বাংলাদেশের বাইক [পর্ব-৩৭] :: হোন্ডা Honda CBF Stunner 125CC

বাংলাদেশের বাইক–এর ৩৭  তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম।আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজ আমরা Honda CBF Stunner বাইক সম্পর্কে জানবো। Honda CBF Stunner মূলত হোন্ডা কোম্পানির ভারতীয় সাবসিডিয়ারি Honda Motorcycle & Scooter India, Private Limited (HMSI) থেকে বাজারজাত করা। বাইকটিতে 125cc মানের এক সিলিন্ডার বিশিষ্ট এয়ার কুল ইঞ্জিন এবং 5 স্পিড বিশিষ্ট গিয়ার বক্স  আছে।বাইকটি স্পোর্টস লুকের জন্য সর্বাধিক পরিচিত। আসুন আমরা বাইকটি সম্পর্কে জেনে নিই।

ফিচার সমূহ:

বাইকটিতে একটি সুন্দর ফ্রন্ট সাইড রয়েছে এবং এটা দেখলে মনে হয় এটা একটা ১৫০ সিসির বাইক ।সামনের সুন্দর স্টাইলিশ হেডলাইট ও হ্যান্ডেল এর সাথে এটার লুকিং গ্লাসগুলো ও সুন্দর । বাইকটির ড্যাসবোর্ডে একটি এনালগ স্পীডোমিটার ও ফুয়েল ইনডিকেটর রয়েছে । এতে একটা ট্যাকোমিটারও রয়েছে । সেই সাথে বাইকটিতে লো ফুয়েল ইনডিকেটর , লো ব্যাটারী ইনডিকেটর রয়েছে । সবমিলিয়ে বাইকটির ফিচারগুলো বেশ ভালই ।

Speedometer             Analogue

Tachometer              Yes

Tachometer Type          --

Shift Light               --

Electric Start             Yes

 

Tripmeter               Yes

No Of Tripmeters         1

Tripmeter Type           Analogue

Low Fuel Indicator        Yes

Low Oil Indicator         Yes

Low Battery Indicator      Yes

Fuel Gauge             Yes

Digital Fuel Gauge        No

Pillion Seat              --

Pillion Footrest           Yes

Pillion Backrest           No

Pillion Grabrail           Yes

Stand Alarm             No

Stepped Seat            Yes

Antilock Braking System     No

Killswitch                No

Clock                   No

 

ইঞ্জিন:

Honda CBF Stunner বাইকে 125cc মানের 1 সিলিন্ডার বিশিষ্ট ডিজিটাল সিডিআই ইগনিশন সিস্টেমের এয়ার কুল ইঞ্জিন আছে। যার মাক্স পাওয়ার 10 bhp@8000rmp এবং ম্যাক্সিমাম টর্ক 11 Nm@6500rmp । এটা একটা ১২৫  সিসির বাইকের জন্য অনেক বেশী পাওয়ার ও টর্ক । আসুন আমরা বাইকটির ইঞ্জিন সম্পর্কে জেনে নেই।

Displacement (cc)        125

Cylinders                1

Max Power              10 bhp@8000rmp

Maximum Torque          11 Nm@6500rmp

Bore(mm)               52

Stroke(mm)              58

Valves Per Cylinder         2

Fuel Delivery System        Carburetor

Fuel Type                Petrol

Ignition                  Digital CDI

Spark Plugs(Per Cylinder)   1

Cooling System            Air Cooled

চেসিস এবং সাসপেনশন:

বাইকটির চেসিস অ্যাডভান্স ডিজাইন ডাইমন্ড টাইপের যা এটির স্পোর্টস লুক এনে দিয়েছে এবং শারীরিক সমস্যা ছাড়াই অনেকক্ষণ ধরে চালানো যায়।

Chassis Type             Advanced Design Diamond

Front Suspension          Telescopic Fork

Rear Suspension          3 Step Spring Loaded Hydrolic Shock

ট্রান্সমিশন ও ব্রেকিং সিস্টেম:

বাইকটিতে 5 স্পিড বিশিষ্ট একটি ম্যানুয়াল গিয়ার বক্স আছে।বাইকের ব্রেকিং সিস্টেম ডিস্ক, সামনের চাকায় 240 mm ও পেছনের চাকায় 130 mm  ডিস্ক আছে।যা বাইকটির গতি নিয়ন্ত্রণ করতে খুব কার্যকর। আসুন আমরা ট্রান্সমিশন এবং ব্রেকিং সিস্টেমের খুঁটিনাটি জেনে নিই।

Transmission

Gearbox Type               Manual

No Of Gears                5

Transmission Type            Chain Drive

Clutch                     Multiplate Wet Type

 

Braking

Brake Type                 Disc

Front Disc                  Yes

Front Disc Size (mm)        240

Rear Disc                  Yes

Rear Disc Size (mm)        130

Calliper Type                 --

ডাইমেনশন, ওজন এবং চাকা:

বাইকটির কার্ব ওয়েট 128 কেজি, লম্বা 2012mm ,চাওড়া 734mm এবং উচ্চতা 1111 mm।বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্সে 173mm। বাইকের টায়ারদুটি টিউবলেস।

বাইকটির চাকার সাইজ হল ১৭ ইন্চি । সামনের টায়ারের সাইজ 80/100-17 M/C 46P এবং পেছনের টায়ারের সাইজ 100/90-17 M/C 55P ।

Dimensions & Weight:

Kerb Weight(kg)          128

Overall Length(mm)       2012

Overall Width(mm)        734

Overall Height(mm)       1111

Wheelbase(mm)          1271

Ground Clearance(mm)     173

Seat Height(mm)         790

 

Wheel & Tyre:

Wheel Size(inches)        17

Front Tyre                80/100-17 M/C 46P

Rear Tyre                100/90-17 M/C 55P

Tubeless Tyre             Yes

Radial Tyre               Yes

Alloy Wheels              Yes

লাইট এবং ব্যাটারি:

এই বাইকে 12 ভোল্টের 3 অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে এবং হেড লাইট মাল্টি- রেফ্লেকটর টাইপের। হেডলাইট বাল্বটি  12 ভোল্ট ও 35 ওয়াট মানের হ্যালোজেন বাল্ব।

Electric System        --

Battery              12V-3Ah Maintenance Free

Headlight Type        Multi-Reflector Type

Head Bulb Type       Halogen 12V 35/35W

Brake/Tail Light       Led Tail Lamp

Turn Signal          Yes

Pass Light           Yes

 

জ্বালানী এবং জ্বালানী কার্যকারিতা:

Honda CBF Stunner বাইকে 10 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ফুয়েল ট্যাঙ্ক রয়েছে এবং রিজার্ভে 2 লিটার ফুয়েল রাখা যায়। বাইকটি এক লিটার ফুয়েলে 61 কিলোমিটার পথ চলতে পারে।

Fuel Tank Capacity (Litres)      10

Reserve Fuel Capacity (Litres)    2

FuelEfficiency Overall(Kmpl)      61

Fuel Efficiency Range (Km)     610

পারফর্মেন্স:

বাইকটি 5 সেকেন্ডে 60kmph গতি তুলতে পারে এবং সর্বোচ্চ গতি 101 kmph

0 to 60 kmph(Seconds)           5

0 to 80 Kmph(Seconds)          --

0 to 40m(Seconds)              --

Top Speed (Kmph)              101

60 to 0 Kmph(Sec,metres)        18

80 to 0 kmph(Sec,metres)        --

 

কালার:

বাজারে বাইকটি বিভিন্ন কালারে পাওয়া যাচ্ছে।

যেমন Pearl Sports Yellow, Sports Red, Heavy Grey Metall

পরিশেষে বলা যায় যে বাইকটি স্পোর্টস লুকের জন্য একটা ভাল অবস্থানে আছে। এটার কনফিগারেশনও অনেকটা স্পোর্টস বাইকের মতনই । আর হোন্ডা ইন্জিন বা ডিজাইন বলে একটা কথা সবসময় থেকেই যায় ।

 

পোষ্টটি ভাল লাগলে আপনদের বন্ধুদের কাছে ফেসবুক , টুইটার প্রভৃতির মাধ্যমে । আর এইধরণের আনকমন বাইক সম্পর্কে জানতে ঢু মারতে পারেন Motorcycle Price in Bangladesh পেজে ।

সৌজন্যে : Bikebd.com

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Level 0

আমি বাইক বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস