NOKIA X2: হ্যান্ডস অন রিভিও

অনেক আগে থেকেই নকিয়ার বিল্ড কোয়ালিটির ফ্যান  ছিলাম। আমার ব্যবহার করা ৫ বছরের পুরোনো নকিয়া মোবাইলগুলো(3110c, N82) এখনো মাঝে মাঝে ব্যবহার করি। সিম্বিয়ান, WP থেকে সরে এন্ড্রয়েডে না যাবার কারনে ধুঁকতে থাকা নকিয়া মাইক্রোসফটের কাছে বিক্রি হয়ে যেতে দেখে দুঃখ পেয়েছি আর ভেবেছি এন্ড্রয়েডে নকিয়ার এলার্জিটা কোথায়। শেষ পর্যন্ত নকিয়া এন্ড্রয়েড ফর্ক X software platform বের করল, তবে বিক্রি হয়ে যাবার সিদ্ধান্তের পর। সেটগুলো ছিল Nokia X, X+, XL ।

Made By Microsoft Mobile

গত এপ্রিলে মাইক্রোসফট নকিয়ার মালিক হয়ে যাবার পর তারা Nokia x2 এর ঘোষনা দেয়। আবার কয়েকদিন আগে মাইক্রোসফট সিইও ঘোষনা দেন যে তারা Nokia X Series বন্ধ করে দিবেন। তাই সন্দেহ ছিল Nokia X2 বাজারে আসবে কিনা। তবে শেষ পর্যন্ত আসল এবং এটাই বোধহয় Made By Microsoft Mobile   লেখা প্রথম এবং শেষ এন্ড্রয়েড ডিভাইস।

নকিয়ার একটা এন্ড্রয়েড ব্যবহার করার কথা ভাবছিলাম। Nokia X, X+, XL এই সবগুলোরই কিছুনা কিছু সমস্যা ছিল। তাই ওগুলো ভাল লাগেনি। X2 এর Specification দেখে ভালো লেগেছিল তাই এই সেটটার জন্য অপেক্ষা করছিলাম। গত ৮ তারিখ বাংলাদেশে রিলিজ হল, ৯ তারিখ কিনলাম। আপাতত তিনটা কালার রিলিজ হয়েছে- কালো, সবুজ, কমলা। কালটাই নিলাম। তিনদিন ব্যবহারের পর আজ রিভিও লিখতে বসলাম।

Specification: আমার নিজস্ব রিভিও পরে দিচ্ছি আগে নকিয়ার  ওয়েবসাইট থেকে কপি করা spec sheet টা একঝলক দেখে নিন।

  • At a glance
      • Nokia X2 Dual SIM
        68.3mm
      • Nokia X2 Dual SIM

        121.7mm

        11.1mm
      • Primary camera sensor size: 5 MP
      • Camera Flash Type: Led flash
      • Display size: 4.3''
      • Display technology: ClearBlack, LCD
      • Processor name: Qualcomm Snapdragon™ 200
      • RAM: 1 GB
      • Free cloud storage: 7GB
      • bright_green
      • orange
      • black
      • white
  • Design1
    • Dimensions
      • Length: 121.7 mm
      • Width: 68.3 mm
      • Thickness2: 11.1 mm
      • Weight: 150 g
    • Display and User Interface
      • Display size: 4.3 ''
      • Display resolution: WVGA (800 x 480)
      • Display features: Brightness control, Tactile feedback, Orientation sensor, Nokia Glance screen, Scratch resistant glass, Double-tap to wake
      • Display colors: TrueColor (24-bit/16M)
      • Aspect ratio: 16:9
      • Pixel density: 217 ppi
      • Display technology: ClearBlack, LCD
      • Touch screen technology: Capacitive Multipoint-Touch
      • Sensors: Ambient Light Sensor, Accelerometer, Proximity Sensor
    • Keys and Input Methods
      • User Input: Touch
      • Dedicated hardware key: Power Key, Volume Keys, Back key, Home key
    • Form factor
      • Form factor: Monoblock touch
  • Hardware
    • Connectivity
      • SIM card type: Micro SIM
      • Dual SIM: Dual Standby SIM
      • Charging connectors: Micro-USB
      • AV connectors: 3.5 mm audio connector
      • System connectors: Micro-USB-B
      • USB: USB 2.0
      • Bluetooth: Bluetooth 4.0
      • Bluetooth profiles: Headset profile (HSP) 1.2, Phone Book Access Profile (PBAP) 1.0, Advanced Audio Distribution Profile (A2DP) 1.2, General Audio/Video Distribution Profile (GAVDP) 1.2, File Transfer Profile (FTP), Personal Area Network Profile (PAN) 1.0, Audio/Video Remote Control Profile (AVRCP) 1.3, Hands-free profile (HFP) 1.6, Human Interface Device Profile (HID), Object Push profile (OPP) 1.1
      • Wi-Fi: WLAN IEEE 802.11 b/g/n
      • WLAN Security: EAP-TTLS/MSCHAPv2, WPA, WEP, PEAP-MSCHAPv2, WPA2 (AES/TKIP), WPA2-Enterprise, WPA2-Personal, EAP-TLS, WPA-Enterprise, WPA-Personal
      • Other wireless connectivity: WAPI
    • Data Network
      • WCDMA network: 900 MHz, 2100 MHz
      • WCDMA max data speed DL: HSDPA - 21.1 Mbps
      • WCDMA max data speed UL: HSUPA - 5.76 Mbps
      • GSM network: 850 MHz, 900 MHz, 1800 MHz, 1900 MHz
      • GSM max data speed DL: EGPRS 296.0 kbps
      • GSM max data speed UL: EGPRS 236.8 kbps
    • Power Management3
      • Battery: BV-5S
      • Battery capacity: 1800 mAh
      • Battery voltage: 3.8 V
      • Removable battery: Yes
      • Maximum 2G talk time: 10 h
      • Maximum 3G talk time: 13 h
      • Maximum standby time with dual SIM: 23 days
      • Maximum music playback time: 86 h
      • Maximum video playback time: 6 h
      • Maximum cellular network browsing time: 4 h
      • Maximum Wi-Fi network browsing time: 11.5 h
    • Processor
      • Processor name: Qualcomm Snapdragon™ 200
      • Processor type: Dual-core 1.2GHz
    • Memory
      • User data storage: In device, Memory card, OneDrive cloud storage
      • RAM: 1 GB
      • Mass memory: 4 GB
      • Expandable memory card type: MicroSD
      • Maximum memory card size: 32 GB
      • Free cloud storage: 7 GB
  • Software and applications
    • Productivity features
      • Features (Personal information Management): Recorder, Calculator, Clock, Calendar, Fixed Dialling Number, Reminders, Phonebook, Alarm clock with ringtones, Social networks in Phonebook, Notifications
      • Business apps: Microsoft Outlook, OneDrive storage for documents and notes
      • Syncronization: Exchange ActiveSync
      • Sync content: Calendar, Contacts
    • Other Applications
      • Game features: Touch UI, Native games
      • Graphics format: JPEG, BMP, GIF89a, EXIF, XMP, PNG, WBMP, GIF87a
    • Software platform & User Interface
      • Operating system: Nokia X software platform
      • Software release: Nokia X software platform 2.0
      • Software updates: Firmware Over-the-Air (FOTA)
  • Communications
    • Email and Messaging4
      • Email solution: Native Email Client, MS Exchange Active Sync, Outlook / Exchange, Windows Live / Hotmail / Outlook.com
      • Email protocol: SMTP, IMAP4, POP3, EAS
      • Email features: Viewing and editing of email attachments, Email attachments, Multiple email accounts, Always up to date, HTML emails
      • Instant messaging: Skype IM, Facebook, WeChat, Viber, LINE
      • Messaging features: Text messaging, Unified MMS/SMS editor, Automatic resizing of images for MMS, Multimedia messaging, Conversational chat style SMS, Unified inbox for SMS and MMS, Concatenated SMS for long messages
    • Call management
      • Features (Call Management): Call waiting, Call history, Call forwarding, Call logs: dialled, received and missed, Conference call, Fixed Dialling Number, Integrated hands-free speakers, Voice mail, Call barring, Skype voice call, Video sharing, VoIP call
      • Video call features: Skype video call
      • Supported amount of phonebooks: One integrated phonebook
      • Contacts: Unlimited
      • Ringtones: Downloadable ringtones, MP3 Ringtones, 32-polyphonic ringtones
      • Noise cancellation: Yes
      • Speech codecs: GSM FR, GSM HR, AMR-NB, AMR-WB, GSM EFR
      • VoIP codecs: AMR-NB, G.711, GSM EFR, GSM FR
  • Device security
    • Security
      • Enterprise security features: Mobile VPN, Data encryption for device, Hardware accelerated device encryption, Remote security policy enforcement
      • General Security features: Firmware update, Device lock, PIN code, Device lock passcode, Device lock password, Regular signed firmware updates, Application certification, Application sandboxing, Secure boot, Signed OS
      • Supported security standards: TLS v1.0, TLS v1.1, TLS v1.2, SSL v3.0, Suite B ciphers
  • Sharing and Internet
    • Browsing and Internet
      • Browser: Opera, IPv6 support
      • Social apps: Facebook, Twitter, WeChat, Viber, Skype, LINE, Sina Weibo
      • Photo sharing: Twitter, Facebook, Send as email attachment, Share over Bluetooth, OneDrive
      • Video sharing: Video sharing to social network and internet, Facebook, Share over Bluetooth, OneDrive
      • Wi-Fi hotspot: Up to 8 Wi-Fi-enabled devices
  • Navigation
  • Photography
    • Main camera
      • Primary camera sensor size: 5 MP
      • Camera Focus Type: Auto focus with one-touch capture key
      • Camera digital zoom: 4 x
      • Sensor size: 1/4 inch
      • Camera F number/aperture: f/2.7
      • Camera focal length: 30.1 mm
      • Camera minimum focus range: 10 cm
      • Camera image format: JPEG
      • Camera Flash Type: Led flash
      • Flash operating range: 1.0 m
      • Flash modes: Off, Automatic, On
    • Main camera features
      • Camera feature: Touch to Focus and capture in a single tap, Landscape orientation, Exposure Compensation, Still Image Editor, Full Screen Viewfinder, Auto Exposure, Geotagging, Automatic photo upload to web services
    • Image capturing
      • Capture modes: Video, Still, Self-timer, Self-portrait
      • Scene modes: Automatic, Sports, Night
      • White balance modes: Automatic
      • Light sensitivity: Automatic
      • Photos viewed by: Album, Timeline, Camera Roll
    • Secondary camera
      • Secondary camera resolution: 640 x 480 pixels pixels
      • PMDM SEC CAMERA: VGA 0.3 MP
      • Secondary camera f-number/aperture: f/2.8
      • Secondary camera - other features: Video recording, Still image capture, Video call
  • Music and Audio
    • Music
      • Music apps: Nokia MixRadio
      • Audio features: Playlists in Music player, Selection criterion in Music player, Audio Streaming, Music player, Media Player, Album graphics display in Music player, Bass Boost, Graphical equalizer, Podcasts, Talk noise cancellation for calls
    • Music format
      • Codecs: MP3, AAC LC, AMR-NB, AMR-WB, FLAC, MIDI, HE-AAC, HE-AACv2, Ogg Vorbis, AAC ELD, Wav
      • Audio format: Wav, MP4, AAC, MP3, AWB, M4A, MIDI, FLAC, 3GP, AVI, MKV, OGG, MKA
    • Radio
      • Radio features: Stereo FM Radio, FM RDS radio
    • Voice and audio recording
      • Audio recording file formats: AAC, AMR
      • Audio recording codecs: AMR-WB, AAC LC, AMR-NB
      • Audio recording features: Mono
  • Video
    • Main video camera
      • Camera video resolution: 720p (HD, 1280 x 720)
      • Camera video frame rate: 30 fps
      • Camera video zoom: 4 x
      • Video playback frame rate: 30 fps
      • Video playback codecs: H.263, H.264/AVC, MPEG-4
      • Video playback file formats: 3G2, 3GP, MP4, AVI, M4V, Matroska (MKV)
      • Video recording formats: MP4/H.264
      • Video scene modes: Automatic
      • Video white balance modes: Automatic
    • Main video camera features
      • Video streaming: Streaming from video services and internet, Progressive video download, Real time video streaming (RTSP)
      • Video recording features: Video zoom, Continuous autofocus, Video Light
    • Secondary video camera
      • Secondary video camera resolution: 480p (VGA, 640 x 480)
      • Secondary camera video format: MP4/H.264
  • Environment
    • Environmental features
      • Materials: Free of PVC, Free of nickel on the product surface, Free of BFR, rFR as in Nokia Substance List
      • Energy efficiency: Automatic screen brightness adjustment, Energy efficient charger
      • Eco content and services: Available at Nokia Store, Contains preinstalled eco content, HERE Maps for route optimization and navigation
      • Recycling: 100% recoverable as materials and energy
      • User guide: One colour printing
      • Packaging: Made of renewable materials, Minimized package, Packaging is 100 % recyclable, Virgin wood fibres up to 100% certified, Containing up to 50% recycled materials
  • Accessibility
    • Accessibility features
      • Hearing: Vibrating alerts
      • Vision: Vibrating alerts, Font magnification, Customizable home screen, Screen magnification
      • Physical skills: Customizable home screen, Speakerphone
  • What’s in the box
    • Box
      • Sales Package: Nokia X2 Dual SIM, High Efficiency Charger AC-20, Nokia Battery BV-5S 1800 mAh, Nokia Stereo Headset WH-108, Product user guide

এবার  আমি বলি...

..

ডিজাইনঃ

অনেকটা আশা সিরিজের সেটগুলোর মত। ব্যাকপার্টে স্বচ্ছ ও মোটা প্লাস্টিকের আবরণ আছে। স্ক্রিন ব্যাজেল একটু বেশি বলা চলে। এর প্রধান কারন হচ্ছে অনেক মোটা ব্যাকপার্ট। তবে সব মিলিয়ে সেটটা দেখতে অনেক সুন্দর । বেশ কয়েকটি রঙ রয়েছে কালো, সাদা, কমলা, সবুজ, হলুদ। তার মধ্যে কালো, সাদা, কমলা মার্কেটে এসেছে। ব্যাকপার্ট চেঞ্জ করে যেকোনো রঙ ব্যবহার করা যাবে।

ডিসপ্লেঃ

নকিয়া 4.3 '' WVGA (800 x 480) Clear Black Display. ভিউয়িং এঙ্গেল ভাল। সব দিক থেকে সমান দেখা যায়। কালার রিপ্রডাকশান ভাল। High Brightness আর  Clear Black Display এর কারনে রোদেও খুব ভালোভাবেই কাজ করা যায়।

Clear Black Display Explained

টাচঃ

টাচ অনেক স্মুদ এবং এটি ১০ পয়েন্ট টাচ সাপোর্ট করে।

আকারঃ

সেটের আকারটা টাইপিং এর জন্য খুবি গুরুত্বপুর্ন। আপনি যদি একহাতে সেট ব্যবহার করতে চান তবে অবশ্যই সেটটা হাতে নিয়ে টাইপ করে দেখবেন। কারন এ বিষয়টা হাতের আকারের উপর নির্ভরশীল। X2 অনেকের কাছে একটু বেশি প্রশস্থ লাগতে পারে ৪.৩ ইঞ্চি স্ক্রিনের তুলনায়।  ১৫০ গ্রাম ভর। তবে আমার কোন সমস্যা হয় নি।

হার্ডওয়ারঃ 

Qualcomm Snapdragon 200 MSM8610 চালিত সেটগুলোতে সাধারণত  Adreno 302 জিপিইউ থাকলেউ এতে আছে  Adreno 305 যা Qualcomm Snapdragon 400 SOC গুলোর মধ্যে থাকে । 1,200 MHz স্পিডে চলা দুই কোর সাধারন টাস্কের জন্য যথেষ্ট। বেশিরভাগ গেমও খেলা যাবে।

SOC
GPU

র‍্যাম আছে ১ জিবি। সবসময় প্রায় ৬০০ এম বি খালি থাকে। স্মুথ মাল্টিটাস্কিং।

RAM
Memory

মেমরী স্টোরেজ ৪ জিবি। আপনি পাবেন ২.২৫ জিবি। আর মেমরী কার্ড ব্যবহার করতে পারবেন ৩২ জিবি পর্যন্ত। তবে গেমের ডাটা ফাইলগুলো মেমরী কার্ডে রাখা নিয়ে একটু সমস্যায় আছে। এগুলো কার্ডে সরাতে পারছেন না অনেকে।

সফটওয়্যারঃ

এর এন্ড্রয়েড ভার্সান 4,3 , Nokia X platform 2.0 UI ব্যবহার করা হয়েছে এতে। প্লে-স্টোর নাই, তার বদলে আছে নোকিয়া স্টোর। তবে আপনি 1 mobile, Mobigenie এগুলো ব্যবহার করতে পারবেন। আর রুটকরলে প্লে-স্টোর ব্যবহার করা যাবে।

ডিফল্ট হোমস্ক্রিন অনেকটা লুমিয়ার মত। তবে লাইভ টাইলস নাই। আপনি আপনার ইচ্ছামত টাইলস গুলোর কালার চেঞ্জ করতে পারবেন। আরো দুটি হোম স্ক্রিন আছে একটিতে এপগুলি অক্ষর ক্রমানুসারে সাজানো আছে। বাম দিকে স্লাইড করলে Fastlane. এতে রিসেন্ট এপগুলো পাবেন লাইভ ভিও সহ , এটি আশা সিরিজ থেকে আমদানি করা ফিচার।

Fastlane

উপরে ডান কোনায় স্লাইড করলে quick settings আর বাকিটায় notification আসে। quick settings এ একটা Brightness Bar   আছে, Brightness একবারে কমিয়ে রাখা যায় যা রাতের জন্য খুব সুবিধাজনক।

Lockscreen

নেটওয়ার্কঃ

GSM 850 / 900 / 1800 / 1900 - SIM 1 & SIM 2         HSDPA, 21 Mbps; HSUPA, 5.76 Mbps

৩জি ভালই কাজ করে। দুটি সিম স্ট্যান্ডবাই। মাইক্রোসিম দুটোর একটি ব্যাটারি না খুলেও পরিবর্তন করা যায়। দুই সিমেই থ্রিজি ব্যবহার করতে পারবেন, তবে যেকোন একটাতে থ্রিজি একটিভ থাকবে। কল ক্লিয়ারিটি ভাল।

ভিডিও কলঃ

থ্রিজি নেটওয়ার্কের ভিডিওকল নেই। স্কাইপি ব্যবহার করতে হবে।

বেঞ্চমার্কঃ  

Antutu Score  ১৩১৭৮ ব্র্যান্ড সেটগুলোর মধ্যে এই দামে বেস্ট। cpu score একটু কম হলেও জিপিইউ স্কোর ভাল।

Anutu Benchmark 1
Anutu Benchmark 2
Antutu Stability Test
Nenamark 2

ক্যামেরাঃ

ক্যামেরা সম্পর্কে আমার একটাই মত, ক্যামেরাটা খুব ভালোও না আবার খুব খারাপও না। ক্যাজুয়াল স্ন্যাপিং এর কাজ ভালই চলে তবে ইন্ডোরে ছবি তুলতে গেলে গ্রেইন আসে।

Primary5 MP, 2592 х 1944 pixels, autofocus, LED flash
Features1/4'' sensor size, geo-tagging, touch focus
Video720p@30fps
SecondaryVGA, 480p

ফ্রন্ট ক্যাম ভিজিএ হলেও রাতে সাধারন লাইটের আলোয় ভিডিও চ্যাট করতে পারবেন। ফ্ল্যাশ মোটামুটি, একটু হলুদ রঙের।

ক্যামেরার UI খুব সাধারন ...

স্টিল, ভিডিও, সেলফি এই তিন মুড
খুব সিম্পল অপশন

 

HDR, Face Detection এসব নেই

এবার চলুন কিছু সেম্পল দেখা যাক...

Macro Without flash
Macro with Flash
Flash Indoor
Afternoon
Macro
Indoor Flurocent
Indoor Day
Morning
Night Outdoor
Afternoon Outdoor
Indoor Frontcam, I couldn't find any other to compare. And, I am shafi.

অন্যান্য ক্যামেরা এপ ব্যবহার করে কোয়ালিটি কিছুটা বাড়ানো যাবে। camera fv-5 ব্যবহার করতে পারেন।

সাউন্ডঃ 

স্পিকারের সাউন্ড কোয়ালিটি  যথেষ্ট লাউড ও ভাল। হেডফোন মিডিয়াম। কল কোয়ালিটি ভাল।

সাধারন হেডফোন

সেন্সরঃ

3d Acceleromerer, Double tap, Light, Proximity. ডাবল ট্যাপ সেন্সরের মাধ্যমে স্ক্রিনে ডাবল ট্যাপ করে স্ক্রিন আনলক করা যায়। ট্যাপ একটু জোরে করতে হয়, নখ দিয়ে, নাহলে কাজ করে না। ৮০% সময় স্ক্রিন ওপেন হয়।

গেমিংঃ 

এর প্রসেসর ডুয়েল কোর হলেউ জিপিইউ ভলো।তাইবেশিরভাগ গেম খেলা যাবে তা ধরে নেয়া যায়। আমার হাতে থাকা কিছু গেম যেমন Assasins creed pirates, NFS Most Wanted Test করেছি। ভালই চলে। এর জিপিইউ Open gl es 3.0 সাপোর্ট করে, তাই সাপোর্টেড গেমে Advanced Graphics পাবেন।

ভিডিওঃ

Youtube থেকে নামানো 1080p mp4 ভিডিও স্মুদ চলে। mkv চালাতে mx player ব্যবহার করে চালাতে পারবেন।

ব্যাটারিঃ 

১৮০০ মিলি এম্প ব্যাটারি থেকে খুব স্পেশাল কিছু আশা করা ঠিক না। ক্যাজুয়াল ইউসে একদিন যাবে ধরে নেওয়া যায়। ব্যাটারি চার্জ হতে দুই ঘন্টার কিছু বেশি লাগে। আমি তিন দিন ধরে ব্যবহার করছি তাই খুব ভাল আইডিয়া করতে পারছি না। একদিন ব্যাটারি ডিসচার্জ এর স্ক্রিনশট নিচে দেখতে পারছেন... এখানে সবসময়ই ওয়াই ফাই ও সিম অন ছিল। ৪ ঘন্টার মত ক্যাজুয়াল নেট ব্রাউজিও ছিল। আরো রিভিও পরে দিব।

এডভান্সড ইউসারঃ 

যারা একটু এডভান্সড ইউসার, অর্থাৎ কাস্টম রম ইউজ করেন তাদের জন্য x2 ভালই হবে। সেটটা জনপ্রিয় হবে তা বলে দেয়া যায়। তাই অনেক কাস্টম রম ডেভেলপ হবে। নকিয়া আলরেডি রমের সোর্সকোড উন্মুক্ত করে দিয়েছে। rooting, custom rom এর আরো খবরের জন্য খোজ রাখুন http://forum.xda-developers.com/nokia-x2 এই লিঙ্কে।

উপসংহারঃ

১২৫০০ টাকার ব্র্যান্ড সেটে এর চেয়ে বেশী কিছু আশা করা যায় না। আর নকিয়ার বানানো বেস্ট এন্ড্রয়েড সেট এটাই। এই প্রাইস রেঞ্জের চাইনিজ সেটগুলোতে হয়ত আরো অনেক ফিচার পাবেন, কিন্তু নকিয়ার বিল্ড কোয়ালিটি আর অসাম ডিজাইন পাবেন না। এই দামে ব্র্যান্ড সেট পাবেন Samsung Galaxy s duos 2 , সেটার ফিচারগুলো আপনি নিজেই মিলিয়ে দেখুন। সব মিলিয়ে এই প্রাইসরেঞ্জে এটাই এখন বাজারের সেরা এন্ড্রয়েড। আর যেহেতু নকিয়ার লোগোওয়ালা শেষ এন্ড্রয়েড আর মাইক্রোসফটের বানানো একমাত্র, এটার ঐতিহাসিক মূল্যও আছে বৈকি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি,আরো জানতে  https://www.facebook.com/groups/653211391428948/ এই গ্রুপে যান। কোনকিছু রিভিউতে বাদ পরে গেলে টিউমেন্টে জানান, এড করে দেব। ধন্যবাদ।

Level 0

আমি শাফী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শাফি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সময় করে রিভিউ লেখার জন্য। আমি আইফোন ব্যবহার করে ত্যাক্ত বিরক্ত হয়ে গেছি অনেক দিন থেকে। স্যামসাং এস২ ছিল, ব্যাটারি বেশি টিকতো না বলে বিক্রি করে কান ধরেছি আর কোনদিন স্যামসাং এর সেট কিনবো না। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ব্যাটারি রিভিউটা। যদিও আমার পাওয়ারের কোন সমস্যা নেই, চার্জ দেবার কোন ঝামেলা নেই। কিন্তু সকালে চার্জ থেকে খুলে অফিসে এসে আবার সন্ধ্যায় বাসায় গিয়ে চার্জে ঢুকাতে ভালো লাগে না। ৪.৩ ইঞ্চি সেটে ১৮০০ এমএএইচ ব্যাটারি ভালো হবার কথা। তার উপর আবার গুগল এপিআই নেই। তাই যদি এ্যাপ্রোক্সিমেট ব্যাটারি রিভিউটা দেন তাহলে কেনার জন্য সিদ্ধান্ত হয়তো নিবো। আর, ক্যামেরার কথা কি বলবো! ক্যামেরা আমারো ভালো লাগে নি। বিশেষ করে সামনেরটা। এক্স এলে ওরা ২ এমপি দিয়েছিলো, এটাতেও যদি তাই দিতো তাহলে আর কোন আফসোস থাকতো না।

    @শামীম রাহমান: ১৮০০ মিলি এম্প ব্যাটারি থেকে খুব স্পেশাল কিছু আশা করা ঠিক না। ক্যাজুয়াল ইউসে একদিন যাবে ধরে নেওয়া যায়। ব্যাটারি চার্জ হতে দুই ঘন্টার কিছু বেশি লাগে। আমি তিন দিন ধরে ব্যবহার করছি তাই খুব ভাল আইডিয়া করতে পারছি না। একদিন ব্যাটারি ডিসচার্জ এর স্ক্রিনশট পোস্টে দেখেন… এখানে সবসময়ই ওয়াই ফাই ও সিম অন ছিল। ৪ ঘন্টার মত ক্যাজুয়াল নেট ব্রাউজিও ছিল। আরো রিভিও পরে দিব।

bai ami X2 kinci akhon akta somosa holo setmemory teke apps golo move kore memorycard ni tahole apps golo cole na ai somosa somadan ki akto bolben

Level 0

3g te Video Call Hoi ki na janaben.