বাংলাদেশের বাইক [পর্ব-৫২] :: KTM Duke 200

বাংলাদেশের বাইক এর ৫২ তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম । আশা করি সবাই ভাল আছেন । আজ আমরা যে বাইকটির রিভিউ দেখব সেটা বাংলাদেশের একটা রেয়ার বাইক কিন্তু প্রচন্ড হাই পারফরমেন্স বাইক । আমাদের আজকের বাইকটি হল কেটিএম ডিউক ২০০ সিসি । বাইকটি বাংলাদেশের সব স্থানে হয়তবা পাওয়া যায় না , কিন্তু , অনেকেই বাইকটি ইউজ করেন বর্তমানে । বাইকটি অনেক হাই পারফরমেন্স বাইক । এর সর্বনিন্ম সিসির এডিশন হল ১২৫ সিসি । এছাড়া ১৫০, ২০০ বা ৩৯০ বা ৬৫০ প্রভৃতি সিসির এই বাইক বাজারে পাওয়া যায় কিন্তু বাংলাদেশে আসে না । বাইকগুলো মুলত অত্যান্ত শক্তিশালী এবং মাউন্টেন বাইক নামেও পরিচিত । বাংলাদেশের রাস্তার যে হাল , তাতে করে এই বাইকই মনে হয় বাংলাদেশের রোডের জন্য পারফেক্ট । উচু নীচু  বা খুব খারাপ রোডেও বাইকটি আপনাকে ভাল পারফরমেন্স ও আরাম দিবে ।  তো চলুন দেখে নিই বাইকটির ফুল স্পেসিফিকেশন ।

ওভারভিউ :

বাইকটির পেছনের সিটটা চাকা থেকে অনেক উচু , প্রায়  R15  এর মতই ।  এছাড়া বাইকটিতে আপনার জন্য রয়েছে সুন্দর ও আরামদায়ক একটা বসার সিট যেটাতে বসে সব ধরণের রাস্তায়ই আপনি কমফোর্ট ফিল করবেন । বাইকটির কনসোল ফুল ডিজিটাল এবং খুবই স্টাইলিশ । এর কনসোলে রয়েছে advanced instrument cluster  একটা ডিজিটাল স্পীডোমিটার , ডিজিটাল ট্যাকোমিটার , ডিজিটাল ফুয়েল ও ব্যাটারী ইনডিকেটর সহ আরও অনেক কিছু রয়েছে । একটা ২০০ সিসির বাইক হিসেবে এর ফিচারগুলা অত্যান্ত পারফেক্ট । । এই বাইকটির এমন কিছু ফীচার রয়েছে যেটা আপনাকে বাইকটিকে ভালবাসতে বাধ্য করবে । এর স্পোর্টি বসার সিট এবং বসে বাইকটির কন্ট্রোলিং সিস্টেম এবং কর্নারিং এর ক্ষেত্রে এটা আপনাকে এমন সুবিধা দেবে যেটা আপনি হয়তবা অন্য কোন বাইকে পাবেন না । মাটি থেকে এর সিটের উচ্চতা হল ৮০০ মিমি. যেটা আপনাকে যেটা স্পোর্টিং বাইকের লুক সহ আপনার রাইডিং এর কনফিডেন্স আরও বাড়িয়ে দেবে ।

Features

SpeedometerDigital
TachometerYes
Tachometer TypeDigital
Shift LightYes
Electric StartYes
TripmeterYes
No Of Tripmeters2
Tripmeter TypeDigital
Low Fuel IndicatorYes
Low Oil IndicatorYes
Low Battery IndicatorYes
Digital Fuel GaugeYes
Pillion SeatYes
Pillion FootrestYes
Pillion BackrestNo
Pillion GrabrailYes
Stand AlarmYes
Stepped SeatYes
Antilock Braking SystemNo
KillswitchYes
ClockYes

 

 

ইন্জিন :

 কেটিএম ডিউক ২০০ এ একটা ২০০ সিসির লিকুইড কুলড ইন্জিন রয়েছে যেটা সর্বোচ্চ ২5 Bhp @ ১০০০ rpm শক্তি উৎপন্ন করতে পারে এবং এটি ম্যাক্সিমাম ১৯ N/M/৮০০০RPM  টর্ক উৎপন্ন করতে পারে । অতএব , বাইকটির কনফিগারেশনটা একদমই কোন রেসিং বাইকের মত । । বাইকটির ইন্জন ঠান্ডা করার জন্য এক ধরণের লুব্রিকেন্ট ইউজ করা হয় যেটা বাইকের ইন্জিনকে সবসময় ঠান্ডা রাখতে সহায়তা করে । বাইকটিতে ফুললি ইলেকট্রিক ইগনিশন সিস্টেম রয়েছে যেটাতে ডিজিটাল টাইমিং এডজাস্টমেন্ট ফিচারও এড করা রয়েছে । এটি সিঙ্গেল সিলিন্ডারের একটা ফোর স্ট্রোক ইন্জিন । বাইকটিতে একটা ৬ স্পীড গিয়ারবক্স রয়েছে যেটা ওয়েট মাল্টি ডিস্ক ক্লাস বা মেক্যানিক্যালি অপারেটেড । এটা চেইন ড্রাইভেন । । বাইকটি ইলেকট্রিক ও কিক উভয় সিস্টেমেই স্টার্ট করা যায় । বাইকটির ফুয়েল ডেলিভারী সিস্টেম হল ফুয়েল ইনজেকশন যাতে করে বাইকটির সবোর্চ্চ মাইলেজ ও পারফরমেন্স প্রোভাইড করে থাকে । এর বোর ও স্ট্রোক হল ৭২ ও ৪৯ মি.মি ।

 

Engine
Displacement (cc)200
Cylinders1
Max Power25 bhp @ 10000 rpm
Maximum Torque19 Nm @ 8000 rpm
Bore (mm)72
Stroke (mm)49
Valves Per Cylinder4
Fuel Delivery SystemFuel injection system
Fuel TypePetrol
IgnitionDigital Ignition
Spark Plugs (Per Cylinder)1
Cooling SystemLiquid Cooling
Transmission
Gearbox TypeManual
No Of Gears6
Transmission TypeChain Drive
ClutchClutch in oil bath / mechanically operated

 

 

 

চাকা ও ব্রেকিং ও ডাইমেনশন :

বাইকটির দুটি চাকাতেই এ্যলয় হুইল রয়েছে এবং এর টায়ারগুলো টিউবলেস টায়ার । বাইকটির টায়ারদুটি  যেকোন ২০০ সিসির বাইকের থেকে অনেকটা মোটা এবং সুন্দর সফট গ্রিপযুক্ত । এটা আপনাকে যেমন রাইডিং এ কমফোর্ট দেবে তেমনই কর্নারিংএর ক্ষেত্রেও এটা আপনাকে হাই স্পীডে সেফলি কর্ণারিং এর সুবিধা দেবে । এর সামনের চাকায় একটা ফোর পট ক্যালিপার সহ ৩০০ মিমি . এর ডিস্ক ব্রেক রয়েছে এবং পেছনের চাকাতেও সেইম টেকনোলজির ২৩০মিমি. সাইজের ডিস্ক ব্রেক রয়েছে যেটা আপনাকে ৬০ কিমি./ঘন্টা স্পীড থেকে মাত্র ১৬ মিটারের মধ্যেই বাইকটি থামাতে গ্যারান্টি দেবে ।বাইকটিতে এন্টি-লক ব্রেকিং সিস্টেমও রয়েছে যেটা অত্যান্ত উন্নত একটা ব্রেকিং সিস্টেম হিসেবে পরিচিত ।

 

Chassis & Suspension
Chassis TypeTubular space frame made from steel tubes, powder-
Front SuspensionWP, Telescopic upside down forks
Rear SuspensionWP, Monoshock
Braking
Brake TypeDisc
Front DiscYes
Front Disc/Drum Size (mm)300
Rear DiscYes
Rear Disc/Drum Size (mm)230
Calliper TypeFront (two-pot) Rear (one-pot)
Wheels & Tyres
Wheel Size (inches)17
Front Tyre110/70 x 17
Rear Tyre150/60 x 17
Tubeless TyresYes
Radial TyresYes
Alloy WheelsYes

 

বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে রয়েছে আপসাইড ডাউন ফর্ক এবং রেয়ার সাসপেনশন হিসেবে রয়েছে মনোশকসাসপেনশন যেটা আপনাকে বাংলাদেশের যেকোন রোডে চলাচলের ক্ষেত্রে চরম আরাম দেবে । আসলে বাইকটির সাসপেনশন সিস্টেমটা অনেক ভাল । বাইকটির চেসিস টাইপ হল টিবিউলার স্পেস ফ্রেম ।

বাইকটির সামনের টায়ারের সাইজ 110/70 x 17 এবং পেছনের টায়ারের সাইজ 150/60 x 17 । এর টায়ারগুলো রেডিয়াল টাইপের এবং টিউবলেস ।

পারফরমেন্স :

বাইকটির উপরের কনফিগারেশন দেখেই অনেকে এর পারফরমেন্স সম্পর্কে ধারণা পেয়ে গেছে । তারপরও কিছু কথা বলার থাকে ।বাইকটি মাত্র ৪ সেকেন্ডেই ৬০ কিলোমিটার/ঘন্টা স্পীড তুলতে সক্ষম । বাইকটির টপ স্পীড হল ১৩৫ কিমি./ঘন্টা যেটা একটা ।

Performance
0 to 60 kmph (Seconds)4
0 to 80 kmph (Seconds)--
0 to 40 m (Seconds)--
Top Speed (Kmph)135
60 to 0 Kmph (Seconds, metres)15.87
80 to 0 kmph (Seconds, metres)2.69

 

তবে বাইকটির মাইলেজ মোটেই আপনাকে সন্তুষ্ট করতে পারবে না , কারণ বাইকটি মোটেই ফুয়েল ইফিসিয়েন্ট না । এটা গড়ে প্রতি লিটারে ৩৫ কিলোমিটার চলতে পারে । অবশ্য যেকোন হাই পারফরমেন্স বাইকই জ্বালানী একটু বেশীই খরচ  করে । এটার ক্ষেত্রেও সেইম কেস ।

ডাইমেনশন ও ওয়েট :

বাইকটি মুলতবেশ ছোটখাট এবং অনেক নীচু একটা বাইক । মাটি থেকে এর সিটের উচ্চতা মাত্র ৮১০ মিমি. যেখানে অন্যান্য বাইকের ক্ষেত্রে এটা ১০০০ এর উপরে থেকে থাকে । তবে বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক ভাল । বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হল ১৬৫ মিমি. । এর হুইলবেস হল ১০৪০ mm যেটা বাংলাদেশের ভাঙা রাস্তায় চালানোর জন্য পারফেক্ট । বাইকটির টোটাল ওয়েট ১৩৬ কেজি এবং এর ফুয়েল ট্যাঙ্কে ১১ লিটার জ্বালানী ধরে ।  এটার ওভারঅল মাইলেজ ৩৫ কি.মি/ঘন্টা ।

 

Dimensions & Weight
Kerb Weight (Kg)136
Overall Length (mm)2050
Overall Width (mm)730
Overall Height (mm)810
Wheelbase (mm)1040
Ground Clearance (mm)165
Seat Height (mm)810

 

সব মিলিয়ে একমাত্র মাইলেজ এর বিষয়টা বাদ দিলে বাইকটি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে চরম একটা বাইক এবং খুব্ই হার্ডি একটা বাইক তো , আপনার সার্মথ্যের মধ্যে পড়লে বাইকটি কিনে টেস্ট করতে পারেন

 

বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে : Bikebd.com

Level 0

আমি বাইক বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য

হুম ভাল বাইক

Level 0

চরম, কিন্তু টিউন গুলো চেইন টিউন হিসেবে নেই কেন ?

দামটা কেমন হতে পারে?