Q link সাইটে কাজ করে ইনকাম করবেন! Q link নিয়ে কিছু তথ্যাদিসহ একটি প্রতিবেদন মূলক পোস্ট!!

সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি ভিজিটর বন্ধুরা আপনারা সবাই ভাল আছেন। আসলে ব্যস্ততার কারনে বেশ কয়েকদিন কোন পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে ব্যস্ততা কম থাকার কারনে আপনাদের সাথে একটু ঢু ...............মারছি!

যাইহোক আজকের পোস্টে পিসি বিষয় বা অন্য কোন টপিকস নিয়ে শেয়ার করব না। অনেকটা ফ্রিল্যান্স ধরনের একটি প্রতিবেদন নিয়ে পোস্ট করব যা পোস্টের শিরোনাম দেখেই হয়ত বুঝতে পারছেন।imagesআজকাল ইন্টারনেটে বৈধ ইনকামের পাশাপাশি অবৈধ ইনকামের অনেক সাইট তৈরি হয়েছে। আসলে প্রযুক্তি সম্পর্কে স্বচ্ছ ধারনা না থাকা এবং আমাদের অনেকটা হুজুগে বাঙ্গালীর ভাব থাকার কারনে অনেক নামহীন প্রতিষ্ঠান সরলতার সুযোগ নিয়ে প্রতারনার শামিল হচ্ছে। যেমন ধরুন- ক্যাপচা, ফেসবুক+গুগল+ লাইক করা, সার্ভে করা, এবং পিসিতে নিদিষ্ট ইউটিলিটি চালুর মাধ্যমে নিদিষ্টভাবে ইনকাম করা যেমন- প্রতিদিনে ১ ডলার কিংবা ২ ডলার ইত্যাদি।

সম্মানীত ভিজিটর বন্ধুরা! আপনারা অনেকেই জানেন যে, বেশ কয়েক বছর পূর্বে অনেক ভূইফোড় কোম্পানী (Dolancer, Skylancer, Sheraton PTC এই জাতীয় প্রায় ৬০ টির বেশী প্রতিষ্ঠান) শিক্ষিত বেকার/যুবকভাইদের সাথে ইন্টারনেটে ইনকামের পথ দেখিয়ে তাদের সাথে প্রতারনা করেছিল এবং দেশের প্রায় কয়েকশ কোটি টাকা বিদেশে পাচার হয়েছিল যে তথ্য গুলো সংবাদ/মিডিয়া মাধ্যমে জেনেছিলেন। পরে অবশ্য আমাদের সচেনতা বৃদ্ধি, সরকারি প্রশাসনের সুনজর ও ফ্রিল্যান্সারদের প্রতিবাদের মুখে কারনে সেইসব বন্ধ হয়েছে। অবশ্য এখনো বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন অপশন তৈরি করে ইনকামের পথ দেখাচ্ছে। তথাপি বিগত পোস্টে আমি একটা লেখা দিয়েছিলাম- “সেখানে একটি সফটওয়্যারের নেতিবাচক দিক তুলে ধরেছিলাম)।

ScreenShot008

আলোচনা করতে গিয়ে অনেক কথা বলা হল। আজকের যে বিষয়টি সম্পর্কে পোস্ট করছি তাও একই ধাচের। ইদানিং বেশ কয়েকটি ব্লগ সাইটে বেশ কিছুদিন ধরে দেখছি ক্যাপচা বিষয়ক তথারুপ Q link নিয়ে প্রায় ২ সপ্তাহের বেশী পোস্ট করা হচ্ছে।অবশ্য টিটি এবং পিসি হেল্প লাইনে এই বিষয়ে একটি পোস্ট করা হয়েছিলো। এখানে পোস্টটি পড়ে জানতে পারলাম Q link সাইট একটি ক্যাপচা ইনকামের সাইট। এখানে প্রায় ১০০০ ক্যাপচা টাইপ করে প্রায় প্রতিদিনে ১ ডলার করে ইনকাম করা যাবে। এই জন্য সাইটে রেজি: করতে হবে। অতপর Q link এর সফটওয়্যার পিসিতে ইনস্টল করে ক্যাপচা সঠিকভাবে টাইপ করলে ইনকাম শুরু হবে। যদি এই ভাবে সত্যিই ইনকাম করা যায় তাহলে তো বেশ ভাল কথা! কেননা, যারা সঠিকভাবে ফ্রিল্যান্সে এখনো কাজ পান নাই তাদের যদি Q link এ- কাজ করে মাসের নেটের বিলের টাকাটা উঠে আসে নেহাত মন্দ কি?

ScreenShot001

অপরদিকে আরেকটি ব্যাপার জানতে পারলাম। Q link এ- আপনি ফ্রি ভাবে রেজি: করতে পারবেন না। বেশ কিছু অর্থ ব্যয় করতে হবে আপনাকে। তাহলে বুঝুন এটি কেমন কথা!! কারন, পৃথিবীর সত্যিকার কোন ফ্রিল্যান্স সাইট, পিটিসি সাইট, সার্ভে সাইটে রেজি: করতে কোনরুপ অর্থ ব্যয় করতে হয় না। তাহলে এখানে ………বিষয়টি পরিস্কার হতে পারলাম না। তাছাড়া ব্লগে অনেকেই অফার করছেন Q link এর অ্যাডমিন প্যানেল বর্তমানে ৩০০-৪০০টাকাতে অফার করছেন যেখানে নাকি পূর্বে ১০০০/- টাকা কাটা হত। তাছাড়া অনেকেই আছেন যারা নিজের প্যানেলের কাজের জন্য অন্যকে অফার করছেন বিনিময়ে হয়ত বিকাশ নম্বরে কিছু টাকা দিবে। আমার মনে হয় এই সবই অনর্থক কাজ। হয়ত অনেকেই ইতিমধ্যে Q link নিয়ে কাজ করছেন তাদের কাছে আমার বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে-

  •  Q link কোন দেশের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি?
  •  যারা কাজ করছেন তারা কয়বার পেমেন্ট পেয়েছেন?
  •  ১০০০ এন্ট্রি করতে কতক্ষণ সময় লাগছে? এবং Q link সাইটটি স্ক্যাম সাইট নই তো!!
  •  অ্যাডমিন প্যানেলে অন্যকে দিয়ে কাজ করানো সুবিধাটা কি?
  • Q link এ- রেজি: কেন অর্থ লাগে?
  • অবশ্য কৌতুহল বশত, একজন ভিজিটর অআমার মেইল তার Q link এর ইউজার নেম ও পাসওয়ার্ডের ঠিকানা দিয়েছিলেন মূলত সাইটটি পরীক্ষা করার জন্য। এখানে আমি বেশ কিছু সম্যক ধারনা পাইলাম তাহা নিম্নরুপ:

১। ইউজার নেম ও পাসওয়ার্ড দ্বারা একাউন্টে ওপেন করতে হয়।

ScreenShot003

২। ওপেন করার পর আরেকটি বক্স আসে সেখানে ক্যাপচা টাইপ করতে হয় সঠিকভাবে এবং Send করতে হয়। এই ভাবে প্রায় ১০০০ ক্যাপচা টাইপ করতে হয়। ScreenShot004

কিন্তু এই সাইটের সমস্যা রয়েছে তা কেউ ব্লগের পোস্টে উল্লেখ করেন নি যেমন-

ক। এখানে যদি কোন ক্যাপচা টাইপ করতে ভূল করেন তাহলে উক্ত সফটওয়্যার বন্ধ হয়ে যাবে বা লগআউট হয়ে যাবে। ফলে আপনাকে পূনরায় লগইন করতে হবে।

খ। এখানে পূনরায় আপনাকে লগআউট করতে দিবে না। পিসি ও নেট কানেকশন বন্ধ করে রিস্টার্ট দিয়ে পিসি ও নেট পূনরায় চালু করতে হবে। মূলত যতবার ক্যাপচা টাইপ ভূল করবেন ততবার আপনাকে এরুপ করতে হবে।

গ। প্রতিটা ক্যাপচা টাইপ করতে হয় প্রায় ১০.০ সেকেন্ডের মধ্যে। আবার আপনাকে এরুপ ক্যাপচা দেওয়া হবে যেটি ইন্টারফেস বুঝতে আপনার প্রায় ১০.০ সেকেন্ডের বেশী সময় পার হয়ে যাবে। এখানে আমার অভিজ্ঞতা হল আপনি যতবড় টাইপিং পন্ডিত হন না কেন ক্যাপচা বুঝতে সময় যাবে এবং ভূল হওয়াটাই স্বাভাবিক। সুতরাং ১০০০ ক্যাপচা টাইপ করা কিন্তু সহজ ব্যাপার নই। তাহলে বুঝুন ঠ্যালা!!

imagesRRRঘ। আমার মনে হয় ১০০০ ক্যাপচা টাইপ করতে প্রায় ৫ দিনের বেশী সময় পার হয়ে যাবে। যেমন: আমার টাইপিং স্পীড কিন্তু বেশ ভাল, ব্লগ করতে হয় সেহেতু টাইপিং স্পীড ভাল থাকতে হয়। সেখানে Q link প্রায় ৫০০ ক্যাপচা সঠিভাবে টাইপ করতে প্রায় ৪ দিনের বেশী সময় পার হয়েছে। এখানে যদি ৫ দিনে ১ ডলার হয় তাহলে ৩০ দিনে কত পাব?

ঙ। অথচ অনেকেই চতুরতা হিসাবে বলছেন প্রতিদিনে ১ ডলার। যেখানে ১০০০ ক্যাপচা টাইপ করতে প্রায় ৫ দিনের বেশী সময় পার হচ্ছে সেখানে আপনি কিভাবে প্রতিদিনে ১ ডলারের আশা করছেন।

চ। এই জন্য অনেকেই তাদের অ্যাডমিন প্যানেলে অন্যকে কাজ করার আমন্ত্রন পাঠাচ্ছেন। এর প্রধান কারন হচ্ছে- তিনিও সঠিকভাবে ক্যাপচা টাইপ করতে পারছেন না। যদি কোন ভিজিটর তার ক্যাপচা টাইপ করে দেয় তাহলে কাজ এগোবে এবং অনেকটা কষ্ট ঐ ব্যক্তিকে করতে হবে না।

ছ। এই সাইট পেমেন্ট অপশন হিসাবে রেখেছে Perfect Money, Papal, Freelancer Card। এখানে কোনটিই অআমাদের দেশের জন্য প্রযোজ্য নই। অপরদিকে কয় জনের ফ্রিল্যান্সার মাস্টার কার্ড রয়েছে। তাহলে পেমেন্ট আপনি পাবেন কিভাবে?

জ। এখানে হয়ত যারা অ্যাডমিন হিসাবে কাজ করছেন তাদের হয়ত কোন সোর্স হিসাবে Q linkএ- জড়িত। সেই প্রেক্ষিতে রেফারেল বা প্যানেল বিক্রি করে কিছু টাকা আয় করছেন।

৩। অনেকেই বলছেন কোন গ্রাহককে অ্যাডমিন প্যানেল দিলে ঐ গ্রাহক নিজেও অ্যাডমিন প্যানেল অপরজনের নিকট বিক্রি করতে পারবেন। সত্যি কথা বলকে কি এখানে আপনি কোন প্যানেল অপরের নিকট বিক্রির সুযোগ পাবেন না।

৪। Q link এ- অনেকেই বলবেন তারা থার্ডপার্টি সফট: দ্বারা কাজ করবেন। যেখানে Q link সাইট বলেছে থার্ডপার্টি দ্বারা কাজ করা যাবে না। করলে একাউন্ট চিরকালে ব্লক হয়ে যাবে।

৫। ব্লগে যারা পোস্ট করেছেন তারা বলেছেন Q link কি তাহা জানতে গুগল মামারে বলেন? এখানে এর মানে বুঝলাম না। হয়ত বলছেন গুগলে সার্চ দিলে Q link সাইট পাওয়া যাবে। আসলে এটিও একটি চতুরতা। গুগল সাইটে যে কোন সাইট সার্চ দিলে তা সবই পাওয়া যায়। কিন্তু কোন সাইট স্ক্যাম কিংবা ভালো তাহা দেখা গুগলের কাজ নই।

৬। এই রকম পূর্বে বহু ক্যাপচা সাইটের আর্বিভাব হয়েছিল। তার সবই বন্ধ হয়ে গিয়েছে। এখানে অবশ্য গুগলে সার্চ দিলে Q link সাইটের একাধিক ইউ.আর.এল দেখাচ্ছে। এর মধ্যে কোনটি সঠিক সেটি বুঝতে অনেকেই ভোগান্তিতে পাড়বেন ছাড়া বৈকি!!

৭। http://www.scamadviser.com/  সাইটে চেকিং করে দেখলাম এই দুটি সাইট কোন ট্রাস্টেড সাইট নই। যেখানে তথ্যগুলো হাইড করে রাখা হয়েছে।

ScreenShot006

যেমন কিছু সাইটের লিংক প্রেরন করছি আপনারা পরীক্ষা করতে পারেন।

http://www.qlinkgroup.com/op/login

http://qlinkgroupsupervisor.com/

http://www.scamadviser.com/

সম্মানীত ভিজিটর বন্ধুগণ! এখানে Q link সাইট সম্পর্কে উপরোক্ত যে তথ্যাবলী পেশ করলাম তা সম্পূর্ণ নিজের মতামত এবং বেশ কয়েকজন ফ্রিল্যান্সারদের মতামতের ভিত্তিতে উপস্থাপন করা হল। এখানে এমন অনেক ভিজিটর রয়েছেন যারা এই সকল সাইট সম্পর্কে অজ্ঞ কিংবা কৌতুহলপূর্ণ। আশা করি তারা এই তথ্যাদির মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারবেন আপনি কোন পথে এগোবেন। তবে হ্যা আপনি ছোটখাটো ফ্রিল্যান্সিং সাইটে ট্রাই করে দেখতে পারেন যেগুলো টেকটিউন্স সাইটে পূর্বে পোস্ট করা হয়েছে যেমন- Mini jobs.com, Minute workers com, । আরেকটি কথা ফ্রিল্যান্স হিসাবে যে সাইটগুলো দেখবেন টাকা পয়সার লেনদেন আছে সেখানে ধরে নিবেন কোন কারসাজি আছে নিশ্চয়ই!!

Level 2

আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

It’s very hard to earn from captcha site unless you are very quick & accurate in typing. I have good speed but did not go with them except 1 site. http://captcha2cash.com/ Good thing is low payout. Only $ 0.30. So I sometimes use this site only when get some time. One thing you can use PerfectMoney at least for mobile recharge in Bangladesh.

    @Shalaheen: হ্যা বেশ কিছু ক্যাপচা সাইটে কিছু অর্থ আয় করা যায়। কিন্তু কথা হল আপনি যে ক্যাপচা সাইটেই কাজ করুন না কেন সেখানে অনেক সময় ব্যয় করতে হয়। তবে ভালভাবে ইনকাম করতে এবং এই সম্পর্কে অভিজ্ঞতা অর্জনে ফিল্যান্স করার মত বিকল্প কিছু নাই। তাই অন্যান্য কাজের সাথে এই বিষয়ে কাজের দেখভাল করা উচিত বলে মনে করি। পরিশেষে আপনার সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ।

vai apni ki jene ei post ta disen???
amra niomito ei sob site theke income korci…apni na jene ei sol faltu post diye manus ke bivvranto korcen kno…admin ar uchit apnar moto user ar id ban kore deoa…apnar moto user ra view baranor jonno ei sob faltu post diye sobar monojog nosto koren…age ei kaj nije koren then emn comment den…!!!

    @আশিকুর রহমান:
    ২ দিন যাবত টিটি হতে দূরে ছিলাম, সেইজন্য দেরীতে রিপ্লাই করার জন্য দূখিত। হ্যা সেটা আমিও জানি এখানে মামুলি কিছু আয় করা যায়। তবে মূল কথা হল পৃখিবীর যত দামী ক্যাপচা সাইটেই কাজ করুন না অর্থ ইনকাম অত সোজা না। এবং ক্যাপচা সাইটের এক টা না- একটা ঝামেলা থাকবেই!! প্রতিনিয়ত অনেক ক্যাপচা সাইট কিছুদিন ভাল থেকে পারবর্তীতে স্ক্যাম হচ্ছে। অনেকে আবার ক্যাপচা সাইট নিয়ে তেলেসমাতি করছেন। আসলে সত্যি কথা বলতে কি এক সময় আমিও এই সব সাইট ট্রাই করে দেখেছি বাট কোনটাই মনের মত হয়নি। এখন অবশ্য অবসরে ওডেস্ক এ কাজ করছি। তবে এই কথা অনস্বীকার্য ভালভাবে ইনকাম করতে এবং এই সম্পর্কে অভিজ্ঞতা অর্জনে ফিল্যান্স করার মত বিকল্প কিছু নাই। তাই অন্যান্য কাজের সাথে এই বিষয়ে কাজের দেখভাল করা উচিত বলে মনে করি।
    অপরদিকে আপনি বলছেন ফালতু পোস্ট হয়েছে। বেশ মানছি। তাহলে অ্যাডমিনকে অবহিত করুন। আচ্ছা বলুন Q link সাইট নিয়ে টিটিতে পোস্ট নাই কেন? কারন হল– টিটি কর্তৃপক্ষ এইগুলোকে পাবলিশ করার সুযোগ দেয় নাই। সুতরাং আপনিই এই সম্পর্কে বিস্তারিত ব্যবহার কৌশল নিয়ে পোস্ট করুন না তাহলে এর গুরুত্বতা সম্পর্কে বুঝতে পারবো। আসলে কি জানেন– সত্যিকার ব্যাপার সম্পর্কে যদি গোমর ফাস করা হয়, তাহলে অনেকেরই এতে আতে ঘা লাগার মত অবস্থা হয়। So, Tit 4 tat.
    পরিশেষে আমার এই পোস্টের অভিমত গুলো যদি মিথ্যা- কাল্পনিক হত তাহলে অনেক খ্যাতনামা লেখক এবং টিটি অ্যাডমিন আমাকে নোটিশ দিতেন, কেমন!!

ভালনা এটা

http://goo.gl/WMFC5T এখানে কাজ করতে পারেন ।
ভাই, এই সাইটটা বিশ্বস্ত, আমি পেমেন্ট পেয়েছি