com
আমি বাইক বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ শেয়ার করার জন্য