বাংলাদেশের বাইক [পর্ব-২১] :: Honda CBR 150 (The Road Boss)

বাংলাদেশের বাইক এর ২১ তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম । আজ আমরা যে বাইকটি সম্পর্কে জানব সেটা হল বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড একটা বাইক এবং বাইকটি বাংলাদেশে সম্প্রতি এসেছে । বাইকটি হল হোন্ডা সিবিআর ১৫০ । বাইকটি সম্পর্কে শুনলেই বা  বাইকটি দেখলেই সবার চোখে একটা ঝলকানী দিয়ে ওঠে । কারণ হল , বাইকটির চরম সেক্সি লুক , স্টাইল , মাইলেজ , স্পীড সবকিছূ । বাইকটি বাংলাদেশের অন্যতম একটা রেসিং বাইক হিসেবে পরিচিত । আসলে হোন্ডার বাইক মানেই নতুন কোন চমক থাকবেই । এই বাইকটিতেও সেটাই রয়েছে । তো চলুন , আজ আমরা জেনে নিই বাইকটির খুটিনাটি সবকিছু ।

ওভারভিউ :

আপনি যখন বাইকটি কোথাও থামাবেন , তখন পাশের অডিয়েন্সের লুক দেখরেই বাইকটির সম্পর্কে আপনার গর্ব হবে । এর বডির গঠন এর পুরাতন হোন্ডা সিবিআর ২৫০ এর মতই কিছুটা । স্পোর্টটি কালার এবং গ্রাফিক্স এবং সুন্দর ফিনিশিং এর ফুয়েল ট্যাঙ্ক বাইকটিকে একটা গর্জিয়াস লুক দিয়েছে । ইন্জিনের ব্লাক কালার এবং এলয় হুইলের কালার বাইকটিকে আরও তারুণ্য এনে দিয়েছে । এর Y  শেপড হেডলাইট এবং ব্লাক সারাউন্ডিং এবং চোখের মত টুইন পিলট ল্যাম্প বাইকটিকে খুবই সুন্দর একটা লুক দিয়েছে । বাইকটির প্লাষ্টিক গুলো বেশ মজবুত এবং নিখুত ফিনিশিং এর এবং এর বেশ চওড়া সিট আপনাকে বাইকটির উপর বসে রাইডিং এর সময় অত্যান্ত কমফোর্ট দেবে । বাইকটির কনসোলে একটা ডিজিটাল স্পীডোমিটার , ফুয়েল ইনডিকেটর এবং একটি এনালগ ট্যাকোমিটার রয়েছে যেটা বাইকটিকে দেখতে আরও নিখুত করে তুলেছে । বাইকটির প্যানেলগুলোর নিখুত ফিনিশিং এবং এর মধ্যে কোন গ্যাপ নেই । সব মিলিয়ে বাইকটির লুকিংটা চরম ।

SpeedometerDigital
TachometerYes
Tachometer TypeAnalogue
Shift Light--
Electric StartYes
TripmeterYes
No Of Tripmeters2
Tripmeter TypeDigital
Low Fuel IndicatorYes
Low Oil IndicatorYes
Low Battery IndicatorNo
Fuel GaugeYes
Digital Fuel GaugeYes
Pillion Seat--
Pillion FootrestYes
Pillion BackrestNo
Pillion GrabrailYes
Stand AlarmNo
Stepped SeatYes
Antilock Braking SystemNo
KillswitchNo
ClockYes

ইন্জিন :

হোন্ডার ক্ষেত্রে ইন্জিনের বিষয়টা কোনসময়ই নতুনকরে ভাবা লাগে না ।  কারণ , উপমহাদেশের মধ্যে মনে হয় সবথেকে ভাল ইন্জিনের বাইক তৈরী করে হোন্ডাই । হোন্ডা সিবিআর ১৫০ তে রয়েছে একটি ১৫০ সিসির লিকুইড কুলড ইন্জিন যেটা ১৭.৫ বিএইচপি শক্তি ও ১২ N/m  টর্ক উৎপন্ন করতে পারে । লিকুইড কুলড ইন্জিন হওয়াতে বাইকটির ইন্জিন খুবই কম গরম হয় , এমনকী অত্যান্ত হাই স্পীডেও এর ইন্জিন ঠান্ডা রাখার দায়িত্বটা এর কুলিং সিস্টেম ভাল ভাবেই পালন করে । বাইকটির ইন্জিন অত্যান্ত হাই স্পীডেও কোন ভাইব্রেট করে না এবং গরম হয় না । এটার কুইক পিকআপ আপনাকে ৫ সেকেন্ডের ভেতরই ৬০ কিলোমিটার/ঘন্টা স্পীড তুলতে দেবে এবং আপনি বাইকটির উপর বসে বেশ স্পোর্টটি স্টাইলে রাইড করতে পারবেন । এর ইন্জিন টাইপ হল DOHC (Double Overhead Cam shaft) টাইপের । বাইকটির হ্যান্ডেলিংটাও খুবই নিখুত এবং আপনি এটা ভালবাসতে বাধ্য হবেন । আপনি বাইকটির উপর উঠলে যতই সময় যাবে আপনি ততই হাই স্পীডে ড্রাইভিং এর মজা পাবেন । বাইকটিতে ডিজিটাল ইসিইউ বেসড ইগনিশন সিস্টেম রয়েছে এবং বাইকটিতে ৪ টি ভালব রয়েছে । বাইকটিতে একটি ৬ স্পীড গীয়ারবক্স রয়েছে ।

 

Engine

Displacement (cc)149
Cylinders2
Max Power17.5 bhp @ 10500 rpm
Maximum Torque12 Nm @ 8500 rpm
Bore (mm)63
Stroke (mm)47
Valves Per Cylinder4
Fuel Delivery SystemFuel Injection
Fuel TypePetrol
IgnitionDigital ECU Based
Spark Plugs (Per Cylinder)1
Cooling SystemLiquid Cooled

Transmission

Gearbox TypeManual
No Of Gears6
Transmission TypeChain Drive
ClutchWet Multi-Plate

ব্রেকিং ও চাকা :

বাইকটিতে রেডিয়াল টেকনোলজির টায়ার রয়েছে যেটা বাংলাদেশের অন্য কোন বাইকে নেই , এমনকী ইয়ামাহা R15  এও নেই । বাইকটির চাকার সাইজ ১৭ ইন্চি যেটা একটা ১৫০ বাইকের জন্য পারফেক্ট । এর টায়ারগুলো এতই সফট এবয সুপার কন্ট্রোলড যে আপনি এর উপর উঠলেই আপনার স্পীড আপ করতে ইচ্ছা করবে এবং টার্ণিংএর সময় আপনি হাই স্পীডে কোনরকম মনে সন্দেহ ছাড়াই টার্ণ করতে পারবেন । এর টায়ারগুলো টিউবলেস । বাইকটির সামনের চাকায় 100/80-17  সাইজের এবং পেছনের চাকায় 130/70-17  সাইজের টায়ার রয়েছে যেটা বাংলাদেশের অধিকাংশ ১৫০ বাইকের থেকে একটু মোটা ।

এর ব্রেকিং সিস্টেম এ রয়েছে ২ চাকাতেই ডিস্ক ব্রেক । এর সামনের চাকাতে ২৭৬ মিমি . ও পেছনের চাকাতে ২২০ মিমি . সাইজের ডিস্ক ব্রেক রয়েছে । এর ব্রেকিং সিস্টেমের মাধ্যমে আপনি বাইকটিকে ৬০ কিমি . স্পীড থেকে মাত্র ১৮ মিটারের মধ্যেই থামাতে পারবেন । এটার সুপার কন্ট্রোল , আরামদায়ক ড্রাইভিং সবকিছু মিলিয়ে বাইকটিকে একটা চরম পর্যায়ে নিয়ে গেছে ।

 

Braking

Brake TypeDisc
Front DiscYes
Front Disc/Drum Size (mm)276
Rear DiscYes
Rear Disc/Drum Size (mm)220
Calliper Type--

Wheels & Tyres

Wheel Size (inches)17
Front Tyre100/80-17
Rear Tyre130/70-17
Tubeless TyresYes
Radial TyresYes
Alloy WheelsYes

ডাইমেনশন ওয়েট ও জ্বালানী :

বাইকটি এমন ভাবে তৈরী যে এটি আপনি রেসিং এর জন্য এবং লং ট্যৃরের জন্যই ইউজ করতে পারবেন । এর মোট ওজন হল ১৩৮ কেজি । বাইকটির ওভারঅল হাইট ১১২০ মিমি . যেটা অন্যান্য ১৫০  থেকে একটু বেশী আর এটাই আপনাকে আরও কমফোর্ট ও কনফিডেন্স দিবে রাইডিং এর সময় এবং আপনার রাইডিং এক্সপেরিয়েন্সকে আরও সুন্দর করে তুলবে । বাইকটির ওভারঅল রৈন্থ ২০০০ মিমি . । এর হুইলবেস হল ১৩০৫ মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৯০ মিমি . ।এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সের ফলে রোড যদি খারাপও হয় তবেও এটা আপনাকে রোডের কনডিশন বুঝতে দেবে না এবং আপনি সবধরণের রোডে খুবই আরামদায়কভাবে বাইকটি রাইড করতে পারবেন । বাইকের সাসপেনশনগুলোও খুবই সুন্দর এবং সফট যা আপনাকে রাস্তার কোন ঝাকি বুঝতে দেবে না ।

বাইকটির একটি সুন্দর সেক্সি লুকের ফুয়েল ট্যাঙ্ক আছে যেটাতে ১৩ লিটার জ্বালানী ধরে এবং এর রিজার্ভ ট্যাঙ্কে ২ লিটার জ্বালানী ধরে । বাইকটি ১ লিটার জ্বালানীতে প্রায় গড়ে ৩৫-৩৮ কিলোমিটার যায় । এটার টপ স্পীড হল ১৩৫ কিমি./ঘন্টা ।

Dimensions & Weight

Kerb Weight (Kg)138
Overall Length (mm)2000
Overall Width (mm)825
Overall Height (mm)1120
Wheelbase (mm)1305
Ground Clearance (mm)190
Seat Height (mm)1120

Fuel Efficiency & Range

Fuel Tank Capacity (Litres)13
Reserve Fuel Capacity (Litres)2
FuelEfficiency Overall (Kmpl)38
Fuel Efficiency Range (Km)490

ইলেকট্রিক্যালস ও অন্যান্য :

বাইকটির হেডলাইট সম্পর্কে আগেও বলেছি  । এর Y  শেপড হেডলাইট এবং ব্লাক সারাউন্ডিং এবং চোখের মত টুইন পিলট ল্যাম্প বাইকটিকে চরম একটা স্পোর্টি লুক এনে দিয়েছে । বাইকটিতে একটি ১২ ভেঅল্টের শক্তিশালী ব্যাটারী রয়েছে । এর সামনে মাল্টি রেফ্লিক্টর টাইপের ৫৫ ওয়াটের হেডলাইট রয়েছে যেটা বাংলাদেশের অধিকাংশ বাইকে এত পাওয়ারের হেডলাইট থাকে না । এর ফলে আপনি রাতেও আপনার বাইকটি নিয়ে হাইস্পীড এ রাইডিং করতে পারবেন । বাইকটিতে পেছনে একটি এলইডি টেইল লাইট রয়েছে । এবং বাইকটিতে সুন্দর টার্ণিং ও পাসিং লাইট রয়েছে ।

Electricals

Electric System--
Battery12V 6Ah / MF ( Maintenance Free )
Headlight TypeMulti-Reflector Type
Headlight Bulb Type12V 60/55W H4
Brake/Tail LightLED Tail Lamp
Turn SignalYes
Pass LightYes

সবমিলিয়ে বাইকটি একটা চরম স্পোর্টস বাইক এবং রাইডিং এর ক্ষেত্রে এর কোন জুড়ি নেই । তবে ্এই বাইকটির মালিক হতে হলে আপনার বাজেটকে একটু বাড়াতে হবে এইটাই হল একমাত্র অসুবিধা ।

বাইকটি সম্পর্কে ইউজার অপিনিয়ন , দাম ও অন্যান্য বিষয়বস্তু  জানতে ভিজিট করুন  bikebd.com

আর বাংলাদেশের বাইক সম্পর্কে তথ্য ও লেটেস্ট আপডেট পেতে চোখ রাখুন bikebd.com এ । এবং বাংলাদেশের মোটরসাইকেলের প্রাইস সম্পর্কে জানতে চোখ রাখুন Motorcycle Price in Bangladesh

Level 0

আমি বাইক বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

৪.৯০লাখ 🙁

Level 0

ভাই, তুমি আমার অনুরধটা রাখলে না।

    @Ranjit roy: লিখব দাদা , আসলে এটা বাংলাদেশের বাইক নিয়ে করা টিউন তো , একটু দেরী হলেও লিখব । ধন্যবাদ ।

Level 0

ও আচ্ছা। তোমার টিউন এর আশায় রইলাম। ভালো থেকো। ধন্যবাদ ।

Honda CB Shine 125 এবং Hero Glamour 125 সিসির এই দুইটি বাইকের মধ্যে তুলনামূলক কোন বাইক টি সেরা। মাঝে মাঝে লং রোডে চালানো হবে এবং ঢাকাতে চালানো হবে। আপনাদের মুল্যবান মতামত চাচ্ছি। মাইলেজ এবং ইঞ্জিনের পারফর্ম মাথায় রেখে একটু হেল্প করেন। ধন্যবাদ

ধন্যবাদ