বাংলাদেশের বাইক [পর্ব-৫০] :: Regal Raptor Spyder 150

বাংলাদেশের বাইক এর ৫০ তম পর্বে সবাইকে স্বাগতম । আমাদের আজকের বাইক হল Regal Raptor Spyder । এটা রিগ্যাল র‌্যাপটার কোম্পানীর একটা বাইক । এই বাইকগুলো মূলত ক্রুইজার টাইপের ও বেশী ভারী হয়ে থাকে । অনেক লং জার্নির জন্য এই বাইকগুলো ইউজ করা হয়ে থাকে । বাইকটির যেমন পারফরমেন্স তেমনই এটার লুকিং । বাংলাদেশে বাইকটির মার্কেট খুব একটা ভাল না হবার কারণ এর মাইলেজ অনেক কম । কিন্তু বাইকটি পারফরমেন্সের দিক থেকে অন্যান্য সব বাইকের বস , এটা মানতেই হবে । তো চলুন আজ আমরা Regal Raptor Spyder সম্পর্কে বেশ ভালভাবে জেনে নিই ।

টেকনিক্যাল স্পেসিফিকেশন :

Technical Specification
Bike NameRegal Raptor Spyder
BrandRegal Raptor
Bike CategoryStandard
Engine
Type4- Stroke, Water-Cooled, Inside Balance Shaft
Displacement (cc)150
Rated Power10500rpm
Max Power18 BHP
Max Torque6500RPM
Max Speed (KM/H)150
Fuel Consumption (KM/L)25
Bore x Stroke62X53
CarburettorT.K England
CoolingWater Cooled
Starting MethodElectric & Kick
Ignition TypeCDI
Gears5
ClutchMulti - disc wet clutch
Spark PlugNGK Platinum Alloy Spark Plugs
Body
Dimension (LxWxH)2335X965X1100
Wheel Base (mm)1660
Fuel Tank Capacity (L)14
Kerb Weight (KG)170
Brake FrontDouble Disc
Brake RearDisc
Wheel FrontAlloy
Wheel RearAlloy
Tyre Front90/90-21
Tyre Rear160/80-16
Electrical
BatteryYuasa Japan
Head LampHID
Tail LampLED
Trun LampLED
Extra Features
OthersMade in England
Price/Availability
PriceTk. 250000.00

 

ওভারভিউ :

বাইকটি রিগ্যাল ‌র‌্যাপটার ব্রান্ডের একটি বাইক । বাইকটির লুকিং টা অন্যান্য রিগ্যাল র‌্যাপটরের থেকে একটু ভিন্ন । । সামনের হেডলাইট , হ্যান্ডেল , বিরাট মোটা চাকা , স্টাইলিশ ফ্রন্ট বাইকটিকে একটা সুন্দর লুক দিয়েছে । পেছনের সুন্দর ও স্টাইলিশ বসার সিট , ফুয়েল ট্যাঙ্ক সব মিলিয়ে বাইকটিকে কেউ একনজর দেখলেই এটার উপর একবার হলেও উঠতে চাইবে ।বাইকটির ফুয়েল ট্যাঙ্কটা চরম স্টাইলিশ । অনেকটা ঘোস্ট রাইডার মুভিতে যে বাইকটি দেখানো হয় , বাইকটির মডেল সেই রকমই দেখতে লাগে । বাইকটির বসার সিটটা মনে হয় সবার থেকে একটু অন্যরকম যেটা আপনারা বাইকটি দেখেই বুঝতে পারছেন । বাইকটি অসম্ভব রকমের ভারী । যেটা অনেক দিক থেকে পজেটিভ ।

 

 

ইন্জিন :

বাইকটিতে রয়েছে একটি ১৫০ সিসির ইনসাইড ব্যাল্যান্স শ্যাফড ইন্জিন । যেটার কুলার সিস্টেম হল ওয়াটার কুলড । ওয়াটার কুলড ইন্জিন সাধারণত দেখা যায় না এই টাইপের বাইক গুলা ছাড়া ।  বাইকটির ইন্জিন ১৮ বিএইচপি@10500Rpm শক্তি ও ৮৫০০ আর পি এম টর্ক উৎপন্ন করতে পারে যেটা বাংলাদেশের ১৫০ বাইকগুলোর তুলনায় অনেক বেশী ।বাইকটির মেইন বৈশিষ্ঠই হল এর ভেতরের পাওয়ার আর স্টাইল । পাওয়ারের জন্য বাইকহুলো আজও সব বাইকের থেকে চরম এক্সেপশনাল । এর ইন্জিন পাওয়ার আসলেই চমকে দেবার মতই । বাইকটির ইগনিশন সিস্টেম হল সিডিআই এবং বাইকটি ইলেকট্রিক ও কিক উভয় সিস্টেমে স্টার্ট করা যায় । বাইকটির টপ স্পীড হল ১৫০ কিমি./ঘন্টা ।বাইকটির ফুয়েল ডেলিভারী সিস্টেম হল কার্বুরেটর । এটা ফুয়েল ইনজেকশন সিস্টেমের হলে বাইকটি আরও নতুনত্ব পেত । এটা বাংলাদেশের অন্য কোন বাইকে এতটা বেশী স্পীড নেই ।১৫০ সিসির বাইকে ১৫০ স্পীড তোলার ক্ষমতা সম্পনান কোন বাইক এখনও বাংলাদেশে দেখা যায়নি । বাইকটিতে একটি ৫ স্পীড গিয়ারবক্স রয়েছে । বাইকটির বোর ও স্ট্রোক ৬২ ও ৫৩ মি.মি । এটা একটা ১৫০ বাইকের জন্য বেশই ভাল ।

 

 

বডি ব্রেকিং চাকা  :

বাইকটির বডির ডাইমেনশন হল 2335X965X1100 (LxWxH) । সেই হিসেবে বাইকটি বেশ লম্বা ও খাট বলে মন্তব্য করা যায় । বাইকটির চাকার বেস ১৬৬০ মিমি . । বাইকটির সামনের চাকায় দুইটি ডিস্ক ব্রেক এবং পেছনের চাকায় ১ টি ডিস্ক ব্রেক রয়েছে । এই কারণে বাইকটির কন্ট্রোলিং টাও অসাধারণ । বাইকটির সামনের চাকার সাইজ 90/90-21 এবং পেছনের চাকার সাইজ হল 160/80-16 । চাকা দুটি সাধারণ ১৫০ বাইক থেকে অনেক মোটা আর এই কারণেই বাইকটি সুপার ব্যালেন্সড । বাইকটির মোট ওজন ১৭০ কেজি যেটা যে কোন ১৫০ বাইকের তুলনায় অনেক বেশী । এই কারণে বাইকটি অনেক হাই স্পীড তুলতে পারে এবং অনেক বেশী স্পীডেও কোনরকম ভাইব্রেট করে না । বাইকের ২ টা চাকাতেই এ্যালয় হুইল রয়েছে ।

 

অন্যান্য :

বাইকটিতে Yuasa Japan এর একটি ব্যাটারী রয়েছে যেটা খুবই পাওয়ারফুল । এটার হেডলাইট হল হ্যালোজেন টেকনোলজির । পেছনের টেইল ল্যাম্প ও টার্নিং লাইট এলইডি । বাইকটির বর্তমান বাজারদর ২৫০০০০ টাকা এবং বাইটি বাংলাদেশে পাওয়া যাচ্ছে । যেসব লোকজন বেশী পাওয়ার ও টর্কের বাইক খুজছেন তাদের জন্য মনে হয় বাইকটি উপযুক্ত । তবে বাইকটি ১ লিটার পেট্রোলে মাত্র ২৫ কিলোমিটার যায় যেটা মোটেও পজেটিভ নয় ।

 

বাইকটি ইংল্যান্ডে তৈরী এবং এই কারণে বাইকটিকে আমরা অন্য সব বাইক থেকে একটু আলাদা করে দেখতেই পারি । যাই হোক , ভাল ভারাপ মিলিয়ে বাইকটি বেশ সুন্দর ও শৌখিন মানুষদের জন্য পারফেক্ট ।

 

বাইকটির সম্পর্কে আরও বিস্তারিত জানতে ও এর শোরূম এর খোজ পেতে ভিজিট করুন bikebd.com এ ।

 

Level 0

আমি বাইক বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কিনতে মনেচায় কিন্তু চালতে জানিনা

ভাল বাইক

আপনার Bike নিয়ে করা সবগুলো টিউন আমার খুবি ভাল লাগে।এখন পর্যন্ত একটা টিউন মিস করিনি।আপনাকে অনেক ধন্যবাদ।তবে একটা অনুরোধ আপনি কি একটু কষ্ট করে Honda CB Twister এই Bike টা নিয়ে একটা টিউন করবেন প্লীজ।আমি জানি এই Bike বাংলাদেশে পাওয়া যায় না,তবুও প্লীজ একটা টিউন করবেন।Thanks A Lot.