গ্রীন-রেড এড কি আমার ১০০ টাকা মেরে দিল?

কোন একটি কারণে বাংলাদেশিদের কাছে মার্কেটিং করার দরকার ছিল। যদিও এডসেন্স ইউজ করি কিন্তু এডসেন্সটা ঠিক পছন্দ হচ্ছিল না কিছু কারণে। ভেবেছিলাম বাংলাদেশি কোন এডভারটাইজিং ওয়েবসাইট দিয়ে এড দেব অনলাইনে আর দেশের টাকা দেশে রাখব। গ্রীন-রেড এড এর নাম আগে থেকেই জানতাম। তাদেরকেই চুজ করেছিলাম। পরীক্ষামূলকভাবে ১০০ টাকা ফান্ড এড কররা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার চিন্তা ভাবনা ছিল যদি তাদের মাধ্যমে আমার উপকার হয় তবে মাসে কমপক্ষে ৩০০০ টাকার এড দেব।

যাই হোক, তাদের ওয়েবসাইট থেকে চমৎকারভাবে সবকিছু করে গেলাম ফান্ড এড করতে। কয়েকটা মেথড ছিল। কয়েকটার ভিতর থেকে বিকাশটাকে চুজ করলাম। সবকিছু ওয়েবসাইটে বলা নিয়মানুযায়ী করলামও। কিন্তু ওমা! এতো এরর মারল। বারবার ট্রাই মারলাম। খালি এরর। এদিকে আমার টাকা তো তাদের একাউন্টে পাঠিয়েই দিয়েছি। নিয়ম হল টাকা পাঠানোট পর, এমাউন্ট, টাকা পাঠানোর নাম্বার আর ট্রানজেকশান আইডি দিয়ে ভেরিফাই করতে হবে। তাতেই যত বিপদ।
৪/৫ দিন আগের কাহিনী এটা। এ যাবৎ দুইটা সাপোর্ট টিকেট ওপেন করলাম। একটা ভোক্কাও কেউ দিল না। আজকে কল দিলাম। কেউ রিসিভ করল না। ১০০ টাকা ফ্যাক্টর না। কথা হল, যদি আমি ১০০০০ টাকা যোগ করে এরকম ধরা খাইতাম তবে আমার কি হত। আপনারা কেউ কি এই বিপদে পড়েছিলেন? আর না পড়লে আমি বলব গ্রীন-রেড এড থেকে দূরে থাকাই মঙ্গল।

Level 0

আমি মাকসুদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

হাই! আমি মাটিন , বর্তমানে ফ্রীল্যান্স সিস্টেম এডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করছি। আমি লিনাক্স ভালবাসি এবং মুক্ত-সফটওয়্যার চেতনায় বিশ্বাস করি। তাছাড়া আমি যখন-তখন প্রোগ্রামিংয়ের অপার সৌন্দর্য্যের মাঝে হারিয়ে যাই। সংক্ষেপে, এটাই হল আমার জীবন বৃত্তান্ত। ধন্যবাদ!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Asholei….Ami publisher hishebe silam…. 2300 tk hobar por vablam tule nei….kintu withdraw button o nai tarupor call dile 10-12 bar try er poor dhore kintu kunu lav nai…..ora. Nana ojuhat dekhay kintu amar tk aj obdi pelam nah….fucking green red Kew use korben nahh…..

আমারতো প্রথম থেকেই সন্দেহ ছিল । তাছাড়া এদের সাপোর্ট সার্ভিসও একদম ভাল না । হেল্পলাইনে ফোন দিলেও ধরে না ।

ফোন দিলেও এক মহিলা রিসিব করে।।।মাতাল এর মত কথা বলে।

ভাই ওদের নাম্বারটা কি দেয়া যাবে?

হেল্প লাইনে ফোন দিয়ে কন্টাক্ট করে তারপর লেনদেন করা ভাল, আমার জানা মতে দেশীয় কোম্পানিরর মদ্ধে জি-আর ই ভালো।

দেশে কোন ফালতু এড কোম্পানি যদি থাকে তাদের শীর্ষে গ্রীন রেড। আমার ১৩০০ টাকা নিয়ে খেলা করছে। ফোন দিতে দিতে মূল্যবান সময়ও নস্ট করছি। ক্লিকের উপর ক্লিক চুরি করছে। পাগলের মতো কথা বলছে।

আসলেই শালার বেটারা ফালতু। আমার সাইটে তাদের এড কোড যোগ করার পর প্রথম কয়েকদিন এড শো করছে। আজ মাসের উপরে হল এড ই শো করছে না। ফালতুর যম যদি কিছু থাইকা থাকে তাহলে গ্রীন-রেডই আছে…

এটা কিন্তু ফেলে দেওয়ার মত কোথা নয়, পুলিসের কাছে রিপোর্ট লিখিয়ে এটা ব্যান করুন।