
বাংলাদেশের বাইকের ৪১ তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম।আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি।আজ আমরা Suzuki Gixxer SF বাইক সম্পর্কে জানবো।Suzuki Gixxer SF স্ট্রিট স্পোর্টস বাইক। বিশেষ করে তরুণ বাইকারদের রুচি এবং পছন্দ লক্ষ্য করে বাজারে ছাড়া হয়েছে।বাইকটি লিজেন্ডারি স্পোর্টস বাইক GSX-R –এর আদলে বানানো।এই বাইকটিতে GSX-R বাইকের মত দ্বৈত এক্সহাউস্ট পাইপ আছে।Suzuki Gixxer SF বাইকের ট্যাঙ্কটি বাইকে ন্যাকেড মাস্কুলার লুক দিয়েছে।Suzuki Gixxer SF বাইকের ইঞ্জিন 4-স্ট্রোকের সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল টাইপের 155cc। আসুন আমরা বাইকটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

ফিচার সমূহ:
Suzuki Gixxer বাইকের হেডলাইটটি বেশ স্টাইলিশ ও বড় এবং স্পীডোমিটারটি ডিজিটাল। এছাড়া বাইকটিতে রয়েছে ডিজিটাল ট্যাকোমিটার , ট্রিপমিটার , লো ফুয়েল ইনডিকেটর , ক্লক ও আরও অনেক ফিচার । বাইকটি সম্পূর্ণ স্পোর্টি লুকের একটা বাইক এবং এর লুকটাও চরম । এটার বডি সম্পূর্ণ এ্যারোডাইনামিক সেই জন্য এটার স্পীডও জিক্সার থেকে অনেক বেশী ।

| Speedometer | Digital |
| Tachometer | Yes |
| Tachometer Type | Digital |
| Shift Light | Yes |
| Electric Start | Yes |
| Tripmeter | Yes |
| No Of Tripmeters | 2 |
| Tripmeter Type | Digital |
| Low Fuel Indicator | Yes |
| Low Oil Indicator | No |
| Low Battery Indicator | -- |
| Fuel Gauge | Yes |
| Digital Fuel Gauge | Yes |
| Pillion Seat | Yes |
| Pillion Footrest | Yes |
| Pillion Backrest | No |
| Pillion Grabrail | Yes |
| Stand Alarm | No |
| Stepped Seat | No |
| Antilock Braking System | No |
| Killswitch | Yes |
| Clock | Yes |
ইঞ্জিন:
Suzuki Gixxer SFবাইকে 155cc মানের এক সিলিন্ডার বিশিষ্ট ডিজিটাল ইগ্নিশন সিস্টেমের এয়ার কুল ইঞ্জিন আছে যার মাক্স পাওয়ার 14.6 bhp@8000 rpm এবং সর্বোচ্চ 14 Nm@6000rmp মানের টর্ক সৃষ্টি করতে । বাইকটির বোর ও স্ট্রোক হল ৫৬ ও ৬৩মি.মি । বাইকটির ইন্জিনে একটি সিলিন্ডার ও ২ টি ভালব রয়েছে । তবে আমার মনে হয় বাইকটিতে ফুয়েল ইনজেকশন সিস্টেমের ফুযেল ডেলিভারী থাকলে আরও ভাল হত । আসুন আমরা বাইকটির ইঞ্জিন সম্পর্কে জেনে।

| Displacement (cc) | 155 |
| Cylinders | 1 |
| Max Power | 14.6 bhp @ 8000 rpm |
| Maximum Torque | 14 Nm @ 6000 rpm |
| Bore (mm) | 56 |
| Stroke (mm) | 63 |
| Valves Per Cylinder | 2 |
| Fuel Delivery System | Carburettor |
| Fuel Type | Petrol |
| Ignition | Digital CDI |
| Spark Plugs (Per Cylinder) | 1 |
| Cooling System | Air Cooled |
চেসিস এবং সাসপেনশন:
বাইকটির চেসিস সিঙ্গেল ডাউনটিউব টাইপের যা এটিকে সুপার স্পোর্টস বাইকের মত ন্যাকেড লুক এনে দিয়েছে এবং শারীরিক সমস্যা ছাড়াই অনেকক্ষণ ধরে চালানো যায়। এর রেয়ার সাসপেনশন সুইংআর্ম মনো সাসপেনশন ।
| Chassis Type | Single Downtube |
| Front Suspension | Telescopic Fork |
| Rear Suspension | Swing Arm, Mono Suspension |
ট্রান্সমিশন ও ব্রেকিং সিস্টেম:
বাইকটিতে 5 স্পিড বিশিষ্ট একটি ম্যানুয়াল গিয়ার বক্স আছে।বাইকের ব্রেকিং সিস্টেম সামনের চাকায় ডিস্ক ও পেছনের চাকায় ড্রাম।যা বাইকটির গতি নিয়ন্ত্রণ করতে খুব কার্যকর।আসুন আমরা ট্রান্সমিশন এবং ব্রেকিং সিস্টেমের খুঁটিনাটি জেনে নিই।
Transmission
| Gearbox Type | Manual |
| No Of Gears | 5 |
| Transmission Type | Chain Drive |
| Clutch | Wet Multiplate |
Braking
বাইকটির সামনের চাকাতে একটি ডিস্ক ব্রেক রয়েছে ও পেছনের চাকাতে ড্রম ব্রেক রয়েছে । সামনের ডিস্কের সাইজ হল ২৬৬ মি.মি এবং পেছনের ড্রাম ব্রেকের সাইজ ১৩০ মিমি ।
| Brake Type | Single Disc |
| Front Disc | Yes |
| Front Disc/Drum Size (mm) | 266 |
| Rear Disc | No |
| Rear Disc/Drum Size (mm) | 130 |
| Calliper Type | -- |
ডাইমেনশন, ওজন এবং চাকা:
বাইকটির কার্ব ওয়েট 139 কেজি, লম্বা 2050mm ,চাওড়া 785mm, উচ্চতা 1085 mm এবং হুইলবেজ 1330mm।বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160mm।বাইকের হুইল অ্যালয় এবং টায়ার টিউবলেস।

Dimensions & Weight:
| Kerb Weight (Kg) | 139 |
| Overall Length (mm) | 2050 |
| Overall Width (mm) | 785 |
| Overall Height (mm) | 1085 |
| Wheelbase (mm) | 1330 |
| Ground Clearance (mm) | 160 |
| Seat Height (mm) | 780 |
Wheel & Tyre:
বাইকটির চাকার সাইজ হল ১৭ ইন্চি । সামনের চাকার সাইজ 100/80-17 এবং পেছনের চাকার সাইজ 140/60R-17 । এর টায়ারগুলো টিউবলেস এবং রেডিয়াল টাইপের ।
| Wheel Size (inches) | 17 |
| Front Tyre | 100/80-17 |
| Rear Tyre | 140/60R-17 |
| Tubeless Tyres | Yes |
| Radial Tyres | Yes |
| Alloy Wheels | Yes |
লাইট এবং ব্যাটারি:
এই বাইকে 12 ভোল্টের 3 অ্যাম্পিয়ার মানের মেইন্টেনেন্স ফ্রী ব্যাটারি আছে এবং হেডলাইট রেফ্লেকটর টাইপের।হেডলাইট বাল্বটি 12 ভোল্ট ও 35 ওয়াট মানের।ব্রেক/টেইল লাইটটি LED।

| Electric System | -- |
| Battery | 12V, 3Ah Maintenance Free |
| Headlight Type | Bulb and Reflector Type |
| Headlight Bulb Type | 12V 35/35W |
| Brake/Tail Light | LED Tail Lamp |
| Turn Signal | Yes |
| Pass Light | Yes |
জ্বালানী এবং জ্বালানী কার্যকারিতা:
Suzuki Gixxer বাইকে 12 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ফুয়েল ট্যাঙ্ক রয়েছে।এটি ওভারঅল প্রতি লিটার জ্বালানীতে ৪৫ কি.মি করে চলতে পারে ।
| Fuel Tank Capacity (Litres) | 12 |
| Reserve Fuel Capacity (Litres) | -- |
| FuelEfficiency Overall (Kmpl) | 45 |
| Fuel Efficiency Range (Km) | -- |
পারফর্মেন্স:
বাইকটির টপ স্পিড 119 Kmph। এটার টপ স্পীড বেশ ভালই এবং ১৫০ সিসি বাইক হিসেবে আরও ভাল ।এটা ১০০ কি.মি স্পীড তুলতে টাইম নেয় মাত্র ১৬.৮৯ সেকেন্ড ।
| 0 to 100 kmph (Seconds) | 16.89 |
| 0 to 80 kmph (Seconds) | -- |
| 0 to 40 m (Seconds) | -- |
| Top Speed (Kmph) | 127 |
| 60 to 0 Kmph (Seconds, metres) | -- |
| 80 to 0 kmph (Seconds, metres) | -- |
কালার:
বাজারে বাইকটি বিভিন্ন কালারে পাওয়া যাচ্ছে।
যেমন Metallic Triton Blue, Oort Grey Metallic, Candy Antares Red, Peal Mirage White, Glass Sparkle Black
পরিশেষে বলা যায়, বাইকটি স্ট্রিট স্পোর্টস টাইপ লুকের জন্য তরুণ বাইকারদের মধ্য অনেক জনপ্রিয়।
সৌজন্যে : Bikebd.com
আমি বাইক বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
prize?