
বাংলাদেশের বাইক এর ২০ তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম । আশা করি সবাই ভাল আছেন । আজ আমরা যে বাইকটির সম্পর্কে জানব সেটা হল বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড একটা বাইক , ইয়ামাহা R15 ।
বাইকটি সম্পর্কে সবার কমবেশী আগ্রহ রয়েছে কারণ বাইকটি বাংলাদেশের একটি টপ রেসিং বাইক হিসেবে পরিচিত । তো চলুন আজ আমরা জেনে নিই বাইকটির খুটিনাটি সবকিছূ সম্পর্কে ।

এটা বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা একটা রেসিং বাইক এবং বলা যায় এটাই একমাত্র ভাল রেসিং বাইক । এটা নিয়ে বাইক প্রেমীদের কৌতুহলের শেষ নেই । কত মানুষ যে এর উপর একবার চড়ার জন্য মুখিয়ে বসে আছে সেটা আর বলার কোন অপেক্ষা রাখে না ।
বাইকটির সুন্দর স্টাইলিশ হেডলাইট ও ফ্রন্ট এবং এর ফুয়েল ট্যাঙ্কের স্টাইল , বসার সিট , পেছনের বিশাল উচু বসার সিট , সুন্দর টেইল লাইট সবকিছূ মিলিয়ে বাইকটিকে একটা চরম রেসিং লুক দিয়েছে । এটার হ্যান্ডেলিং সিস্টেমটা আমার সবথেকে ভাল লাগে । এত সুন্দর হ্যান্ডেলিং সিস্টেম আমি আর কোন বাইকে দেখিনি । এটার ডিজিটাল স্পীডোমিটার বাইকটিকে আরও সুন্দর একটা লুক দিয়েছে । দেখলেই যেন মনে হয় চরম গতিতে ছুটে চলার জন্য প্রস্তুত বাইকটি ।
বাইকটিতে একটি ডিজিটাল স্পীডোমিটারের সাথে রয়েছে একটি ডিজিটাল ফুয়েল ইনডিকেটরও । এই বাইকটিতে একটা এনালগ ট্যাকোমিটার রয়েছে । বাইকটিতে ২ টা ডিজিটাল ট্রিপমিটার রয়েছে ।

| Speedometer | Digital |
| Tachometer | Yes |
| Tachometer Type | Analogue |
| Shift Light | No |
| Electric Start | Yes |
| Tripmeter | Yes |
| No Of Tripmeters | 2 |
| Tripmeter Type | Digital |
| Low Fuel Indicator | Yes |
| Low Oil Indicator | No |
| Low Battery Indicator | No |
| Fuel Gauge | Yes |
| Digital Fuel Gauge | Yes |
| Pillion Seat | Yes |
| Pillion Footrest | Yes |
| Pillion Backrest | No |
| Pillion Grabrail | Yes |
| Stand Alarm | No |
| Stepped Seat | Yes |
| Antilock Braking System | No |
| Killswitch | Yes |
| Clock | No |
বাইকটিতে একটা ১৫০ সিসির লিকুইড কুলড ইন্জিন রয়েছে যেটা অত্যান্ত হাইস্পীডে ও অনেক লং রোড রাইডিংএর পরও বাইকের ইন্জিনটিকে গরম হতে দেয় না । এই বাইকটির ইন্জিনকে বাংলাদেশের যেকোন ১৫০ সিসির ইন্জিনের থেকে এগিযে রাখা যায় । এটা যেমন দ্রুত স্পীড তুলতে পারে বাংলাদেশের কোন বাইক এত দ্রুত এক্সেলেরেট করতে পারে বলে আমরা মনে হয় না । এটা ৬০ কিমি স্পীড তুলতে টাইম নেয় মাত্র ৪.৮৯ সেকেন্ড এবং বাইকটির টপ স্পীড হল ১৩০ কিমি./ঘন্টা । বাইকটি সর্বোচ্চ ১৬ বিএইচপি শক্তি ও ১৫ N/m টর্ক উৎপন্ন করতে পারে । ফলে আমরা দেখতে পাচ্ছি বাইকটির ইন্জিনও বেশ পাওয়ারফুল এবং এরকম কনফিগারেশনএর ইন্জিন বাংলাদেশে আর নেই । এর ইন্জিনে একটি ৬ স্পীড গিয়ারবক্স রয়েছে ।

Engine | |
| Displacement (cc) | 150 |
| Cylinders | 1 |
| Max Power | 16.7 bhp @ 8500 rpm |
| Maximum Torque | 15 Nm @ 7500 rpm |
| Bore (mm) | 57 |
| Stroke (mm) | 59 |
| Valves Per Cylinder | 4 |
| Fuel Delivery System | Fuel Injection |
| Fuel Type | Petrol |
| Ignition | T.C.I |
| Spark Plugs (Per Cylinder) | 1 |
| Cooling System | Liquid Cooled |
Transmission | |
| Gearbox Type | Manual |
| No Of Gears | 6 |
| Transmission Type | Chain Drive |
| Clutch | Wet Multiple-disc |
বাইকটির চাকার সাইজ হল ১৭ ইন্চি । এর সামনের চাকায় 90/80-17 সাইজের ও পেছনের চাকায় 130/70-R17 সাইজের টায়ার রয়েছে । বাইকটির টায়ারগুলো হল টিউবলেস । এর চাকাগুলো আপনাকে কর্নারে খুবই দ্রুতগতিতে পাসিং এর সুবিধা দেবে ও কথনওই আপনার সাথে বেঈমানী করবে না । কারণ এই বাইকটির রেডিক্যাল টায়ারগুলা খুবই সফট এবং হাই স্পীডে ড্রাইভিংএর জন্য পারফেক্ট ।
বাইকটির সামনের চাকায় ও পেছনেনর চাকায় ২ টি ডিস্ক ব্রেক রয়েছে । সামনের ডিস্কের সাইজ ২৬৭ মিমি. এবং পেছনের ডেস্কের সাইজ হল ২২০ মিমি. । এর এই শক্তিশালী ব্রেকিং সিস্টেমের মাধ্যমে আপনি খুব সহজেই বাইকটিকে ৬০ কিমি./ঘন্টা থেকে মাত্র ১৮ মিটারের মধেধ্যই থামাতে পারবেন । বাইকটির চাকা ও ব্রেকিং হল বাংলাদেশের সবথেকে ভাল চাকা ও ব্রেকিং সিস্টেম । অতএব এটা নিয়ে আপনার চিন্তা করার কোনই দরকার নেই । ।

Braking | |
| Brake Type | Disc |
| Front Disc | Yes |
| Front Disc/Drum Size (mm) | 267 |
| Rear Disc | Yes |
| Rear Disc/Drum Size (mm) | 220 |
| Calliper Type | Dual Piston |
Wheels & Tyres | |
| Wheel Size (inches) | 17 |
| Front Tyre | 90/80-17 |
| Rear Tyre | 130/70-R17 |
| Tubeless Tyres | Yes |
| Radial Tyres | No |
| Alloy Wheels | Yes |
বাইকটি যেহেতু রেসিং পারপাসে তৈরী তাই এর বডিটাও রেসিং বাইকের মতই হওয়া উচিৎ । বাইকটির গঠণন এমন যে আপনি এর ফুলেযল ট্যাঙ্কের উপর শুয়ে পড়েও বাইকটি খুবই সুন্দর ভাবে রাইড করতে পারবেন । বাইকটির মোট ওজন হল ১৩৬ কেজি । এর ওভারঅল লেন্থ ১৯৭০ মিমি . যা অন্যান্য ১৫০ বাইকের তুলনায় একটু কমই বলা যায় । এবং বাইকটির হাইট হল ১০৭০ মিমি . । বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬০ মিমি . বাইকটি দেখতে বেশ উচু মনে হলেও বাইকটিতে বসার পর আপনি বুঝবেনন যে এটা যে কারও জন্য পারফেক্ট ।
বাইকটিতে একটি সুন্দর ও স্টাইলিশ ফুয়েল ট্যাঙ্ক রয়েছে যেটাতে ১২ লিটার জ্বালানী ধরে এবং এর রিজার্ভ ট্যাঙ্কে ১.২ লিটার জ্বালানী ধরে । বাইকটি ১ লিটার জ্বালানীতে ওভারঅল অল ৪০ কিলোমিটার যায় যেটা একটা রেসিং বাইকের ক্ষেত্রে যথেষ্ট ভাল ।

Dimensions & Weight | |
| Kerb Weight (Kg) | 136 |
| Overall Length (mm) | 1970 |
| Overall Width (mm) | 670 |
| Overall Height (mm) | 1070 |
| Wheelbase (mm) | 1345 |
| Ground Clearance (mm) | 160 |
| Seat Height (mm) | 800 |
Fuel Efficiency & Range | |
| Fuel Tank Capacity (Litres) | 12 |
| Reserve Fuel Capacity (Litres) | 1.2 |
| FuelEfficiency Overall (Kmpl) | 42 |
| Fuel Efficiency Range (Km) | 500 |
বাইকটির ইলেকট্রিক্যালস এর মধ্যে রয়েছে এর ব্যাটারী । এই বাইকটিতে একটা ১২ ভোল্টের ব্যাটারী সংযুক্ত করা আছে । এই বাইকটিতে ডুয়াল হেডলাইট রয়েছে । হেডলাইট বাল্ব টাইপ হল Lo beam12V/35W X1 ও
, Hi beam12V/35W X2 । যেটা খুবই উন্নত মানের লাইটের ভেতর পড়ে এবং বাংলাদেশের অন্য কোন বাইকে এই ধরণের হেডলাইট ইউজ করা হয়য় না । বাইকটিতে একটি সুন্দর এলইডি টেইল লাইট রয়েছে । আর টার্ণ ও সিগন্যাল লাইট তো রয়েছেই এবং তারা বেশ স্টাইলিশও ।

Electricals | |
| Electric System | -- |
| Battery | 12V, 3.5Ah (10H) |
| Headlight Type | Dual |
| Headlight Bulb Type | Lo beam12V/35W X1, Hi beam12V/35W X2 |
| Brake/Tail Light | LED Tail Light |
| Turn Signal | Yes |
| Pass Light | Yes |
সবমিলিয়ে বলা যায় , বাইকটি তার নিজস্ব বৈশিষ্ঠে সমুজ্বল । এরকম বাইক এর মালিক হওয়অ আসলেই একটা গর্বের বিষয় । বাইকটির পারফরমেন্স , লুকিং , ইন্জিন সবমিলিয়ে বাইকটি চরম এবং সাধারণ মানুষের মন কাড়তে সক্ষম হয়েছে ।
বাইকটির দাম , স্পেসিফিকেশন ও অন্যান্য তথ্যের জন্য ভিজিট করুন bikebd.com ।
আর বাংলাদেশের বাইক সম্পর্কে তথ্য ও লেটেস্ট আপডেট পেতে চোখ রাখুন bikebd.com এ । এবং বাংলাদেশের মোটরসাইকেলের প্রাইস সম্পর্কে জানতে চোখ রাখুন Motorcycle Price in Bangladesh
আমি বাইক বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই দাম কত?