
বাংলাদেশের বাইক এর ১২ তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম । আজ আমাদের বিষয়বস্তু বাংলাদেশের কোন বাইক নিয়ে নয় । আজ আমরা এমন একটা বাইক সম্পর্কে জানব যেটা হতে যাচ্ছে পৃথিবীর সর্বপ্রথম উড়ন্ত বাইক । বাইকটির নাম হল হোভার বাইক এবং এর ম্যানুফ্যাকচার করছে মালোই এরনোটিস নামের একটি বৃটিশ কোম্পানী । বাইকটি যেহেতু এখনও বাজারে ছাড়া হয়নি , তাই এটার সম্পর্কে অন্যান্য বাইকের মত ডিটেইলসে জানা সম্ভব হয় নি । তারপরও কোম্পানীর ওয়েবসাইট থেকে যে তথ্যগুলো পাওয়া গেছে তার উপরই আজকের এই লেখা ।
বাসা থেকে বের হয়েছেন, একটু পরেই পরিক্ষা শুরু হবে কিন্তু রাস্তায় অনেক জ্যাম, এখন? ব্যাপার না “হোভার বাইক” আছে না জ্যাম আর কোন ব্যাপারী না উড়ে চলে যান পরিক্ষা কেন্দ্রে। কথাটি শুনতে হাস্যকর মনে হলেও সেই দিন হয়তো আর বেশী দূরে নেই যেদিন পোলাপাইন বাইক নিয়ে উড়ে যাবে পরিক্ষা দিতে।
“হোভার বাইক” তৈরি করা হচ্ছে ড্রন টেকনোলজি ব্যবহারের মাধ্যমে। এটি তৈরি করছে “মালোই এরনোটিস” নামের একটি ব্রিটিশ স্টার্টআপ কোম্পানি।
বর্তমানে বাইকটির ডেমো ভার্সন মানে কোন চালক ব্যতিত পরিক্ষা করা হচ্ছে। তাঁরা চেষ্টা করছেন বাইকটিকে কোনোভাবে ৯০০০ ফিট পর্যন্ত উচ্চতায় পৌঁছানোর।
সর্বশেষ খবর অনুযায়ী, তাঁরা চালক বহন করতে পারবে এমন একটি মডেল নিয়ে কাজ করছে। যেটি ইচ্ছা করলে চালক নিজেই কিংবা রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালনা করতে পারবে। অবাক করা ব্যাপার হচ্ছে এই বাইকটি ঘণ্টায় প্রায় ১১৫ মাইল বেগে এক যায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে। ডেভেলপার টিমের সদস্যরা চেষ্টা করছেন কিভাবে এটি খুব সহজে ব্যাবহার তথা ওড়ানো যায়।

হোভার বাইক সম্পর্কে যাবতীয় তথ্য | |
| Engine Type | Flat twin 4-stroke, one camshaft and 4-valves per cylinder, central balancer shaft |
| Engine Displacement | 1170cc |
| Nominal Output @7500rpm | 80KW |
| Cooling | Aircooled |
| Ignition | Electronic |
| Fuel System | Electronic intake pipe injection |
| Fuel tank capacity | without secondary tanks: 30Lwith secondary tanks: 60L |
| Fuel Burn | 0.5L/min / 30L/hr |
| Fuel Type | Regular Unleaded |
| Drive-shafts | Custom Carbon fiber |
| Gearbox | Custom 1.5:1 reduction |
| Propellers | 2 x Oak with carbon fiber leading edge |
| Airframe | Carbon fiber with Kevlar reinforcement and foam coreWidth: 1.3mLength: 3mHeight: 0.55m |
| Dry Weight | 105kg |
| Maximum takeoff weight | >270kg |
| Total Thrust | >295kg |
| Range | 148km on primary tank @ 80knts cruise (290km with secondary tanks installed) |
| Static Hover | >9,800ft (estimated) |
| Airspeed Vne | approximately 150 KIAS (untested) |
বাইকটি সম্পর্কে ইউটিউবে গিয়ে একটা ভিডিও আপনারা দেখে আসতে পারেন । ভিডিও লিংক : হোভার ফ্লাইং বাইক
উদ্যোক্তা টিমের প্রধান “চেয়ারস মালোই” বলেন, আমি জখন প্রথম হেলিকাপ্টার ওড়ানোর লাইসেন্স পাই তখন থেকেই আমার মাথায় এই চিন্তাটি ঘুরপাক খেতে থাকে যে, কিভাবে এই হেলিকাপ্টারের তত্ত্ব কাজে লাগিয়ে নতুন কিছু তৈরি করা যায়।
এর পরেই আমি শুরু করি হোভার বাইক নিয়ে কাজ করা। বর্তমানে তাঁরা হোভার বাইক কে একটি হেলিকাপ্টারের থেকে বেশী সেফ বলে মনে করছেন কারন এটির ডিজাইন এবং সাধারণ ব্যাবহার। কারন ইচ্ছা করলে যে কেউ এটি চালাতে পারবে। এমনটিই তাদের ধারণা।
আশা করা হচ্ছে আর কিছু মাসের মদ্ধে হোভার বাইক পুরোপুরি ভাবে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে। বাইকটি তৈরি করতে প্রচুর পরিমানে অর্থের প্রয়োজন ছিল যেটি তাঁরা একটি ফান্ডরাইজিং এর মাধ্যমে ব্যবস্থা করেছে। আর অবাক করা ব্যাপার হচ্ছে এখন পর্যন্ত তাঁরা প্রায় ৭৭,০০০ ডলার একত্রে করতে পেরেছে।
এই বাইকটির প্রতি দিন দিন মানুষের আগ্রহ বেড়েই চলেছে, প্রাই প্রতিদিনই মানুষ ভির করছে বাইকটি কাছ থেকে একটু দেখার জন্য। তবে হতাশ করার মতো খবর হচ্ছে, আজ পর্যন্ত এমন অনেক আবিষ্কার সবার সামনে আসলেও একটিও আলোর মুখ দেখেনি। তবে চেয়ারস মালোই টিম দৃঢ় প্রতিজ্ঞ যে এই প্রোজেক্ট তাঁরা আলোর মুখ দেখাবেই। বাকি শুধু এখন সঠিক সময়ের অপেক্ষা।
হয়তো সেই দিন আর বেশী দূরে নয় যেদিন বাইক সত্যি সত্যি আকাশে উড়বে ।
বাইকটির রিভিউ আংশিক ভাবে বাইকবিডি থেকে নেওয়া হয়েছে । Bikebd.com গিয়েও আপনারা এই বাইকটি সম্পর্কে আরও জানতে পারেন ।
আর বাংলাদেশের বাইক সম্পর্কে তথ্য ও লেটেস্ট আপডেট পেতে চোখ রাখুন bikebd.com এ । এবং বাংলাদেশের মোটরসাইকেলের প্রাইস সম্পর্কে জানতে চোখ রাখুন Motorcycle Price in Bangladesh
আমি বাইক বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
উইরা গেলামরে