প্রযুক্তির সকল চাহিদা পূরণ করেত নতুন সাইট technologybd এর যাত্রা শুরু হল

বর্তমান সময় বিজ্ঞান ও প্রযুক্তিতে এতটা পথ এগিয়েছে যে, সেখান থেকে একজন মানুষ প্রযুক্তি তথা টেকনোলজিকে বাদ দিয়ে একটা মুহর্তও কল্পনা করতে পারে না। কিন্তু প্রকৃতপক্ষে আমরা প্রযুক্তি ব্যবহারে যতটা না পিছিয়ে তারচেয়ে বেশি পিছিয়ে প্রযুক্তি চর্চায়। তাই আমাদের জন্য প্রয়োজন এমন একটা যায়গা যেখানে সবাই মুক্তভাবে প্রযুক্তি চর্চা করতে পারে। এই ভাবনাকে অন্তরে ধারণ করে   দীর্ঘ এক মাস পরিশ্রমের ফল স্বরূপ চালু করা হল বাংলা ভাষায় প্রযুক্তি বিস্তারে নতুন সাইট http://www.technologybd.com । সকলকে প্রযুক্তি চর্চার মুক্তমঞ্চে অমন্ত্রণ রইল।

Untitled-1

বাংলা ভাষায় প্রযুক্তি বিস্তারের লক্ষে যে কেউ সাইটে subscriber হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবে। পরবর্তীতে আগ্রহ প্রকাশ করলে তাকে লেখক করে দেওয়া হবে । লেখক হওয়ার জন্য সাইটে গিয়ে মন্তব্য দিন অথবা মেইল করুন [email protected] ঠিকানায়।

সকলের মতামতের প্রত্যাশায় রইলাম।

Level 2

আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাইটের টেমপ্লেট পছন্দ হয়নি!

একবার দেখে নিলাম,এখনো অনেক উন্নোয়ন ঘটাতে হবে সাইটের,ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য।

আপনাদের দুজনের সাথেই আমি সহমত। আতাউর ভাই আপনি সৌদি আরবের কোথায় থাকেন?

সাইটটা দেখে আসলাম আউট লুকিং খুব বেশি আকর্ষনীয় না।
তবে ভাল লেগেছে টিউনগুল দেখে
বিশেষ কর মাইক্রোকন্ট্রোলার প্রগ্রামিং এর টিউটোরিয়াল দেখে খুবই ভাল লেগেছে।
আশাকরি পর্বটি ধারাবাহিক ভাবে চলবে।
এবং পরামর্শ দিচ্ছি আউট লুকিং আকর্ষনীয় করুন।

    ধন্যবাদ দিচ্ছি সাইটটা তৈরী করার জন্য।

    Level 2

    সকলকে ধন্যবাদ।
    আপনাদের মূল্যবান মতামত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে, হয়ত পরবর্তী আপডেটে তার প্রতিফলন লক্ষ করা যাবে।

Level New

আপনার ওয়েবসাইট টা পরিপুর্ন নয়। তবে এমন উদ্দোক কে আমরা সকলে স্বাগত জানাই।আপনি এগিয়ে যান আমি আছি আপনার সাথে।

    Level 2

    ধন্যবাদ ,
    অদূর ভবিষ্যতে আপনি সাইটাতে আর কি কি দেখতে চান জানালে , পরবর্তীতে আপডেটের সময় সুবিধা হবে। আমি শুরু করেছি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আশা করছি দ্রুত পরিপূর্ণতা লাভ করবে। সব সময় সাথে থাকবেন আশা করছি।
    শুভ কামনা রইল।

ধন্যবাদ প্রযুক্তি বিকাশে এই সাইটটি তৈরীকরার জন্য। সাইটের হেডারটি পরিবতর্ন করুন, হেডারে রং এর অমিল আছে। এগিয়ে যান…….

    Level 2

    ধন্যবাদ পাভেল,
    আশা করছি প্রযুক্তি বিস্তারের মিশনে সাথে থাকবেন।

অসীম ভাই আপনি সাইটটির আউটলুক modify করার এবং বিবিধ রকম টিউন করার চেষ্টা করুন করুন।আশা করি তাতে সাইটটি আরো সমৃদ্ধ হবে।প্রযুক্তির জ্ঞান বিস্তারে আপনার এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

    Level 2

    ধন্যবাদ কল্পতরু,
    সাইটটির আউটলুক এর ব্যপারে কাজ করা হচ্ছে , আপাতত আমাদের নজর কন্টেন্টের দিকে।
    সাথে থাকুন অচিরেই আমরা সম্মিলিতভাবে একটা অবস্থানে পৌছাতে পারব।

চালিয়ে জান আছি আপনার সাথে।

    Level 2

    ধন্যবাদ,
    সব সময়ের সঙ্গী হিসেবে থাকবেন আশা করছি।

ভালো