
বাংলাদেশের বাইক এর ১৮ তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম । অনেক মোটর সাইকেলের রিভিউ রেখা হল , অনেক কিছু হল , কিন্তু আসলে আমরা কি ভেবে দেখেছি যে আসলে মোটরসাইকেরল কত প্রকার হতে পারে ? হ্যা , এটা একটা ভাববার বিষয় । আসলে পারফরমেন্স , স্পীড , কমফোর্ট ,প্রভৃতি মিলিলে সকল বাইককে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে । আজ আসুন , আমরা সেই শ্রেণীবিভগিগুলো জেনে নিই ।
এই ধরণেনর বাইকগুলা মূলত তৈরী হয় লং রাইড ও রাইডিং এর সময় প্রচুর সরঞ্জাম এর সাথে বহন করবার জন্য । এই ধরণের বাইকের এমন সব সাসপেনশনস আছে যেগুলো লং ড্রাইভের ক্ষেত্রে অত্যান্ত ভাল ও কমফরটেবল ।
যেমন ইয়ামাহা সুপার ট্রিনি একটি এডভেনচার বাইক যেটা আপনাকে খুবই কমফেরর্টেবল একটা বসার সিট দেবে এবং সাতে প্রচুর জিনিসপত্র বহনের জন্য প্রয়োজনীয় সাসপেনশনগুলা আপনাকে প্রোভাইড করবে । বাইকগুলো গ্রামাঞ্চলে ও শহরে হাইওয়েতে চলার জন্য খুবই উপযুক্ত ।

আপনি নিশ্চই ক্যাপ্টন আমেরিকা মুভিটি দেখেছেন । হ্যা , এই মুভিতে এই চোপার বাইকটি ব্যাবহৃত হয়েছে । এবংআপনি নিশ্চই হার্লি ডেভিডসনের প্যাসহ্যাড মুভিটি দেখেছেন । এটা একধরণের চোপার বাইক ।
এই বাইকের বৈশিষ্ঠ হল reclined seats, raked forks এবং অনেক সুন্দর সাসপেনশন যা বাইকহুলোকে আকর্ষণীয় করে তোলে । বাইকটির আরেকটি বৈশিষ্ঠ হল বাইকটি অনেক লং এবং এর বিশাল বড় ফ্রন্ট ।

এই ধরনের বাইকগুলো হল বেশ লম্বা এবং অনেকটা চোপার গুলোর মত । এই বাকগিুলার ইন্জিন খুবই শক্তিশালী হয়ে থাকে । বাইকগুলা মূলত পেছনের দিকে বসে প্রায় শুয়ে পড়ে চালানোর জন্য বেস্ট । বাইকের এই মডেলটা যখন বাজারে আসে তখন এই বাইকগুলা বাজারে হইচই ফেলে দিয়েছিল এবং এখনও এর গ্রহনযোগ্যতা চরমে ।

এই বাইকগুলা মূলত অফরোড ড্রাইভিং এর জন্য তৈরী করা হয়েছে । বাইকগুলার মেইন বৈশিষ্ঠ হল এর মোস্ট পাওয়ারফুল ইন্জিন , ন্যারো বডি এবং ছোট চিকন চাকা এবং লং সাসপেনশন । পৃথিবীতে বর্তমানে অনেক ধরণেনর ডার্ট বাইক রয়েছে এবং বাইকগুলোর ফংশনগুলো মেইনলি ডিপেন্ড করে এর প্রকৃতির উপর এবং রাইডিং এর উপর ।
ডার্ট বাইকগুলোর ইন্জিন অত্যান্ত শক্তিশালী হবার কারণে বাইকগুলো মূলত রেসিং এর জন্য বহুলভাবে ব্যাবহৃত হল এবং উচু নিচু রাস্তা বা পাহাড়ী রাস্তায় চালানোর জন্য উপযুক্ত থাকে । বাইকগুলো লং জাম্পিং এর জন্য ব্যাবহার হয়ে থাকে এবং এর সাসপেনশন গুলো এইভাবেই তৈরী ।

এই বাইকগুলো মূলত লং রোড ড্রাইভিং এবং অফরোড এর জন্য ব্যাবহৃত হয়ে থাকে । বাইকটির গেডলাইট ও টেইল লাইট রাতে রাইডিং এর জন্য খুবই পাওয়ারফু হয়ে থাকে । এই ধরণের বাইকগুলোতে মুলত টাইমার এবং রোড চার্ট নির্ণয়ের জন্য আলাদা যন্ত্রপাতি সংযুক্ত করা থাকে ।

ন্যাকড বাইকগুলো মুলত ইংল্যান্ডে ৬০ এর দশকে প্রথম তৈরী হয় । বাইকগুলোর বাইরের যন্ত্রপাতি এমনভাবে সাজজানো থাকে যে ভেতরের ইন্জিন বা অন্যকিছু সহজে দেখা যায় না ।
ন্যাকড বাইকগুলা মূলত পআস্টিক বডি পার্টস দিয়ে ঢাকা থাকে এবং Ducati, Harley Davidson, Suzuki, Yamaha, and Triumph প্রভৃতি কোম্পানীর ন্যাকড বাইক বর্তমানে বাজারে রয়েছে ।

এই বাইকগুলো মূলত পাওয়া স্কুটার বা মোবিলিটি স্কুটার নামে পরিচিত । এই বাইকগুলো অনেকটা হুইল চেয়ারের মত দেখতে কিন্তু এতে একটি শক্তিশালী মোটরসাইকেল ইন্জিন রয়েছে । একটি পাওয়ার স্কটিারে ৩, ৪ অথবা ৫ হুইলের সিটও থাকতে পারে । এই ধরণের বাইকের ইন্জিন খুবই শক্তিশালী ও বাইগুলা কমফরর্টেবল হয় । বাইকগুলা অনেক জিনিসপত্র ব্যাবহারের জন্য পারফেক্ট ।

স্কুটারগুলো একধরণের মোটর সাইকেল কিন্তু স্কুটার ও মোটরবাইকের ভেতর কিছূ পার্থক্য আছে । স্কুটার গুলোর বৈশিষ্ঠ হল এটা খুবই আরামদায়ক এবং জ্বালানী খরচ করে কম । সে কারণে এর স্পীডও সাধারণ যে কোন বাইকের তুলনায় কম হয়ে থাকে । LML Vespa select 2 বাংলাদেশের একটা খুবই ফেমাস স্কুটার ।

স্পোর্টস বাইকগুলো মূলত আমাদের দেশে খুবই অ্যভেইলএভল । এই বাইকগুলো তৈরী হয় মূলত অনেক স্পীড , দ্রত এক্সেলেরেশন , ভাল কন্ট্রোলিং রেসিং এসব কারণের জন্য । স্টোর্টস বাইকগুলো মূলত রেসিং বা অন্যান্য কাজে বেশী ব্যাবহৃত হয় । যেমন ইয়ামাহা R15 V2 একটা স্পোর্টস বাইক । মূলত ইয়ং ছেলেরা স্পোর্টস বাইকগুলা খুবই পছন্দ করে এবং এটাকে ভালবাসেও । কারণ , এটার পারফরমেন্স , ফুয়েল এফিসিয়েন্সি সবদিক থেকে পারফক্ট ।

সুপারমেটো বাইকগুলা মূত রোডএ চলার জন্য ও ডার্ট রাইডিং এর জন্য তৈরী করা হয়েছে । এবং বাইকগুলা খুবই স্টাইলিশ হয় তা বলব না , তবে বেশ স্টাইলিশ । বাইকগুলা মূলত ফ্লাট ট্রাক , মোটো ক্রস ও রোড রেসিং এর জন্য তৈরী করা হয় ।

ট্যুরিং বাইকগুলো মূলত লং ডিসট্যান্স এ আরামদায়ক ভ্রমনের জন্য তৈরী হয়েছে । এগুলো ইন্জিন বেশ শক্তিশালী এবং এই বাইকগুলোতে সুন্দর ব্যাকসিট , অনেক বড় ফ্রন্ট , রেডিও ও নেভিগেশন সিস্টেম ইনটিগ্রেট করা থাকে । যেমন Yamaha Fazer 153cc বাংলাদেশের একটি ট্যুরিং বাইক ।

এই ধরণের আরও বাইক সম্পর্কে জানতে ভিজিট করুন bikebd.com এ ।
আর বাংলাদেশের বাইক সম্পর্কে তথ্য ও লেটেস্ট আপডেট পেতে চোখ রাখুন bikebd.com এ । এবং বাংলাদেশের মোটরসাইকেলের প্রাইস সম্পর্কে জানতে চোখ রাখুন Motorcycle Price in Bangladesh
আমি বাইক বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।