
বাংলাদেশের বাইক এর ৫০ তম পর্বে সবাইকে স্বাগতম । আমাদের আজকের বাইক হল Regal Raptor Spyder । এটা রিগ্যাল র্যাপটার কোম্পানীর একটা বাইক । এই বাইকগুলো মূলত ক্রুইজার টাইপের ও বেশী ভারী হয়ে থাকে । অনেক লং জার্নির জন্য এই বাইকগুলো ইউজ করা হয়ে থাকে । বাইকটির যেমন পারফরমেন্স তেমনই এটার লুকিং । বাংলাদেশে বাইকটির মার্কেট খুব একটা ভাল না হবার কারণ এর মাইলেজ অনেক কম । কিন্তু বাইকটি পারফরমেন্সের দিক থেকে অন্যান্য সব বাইকের বস , এটা মানতেই হবে । তো চলুন আজ আমরা Regal Raptor Spyder সম্পর্কে বেশ ভালভাবে জেনে নিই ।

| Technical Specification | |
| Bike Name | Regal Raptor Spyder |
| Brand | Regal Raptor |
| Bike Category | Standard |
| Engine | |
| Type | 4- Stroke, Water-Cooled, Inside Balance Shaft |
| Displacement (cc) | 150 |
| Rated Power | 10500rpm |
| Max Power | 18 BHP |
| Max Torque | 6500RPM |
| Max Speed (KM/H) | 150 |
| Fuel Consumption (KM/L) | 25 |
| Bore x Stroke | 62X53 |
| Carburettor | T.K England |
| Cooling | Water Cooled |
| Starting Method | Electric & Kick |
| Ignition Type | CDI |
| Gears | 5 |
| Clutch | Multi - disc wet clutch |
| Spark Plug | NGK Platinum Alloy Spark Plugs |
| Body | |
| Dimension (LxWxH) | 2335X965X1100 |
| Wheel Base (mm) | 1660 |
| Fuel Tank Capacity (L) | 14 |
| Kerb Weight (KG) | 170 |
| Brake Front | Double Disc |
| Brake Rear | Disc |
| Wheel Front | Alloy |
| Wheel Rear | Alloy |
| Tyre Front | 90/90-21 |
| Tyre Rear | 160/80-16 |
| Electrical | |
| Battery | Yuasa Japan |
| Head Lamp | HID |
| Tail Lamp | LED |
| Trun Lamp | LED |
| Extra Features | |
| Others | Made in England |
| Price/Availability | |
| Price | Tk. 250000.00 |
বাইকটি রিগ্যাল র্যাপটার ব্রান্ডের একটি বাইক । বাইকটির লুকিং টা অন্যান্য রিগ্যাল র্যাপটরের থেকে একটু ভিন্ন । । সামনের হেডলাইট , হ্যান্ডেল , বিরাট মোটা চাকা , স্টাইলিশ ফ্রন্ট বাইকটিকে একটা সুন্দর লুক দিয়েছে । পেছনের সুন্দর ও স্টাইলিশ বসার সিট , ফুয়েল ট্যাঙ্ক সব মিলিয়ে বাইকটিকে কেউ একনজর দেখলেই এটার উপর একবার হলেও উঠতে চাইবে ।বাইকটির ফুয়েল ট্যাঙ্কটা চরম স্টাইলিশ । অনেকটা ঘোস্ট রাইডার মুভিতে যে বাইকটি দেখানো হয় , বাইকটির মডেল সেই রকমই দেখতে লাগে । বাইকটির বসার সিটটা মনে হয় সবার থেকে একটু অন্যরকম যেটা আপনারা বাইকটি দেখেই বুঝতে পারছেন । বাইকটি অসম্ভব রকমের ভারী । যেটা অনেক দিক থেকে পজেটিভ ।

বাইকটিতে রয়েছে একটি ১৫০ সিসির ইনসাইড ব্যাল্যান্স শ্যাফড ইন্জিন । যেটার কুলার সিস্টেম হল ওয়াটার কুলড । ওয়াটার কুলড ইন্জিন সাধারণত দেখা যায় না এই টাইপের বাইক গুলা ছাড়া । বাইকটির ইন্জিন ১৮ বিএইচপি@10500Rpm শক্তি ও ৮৫০০ আর পি এম টর্ক উৎপন্ন করতে পারে যেটা বাংলাদেশের ১৫০ বাইকগুলোর তুলনায় অনেক বেশী ।বাইকটির মেইন বৈশিষ্ঠই হল এর ভেতরের পাওয়ার আর স্টাইল । পাওয়ারের জন্য বাইকহুলো আজও সব বাইকের থেকে চরম এক্সেপশনাল । এর ইন্জিন পাওয়ার আসলেই চমকে দেবার মতই । বাইকটির ইগনিশন সিস্টেম হল সিডিআই এবং বাইকটি ইলেকট্রিক ও কিক উভয় সিস্টেমে স্টার্ট করা যায় । বাইকটির টপ স্পীড হল ১৫০ কিমি./ঘন্টা ।বাইকটির ফুয়েল ডেলিভারী সিস্টেম হল কার্বুরেটর । এটা ফুয়েল ইনজেকশন সিস্টেমের হলে বাইকটি আরও নতুনত্ব পেত । এটা বাংলাদেশের অন্য কোন বাইকে এতটা বেশী স্পীড নেই ।১৫০ সিসির বাইকে ১৫০ স্পীড তোলার ক্ষমতা সম্পনান কোন বাইক এখনও বাংলাদেশে দেখা যায়নি । বাইকটিতে একটি ৫ স্পীড গিয়ারবক্স রয়েছে । বাইকটির বোর ও স্ট্রোক ৬২ ও ৫৩ মি.মি । এটা একটা ১৫০ বাইকের জন্য বেশই ভাল ।

বাইকটির বডির ডাইমেনশন হল 2335X965X1100 (LxWxH) । সেই হিসেবে বাইকটি বেশ লম্বা ও খাট বলে মন্তব্য করা যায় । বাইকটির চাকার বেস ১৬৬০ মিমি . । বাইকটির সামনের চাকায় দুইটি ডিস্ক ব্রেক এবং পেছনের চাকায় ১ টি ডিস্ক ব্রেক রয়েছে । এই কারণে বাইকটির কন্ট্রোলিং টাও অসাধারণ । বাইকটির সামনের চাকার সাইজ 90/90-21 এবং পেছনের চাকার সাইজ হল 160/80-16 । চাকা দুটি সাধারণ ১৫০ বাইক থেকে অনেক মোটা আর এই কারণেই বাইকটি সুপার ব্যালেন্সড । বাইকটির মোট ওজন ১৭০ কেজি যেটা যে কোন ১৫০ বাইকের তুলনায় অনেক বেশী । এই কারণে বাইকটি অনেক হাই স্পীড তুলতে পারে এবং অনেক বেশী স্পীডেও কোনরকম ভাইব্রেট করে না । বাইকের ২ টা চাকাতেই এ্যালয় হুইল রয়েছে ।

বাইকটিতে Yuasa Japan এর একটি ব্যাটারী রয়েছে যেটা খুবই পাওয়ারফুল । এটার হেডলাইট হল হ্যালোজেন টেকনোলজির । পেছনের টেইল ল্যাম্প ও টার্নিং লাইট এলইডি । বাইকটির বর্তমান বাজারদর ২৫০০০০ টাকা এবং বাইটি বাংলাদেশে পাওয়া যাচ্ছে । যেসব লোকজন বেশী পাওয়ার ও টর্কের বাইক খুজছেন তাদের জন্য মনে হয় বাইকটি উপযুক্ত । তবে বাইকটি ১ লিটার পেট্রোলে মাত্র ২৫ কিলোমিটার যায় যেটা মোটেও পজেটিভ নয় ।
বাইকটি ইংল্যান্ডে তৈরী এবং এই কারণে বাইকটিকে আমরা অন্য সব বাইক থেকে একটু আলাদা করে দেখতেই পারি । যাই হোক , ভাল ভারাপ মিলিয়ে বাইকটি বেশ সুন্দর ও শৌখিন মানুষদের জন্য পারফেক্ট ।
বাইকটির সম্পর্কে আরও বিস্তারিত জানতে ও এর শোরূম এর খোজ পেতে ভিজিট করুন bikebd.com এ ।
আমি বাইক বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিনতে মনেচায় কিন্তু চালতে জানিনা