বাংলাদেশের বাইক [পর্ব-২০] :: Yamaha R15 (The Only One Racing Bike In Bangladesh)

বাংলাদেশের বাইক এর ২০ তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম । আশা করি সবাই ভাল আছেন । আজ আমরা যে বাইকটির সম্পর্কে জানব সেটা হল বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড একটা বাইক , ইয়ামাহা R15 ।

বাইকটি সম্পর্কে সবার কমবেশী আগ্রহ রয়েছে কারণ বাইকটি বাংলাদেশের একটি টপ রেসিং বাইক হিসেবে পরিচিত । তো চলুন আজ আমরা জেনে নিই বাইকটির খুটিনাটি সবকিছূ সম্পর্কে ।

ওভারভিউ :

এটা বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা একটা রেসিং বাইক এবং বলা যায় এটাই একমাত্র ভাল রেসিং বাইক ।  এটা নিয়ে বাইক প্রেমীদের কৌতুহলের শেষ নেই । কত মানুষ যে এর উপর একবার চড়ার জন্য মুখিয়ে বসে আছে সেটা আর বলার কোন অপেক্ষা রাখে না ।

বাইকটির সুন্দর স্টাইলিশ হেডলাইট ও ফ্রন্ট এবং এর ফুয়েল ট্যাঙ্কের স্টাইল , বসার সিট , পেছনের বিশাল উচু বসার সিট , সুন্দর টেইল লাইট সবকিছূ মিলিয়ে বাইকটিকে একটা চরম রেসিং লুক দিয়েছে । এটার হ্যান্ডেলিং সিস্টেমটা আমার সবথেকে ভাল লাগে । এত সুন্দর হ্যান্ডেলিং সিস্টেম আমি আর কোন বাইকে দেখিনি । এটার ডিজিটাল স্পীডোমিটার বাইকটিকে আরও সুন্দর একটা লুক দিয়েছে । দেখলেই যেন মনে হয় চরম গতিতে ছুটে চলার জন্য প্রস্তুত বাইকটি ।

বাইকটিতে একটি ডিজিটাল স্পীডোমিটারের সাথে রয়েছে একটি ডিজিটাল ফুয়েল ইনডিকেটরও । এই বাইকটিতে একটা এনালগ ট্যাকোমিটার রয়েছে । বাইকটিতে ২ টা ডিজিটাল ট্রিপমিটার রয়েছে ।

 

SpeedometerDigital
TachometerYes
Tachometer TypeAnalogue
Shift LightNo
Electric StartYes
TripmeterYes
No Of Tripmeters2
Tripmeter TypeDigital
Low Fuel IndicatorYes
Low Oil IndicatorNo
Low Battery IndicatorNo
Fuel GaugeYes
Digital Fuel GaugeYes
Pillion SeatYes
Pillion FootrestYes
Pillion BackrestNo
Pillion GrabrailYes
Stand AlarmNo
Stepped SeatYes
Antilock Braking SystemNo
KillswitchYes
ClockNo

ইন্জিন :

বাইকটিতে একটা ১৫০ সিসির লিকুইড কুলড ইন্জিন রয়েছে যেটা অত্যান্ত হাইস্পীডে ও অনেক লং রোড রাইডিংএর পরও বাইকের ইন্জিনটিকে গরম হতে দেয় না । এই বাইকটির ইন্জিনকে বাংলাদেশের যেকোন ১৫০ সিসির ইন্জিনের থেকে এগিযে রাখা যায় । এটা যেমন দ্রুত স্পীড তুলতে পারে বাংলাদেশের কোন বাইক এত দ্রুত এক্সেলেরেট করতে পারে বলে আমরা মনে হয় না । এটা ৬০ কিমি স্পীড তুলতে টাইম নেয় মাত্র ৪.৮৯ সেকেন্ড এবং বাইকটির টপ স্পীড হল ১৩০ কিমি./ঘন্টা । বাইকটি সর্বোচ্চ ১৬ বিএইচপি শক্তি ও ১৫ N/m টর্ক উৎপন্ন করতে পারে । ফলে আমরা দেখতে পাচ্ছি বাইকটির ইন্জিনও বেশ পাওয়ারফুল এবং এরকম কনফিগারেশনএর ইন্জিন বাংলাদেশে আর নেই । এর ইন্জিনে একটি ৬ স্পীড গিয়ারবক্স রয়েছে ।

Engine

Displacement (cc)150
Cylinders1
Max Power16.7 bhp @ 8500 rpm
Maximum Torque15 Nm @ 7500 rpm
Bore (mm)57
Stroke (mm)59
Valves Per Cylinder4
Fuel Delivery SystemFuel Injection
Fuel TypePetrol
IgnitionT.C.I
Spark Plugs (Per Cylinder)1
Cooling SystemLiquid Cooled

Transmission

Gearbox TypeManual
No Of Gears6
Transmission TypeChain Drive
ClutchWet Multiple-disc

চাকা ও ব্রেকিং :

বাইকটির চাকার সাইজ হল ১৭ ইন্চি । এর সামনের চাকায় 90/80-17 সাইজের ও পেছনের চাকায় 130/70-R17 সাইজের টায়ার রয়েছে । বাইকটির টায়ারগুলো হল টিউবলেস । এর চাকাগুলো আপনাকে কর্নারে খুবই দ্রুতগতিতে পাসিং এর সুবিধা দেবে ও কথনওই আপনার সাথে বেঈমানী করবে না । কারণ এই বাইকটির রেডিক্যাল টায়ারগুলা খুবই সফট এবং হাই স্পীডে ড্রাইভিংএর জন্য পারফেক্ট ।

বাইকটির সামনের চাকায় ও পেছনেনর চাকায় ২ টি ডিস্ক ব্রেক রয়েছে । সামনের ডিস্কের সাইজ ২৬৭ মিমি. এবং পেছনের ডেস্কের সাইজ হল ২২০ মিমি. । এর এই শক্তিশালী ব্রেকিং সিস্টেমের মাধ্যমে আপনি খুব সহজেই বাইকটিকে ৬০ কিমি./ঘন্টা থেকে মাত্র ১৮ মিটারের মধেধ্যই থামাতে পারবেন । বাইকটির চাকা ও ব্রেকিং হল বাংলাদেশের সবথেকে ভাল চাকা ও ব্রেকিং সিস্টেম । অতএব এটা নিয়ে আপনার চিন্তা করার কোনই দরকার নেই ।  ।

Braking

Brake TypeDisc
Front DiscYes
Front Disc/Drum Size (mm)267
Rear DiscYes
Rear Disc/Drum Size (mm)220
Calliper TypeDual Piston

Wheels & Tyres

Wheel Size (inches)17
Front Tyre90/80-17
Rear Tyre130/70-R17
Tubeless TyresYes
Radial TyresNo
Alloy WheelsYes

ডাইমেনশন ওয়েট ও জ্বালানী :

বাইকটি যেহেতু রেসিং পারপাসে তৈরী তাই এর বডিটাও রেসিং বাইকের মতই হওয়া উচিৎ । বাইকটির গঠণন এমন যে আপনি এর ফুলেযল ট্যাঙ্কের উপর শুয়ে পড়েও বাইকটি খুবই সুন্দর ভাবে রাইড করতে পারবেন । বাইকটির মোট ওজন হল ১৩৬ কেজি । এর ওভারঅল লেন্থ ১৯৭০ মিমি . যা অন্যান্য ১৫০ বাইকের তুলনায় একটু কমই বলা যায় । এবং বাইকটির হাইট হল ১০৭০ মিমি . । বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬০ মিমি . বাইকটি দেখতে বেশ উচু মনে হলেও বাইকটিতে বসার পর আপনি বুঝবেনন যে এটা যে কারও জন্য পারফেক্ট ।

বাইকটিতে একটি সুন্দর ও স্টাইলিশ ফুয়েল ট্যাঙ্ক রয়েছে যেটাতে ১২ লিটার জ্বালানী ধরে এবং এর রিজার্ভ ট্যাঙ্কে ১.২ লিটার জ্বালানী ধরে । বাইকটি ১ লিটার জ্বালানীতে ওভারঅল অল ৪০ কিলোমিটার যায় যেটা একটা রেসিং বাইকের ক্ষেত্রে যথেষ্ট ভাল ।

Dimensions & Weight

Kerb Weight (Kg)136
Overall Length (mm)1970
Overall Width (mm)670
Overall Height (mm)1070
Wheelbase (mm)1345
Ground Clearance (mm)160
Seat Height (mm)800

Fuel Efficiency & Range

Fuel Tank Capacity (Litres)12
Reserve Fuel Capacity (Litres)1.2
FuelEfficiency Overall (Kmpl)42
Fuel Efficiency Range (Km)500

ইলেকট্রিক্যালস ও অন্যান্য :

বাইকটির ইলেকট্রিক্যালস এর মধ্যে রয়েছে এর ব্যাটারী । এই বাইকটিতে একটা ১২ ভোল্টের ব্যাটারী সংযুক্ত করা আছে । এই বাইকটিতে ডুয়াল হেডলাইট রয়েছে । হেডলাইট বাল্ব টাইপ হল Lo beam12V/35W X1 ও

, Hi beam12V/35W X2 ।  যেটা খুবই উন্নত মানের লাইটের ভেতর পড়ে এবং বাংলাদেশের অন্য কোন বাইকে এই ধরণের হেডলাইট ইউজ করা হয়য় না । বাইকটিতে একটি সুন্দর এলইডি টেইল লাইট রয়েছে । আর টার্ণ ও সিগন্যাল লাইট তো রয়েছেই এবং তারা বেশ স্টাইলিশও ।

Electricals

Electric System--
Battery12V, 3.5Ah (10H)
Headlight TypeDual
Headlight Bulb TypeLo beam12V/35W X1, Hi beam12V/35W X2
Brake/Tail LightLED Tail Light
Turn SignalYes
Pass LightYes

সবমিলিয়ে বলা যায় , বাইকটি তার নিজস্ব বৈশিষ্ঠে সমুজ্বল । এরকম বাইক এর মালিক হওয়অ আসলেই একটা গর্বের বিষয় । বাইকটির পারফরমেন্স , লুকিং , ইন্জিন সবমিলিয়ে বাইকটি চরম এবং সাধারণ মানুষের মন কাড়তে সক্ষম হয়েছে  ।

বাইকটির দাম , স্পেসিফিকেশন ও অন্যান্য  তথ্যের জন্য ভিজিট করুন bikebd.com

আর বাংলাদেশের বাইক সম্পর্কে তথ্য ও লেটেস্ট আপডেট পেতে চোখ রাখুন bikebd.com এ । এবং বাংলাদেশের মোটরসাইকেলের প্রাইস সম্পর্কে জানতে চোখ রাখুন Motorcycle Price in Bangladesh

Level 0

আমি বাইক বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই দাম কত?

Level 0

অরিন্দম ভাই আপনার পোস্টগুলা পড়তে বেশ ভালো লাগে।

Level 0

ভাই আমি একজন ভারতীয়। আমার ktm rc 200 বাইক আছে। কিন্তু চালানো ছাড়া আর কিছুই জানিনা। দয়া করে বাইকটির সম্পর্কে বিস্তারিত ভাবে জানালে খুব ভালো হত।

Level 2

তাইলে কেটিএম ডিউক,হোন্ডা সিবি আর এইগুলা কি???

    @Ridengo: হোন্ডা সিবিআর একটা অবশ্যই রেসিং বাইক এবং বাংলাদেশে পাওয়া যায় , কিন্তু KTM Duke বাংলাদেশে পাওয়া যায় কীনা এটা আমার জানা নেই ।

Level 0

@অরিন্দম পাল: আপনার টিউনের জন্য অপেক্ষায় রইলাম।