Banglalion, BTCL কাহিনি এবং Qubee সার্ভিস রিভিউ

[ দীর্ঘদিন পর পুনরায় ব্লগিং করা শুরু করলাম । কিন্তু কিছুই লিখতে পারছিলাম না । অবশেষে এটা লেখা শুরু করলাম । আশা করি কিছু হলেও কাজে লাগবে । ]

[এই লেখাটির লেখার দুটি কারণ আছে । প্রথমটি আগেই বলেছি । দ্বিতীয়টি হল, আমি নিজে যখন Qubee নিব না Banglalion নিবই সমস্যায় ছিলাম , তখন একটিও ভাল রিভিউ পাইনি । যদিও অমি ভাইয়ার পোষ্টটি কিছুটা হেল্পফুল ছিল । তাই নিজেই একটা রিভিউ দিলাম ]

পূর্ব কথা

পুরানো ঢাকার ঐতিহ্যবাহী ব্রডব্যান্ডের সার্ভিসে অতি সন্তুষ্ট (!) হয়ে আর টিকতে পারলাম না । অবশেষে অফলাইন জীবন । পড়ালেখার চাপে পড়ে নেটের ভূত কয়েকদিনের জন্য বনবাসে গেল । কিন্তু আর কয়দিন থাকা যায় ? খোজ শুরু করলাম ভাল সার্ভিসের । ওয়ার্ড(Wired) ব্রডব্যান্ড নেয়া যাবে না , EDGE এরও করুন অবস্থা , 3G এখনও আসে নাই ! পথ বাকি খালি WiMax না হলে BTCL এর ADSL ।

Banglalion

প্রথম প্রথম যখন Qubee এর কভারেজ ম্যাপ দেখলাম আমার এলাকায় লাইন নাই , তাছাড়া ১২৮ কি.বি. এর জন্য মাসে প্রায় ১০০০/- ও দিতে চাচ্ছিলাম না । তাই Banglalion এর খোজ নিলাম । দেখি কভারেজ এর মহা জটিল অবস্থা ! জায়গা জায়গা এক চিমটি এক চিমটি কভারেজ । অর্থাৎ এমন অবস্থা যেন আমার বাড়িতে আছে পাশের বাড়িতে নাই ! আমার জীবনেও এমন নেটওয়ার্ক দেখি নাই ! তবু ওদের ধানমন্ডি সেন্টারে গেলাম । এমনভাবে কথা বলল যেন পুরো বাংলাদেশ কভার করে ফেলসে । চানঁখারপুলেই নাকি ৩টা বেস স্ট্শেন ! ভালইতো নিলাম পল্টনের সিগন্যাল টেষ্টের লোকের ফোন নম্বর । ফোন দিতেই চক্ষু কপালে । আমার এখানে নাকি একটুও কানেকশন নাই ! দুই সপ্তাহ ফোনেই ঘুরালো আসাতো দূরের কথা ম্যাপে তাহলে কভারেজ দেখায় কেন এটাও বলতে পারলো না ।

BTCL এর ADSL

তারপর আশা করলাম BTCL এর ADSL এর । লাইন ফি ২০০০/- + মডেম ফি ২৭০০/- লাগবে । ভালইতো । তাছাড়া BTCL এখন কোম্পানি হয়েছে , অন্যকোন ঝামেলাও হবে না । গেলাম BTCL অফিসে । আমার আবার একটু ঘোরা ফেরা করার অভ্যস । ঘুরতু ঘুরতে চোখে পরল আমাদের এলাকায় লাইনের নম্বর শেষ আর লাইন দেয়া হবে না ! তবুও ভিতরে গেলাম , এক ভদ্রলোক (!) আমাকে নিজে এসে রিসিভ (!) করলেন । কথা বার্তায় পরিস্কার হল সরকারি সার্ভিস অভ্যাসের দাস । শুধু কানেকশন নিতে খরচ হবে প্রায় ৪০০০/- (২০০০/- সরকারি চার্জ + ২০০০/- ইয়ে !) । অর্থাৎ নেটের মোট খরচ পড়বে কমপক্ষে ৭০০০/- । ফুরুৎ করিয়া উড়িয়া গেল আমার নেটের ভূতন্কর চৌধুরী ।

হঠাৎ Qubee নেয়া

এবার ZOOM ছাড়া উপায় নাই । তবুও মন লিমিটেড কানেকশন নিতে চাইছিল না । আরেক বার ঢু মারলাম Qubee এর সাইটে । এবার দেখি পুরানো ঢাকার অধিকাংশ জায়গা কভারেজে এসে পড়সে । ব্যাস , এবার দৌড় Qubee এর দিকে । মাল্টিপ্ল্যানে যেয়ে কথাবার্তা সেরে আসলাম । মডেম ৩০০০/- + প্রথম মাসের চার্জ(১৫% ভ্যাট সহ) দিয়ে লাইন নিতে হবে । কানেকশন না পেলে টাকা ফেরত দিয়ে দিবে !!! তাই মাসিক চার্জের (প্রায় ১০০০/-) চিন্তা বাদ দিয়ে নিয়ে নিলাম একটা কানেকশন ।

কিন্তু চালানোর কিছুক্ষণের মধ্যেই অবস্থা খারাপ ! ডাউনলোড ঠিক আছে , Speed Test ও ঠিক আছে কিন্তু ব্রাউজিং করতে গেলে কান্না আসে । ঠিক করলাম আর এক টেস্টিং তারপর ফিরত । হঠাৎ মনে হল Windows 7 মেরে দেখি , হতে পারে Vista বা আগের লাইনের কোন সেটিংয়ের জন্য ঝামেলা হচ্ছে । প্রায় ১ বছর পর নিজ সিস্টেমে OS সেট আপ দিলাম । ব্যস তাপর থেকে সব মাখ্খন (!) । স্পিড ১৪-১৬ K.B. এর নিচে নামে না । ডাউনটাইমও প্রায় নাই । তবে আপলোড ডাউনলোডের ১/৪ ভাগ (আমার ১২৮ এ মাত্র ৩২) যা প্রচন্ড বিরক্তিকর । মডেমটাও জোশ । আইপি টেলিফোনিংয়ের ব্যবস্থা আছে, সরকার লাইসেন্স দিলে চালানো যাবে । তাছাড়া আমর এক বন্ধুর খবর পেলাম ওর কানেকশনে সমস্যা হওয়াতে Qubee এর লোক যেয়ে ফ্রিতে আউটডোর এন্টেনা দিয়ে এসেছে । ফলে আমি কিছুটা নিশ্চিন্ত সার্ভিসে সমস্যা হবে না ।

এক নজরে Qubee

ভাল দিক:

১. লাইন ভালই , ডাউনটাইম নাই (প্রায়) ।
২. মডেমটাও ভাল ।
৩. যে স্পিড বলেছে তা থাকে ।
৪. মডেম সেটাপের ঝামেলা নাই , Plug & Play ।

মন্দ দিক:

১. আপলোড মাত্র ১/৪ ।
২. কাস্টমার প্যানেলের অবস্থা দেখলে হাসি পায় ।
৩. কাস্টমার কেয়ারে ফোন দিলে ২ মিনিটের আগে ধরে না ।
৪. আনলিমিটেড হলেও পুরা আনলিমিটেড না ।

[সার্ভিস সম্পর্কে এগুলো একান্তই ব্যাক্তিগত মন্তব্য । অন্যকারো অভিজ্ঞতা এর সাথে নাও মিলতে পারে ।]

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি কিউবী ব্যাবহার করতেছি। ৫১২ কেবিপিএর এর টা। ডাউনলোড স্পীড ফুল পাই। কিন্তু সাইট ব্রাউসের সময় কোন স্পিড পাই না। আমি ওদের কাস্টমার কেয়ারে কল দিয়ে বলেছি, কোন কাজ হই নাই।

তবে ডাউনলোড করার সময় অনেক মজা লাগে। আপনি একটা বেপার লিখেছেন যে এদের অনলিমিটেড না…….. আমি হিসাব করে দেখেছি যে দিনে ২৪ ঘন্টা ডাউনলোড করলে ও ঐ লিমিট পার করা সম্ভব না……….. এইটা করেছে জাস্ট হিসাবের জন্য……………..।

    দিনে ২৪ ঘন্টা ডাউনলোড দিয়ে দেখেন তারপরে বুঝবেন……..

আনলিমিটেড হলেও পুরা আনলিমিটেড না ।——

ভাই, একটু বুঝায়া বলেন।

    একাধারে ২৪ ঘন্টা বা ১২ ঘন্টা ডাউনলোড হলে , স্পিড কমিয়ে দিবে ।

vai banglalion nia khub valo asi. ora qubee er moto vondo na speed o komai na. 256 full speed dai. r ami usb dungle dia mirpur e prai shob jaigai network pai amr laptop e.

    Level 0

    btcl এর লাইন কেমন….জানাবেন pls

suja brother apni per second koto download speed pan karon ami balglalion 512 linta nete chasse. annora pls download per second speed ta bolen 128 or 256 or 512

মেলাদিন ফরে ব্লগাইতে আইলেন। কুথায় ছিলেন?

কেউ Qubee নিতে আগ্রহী হলে প্রোগ্রামার হাসিন হায়দারের এই পোষ্টটিও পড়ে নিতে পারেন । তবে আমার মনে হয় সেটি শুধু একদিনের সমস্যা নিয়ে লেখা, যা পুরো ঘটনার সারাংশ নয় । http://www.somewhereinblog.net/blog/hasinhayder/29121125

এক দিন আমি মামা বাড়ি গেলাম দুপুরের খাবার খেতে।খাবার খেতে বসে সব খাবার একাই খেয়ে ফেললাম।বাকি দের কি হবে চিন্তা করলাম না!! এখন কি হবে……।বাকিরা না খেয়ে থাকল।এর পর থেকে মামা বাড়ি গেলে বাটিতে সব খাবার বেরে দেয় যেন সব পরিমানমত খাই। এখন বুজতে পারছেন unlimited but………

Level 0

আমি আপনাদের কাছে question করলাম যে btcl এর লাইন কেমন???????????? কারো কোন উত্তর নাই…কেও helpfull না এখানে………….

    ভাই কেউ যদি ইউজই না করে থাকে তাহলে কিভাবে উত্তর দিবে ???

আরিফ ভাই যদি সরাসরি BTCL এর অফিসে না গিয়ে EMEM (এরা BTCL এর ইন্টারনেট আউটসোর্সিং করে) যেতেন তাহলে এই অসুবিধা হত না। আমি BTCL ব্যবহার করছি, এবং আমার ভালোই লাগছে। ডাউনলোড এবং ব্রাউজিং স্পিড দুটোই খুবই ভাল। আমি ৫১২ এর লাইন ব্যবহার করছি। EMEM এর সার্ভিস খারাপ নয়, এবং আমার মনে হয় TNT লাইন থাকলে BTCL ই ভাল (যদি TNT number এ ওরা সার্ভিস provide করে)

    সমস্যাটা সেখানেই আমার বাসায় BTCL ল্যান্ডলাইন নাই !!!

    Level 0

    512 a apni download speed koto pan ……………r 256 a download speed kemon hote pare……idea thakle pls janaben…….

    64 KBps এর আমি সবসময় ই 62~63 পাই (continuous)। যারা ২৫৬ এর লাইন নিচ্ছে তারাও ভালোই সার্ভিস পাচ্ছে বলেই জানি। এটাতে ঝামেলার ভিতর হল অনেক তার টানাটানি করতে হয় আর বেশ কিছু দিন ধরে মাসিক বিল আসতেছে না (বিশাল বিপদে আছি…সরকারী জিনিস মানেই ভেজাল…হঠাৎ কইরা বিরাট একটা বিল ধরায়া দিব…হা হা হা…) এমনিতে লাইনের দিক দিয়ে আমি কোন সমস্যা বোধ করছি না…

আমি মোহাম্মদপুরে থাকি । “I connect” use করি । ভালই আছি … তবে তাদের connection ঢাকার সব জায়গায় নাই । যেখানে আছে সেখানে ভালই….

    হ্যাঁ , আমার পরিচিত কয়েকজন ধানমন্ডিতে iConnect ইউজ করে । শুনলাম সার্ভিস ভালই…..

শুভ প্রত্যাবর্তন …. তবে আপনার করুণ কাহিনী শুনে কাঁদব না হাসব বুঝে উঠতে পারলাম না …. কতকাল আর এভাবে যাবে আমাদের?

    যতক্ষন না নিজেদের ISP খুলবো , ততক্ষন শান্তি নাই………..

Level 0

মাঝে মাঝে মনে চায় কি যে করে ফেলি, এসব ভন্ড কোম্পানী গুলোকে ? ভাই আমি চিন্তায় আছি Zoom ultra নিব নাকি Banglalionwimax নিব । দুইটা ব্যাবহার করেছেন এমন কেউ মতামত জানাবেন । আপনাকে ধন্যবাদ নিয়মিত পেতে চাই ।

    Level 0

    আমি যুম use করি ১৫২kbps / পুরটাই পাই … আমি পুরপুরি সন্তুত্ত

হারিয়ে যান মাজে মধ্যে।

ভাই আমি Qubee use করছি শুরু থেকেই । Qubee এর service অন্য দের চেয় ভাল ।download speed ও ভালো ,আমি 256kbps এ 32KBPS থেকে 42KBPS speed পাই।

বাংলালায়ন ব্যবহার করছি। স্পীড কন্সট্যান্ট ২৯+ থাকে ২৫৬ তে। ভালই লাগছে।
পুরা আনলিমিটেড।
প্লাগ এন্ড প্লে। লিনাক্সেও দৌড়াচ্ছে।

পরশুদিন বাংলালায়নের লোক এসেছিল বাসায় । টেস্ট করার কথা বলে সরাসরি লাইন নিতে বলে সেই সময়েই ।কিনতু ফোনে বলেছিল টেস্ট করতে দোষ কি? পরলাম তো ঝামেলায় । কিছুক্ষন মন কষাকষির পর বললাম সামনের মাসে লাইন নিবো । ঠান্ডা অফার করলাম কিন্তু তারা রাগ করে না খেয়েই চলে গেল ।২৫৬ দিয়ে ট্রাই করেছিল speed দেখলাম 29KB per second মজিলাতে । ৫১২ লাইনে কতো হবে তা আর জানা হলোনা । ভাইরা একটু ভেবে বলেন লাইন নেয়াটা কি ঠি হবে? মডেমের জন্য ৪০০০+২৪৫০ টাকা ভ্যাট সহ একমাসের বিল অগ্রিম দিয়ে লাইন নিতে হবে । আর মডেমটা দেখলাম প্রায় আইপ্যাডের সমান ।

আমার ভাই ৩৫০ টাকার উপর খরচ করা সম্ভব নয়
আবার মডেমের খরচ বহন করারও সম্ভব নয়। মোবাইলই আমার মডেম।
কে আসলো কে গেল আমার কি। GP p1 ১জিবি জিন্দাবাদ ২০-২৫ KB/সেঃ।

ami dokane broadband use kori download speed 35 kb. per seconds.browse speed enough for me.monthly cost 800 tk.r laptop a gp modem (p1) use kori.download speed (20-25 kb.)monthly cost 345 tk. i m satisfied with my both net connection.

Level 0

Amar Kase Broadband ai valo lage….Constant speed thake……Ami 208 Kbps @ 800 TK dei…………

ইউজই করি নাই
COMPUTER TIPS & TRICKS
http://www.a2zbd.info

আরিফ নিজামী ভাই আপনাকে আরো নিয়মিত আশা করছি।

আমিতো ভাই চট্টগ্রামে গ্রামীন লইয়া বহুত কষ্টে আছি। এখানে তো কিউবি নাই বাংলালায়নই ভরসা। বদ্দারহাট এলাকার আশেপাশে কেউ ব্যবহার করলে জানান অবস্থা কেমন?

পাভেল ভাই Qubee কাজ চলতেছে চট্টগ্রামে। banglalion এর চেয়ে Qubee র speed constant + fast কিন্তু দামটাও বেশি। কারও qubee এর update coverage map লাগলে দিতে পারি…

মনে হচ্ছে আপনি অনেক ঘুরাঘরি করেন।

ভাই আমি গাজিপুর থাকি আমি আনলিমিটেড ইন্টারনেট সংযোগ নিতে চাই ।
Qubee ভাল হবে না কি Banglalion ? আমার speed ৫১২ হলেই চলবে এর জন্য মাসে কত টাকা বিল দিতে হবে?