[এসেই গেল] টিভি সিরিজ পাগলাদের ডাউনলোড-স্বর্গ: এমন কিছু যা কখনো হয়নি এর আগে! + সাইট রিভিউ

মাসব্যাপী নানান আগডুম-বাগডুম ও কাঁপঝাঁপের ফসলস্বরূপ অন্তর্জালে নিরবে-নিভৃতে আবির্ভাব ঘটালো আমার ওয়েবসাইট- ওয়ানক্লিক টিভিশোজ ডট কম !
 
 

 
 

১. সবধরণের টিভি সিরিজের বি-শা-ল কালেকশন।
২. এক ক্লিকেই এক সিজন ডাউনলোড। নো খুচরা অনলি পাইকারি!
৩. পরিস্কার অডিও+ ঝকঝকে এইচডি কোয়ালিটির ভিডিও [HDTVrip]
৪. প্রতিটা সিজনের সাইজ তিন-চার গিগাবাইট।
৫. ফ্রি ডাউনলোডেও আইডিএম দিয়ে সর্বোচ্চ স্পিড পাওয়া যাবে;
৬. ডাউনলোডের লিংকগুলায় রিজিউম সুবিধা থাকছে যাতে করে দুই-তিনদিন ধরে সুবিধামত ডাউনলোড করা যায়;

৭. সাইটের ডানে-বামে, চিপায়-চাপায় বিরক্তিকর বিজ্ঞাপণ নেই। আর এডফ্লাই-এর মত লিঙ্ক রিডিরেক্টর কিংবা পপ-আপ থাকবেনা;
৮. প্রতিটা শো’র কাহিনী-সংক্ষেপ আর আইএমডিবি রেটিং দেয়া থাকবে;
৯. সাইটে কোন নির্দিষ্ট টিভিশোর রিকোয়েস্ট সেকশন থাকবে;
১০. ফেসবুকের গ্রুপের মাধ্যমে আপলোডকৃত নতুন টিভি সিরিজের খোঁজ পাওয়া যাবে। সাইটে প্রতিদিন ঢুঁ মারার প্রয়োজন পড়বেনা।

 
 
____________________________________

ডাউনলোডের নিয়মঃ Click "Download" Button >> Enter Captcha >> Create Download Link

ইউটিউব টিউটোরিয়াল ভিডিও

________________________________________________

 
 

এবার ওয়েবসাইট নিয়ে একটি নিরপেক্ষ রিভিউঃ


 
 

# ইন্টারফেসঃ সাইটের চেহারা-ছবি যথেষ্ট পরিমাণে ভালো। নির্মাতার রুচি আছে বলতে হয়। হোম পেইজে বাক্স-বাক্স করে টিভিশোগুলা সাজানো আর উইন্ডো শপিং স্টাইলে নিচে স্ক্রল করলেই ভেসে উঠছে আরও আরও টিভিশো। সবচেয়ে ভালো ব্যাপার সাইটের কোথাও বিরক্তিকর ব্যনার/ বিজ্ঞাপণি ক্যাচাল নেই। আহা... মধু...মধু! B-)

 

# স্পিডঃ দুর্দান্ত!

 

# নেভিগেশনঃ দুর্বল। হোম পেইজে বাক্সের ভিতর রাইট ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করা যায়না। অন্যান্য পেজে সার্চ বক্স থাকলেও হোম পেজে নেই। আবার হেডারে ক্যাটাগরি আছে কিন্তু হোম পেজ, অ্যাবাউট পেজ, রিকোয়েস্ট পেজ এইগুলার লিঙ্ক নাই। নাহ... নেভিগেশন একেবারেই ভালোনা /:)

 

# গ্রাফিক্সঃ হাস্যকর লোগোই বলে দিচ্ছে সাইট নির্মাতা গ্রাফিক্স-এর ‘গ’-ও জানেন না। এর বেশী কিছু আর না বলি।

 

# এসইওঃ জঘন্য। মেটা-ট্যাগ, কিওয়ার্ড, ব্যাকলিঙ্ক এর কিছুই যে সাইট নির্মাতার জানা নাই এইটা স্পষ্ট X((

 
 

# কনটেন্টঃ মোটাদাগে, স্বল্প সময়ের বিবেচনায় সাইটের কনটেন্ট বেশ ভালোই। ২৯ টা টিভি শো, প্রায় পাঁচশ গিগাবাইটের মত আপলোড... সাইট নির্মাতার ধৈর্য আছে বলতেই হয়! হাল-আমলের ক্রেজ Game of Thrones, Once Upon a time যেমন আছে তেমনি আশির দশকের ক্লাসিক বিবিসি শো Mind Your Language, Yes Minister-ও বাদ যায়নি। ওদিকে Breaking Bad-এর মত উরাধুরা শোর পাশাপাশি জনপ্রিয় সিটকম How I Met Your Mother, The Big Bang Theory, Two and a Half Men-ও পাওয়া গেল। তবে ক্রাইম সংক্রান্ত শো-গুলার প্রতি সাইট নির্মাতার বিশেষ দুর্বলতা আছে বুঝা যাচ্ছে। অবশ্য Vampire Diaries এর মত পুতুপুতু মার্কা টিভিশো কেন রাখা হইল এইটা জাতির বিবেকের কাছে প্রশ্ন হয়ে উঠতেই পারে। ম্যাকগাইভার, মিস্টার বিন, টম এন্ড জেরি নাই ক্যন?!
 

এখন পর্যন্ত আপলোড করা হয়েছেঃ

 

আরও আসছেঃ Dexter, House, Bones, New Girl, Arrested Development, Lost.....

 
 

* সারমর্মঃ সব কথার শেষ কথা এই সাইট বানানির আসলেই কি কোন দরকার ছিল? বানায় লাভটা হইলো কি? পাইরেটেড সাইটে না দিতে পারবা গুগুলের এড, না করতে পারবা ফ্রি হোস্টিং। সাইট নির্মাতার বেগার খাটুনি কথা নাহয় বাদই দিলাম; ডোমেইন আর হোস্টিং বাবদ পুরা ট্যাকাটাই পানিতে পড়লো! জানি, কিছু পাবলিকের খায়া-দায়া কুনু কামকাজ নাই তাই বইলা এমনে ঘরের খায়া বনের মেষ তাড়ানির মানে কি?! মাথায় দোষ আছে। পাবনার পাগলাখানায় উনার লিগা একখান এডভান্স সিট বুকিং দেওনের তেব্র দাবী জানাই :P

 
 

আমার কথাঃ সাইটের ভবিষ্যৎ তেমন সুবিধার না। ডোমেইন কিনেছি ১ বছরের জন্য, হোস্টিং এর জন্য নিজের পকেট থেকে কতদিন টাকা দিতে পারব সেটাই চিন্তার বিষয়। তারপরও শখের দাম লাখ টাকা! :D সাইট ভালো লাগলে অবশ্যই জানাবেন, খারাপ লাগলেও!

 
 

যেমনে নাচাও তেমনে নাচি,
ফেসবুকে লাইক দিলে বাঁচি!

 

আপনাদের যে কোন আইডিয়া/সাজেশন/অভিযোগ/মন্তব্যের অপেক্ষায় থাকলাম...

 

 

Level 0

আমি ডাউনলোড পাগলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বেশীরভাগ সময়ই মন খারাপ থাকে। মন ভালো করতে প্রচুর মুভি, গান, সফটওয়্যার ডাউনলোড করি। সবার উপর ডাউনলোড সত্য, তাহার উপর নাই!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

BDIX এর user রা কি স্পীড বেশী পাবে?

    @S.M. তানভীর আহমেদ: আলাদা কোন খাতির নাই। যে যার লাইনের সর্বোচ্চ স্পিড পাবেন এইটুক শিওর

      Level 0

      @ডাউনলোড পাগলা: ভাই ম্যাকগাইভার টা পেলে আপলোড করেন । আর সিনবাদ বা বিটিভির কোন বাংলা সিরিজ পাওয়া যাবে ?

দরকার কি ছিলরে ভাই ! নিজের গাটের টাকা খরচ করে এত ঝামেলা করার !

where is my favorite series The Fall Guy ???!! 🙁 🙁

    @শাহরিয়ার: এন্টিক সিরিজ মনে হচ্ছে! দেখা হয়নাই। খুঁজে দেখি পাওয়া যায় কিনা

      তাড়াতাড়ি খুঁজে দেখেন। আমি ডাউনলোড দিবো।

Level 0

Awesome……

Level 0

Supernatural, The Orginals দারুন দুটো টিভি সিরিজ। তাড়াতাড়ি আপলোড করুন।

    @Taraque: দুইটাই আপলোড লাইনে রেখে দিলাম। যথাশীঘ্র আপলোডিত হইবে!

“প্রতিটা সিজনের সাইজ তিন-চার গিগাবাইট”
ভাই আমার মাসিক ব্যান্ডউইডথ limited. এত বড় ফাইল কিভাবে নামাই? আমার এত HD print এর দরকার নাই। এক একটা সিজন দেড় গিগাবাইটের মত হলে নামানো যাইত।

    @অর্ধশূন্য: সাইটটি লিমিটেড ইন্টারনেটের জন প্রযেজ্য নয়। একেকটা সিজনে ২০টার মত বা তারও বেশী এপিসড। mkv ফর্মেটে এনকোড করেও সাইজ দেড় গিগাবাইটে রাখা প্রায় দুঃসাধ্য

Dhur MacGyver e nai!

Level 0

ভাই ডরেমন কার্টুন টা কি আপলোড করা যায়, সব নতুন পর্ব আর নতুন মুভি গুলা, প্লিজ.

    @shonzim: বিবেচনায় নিলাম। এ্যনিমেটেড সেকশনে আপলোড করা যায় কিনা দেখা যাক…

সাধুবাদ না জানিয়ে পারছিনা, এত অসাধারন হবে ভাবিনি, ঠিক যা চেয়েছি, সব কিছুই তো আছে দেখছি…হোক পাইরেটেড, কিন্তু দরকার ছিল আর এই এক বছরের ডোমেনে হবেনা, বলে দিলাম ….

    @জুয়েল: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অজস্র ধন্যবাদ। চেষ্টা করেছি ভালো কিছু দেবার। সে চেষ্টার সফলতা-ব্যর্থতার মূল্যায়ন আপনারাই করবেন। আর ডোমেইন রিনিউ নিয়ে ভাবছিনা আপাতত। ফ্রি হোস্টে চলে এসেছি। হোস্টিং ট্রান্সফার নিয়েও লেখা দিয়েছি একটা…

Level 0

ভাই সাইটের চেহারা যাই হোক আইডিয়াটা চরম হইছে। আর Da Vinci’s Demons এর জন্য Personally thanx. আমিই ওটার জন্য Request করছিলাম। সাইটের ভিতরে মাল থাকলে চেহারা বা গ্রাফিক্স কোন ব্যপার না।

    @saifulag8: হাহা। ধন্যবাদ সাইফুল ভাই। আর সামনে সাইটে আরও অনেক “মাল” আসছে 😉

জাপানি সিরিজ কি আছে?
দি এ্যাডভেনচার অব সিনবাদ নাই? রবিন হুড, হারকিউলিস এইগুলা আছে নি?

Level 0

etodin ei tai khojtecilam…I like tv series.@ডাউনলোড পাগলা,many many thanks..