
বাংলাদেশের বাইকের তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভাল আছেন আমিও ভাল আছি। আজ আমরা TVS Motor Company এর Phonix বাইকটি সম্পর্কে জানব।এই বাইকটি মূলত চাকরিজীবী এবং মধ্যবয়স্ক মানুষদের জন্য তৈরি করা। বাইকটি ক্লাসিক্যাল লুকের জন্য যারা অফিস করেন মধ্য বয়স্ক এবং একটু স্টাইলিশ তাদের জন্য বেস্ট। বাইকটির মাইলেজ খুব ভাল এই কারনে বাইকটি মধ্যবিত্ত দের মাঝে জনপ্রিয় হচ্ছে। TVS Phonix -এর ড্রাম এবং ডিস্ক দুটি ভেরিয়েশনই বাজারে পাওয়া যাচ্ছে। আসুন আমরা Phonix বাইকটির খুঁটিনাটি সম্পর্কে জেনে নিই।

বাইকটিতে একটি ডিজিটাল স্পীডোমিটারের সাথে রয়েছে ডিজিটাল ট্যাকোমিটার এবং ফুয়েল ইনডিকেটর । বাইকটির ফুয়েল ট্যাঙ্কের উপর খুবই স্টাইলিশ ভাবে বাইকের নামটা লেখা রয়েছে যেটা সবাইরই নজর কাড়বে । এছাড়াও বাইকটির ড্যাসবোর্ডে একটি ক্লকও রয়েছে ।

Speedometer Digital
Tachometer Yes
Tachometer Type Digital
Shift Light No
Electric Start Yes
Tripmeter Yes
No Of Tripmeters 2
Tripmeter Type Digital 2
Low Fuel Indicator Yes
Low Oil Indicator No
Low Battery Indicator Yes
Fuel Gauge Yes
Digital Fuel Gauge Yes
Pillion Seat Yes
Pillion Footrest Yes
Pillion Backrest No
Pillion Grabrail Yes
Stand Alarm Yes
Stepped Seat No
Antilock Braking System No
Killswitch Yes
Clock Yes
TVS Phonix বাইকটির রয়েছে Digital TCI ইগনিশন সিস্টেমএর এয়ার কুল ইঞ্জিন। যার মাক্সিমাম পাওয়ার 11 bhp @ 8000 rmp এবং ম্যাক্সিমাম 11 Nm @ 6000 rmp মানের টর্ক সৃষ্টি করে যা একই সাথে শক্তিশালী এবং ফুয়েল কম লাগে। আসুন আমরা Phonix বাইকটির ইঞ্জিন সম্পর্কে জেনে নিয়।

Displacement (cc) 125
Cylinders 1
Max Power 11 bhp @ 8000 rmp
Maximum Torque 11 Nm @ 6000 rmp
Bore (mm) 57
Stroke (mm) 49
Valves Per Cylinder 2
Fuel Delivery System Carburetor
Fuel Type Petrol
Ignition Digital TCI
Spark Plugs (Per Cylinder) 1
Cooling System Air Cooled
TVS Phonix বাইকের চেসিস সিঙ্গুলার ডাউনটিউব টাইপের। বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে আছে টেলিস্কোপিক ফর্ক । পেছনে হাইড্রোলিক শক টাইপের সাসপেনশন রয়েছে

Chassis Type Singular Downtube
Front Suspension Telescopic Oil Damped
Rear Suspension Twin, 5 Step Adjustable Hydralic Shocks With Serie
TVS Phonix বাইকে আছে 4 টি গিয়ার বিশিষ্ট ম্যানুয়াল গিয়ার বক্স।ব্রেকিং সিস্টেম ড্রাম এবং ডিস্ক দুই ধরনের ভেরিয়েশনের বাইক বাজারে পাওয়া যাচ্ছে।সে ক্ষেত্রে দাম কম বেশী হবে।আসুন আমরা বাইকটির ট্রান্সমিশন এবং ব্রেকিং সিস্টেমের খুঁটিনাটি জেনে নেই।সামনের ডিস্কের সাইজ ও পেছনের ড্রামের সাইজ ১৩০ মি.মি ।

Gearbox Type Manual
No Of Gears 4
Transmission Type Chain Drive
Clutch Wet Multiple
Brake Type Hand Operated, Internally Expanding
Front Disc No
Front Disc/Drum Size (mm) 130
Rear Disc No
Rear Disc/Drum Size (mm) 130
Calliper Type --
বাইকটির মোট ওজন হল ১১৬ কেচি যেটা আরেকটু বেশী হলেই মনে হয় ভাল হত ।এর ওভারঅল লেন্থ ১৯৮৫ মি.মি ও ওভারঅল হাইট ১০৬৫ মি.মি । তবে বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশী । এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হল ১৬৫ মি.মি যেটা আপনাকে রাইডিং এর সময় বেশ আরাম দেবে । বাইকটির সামনে 2.75 x 17 সাইজের ও পেছনে 90/90 x 17 সাইজির টায়ার রয়েছে যেটা একটা ১২৫ সিসি বাইকের জন্য অনেক ভাল ।

Kerb Weight(kg) 116
Overall Length(mm) 1985
Overall Width(mm) 740
Overall Height (mm) 1065
Wheelbase (mm) 1265
Ground Clearance (mm) 165
Seat Height (mm) 780
Wheel Size (inches) 17
Front Tyre 2.75 x 17
Rear Tyre 90/90 x 17
Tubeless Tyre Yes
Radial Tyres No
Alloy Wheels Yes
বাইকটিতে 12 ভোল্টের ব্যাটারির সাথে রয়েছে 35 W মানের মাল্টি রিফ্লেকটর হেড লাইট। যা রাতে পথ চলার জন্য বেশ ভাল ব্যাটারী ও লাইট সেটিং ।

Electric System 12V
Battery 12V, 5 Ah
Headlight Type Multi-Reflector Type
Headlight Bulb Type 12v, 35/36w x 1
Brake/ Tail Light 12v, 5/21w x 1
Turn Signal Yes
Pass Light Yes
TVS Phonix বাইকটি মুল বৈশিষ্ট্য ফুয়েল কম খরচ হয়। এটার 12 লিটার ধারণ ক্ষমতার ফুয়েল ট্যাঙ্ক আছে এবং রিজার্ভে 2 লিটার ফুয়েল রাখা যায়।
Fuel Tank Capacity (Litres) 12
Reserve Fuel Capacity (Litres) 2
Fuel Efficiency Overall (Kmpl) 63
Fuel Efficiency Range (Km) 750
বাইকটি 7.52 সেকেন্ডে 0 থেকে 60kmph গতি তুলতে পারে এবং এর Top Speed 96 kmph
0 to 60 kmph (Seconds) 7.52
0 to 80 kmph(Seconds) --
0 to 40 m (Seconds ) --
Top Speed (Kmph) 96
60 to 0 Kmph(Sec,meters) --
80 to 0 Kmph (Sec,meters) --
কালার:
TVS Phonix বাইকটি বাজারে ভিন্ন ভিন্ন কালারের পাওয়া যাচ্ছে।
যেমন Moroccan Red, Alaskan Green, Helsinki Black Silver, Belgian Black Red, Oxford Grey.
তাহলে দেখা যাচ্ছে TVS Phonix বাইকটা মূলত অফিসগামী এবং মধ্যবয়স্ক মানুষদের জন্য এবং এর ক্লাসিক্যাল লুকের কারনে দিনদিন জনপ্রিয়তা বাড়ছে।
পেষ্টটি ভাল লাগলে আপনদের বন্ধুদের কাছে ফেসবুক , টুইটার প্রভৃতির মাধ্যমে ।
সৌজন্যে : Bikebd.com
আমি বাইক বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর পোস্ট ভাইয়্যা 🙂
স্টুডেন্টদের উপযোগী কোন বাইক থাকলে রিভিউ দিয়েন তো আজকে কালকের মধ্যে 🙂