বাংলাদেশের বাইক [পর্ব-০৬] :: বাজাজ পালসার 150NS (আপকামিং)

বাংলাদেশের বাইক এর ৬ষ্ঠ পর্বে সবাইকে স্বাগতম । আজ আমরা দেখব বাংলাদেশে একটা আপকামিং বাইক এবং অনেক বাইকপ্রেমীরা যার জন্য অপেক্ষায় আছেন , তেমনই একটা বাইক । বাজাজ পালসার ১৫০NS ।

 

আসছে বাজাজ পালসার ১৫০ NS যেটা বাংলাদেশের , ও শুধু বাংলাদেশের নয় , অনেক দেশের বাইক প্রেমীদের কাছেই বহু আকাঙ্খিত একটা বাইক । তো , আসলে এই বাইকটি সম্পর্কে খুব বেশী কিছূ আমরা জানতে পারিনি বা কোম্পানী এখনও এটার ডিটেইলস ইনফরমেশন কারও কাছে দেয়নি । তারপরও বিভিন্ন ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য নিয়ে আজকের বাজাজ পালসার ১৫০NS  এর উপর একটা রিভিউ ।

ইন্জিন টেকনোলজি :

বাজাজ পালসার১৫০ এনএস এর ইন্জিনএ ৪ টি  ভালব যুক্ত SOHC liquid cooled engine  এর টেকনোলজি ইউজ করা হয়েছে । এর সাথে রয়েছে ট্রিপল স্পার্ক ইগনিশন টেকনোলজি । এর ইন্জিন ডিসপ্লেসমেন্ট হল ১৪৯ সিসি । এটাতে সেলফ ও কিক দুটি মেথডের স্টার্টই রয়েছে । বাজাজা আশা করছে এটা পালসারের অন্য যেকোন ভার্সনের থেকে বেটা পারফরমেন্স দেবে ।

 

Power16bhp
Torque12Nm
Displacement149.00
Power to Weight ratio110.34 bhp/ton
Torque to Weight ratio82.76 nm/ton
Specific Output107.38 bhp/litre

 

ব্রেকিং ও চাকা :

এক্ষেত্রে বাজাজ তাদের নতুন এই বাইকটিতে সামনে একটি ডিস্ক ব্রেক ও পেছনে একটি ড্রাম ব্রেকিং এর ব্যাবস্থা করেছে । তবে মনে করা হচ্ছে যে এর চাকাটা অন্যান্য ১৫০ বাইকের তুলনায় একটু চিকন হবে কারণ হাইস্পীডে রোড গ্রিপনেস কমানোর জন্য । এটি অবশ্য পেছনের চাকাতে ডেস্ক ব্রেক সম্বলিত অবস্থায় ও পাওয়া যেতে পারে ।

 

এটি সাথে সাথে সুন্দর একটা সিঙ্গেল বসার সিটের ইন্টিগ্রেশন রয়েচছে ।এটার হ্যান্ডেলিংএ ব্যাবহার করা হয়েছে rear monoshock suspension mechanism , যেটা আপনাকে অনেক সুন্দর ভাবে বাইকটি ড্রাইভ করার অভিজ্ঞতা প্রদান করবে ।

তবে বিভিন্ন সূত্রে জানা গেছে এর হেডলাইটে ব্যাপক পরিবর্তন আসতে পারে । বাজাজ পালসার ১৫০NS এর হেডলাইট টেকনোলোজি অনেকটা হয়ত পালসার ২০০NS  এর মতই হবে ।

এই বাইকটি সম্পর্কে আর বেশী কোন তথ্য পাওয়া যায় নি । তবে বাইকটির লঞ্চিং ডেট , স্পেসিফিকেশন ও লেটেস্ট আপডেট পেতে চোখ রাখুন  bikebd.com এ । এবং বাংলাদেশের মোটরসাইকেলের প্রাইস সম্পর্কে জানতে চোখ রাখুন Motorcycle Price in Bangladesh

 

Level 0

আমি বাইক বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সুন্দর টিউন।

per litre koto km jabe

149.00?