বাংলাদেশের বাইক [পর্ব-৩৪] :: হিরো গ্ল্যামার ১২৫ সিসি

বাংলাদেশের বাইক এর   তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম এবং সেই সাথে বাংলা নতুন বছরের শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আজ আমরা Hero-এর Glamour FI সম্পর্কে জানবো। Hero Glamour FI বাইক Hero-এর একটি লেটেস্ট মডেল।বাইকটি বাংলাদেশে ইতিমধ্যে খুব পরিচিতি পেয়ে গেছে এটার স্টাইল,পাওয়ার এবং মাইলেজ-এর জন্য।বাইকটির লুক সব এজ-এর জন্য মানানসই।শখের বাইকারদের এটি ব্যবহার করতে ভাল লাগবে আবার কর্মক্ষেত্রে যেতে চাকরিজীবীরা  এটি ব্যবহার কর কমফোর্ট ফিল করবেন।আসুন আমরা বাইকটি খুঁটিনাটি টেকনিক্যাল বিষয় গুলো জেনে নিই।

 

ফিচার সমূহ:

বাইকটিতে খুবই স্টাইলিশ একটা হেডলাইটের সাথে রয়েছে সুন্দর একটা ড্যাস বোর্ড । এটাতে একটি এনালগ স্পিডোমিটার ও ট্যাকোমিটার ও ফুয়েল  ইনডিকেটর রয়েছে ।

Speedometer               Analogue

Tachometer                         No

Tachometer Type                --

Shift Light                             No

Electric  Start                      Yes

Tripmeter                            Yes

No Of Tripmeters                1

Tripmeter Type                Digital

Low Fuel Indicator             Yes

Low oil Indicator                 No

Low Battery Indicator        No

Fuel Gauge                          Yes

Digital Fuel Gauge              No

Pillion Seat                          Yes

Pillion Footrest                   Yes

Pillion Backrest                   No

Pillion Grabrail                    Yes

Stand Alarm                         No

Stepped  Seat                       No

Antilock Braking System    No

Killswitch                               No

Clock                                      No

ইঞ্জিন:

Hero Glamour FI বাইকে রয়েছে 125 সিসি মানের অ্যাডভান্স মাইক্রোপ্রসেসর ইগনিশন সিস্টেম এয়ার কুল ইঞ্জিন।যা ইঞ্জিন কে খুব কার্যকর করে তোলে। এটার্ ইন্জিনের মাধ্যমে সবোর্চ্চ ৮ বিএইচপি শক্তি ও ১০N/M টর্ক উৎপন্ন করা সম্ভব । আসুন আমরা ইঞ্জিন-এর স্পেসিফিকেশন জেনে নিই।বাইকটির ভূমির সাথে সমান্তরাল ইন্জিন যেটার একটা লো সেন্টার অব গ্রাভিটি রয়েছে সেটা আপনাকে কর্নারিং এর সময় ব্যাপক একটা সুবিধা দেবে এবং আপনি অন্যান্য বাইকের থেকে বেশী স্পীডে এবং আরামদায়কভাবে কর্ণারিং করতে পারবেন । এটার অনেক চওড়া সিট আপনাকে বসার ক্ষেত্রে সর্বাধিক সুবিধা দেবে । এর সাসপেনশন উচুনিচু রাস্তায় রাইডিং এর জন্য পারফেক্ট বাইকটির গিয়ারবক্সটাও খুবই স্মুথ এবং বাইকটি ভারী হবার কারণে  এর টপ স্পীডেও এটি কোনরকম ভাইব্রেট করে না ।

Displacement (cc)               125

Cylinders                              1

Max Power                          8 bhp @ 7000  rmp

Maximum Torque              10 Nm @ 4000 rmp

Bore (mm)                            52

Stroke (mm)                         58

Valves Per Cylinder             2

Fuel Delivery System           --

Fuel Type                               Petrol

Ignition                                   Advanced Microprocessor

Ignition System

Spark Plugs (Per Cylinder)   --

Cooling System                     Air Cooled

 

ট্রান্সমিশন এবং ব্রেকিং সিস্টেম:

Hero Glamour FI তে রয়েছে 4 স্পীডের ম্যানুয়াল গিয়ার বক্স। ডিস্ক এবং ড্রাম দুই ধরনের ব্রেকিং সিস্টেম আছে।যা বাইকটি নিয়ন্ত্রণ করতে কার্যকর ভূমিকা পালন করে। এর সামনের ডিস্কের সাইজ ২৪০ মি.মি ও পেছনের ড্রাম ব্রেকের সাইজ ১৩০ .মি ।চলুন আমরা বাইকটির ট্রান্সমিশন এবং ব্রেকিং সিস্টেম এক পলক দেখে নেই।

Gearbox Type                           Manual

No Of Gears                              4

Transmission Type                   Chain Drive

Clutch                                         Multiplate wet

Brake Type                                Drum

Front Disc                                  Yes

Front Disc/Drum Size (mm)    240

Rear   Disc                                  Yes

Rear Disc/Drum Size (mm)     130

Calliper  Type                             --

ডাইমেনশন ওজন এবং চাকা:

বাইকটি বেশ ভারী এবং অনেক ওয়াইড বডি সমৃদ্ধ ।এটার মোট ওজন ১২৯ কেজি । এটার ওভারঅল হাইট ১০৭০ মি.মি এবং ওভারঅল লেন্থ ২০০৫ মি.মি । বাইকটির সামনের চাকার সাটায়ারের সাইজ হল 2.75x18 – 42 P/ 4 PR এবং পেছনের চাকার সাইজ হল 3.00x18 – 52 P/ 6 PR । বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স সাধারণ ১২৫ বাইকের তুলনায় অনেক ভাল । এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হল ১৫০ মি.মি ।

Kerb Weight (Kg)                        129

Overall Length (mm)                  2005

Overall Width (mm)                    737

Overall Height (mm)                   1070

Wheelbase (mm)                         1265

Ground Clearance (mm)             150

Seat Height (mm)                         790

Wheel Size (inches)                      18

Front Tyre                                      2.75x18 – 42 P/ 4 PR

Rear Tyre                                        3.00x18 – 52 P/ 6 PR

Tubeless Tyre                                 No

Radial  Tyre                                      --

Alloy Wheels                                   Yes

লাইট ও ব্যাটারি:

বাইকটিতে 12 ভোল্ট মানের ব্যাটারির সাথে রয়েছে 35W মানের স্টাইলিশ হ্যালোজেন হেডলাইট যেটি রাতে পথ চলার ক্ষেত্রে  খুব ভাল কাজ দেয় এবং পেছনে রয়েছে টেইল লাইট।

 

 

Electric System                                 --

Battery                                              12V-3 Ah, MF battery

Headlight Type                                Multi-Reflector Type

Headlight Bulb Type                       12V-35W/35W-Halogen bulb

Brake/ Tail Light                              12V- 5/21 W (Multi-Reflector)

Turn Signal                                       Yes

Pass Light                                         No

জ্বালানী:

বাইকটিতে 12 লিটার ধারণ ক্ষমতার ফুয়েল ট্যাঙ্ক রয়েছে এবং রিজার্ভে 1 লিটার ফুয়েল রাখা যায়। বাইকটি ১ লিটার জ্বালানীতে প্রায় ৬৫ কিলোমিটার যেতে পারে ।

Fuel Tank Capacity (Litres)           14

Reserve Fuel Capacity (Litres)      1

Fuel Efficiency Overall (Kmpl)       --

Fuel Efficiency Range (Km)            --

পারফরমেন্স:

বাইকটি 7.5 সেকেন্ডে 60 Kmph গতি তুলতে পারে এবং Top Speed হচ্ছে 90 Kmph.

0 to 60 kmph (Seconds)                 7.5

0 to 80 kmph (Seconds )                 --

0 to 40 m (Seconds)                         --

Top Speed (Kmph)                          95

60 to 0 Kmph(Seconds meters)   18.8

80 to 0 kmph (Seconds, meters)   --

কালার:

Hero Glamour FI বাইক বাজারে  ভিন্ন ভিন্ন কালারে পাওয়া যাছে সেগুলো হল

Black With Frost Blue Metallic, Black With Sports, Candy Blazing Red, Shield Gold Metallic

পরিশেষে বলা যায় স্টাইল পাওয়ার এবং ইউজের দিক থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে বাইকটি ভাল একটা স্থানে আছে।

 

বাইকটির সম্পর্কে লেটেস্ট আপডেট পেতে Motorcycle Price In Bangladesh  পেজে চোখ রাখতে পারেন ।

Level 0

আমি বাইক বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস