Walton Primo ZX 3 GB রেম, 16 MP ক্যামেরা 2.26 GHz Quad-Core প্রসেসর!

ওয়াল্টন কোম্পানি আরও একটি ফোন তাদের অ্যান্ড্রয়েড এর সিমানা তে যোগ করল। এটির বিশেষ কয়েক টি ফিচার আছে যেগুলো মানুষ কে ফোন টি কিনার জন্য আগ্রহী করে তুলবে। ওয়াল্টন আসলেই দিন দিন অনেক এগিয়ে যাচ্ছে। অনেকে এই মোবাইল টি দেখে মজা করে বলছে যে, ওয়াল্টন বাজারে এবার পারমাণবিক বোমা আনছে, যারা এ কয়েক দিনের মধ্যে ওয়াল্টন এর শো রুম এ গেচেন তারা হয়ত আঁচ করে ফেলছেন। হাহাহা 😀 বলবেই ত কারন এটি তে যে ফিচার গুলো যোগ করা হয়েছে এগুলো দেখলে মানুষ ত এমনিতেই পাগল হয়ে যাবে (মজা করলাম রাগ কইরেন না) । এটির বিশেষ কয়েক টি ফিচার আছে যা হয়ত আগের ওয়াল্টন এর কোন মোবাইল এ ছিল না। যথা ঃ ৩ জিবি রেম, ১৬ মেগা ফিক্সেল ক্যামেরা এবং ২.২৬ GHz Quad কোর প্রসেসর। Bangladesh vs Zimbabwe 1st T20 2016 Highlights চলুন এই ফোন টির আরেও ফিচার গুলো দেখে নেই।

Walton Primo ZX Features, Reviews, Specifications and Price

অপারেটিং সিস্টেম ঃ অ্যান্ড্রয়েড ৪.৩। এই ইনফর্মেশন টা ভুল হতে পারে কারণ ওয়াল্টন officially কিছু জানাই নাই। হয়ত এই ফোন টি কিট কাট ৪.৪ অপারেটিং সিস্টেম নিয়ে আসতে পারে।

রেম ঃ ৩ জিবি, এই টাই মনে হয় সব চেয়ে বড় ফিচার।

রোম (ইন্টারনাল মেমোরি) ঃ ৩২ জিবি।

মেইন ক্যামেরা ঃ ১৬ মেগা পিক্সেল

ফ্রন্ট ক্যামেরা ঃ ৮ মেগা পিক্সেল

৩ জি : ইয়েস।

৪ জিঃ ইয়েস।

ব্যাটারি ঃ 2500 mAh Li-ion Polymer Battery

ফ্ল্যাশ লাইট ; ইয়েস

প্রসেসর ঃ 2.26 GHz Quad-Core

ডিসপ্লে ঃ ৫.৫ ইঞ্চি

এই ফোন এর কিছু ফিচার ভুল ও হতে পারে কারণ ওয়াল্টন এখনো officially ফিচার ঘোষণা করে নি।

আজ এই পর্যন্তই আগামীতে আরও নতুন কিছু নিয়ে টিউন করতে পারব বলে আশা করছি। ধন্যবাদ সবাই কে।

Level 1

আমি shaifur rahaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

Sob dekhe khusi hoilam. Kintu damtato bola dorkar chilo. Dam koto?

Level 0

৩ জিবি র‍্যাম ? ফোন অন করে দেখা যাবে ২৫৬ র‍্যাম ফ্রী !
আর ওদের ১৬ মেগা-পিক্সেল থেকে নোকিয়ার ১.৩ মেগা-পিক্সেল হাজার গুন ভাল।

    Level 0

    @Aslam: আপনি কি খেয়ে এমন কথা বলতেছেন আমি বুঝলামনা। আমি ওয়ালটন ফোন ব্যবহার করি। আমার ফোনের র‍্যাম ৫১২, প্রাই সব HD গেম চলে এবং সব সমই প্রাই ১০০+ র‍্যাম ফ্রী থাকে। আর ক্যামেরার কথা আর কি বলব ! এই পর্যন্ত নোকিয়া বলেন আর স্যামসাঙ বলেন অনেক ফোন ব্যবহার করেছি কম দাম হিসেবে Walton is Best..

      Level 0

      @eng_aual: আপনি কি খেয়েছেন, সেটা আগে বলেন। আপনার সেটে র‍্যাম কতো? মডেল কি?
      আমি সিম্ফনি w72 ইউজ করি, সব সময় ২৫০ থেকে ৩০০ এমবি ফ্রী থাকে। আমাদের এখানে ৩জি অথবা ওয়াইম্যাক্স না থাকায় বড় গেম গুলো ডাউনলোড করতে পারছি না। “Frontline Commando D-Day”, “Twin Moons”, এই গুলো খেলতে কোন সমস্যা হয় না।
      এছাড়া ওয়াল্টন ফোনএ ইউজার র‍্যাম খুব কম। সেই তুলনায় সিম্ফনি ফোনের ইউজার র‍্যাম বেশি থাকে।

    @Aslam: ভাইজান মাথা ঠিক আসে?? নাকি পাগলা গারদে ঢুকান লাগবে??

      Level 0

      @Alone boy: আপনি কি ওয়ালটনের দালাল? একজন দালাল ছাড়া করো মুখে এমন ভাষা কি মানায়?
      ওদের এক্স১ ইউজ করেছি, ওদের ফোনের ব্যাপারে ভাল ধারনা আছে।

        @Aslam: সত্য কথা বলতে দালাল হওয়ার দরকার নাই।

        @Aslam: আপনি যে কি সেট ব্যবহার করসেন সেটা আপনি ভাল জানেন…. একটা ফোন ব্যবহার করিয়া সব ফোন সম্পরকে ধারনা হয়ে গেল??

    Level 0

    @Aslam:
    আসলাম ভাই শুনে হাসলাম!

Level 0

haha age official update asuk tarpor eta niye matamati koiren :v

Level 0

kicui official dai nai. toh apni ki vabe janen

Apni ki Walton er X2 camera try kore dekhechen? Tahole bujte parben taka dile Walton o valo quality er jinish dite pare. Apnak request korchi Walton er showroom a giae X2 ta dekhen. @Aslam.

@md.faisal ভাইয়া তাদের ওয়েবসাইট এ এই ফোন সম্পর্কে কিছুই লেখে নাই তাই বললাম । তবে বাংলাদেশের অনেক গুলো মোবাইল ইনফো এর ওয়েবসাইট আছে যারা ওয়াল্টন এর শো রুম এ গিয়ে খোঁজ নে তাদের থেকে ইনফো কালেক্ট করা । ধন্যবাদ

@Aslam ভাইয়া বাংলাদেশের পণ্য বলে এই রকম করবেন না । যদি নকিয়া অথবা স্যামসাঙ এই রকম ফোন বানাত তাহলে ত ঠিকই ওইটা নিয়ে লাফালাফি করতেন । যাইহোক , আশা করি ওয়াল্টন কখনো এই রকম করবে না । ধন্যবাদ সবাইকে

    Level 0

    @shaifur rahaman: ভাই আমি সিম্ফনি w72 ইউজ করি। দেশে ফোন বলে নয়, বাজে ফোন বলে লিখেছি।

Level 0

@Alone boy: আপনি কি ওয়ালটনের দালাল? একজন দালাল ছাড়া করো মুখে এমন ভাষা কি মানায়?
ওদের এক্স১ ইউজ করেছি, ওদের ফোনের ব্যাপারে ভাল ধারনা আছে।

@Aslam হুম ভাইয়া আপনার ওয়াল্টন ফোন ব্যবহার করার অভিজ্ঞতা থেকেই হয়ত বলছেন । তবে আমি যে কয়েক টা ওয়াল্ট ফোন ধরেছি সব গুলোই আমার অনেক অনেক ভালো লেগেছে । যদি ও আমার নিজের কোন টাই ছিল না । আমার মডেল মনে নেই । যাইহোক, এটা আপনার অভিজ্ঞতা এটা দিয়ে আমি কিছু বলব না । এটা একান্তই আপনার ব্যাপার আপনার কাছে symphony ভালো লাগে হয়ত অন্যের কাছে তা ভালো নাও লাগতে পারে । এটা কোন খারাপ ভাবে নেওয়ার কিছু নেই । ধন্যবাদ আপনাদের সবাইকে

ভাই আমি Walton primo X2 ইউজ করি, এর আগে নকিয়া 5800 Xpress Music, তার পর Samsung Galaxy S GT-9003 ইউজ করেছি অসাধারণ আমার দেশী পন্য অল্প দামের মধ্যে

Level 2

আপনারা ঝগড়া করছেন কেন ? আসলে কারো কাছে Walton ভাল লাগে আর কারো কাছে Symphony ভাল লাগে। আর আমার কাছে Walton , Symphony তে আমার অভিজ্ঞতা খুবই বাজে। আমি H2 ব্যবহার করছি।

আমি walton primo f3,f3i,NX,rx,x2 mini এবং Symphony w71,68,125,150,82 সবই ব্যবহার করেছি। এর মধ্যে W71 আমার নিজের। আমি জানি ভালো তবে খারাপ না। তাছারা Blackberry,htc,Galaxy s3,s4,Duos,iPhone4s টিপাটিপি করেছি। তবে যে যাই বলুক আমি কিন্তু Walton এর পক্ষেই। আর Walton Primo ZX 3 এর যে ফিচার দেখলাম তাতো অবিসসাশ। আসলাম ভাইকে বলি না জেনে কথা বলা উচিত না। আমি কিন্তু আপনার চেয়ে কম মোবাইল ব্যবহার করি নাই। তবে walton এর স্টার্ট করার পর কনফিগার করা একটু ঝামেলা আর ভাষাটা মনে হয় চাইনিজ। এছারা সবই ভালো।

@Moyazzem ভাইয়া এই টা ঝগড়া হিসেবে কেন দেখছেন ? আমি ত মনে করি এই টা একটা তর্কাতর্কি বা বিতর্ক । আমি আমি কাউকে পাগল বা খারাপ ভাষায় কথা বলব না কারণ ওই ভাই যেই ফোন টি ব্যবহার করেছেন হয়ত তার ওই টা ভাল লাগে নাই তাই । এটা কোন ব্যাপার না । প্রত্যেক মানুষের পছন্দ অন্য অন্য রকম । এক এক জনের এক এক পছন্দ এটা নিয়ে মন খারাপ বা কিছু খারাপ ভাবে নেওয়ার কিছুই নেই । এখানে আমরা সবাই বন্ধুর মতো । ধন্যবাদ সবাইকে ।