
বাংলাদেশের বাইক এর ৪র্থ পর্বে আমি হাজির হলাম বাংলাদেশের নতুন একটি বাইক হোন্ডা সিবি সাইন এর রিভিউ নিয়ে । এটি বাংলাদেশে একটি নতুন ১২৫ সিসির বাইক । বাংলাদেশে যে ১২৫ সিসির বাইকগুলা পাওয়া যায় তার মধ্যে অন্যতম হল এটি ।হোন্ডার প্রতিটি বাইকেরই আছে একটা নিজস্ব বৈশিষ্ঠ । নিজস্ব লুক । সেই হিসেবে , এটাও হোন্ডার ঐতিহ্যের সাথে মিল রেখে বেশ ভাল পারফরমেন্সই দিবে বলে আশা করা যায় । আসুন দেখে নিই এর ফিচার গুলো ।

বাইকটিতে একটি এনালগ স্পীডোমিটারের সাথে রয়েছে একটি ডিজিটাল ফুয়েল ইডিকেটর । বাইকটিতে কিক র্স্টার্ট এর সাথে সাথে ইলেকট্রিক র্স্টার্টের ব্যাবস্থাও রয়েছে । এটার বডির ফিনিশিংটা একদমই নিখুত ও সুন্দর একইসাথে রূচিশীল । যে কেউ এক নজর দেখলেই বাইকটির প্রেমে পড়তে বাধ্য । এর হেডলাইটটা ও দারুন স্টাইলিশ ও খুবই পাওয়ারফুল ।


| Speedometer | Analogue |
| Tachometer | Yes |
| Tachometer Type | -- |
| Shift Light | -- |
| Electric Start | Yes |
| Tripmeter | No |
| No Of Tripmeters | -- |
| Tripmeter Type | -- |
| Low Fuel Indicator | Yes |
| Low Oil Indicator | Yes |
| Low Battery Indicator | No |
| Fuel Gauge | Yes |
| Digital Fuel Gauge | No |
| Pillion Seat | -- |
| Pillion Footrest | Yes |
| Pillion Backrest | No |
| Pillion Grabrail | Yes |
| Stand Alarm | No |
| Stepped Seat | No |
| Antilock Braking System | No |
| Killswitch | No |
| Clock | No |
এই বাইকটিতে রয়েছে ১২৫ সিসি ইঞ্জিন যা ১০ বিএইচপি শক্তি ও ১১ এনএম টর্ক উৎপন্ন করে । ফলে দেখা যাচ্ছে বাংলাদেশের ১২৫ সিসির বাইকগুলোর ভেতর এটা ইন্জিন পাওয়ারের দিক থেকে বেশ এগিয়ে আছে । এটির ইন্জিন হল এয়ার কুলড প্রযুক্তি সমৃদ্ধ ।ডিজিটাল ইগনিশন সিস্টেমের এই হোন্ডা সাইনে পাঁচটি গিয়ার রয়েছে।

| Displacement (cc) | 125 |
| Cylinders | 1 |
| Max Power | 10 bhp @ 7500 rpm |
| Maximum Torque | 11 Nm @ 5500 rpm |
| Bore (mm) | 52 |
| Stroke (mm) | 58 |
| Valves Per Cylinder | 2 |
| Fuel Delivery System | Carburetor |
| Fuel Type | Petrol |
| Ignition | Digital CDI |
| Spark Plugs (Per Cylinder) | 1 |
| Cooling System | Air Cooled |
| Gearbox Type | Manual |
| No Of Gears | 4 |
| Transmission Type | Chain Drive |
| Clutch | Wet Multiplate type |
বাইকটির চাকাকে আমি বলব , ১২৫ সিসির বাইক হিসেবে একদম পারফেক্ট । এর সামনের চাকাতে একটি ২৪০ মিমি সাইজের ডিস্ক ব্রেক ও পেছনের চাকাতে ১৩০ মিমি ড্রাম ব্রেক রয়েছে । এর চাকার সাইজ হল ১৮ ইন্চি । এর পেছনের চাকাতে 80/100-18 47P এর টায়ার ও সামনের চাকাতে 80/100-18 ৫৪P সাইজের টায়ার লাগানো আছে ।


| Brake Type | Drum |
| Front Disc | Yes |
| Front Disc/Drum Size (mm) | 240 |
| Rear Disc | No |
| Rear Disc/Drum Size (mm) | 130 |
| Calliper Type | -- |
| Wheel Size (inches) | 18 |
| Front Tyre | 80/100-18 47P |
| Rear Tyre | 80/100-18 54P |
| Tubeless Tyres | Yes |
| Radial Tyres | No |
| Alloy Wheels | Yes |
এর হেডলাইটটা হোন্ডার বরাবরের ন্যায় কোন নতুন স্টাইলে স্টাইলিশ নয় । এটি হোন্ডার ঐতীহ্যবাহী একটা স্টাইলের মতই । বাইকটির ব্যাটারীটি ১২ ভোল্ট ক্ষমতা সম্পন্ন মাল্টি রেফ্লিক্টর টাইপের । বাইকটির সর্বমোট ওজন হল ১২১ কেজি যা একটি ১২৫ সিসি বাইকের জন্য পারফেক্ট । এর ফুয়েল ট্যাঙ্কে ১১ লিটার পেট্রোল রাখা যায় এবং রিজার্ভ ট্যাঙ্কিতে ১.৩ লিটার পেট্রোল ধরে । বাইকটির টেইল লাইটটাও দারুন ।

| Electric System | -- | |
| Battery | 12V-3Ah | |
| Headlight Type | Multi-Reflector Type | |
| Headlight Bulb Type | Halogen 35/35W | |
| Brake/Tail Light | LED Tail Lamp | |
| Turn Signal | Yes | |
| Pass Light | Yes | |
| Kerb Weight (Kg) | 121 | |
| Overall Length (mm) | 2014 | |
| Overall Width (mm) | 762 | |
| Overall Height (mm) | 1071 | |
| Wheelbase (mm) | 1266 | |
| Ground Clearance (mm) | 157 | |
| Seat Height (mm) | 790 | |
| Fuel Tank Capacity (Litres) | 11 | |
| Reserve Fuel Capacity (Litres) | 1.3 | |
| FuelEfficiency Overall (Kmpl) | 65 | |
| Fuel Efficiency Range (Km) | 710 | |
একটি ১২৫ সিসি বাইক হিসেবে এটি অন্যান্যদের তুলনায় অনেক ভাল পারফরমেন্স দিয়ে থাকে বলে আমার মনে হয়েছে । বাইকটিতে ৬০ কি.মি স্পীড তুলতে টাইম লাগে মাত্র ৭ সেকেন্ড । এটি ১ লিটার পেট্রোলে প্রায় ৬৫-৭০ কি.মি পর্যন্ত চলতে পারে ।
| 0 to 60 kmph (Seconds) | 7 |
| 0 to 80 kmph (Seconds) | -- |
| 0 to 40 m (Seconds) | -- |
| Top Speed (Kmph) | 100 |
| 60 to 0 Kmph (Seconds, metres) | 25 |
| 80 to 0 kmph (Seconds, metres) | |
সবমিলিয়ে বাংলাদেশের ১২৫সিসির যে বাইকগুলা পাওয়া যায় , এটা তার থেকে একটু ভিন্ন । এর স্টাইল , চাকা , ফ্রন্ট , ফুয়েল ট্যাঙ্ক ইন্জিন সবকিছুর ভেতরেই যেন একটা স্বতন্ত্রভাব খুজে পাওয়া যায় ।
এই বাইকটির সম্পর্কে আরও জানতে ও লেটেস্ট আপডেট পেতে চোখ রাখুন bikebd.com এ । এবং বাংলাদেশের মোটরসাইকেলের প্রাইস সম্পর্কে জানতে চোখ রাখুন Motorcycle Price in Bangladesh
আমি বাইক বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দাম কত ?