বাংলাদেশের বাইক [পর্ব-৪৯] :: LML Freedom LS

বাংলাদেশের বাইক–এর  ৪৯ তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম।আশা করি আপনারা সবাই ভাল আছেন , আমিও ভাল আছি।আজ আমরা LML Freedom LS বাইক সম্পর্কে জানবো। LML Freedom LS ভারতীয় কোম্পানির বাজারজাত করা টেকনিক্যালি অ্যাডভান্স মোটরসাইকেল। এটার 109cc ডিসপ্লেসমেন্টের এক সিলিন্ডার বিশিষ্ট ইনটেক ইগনিশন সিস্টেমের এয়ার কুল ইঞ্জিন আছে।গিয়ার বক্স 4 স্পিড বিশিষ্ট এবং প্রতিটি গিয়ার আপ শিফটে।বাইকের ব্রেকিং সিস্টেম ড্রাম। LML Freedom LS বাজারে আসার পর এটা বাংলাদেশেও বেশ ভাল মার্কেট করে নিয়েছে এবং বাংলাদেশের জনগণও এটাকে সাদরে গ্রহণ করেছে । আসুন আমরা বাইকটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

ফিচার সমূহ:

LML Freedom LS বাইকের ড্যাসবোর্ডটি এনালগ কিন্তু বেশ সুন্দর ও রূচিশীল । ।বাইকটিতে স্পীডোমিটার , যায় না । বাইকটি ডিজাইন অফিসগামী এবং মধ্যবয়স্কদের জন্য খুব শোভনীয়। এটাতে ইলেকট্রিক স্টার্ট এর ফিচারটিও রয়েছে ।বাইকটির স্লিম বডি বাইকটিকে আরও সুন্দর করে রিপ্রেজেন্ট করেছে । আসুন বাইকটির ফিচারগুলো জেনে নিই।    

SpeedometerAnalogue
TachometerNo
Tachometer Type--
Shift LightNo
Electric StartYes
TripmeterNo
No Of Tripmeters--
Tripmeter Type--
Low Fuel IndicatorYes
Low Oil IndicatorNo
Low Battery IndicatorNo

 

Fuel GaugeYes
Digital Fuel GaugeNo
Pillion SeatYes
Pillion FootrestYes
Pillion BackrestNo
Pillion GrabrailYes
Stand AlarmNo
Stepped SeatNo
Antilock Braking SystemNo
KillswitchNo
ClockNo

 

ইঞ্জিন:

LML Freedom LS -র ইঞ্জিনটি 109cc ডিসপ্লেসমেন্টের সিঙ্গেল সিলিন্ডার ক্যাটাগরির।ইঞ্জিনটির মাক্সিমাম পাওয়ার 8.5 bhp@7750 rpm এবং ম্যাক্সিমাম টর্ক 8.6 Nm@5000 rpm ।এর ইন্জিনটি এয়ার কুলড এবং সিঙ্গেল সিলিন্ডার বিশিষ্ঠ । বাইকটির বোর ও স্ট্রোকও বেশ ভালই বলা যায় ।বাইকটির কুলিং সিস্টেম হল এয়ার কুলড ।    

Engine
Displacement (cc)109
Cylinders1
Max Power8.5 bhp @ 7750 rpm
Maximum Torque8.6 Nm @ 5000 rpm
Bore (mm)53
Stroke (mm)49
Valves Per Cylinder2
Fuel Delivery SystemCarburetor
Fuel TypePetrol
IgnitionC.D.I
Spark Plugs (Per Cylinder)1
Cooling SystemAir Cooled

 

চেসিস এবং সাসপেনশন:

LML Freedom LS বাইকের চেসিস ওয়াইড স্প্যান ডবল ট্যাবুলার স্ট্রাকচারে টাইপের যা বাইকটির সুন্দর শোভনীয় লুক এনে দিয়েছে এবং কয়েল স্প্রিং-এর জন্য উঁচু নিচু রাস্তায় কমফোর্টের সাথে চালানো যায়। বাইকটির সামনের সাসপেনশন হল হাইড্রোলিক টেলিস্কোপিক ফর্ক এবং পেছনের সাসপেনশন ৫ স্টেজ এডজাস্টমেন্টের সাথে সুইং আর্ম টাইপের ।

Chassis & Suspension
Chassis TypeWide span double support, tubular structure
Front SuspensionHydraulic telescopic forks, 100mm stroke
Rear SuspensionRectangular section swing arm with 5-stage adjusta

 

ট্রান্সমিশন ব্রেকিং সিস্টেম:

বাইকটিতে 4 স্পিড বিশিষ্ট একটি ম্যানুয়াল গিয়ার বক্স আছে এবং গিয়ার গুলো সব আপ শিফটেড, ট্রান্সমিশন শাফটের মাধ্যমে হয়। বাইকটির ব্রেকিং সিস্টেম ড্রাম।বাইকটির ট্রান্সমিশন টাইপ হল চেইন ড্রাইভেন । ট্রান্সমিশন

Transmission
Gearbox TypeManual
No Of Gears4
Transmission TypeChain Drive
ClutchWet, multiple-plate

ব্রেকিং সিস্টেম

বাইকটির দুইটি চাকাতেই ১৩০ মি.মি সাইজের ড্রাম ব্রেক রয়েছে যেটা আমার কাছে একটু খারাপ ব্রেক সেটিংস বলেই মনে হয়েছে ।এইরকম বাইক থেকে সামনের চাকাতে একটা ডিস্ক আশা করা যেতেই পারে ।

Braking
Brake TypeDrum
Front DiscNo
Front Disc/Drum Size (mm)130
Rear DiscNo
Rear Disc/Drum Size (mm)130
Calliper Type--

 

ডাইমেনশন, ওজন, চাকা এবং টায়ার:

বাইকটির কার্ব ওয়েট 119 কেজি, লম্বা 2010mm ,চওড়া 725mm এবং উচ্চতা 1080 mm।হুইলবেজ 1235mm এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্সে 165mm।বাইকের হুইল অ্যালয় । বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বাইকের তুলনায় একটু বাজে ।   ডাইমেনশন & ওয়েট

Dimensions & Weight
Kerb Weight (Kg)119
Overall Length (mm)2010
Overall Width (mm)725
Overall Height (mm)1080
Wheelbase (mm)1235
Ground Clearance (mm)165
Seat Height (mm)810

বাইকটির চাকার সাইজ ১৮ ইন্চি যেটা অন্যান্য বাইক থেকে বেশ বড় । সামনের চাকাতে 2.75’’ x 18” সাইজের এবং পেছনের চাকাতে 3.0” x 18” সাইজের টায়ার রয়েছে । বাইকটির টায়ারগুলো টিউব টাইপের কিন্তু এ্যালয় হুইল যুক্ত ।

Wheels & Tyres
Wheel Size (inches)18
Front Tyre2.75-18
Rear Tyre3.00-18
Tubeless TyresNo
Radial TyresNo
Alloy WheelsYes

 

লাইট এবং ব্যাটারি:

এই বাইকে 12 ভোল্টের 6 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি আছে এবং হেড লাইট মাল্টি-রেফ্লেকটর টাইপের হ্যালোজেন বাল্ব । হেডলাইট বাল্বটি 12 ভোল্ট ও 35 ওয়াট মানের হ্যালোজেন বাল্ব।ব্রেক এবং টেইল লাইট LED ল্যাম্প।

Electricals
Electric System12 Volt – 129 Watt
Battery12V2.5Ah
Headlight TypeHalogen Bulb Type
Headlight Bulb Type12V 35W/35W
Brake/Tail LightReflector Type
Turn SignalYes
Pass LightYes

জ্বালানী এবং জ্বালানী কার্যকারিতা:

LML Freedom LS বাইকে 12 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ফুয়েল ট্যাঙ্ক রয়েছে এবং রিজার্ভে 2 লিটার ফুয়েল রাখা যায়। বাইকটি এক লিটার ফুয়েলে 6৫ কিলোমিটার পথ চলতে পারে। এটাই বাইকটির একটা প্লাস পয়েন্ট । এটা বেশ ভাল মাইলেজ দেয় সেই সাথে ভাল পারফরমেন্সও ।

Fuel Efficiency & Range
Fuel Tank Capacity (Litres)12
Reserve Fuel Capacity (Litres)2
FuelEfficiency Overall (Kmpl)65
Fuel Efficiency Range (Km)750

 

পারফরমেন্স :

বাইকটির পারফরমেন্স বেশ ভালই । এটা ৮.1 সেকেন্ডে ৬০ কি.মি/ঘন্টা স্পীড তুলতে পারে এবং এটার টপ স্পীড হল 95কি.মি/ঘন্টা । যেটা একটা ১০০ সিসির বাইক হিসেবে বেশ ভালই বলা যায় ।

Performance
0 to 60 kmph (Seconds)8.1
0 to 80 kmph (Seconds)--
0 to 40 m (Seconds)--
Top Speed (Kmph)95
60 to 0 Kmph (Seconds, metres)--
80 to 0 kmph (Seconds, metres)--

  সবমিলিয়ে বাইকটি মাইলেজ ও পারফরমেন্স এর দিক থেকে আমরা ভাল বলতে পারি । আর বাইকটি বেশ স্টাইলিশও । তবে বাংলাদেশের মার্কেটে এটা খুব বেশী সুবিধা করতে পারেনি ।
বাইকটি সম্পর্কে বিস্তারিত : Bikebd.com

Level 0

আমি বাইক বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস