বাংলাদেশের বাইক [পর্ব-০১] :: হোন্ডা ট্রিগার ১৫০ ফুল রিভিউ

আমি আজ একটা নতুন পর্বভিত্তিক চেইন টিউন শুরু করতে যাচ্ছি যার মূল বিষয়বস্তু হবে বিভিন্ন বাইক ও এর বিভিন্ন পার্টস নিয়ে । আশা করি আপনারা অনেকেই এটার থেকে অনেক কিছু জানতে পারবেন আশা করি  । আজ আমি প্রথম লিখছি একটা নতুন বাইক হোন্ডা ট্রিগার ১৫০ এর রিভিউ ।

হোন্ডা সিবি ট্রিগার বাইকটি হোন্ডার একটি নতুন বাইক যেটি ১৫০ সিসি ইন্জিন বিশিষ্ঠ । এটি মূলত একটি ইন্ডিয়ান বাইক । এটাকে  হোন্ডার আগের একটি মডেল হোন্ডা ইউনিকর্ন ডাজলার এর একটি নতুন সংস্করণ বা একটি রিপ্লেসমেন্ট ও বলা যেতে পারে । এটি বাংলাদেশে একটি নতুন বাইক । তাই আজ এটার একটি ছোট রিভিউ বাইক কিডস দের জন্য । এর একটি ভিউ আমরা প্রথমেই দেখে নিই :

 

ফিচারসমূহ :

peedometerDigital
TachometerYes
Tachometer TypeDigital
Shift Light--
Electric StartYes
TripmeterYes
No Of Tripmeters2
Tripmeter TypeDigital
Low Fuel IndicatorYes
Low Oil IndicatorYes
Low Battery IndicatorYes
Fuel GaugeYes
Digital Fuel GaugeYes
Pillion Seat--
Pillion FootrestYes
Pillion BackrestNo
Pillion GrabrailYes
Stand AlarmYes
Stepped SeatNo
Antilock Braking SystemNo
KillswitchNo
ClockYes

ইন্জিন টেকনোলজি :

এটিতে একটি ১৪৯সিসির এয়ার কুলড স্পার্ক ইগনিশন সিস্টেমসমৃদ্ধ ইন্জিন রয়েছে যেটা বর্তমানে একটি ভাল ইন্জিন হিসেবে ধরা হয় । ইন্জিনের ফুল স্পেসিফিকেশনটি নীচে দেখুন :

Displacement (cc)149
Cylinders1
Max Power14 bhp @ 8500 rpm
Maximum Torque12.5 Nm @ 6500 rpm
Bore (mm)63
Stroke (mm)47
Valves Per Cylinder2
Fuel Delivery SystemCarb
Fuel TypePetrol
IgnitionSpark-Ignition
Spark Plugs (Per Cylinder)1
Cooling SystemAir Cooled

 

ট্রান্সমিশন এবং ব্রেকিং সিস্টেম :

এটিতে রয়েছে একটি ম্যানুয়াল গিয়ারবক্সসহ ৫ স্পিড গিয়ার এর ইন্জিন । এর সামনের ও পেছনের দুই চাকাতেই ডিস্কব্রেকিং সিস্টেম ইনটিগ্রেট করা যেটি একটি বাইকের কন্ট্রোল অনেক ইচু পর্যায়ে নিয়ে যায় এবং বাংলাদেশে শুধুমাত্র R15  ও দুই একটি বাইকি ডুয়াল ডিস্ক ব্রেক রয়েছে ।

Gearbox TypeManual
No Of Gears5
Transmission TypeConstant Mesh, 5 Speed Gear
ClutchWet Multiplate Type
Brake TypeDisc
Front DiscYes
Front Disc/Drum Size (mm)240
Rear DiscYes
Rear Disc/Drum Size (mm)220
Calliper Type--

ডাইমেনশন ওজন ও চাকা :

Kerb Weight (Kg)137
Overall Length (mm)2045
Overall Width (mm)757
Overall Height (mm)1060
Wheelbase (mm)1325
Ground Clearance (mm)175
Seat Height (mm)780
Wheel Size (inches)17
Front Tyre80/100-17
Rear Tyre110/80-17
Tubeless TyresYes
Radial TyresNo
Alloy WheelsYes

লাইট ও ব্যাটারী :

এই বাইকটিতে ১২ ভোল্টের একটি শক্তিশালী ব্যাটারীর সাথে রয়েছে ৩৫ ওয়াট ক্ষমতাসম্পন্ন স্টাইলিশ একটি হেডলাইট এবং পেছনে রয়েছে একটি এলইডি টেইল লাইট ।

Electric System--
Battery12V - 4 Ah
Headlight TypeMulti-Reflector Type
Headlight Bulb Type35/35 W
Brake/Tail LightLED Light
Turn SignalYes
Pass LightYes

জ্বালানী :

এটিতে ১২ লিটার ক্ষমতা সম্পন্ন একটি ফুয়েল ট্যাঙ্ক রয়েছে এবং রিজার্ভ এ প্রায় ১.৩ লিটার তেল রাখা যায় । এটি ১ লিটার পেট্রোলে প্রায় ৫৫-৬০ কিলোমিটার চলতে পারে ।

Fuel Tank Capacity (Litres)12
Reserve Fuel Capacity (Litres)1.3
FuelEfficiency Overall (Kmpl)60
Fuel Efficiency Range (Km)720

পারফরমেন্স :

এই বাইকটিতে ৬ সেকেন্ডে ৬০কিমি/ঘন্টা স্পীড আপ করা সম্ভব । এটার টপ স্পিড হল ১১০ কিলোমিটার পার আওয়ার ।

0 to 60 kmph (Seconds)6
Top Speed (Kmph)110
60 to 0 Kmph (Seconds, metres)--

কালার :

এটি বর্তমানে বাজারে ৩ টি ভিন্ন ভিন্ন কালারে পাওয়া যাচ্ছে । সেগুলো হল :

Black, Meteor Green Metallic, Pearl Siena Red

সবমিলিয়ে বাইকটিকে ভালই বলা যায় বাংলাদেশের পরিপ্রেক্ষিতে । কারণ , এটির জ্বালানী খরচ অন্যান্য ১৫০ সিসি বাইকের তুলনায় অনেক কম । তাছাড়া এটি বেশ স্টাইলিশও ।

বাংলাদেশের যেকোন বাইকের লেটেস্ট আপডেট পেতে চোখ রাখুন  bikebd.com  এ । এবং বাংলাদেশের মোটরসাইকেলের প্রাইস সম্পর্কে জানতে চোখ রাখুন Motorcycle Price in Bangladesh

Level 0

আমি বাইক বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

faltu bike

ভাই, অনেক সুন্দর লিখেছেন। আমি একটা বাইক কিনব, মিনিমাম বাজেটে নতুন বাইক কেনার ইচ্ছা, আই মিন যত কমে পারা যায় ফার্স্ট হ্যান্ড বাইক। ওয়াল্টন লিও ৯০ কে লিস্টে রাখছি । একটু বলবেন এটা কেমন হবে? অথবা আপনার কোন পরামর্শ? আপনার মোবাইল নাম্বার টা যদি দেন প্লিজ। [email protected]

এবার এপাচি আরটিয়ার নিয়ে একটা টিউন করেন

aktai kotha…apni 1st a j bike ar pic ta dlen…tar part gular sathe nicher pic gular kono mil nai ken??

Level 0

Apnar byke er idea bhalo ache…apach new ta and FZS er ekta compare koren. r ekta jinis boss… 2nd hand ei byke gula kinte hole ki ki dekhte hobe??? main kon feature er dike notify korte hobe bolben…

বাইক টা অনেক ভারী কিন্তু চালিয়ে ব্যাপক মজা 😀