বাংলাদেশের বাইক [পর্ব-২২] :: মোটরবাইকের ইন্জিন টেকনোলজি কীভাবে কাজ করে (চিত্র সহ সাতকাহন )

বাংলাদেশের বাইক এর ২২ তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম । আশা করি সবাই ভাল আছেন । আগের পোষ্টগুলোতে অনেক বাইকের রিভিউ সহ অনেক কিছূ লিখেছি । আজ একটু আলাদা ষিয় নিয়ে লিখব । আমাদের আজকের বিষয় হল একটা মোটরসাইকেল ইন্জিন কীভাবে কাজ করে । আমরা অনেকেই বাইক রাইড করি এবং ভাল রাইডারও , কিন্তু হয়ত অনেকে এই টেকনিক্যাল বিষয়গুলো জানে না । তাই আসুন আজ আমরা জেনে নিই একটা মোটরবাইকের ইন্জিন কীভাবে কাজ করে ?

বর্তমানে যে মোটরবাইকগুলো বাজারে আছে তার ১০০% ই হল ৪ স্ট্রোক ইন্জিন । এই ইন্জিনের সাথে কোন কারের ইন্জিনের কোন পার্থক্য নেই । বাইকের ইন্জিন যেভাবে কাজ করে , একটা কারের ইন্জিনও সেই ভাবে কাজ করে । যেহেতু এগুলো ৪ স্ট্রোক ইন্জিন , তাই বুঝতেই পারছেন এই ইন্জিনের সম্পূর্ণ কাজ সম্পন্ন হয় ৪ টি ধাপে ।  তো চলুন জেনে নিই কভিাবে এই ইন্জিনগুলো কাজ করে ।

একটা বাইকের ইন্জিনে মূলত ২ ধরণের হতে পারে । Combustion Engines (ICE), এবং  Spark Ignition (SI) ইন্জিন । এই  ইন্জিনগুলোতে মূলত নীচের ১০ টি পার্টস থাকে যেগুলোর দ্বারা ইন্জিনটি পরিচালিত হয় । সেগুলো হল :

• Piston
• Cylinder Block
• Cylinder Head
• Connecting Rod
• Crankshaft
• Crankcase
• Rocker Arm
• Camshaft
• Plug
• Valve.

ইন্জিনটির কাজ করার ধাপ গুলো আমরা একে একে ক্লিয়ার করব । তবে চলুন , শুরু করা যাক ।

১ম ধাপ :

মূলত এই ধরণের ইন্জিন গুলোতে একটা দহন বা প্রজ্বলন কক্ষ বা চেম্বার থাকে যেখানে ইন্জিনের মূল কাজ হয়ে থাকে । এই বিষয়ে আমরা পরে আলোচনা করব ।  এই ধাপে ইন্জিনের ভালবগুলো খুলে যায় এবয পিষ্টনগুলো নীচের দিকে নেমে যায় , ফলে বাতাস ও জ্বালানীর একটা মিশ্রন দহনকক্ষে প্রবেশ করে ।

২য় ধাপ :

এই ধাপে ভালবগুলো বন্ধ হয়ে যায় এবং দহন কক্ষের আয়তন অনেক কমে আসে ফলে জ্বালানী ও বাতাসের মিশ্রন খুবই চাপে থাকে । এরপর পিষ্টনগুলো তাদের কাজ শুরু করে , মানে উপরের দিকে উঠে এসে এই মিশ্রনকে আরও আয়তনে কমিয়ে ফেলে । এই পর্যায়ে জ্বালানী ও বাতাসের মিশ্রণের আয়তন তাদের মূল আয়তনের তিন ভাগের এক  ভাগ করে ফেলে ।

৩য় ধাপ :

ইন্জিন ওয়ার্কের এই ধাপে এই জ্বালানী ও বাতাশের মিশ্রণকে একটি স্পার্ক প্লাগ দ্বারা আগুন ধরিয়ে দেওয় হয় । এই সময় ২ টি ভালবই বন্ধ থাকে এবং মিশ্রণটি প্রচন্ড সংকুচিত থাকে ।

৪র্থ ধাপ :

এই ধাপে মিশ্রণে আগুন ধরে যাওয়ার ফলে প্রচন্ড বিষ্ফোরণের সৃষ্টি হয় এবং পিষ্টন প্রচন্ড গতিতে বাইরের দিকে সরে যায় এবং ভালব দুটি খুলে যায় । ফলে আবারও জ্বালানী ও বাতাসের একটা মিশ্রণ দহনকক্ষে প্রবেশ করে ।

এভাবে বারবার পিষ্টন ওঠা নামা করার ফলে এটা ক্রাঙ্কশ্যাফটকে অন্দোলিত করে , এবং এটি পিষ্টনের ওঠানামার গতিকে বাইকের চাকার ঘূর্ণন গতিতে রূপান্তর করে । এভাবে এই ঘূর্ণন গতি বাইকের পেছনের চাকার উপর এপ্লাই হয় এবং চাকাটি ঘুরতে শুরু করে ।

এই হল একটি ফোর স্ট্রোক ইন্জিনের কার্যকৌশল । যারা সাইন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারা ক্লাস ৯-১০ বা ইন্টারমিডিয়েটে এই প্রণালীটি পড়ে থাকবেন । ফিজিক্স বইতে এই প্রক্রিয়াটি অন্তর্ভুক্ত ছিল এবং প্রশ্নটা বেশ ইমপর্ট্যান্ট ও ছিল (!) ।

ইন্জিনের ক্যাপাসিটি বা সিসি :

একটা ইন্জিনের সি বা ক্যাপাসিসি ডিরেক্টলি এর ইন্জিনের দহন কক্ষের আয়তনের সাথে সমনুপাতিক । মানে , একটা ইন্জিনের দহনকক্ষ যত  বড় হবে , ইন্জিনটি তত পাওয়ারফুল হবে । এই দহনকক্ষের সবোর্চ্চ আয়তন হতে পারে ১৫০০ কিউবিক সেন্টিমিটার [cubic centimeters (cc)]  এবং সর্বনিন্ম হতে পারে ৫০ কিউবিক সেন্টিমিটার [cubic centimeters (cc)]   । এটার সাথে আবার বাইকের ফুয়েল ইফিসিয়েন্সিরও একটা বিষয় আছে । যে বাইকের দহনকক্ষ যত বড় , সেই বাইক এর ইন্জিন স্বাভাবিক ভাবেই বেশী জ্বালানী ব্যাবহার করতে পারবে এবং ভাল পারফরমেন্স দিতে পারবে । এই কারণেই বেশী সিসির বাইকের বা কোন ভাল ইন্জিনের বাইকের জ্বালানী একটু বেশীই লাগে । আর যে বাইকের ইন্জিনের দহনকক্ষ ছোট অর্থাৎ কম সিসির বাইক , সেটা জ্বালানী যেমন কম ইউজ করে তেমনই পারফরমেন্সও একটু খারাপ দেয় ।

সৌজন্যে : বাইক বিডি

Level 0

আমি বাইক বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valo laglo

প্রিয় টিউনার,

সাইটের লিংক দেবার জন্য টিউনের নিচে ব্লককোট করে “সৌজন্যে:” লিখে সাইটের লিংক দিন। উদাহরণ সরূপ এই টিউনটি https://www.techtunes.io/internet/tune-id/188009 লক্ষ করুন। টিউডার ও টিউজিটরদের কোন প্রকার অযাচিত আকৃষ্ট না করে টিউনের শেষে; নিচে কীভাবে ব্লককোট করে “সৌজনে:” লিখে লিংক দেয়া হয়েছে। এতে আপনার টিউনের টিউডার ও টিউজিটরা আপনার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করবে।

টেকটিউনস থেকে আপনার টিউনের নীতিমালা ভঙ্গের বিষয় সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সম্পাদনার মাধ্যমে আপনার টিউনটিকে টেকটিউনস নীতিমালার অধীনে নিয়ে আসা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হল।

টেকটিউনস দ্বারা সংশোধিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।

আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনস কমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।

অসাধারণ টিউন।
অনেক অনেক কিছু জানতে পারলাম।ধন্যবাদ……Carry On Bro……

Level 0

ভাই জাপানি হোন্ডা সিডি ৮০&১২৫ সম্পর্কে টিউন আসা করছি। ধন্যবাদ সুন্দর টিউনের জন্য।

Vai khubi valo tune keep it up!