পুরাতন মোবাইল সেট কেনার আগে যে বিষয় গুলো খেয়াল রাখা জরুরী! না পড়লে মিস!!

কি বাজেট কম! তাই পুরাতন মোবাইল এর বাজারে যাচ্ছেন ?

তাহলে হয়ত এই পোষ্টটি আপনার কাজে লাগতে পারে বাচাতে পারে কিছু অসাবধানতা বসত অকেজ মোবাইল কেনার হাত থেকে রক্ষা পেতে।

সাধ্যের মধ্যে সাধের মিল রাখা যেমন কষ্টকর ঠিক তেমনি মুল্য ছাড়া ভাল জিনিস এর স্বাদ পাওয়া অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানো আরকি, অনেকটা বাধ্য হয়েই পুরাতন জিনিসের দিকে ঝুকতেই হয়, তাছাড়া মাঝে-সাঝে কিছু ভাল জিনিষও যে পাওয়া যায় না তাও নয়, তবে একটু খেয়াল রাখলেই অকেজ বা নষ্ট জিনিস বুঝতে পারবেন যা আপনার সাধ্যের বাজেট কে ঝুকির মুখ থেকে বাচাতে পারে।

কোন ব্রান্ডের মোবাইল কিনছেন ?


হ্যা ব্রান্ড টা খুবই জরুরী! পুরাতন হলেও চাইনীজ মোবাইল কেনার চাইতে নোকিয়া মোবাইল কেনাটা অনেক বেশী আতঙ্কের হাত থেকে বাচাতে পারে কোন সন্দেহ নাই, তাই যে ব্রান্ড গুলো ভাল জানেন সেগুলো থেকে কেনার মনস্থির করুন।

বাজেট টা ঠিক করেছেন তো ?


সেকেন্ড হ্যান্ড বা পুরতন মোবাইল কিনবেন কিন্ত বাজেট ঠিক করবেন না তার চাইতে আর একটু বেশি টাকা লাগিয়ে নতুন মোবাইল কেনার পরামর্শ আপনার জন্যে থাকবে, বেশির ভাগ সেকেন্ড হ্যান্ড মোবাইল এর দাম বর্তমান বাজারে নতুন এর অর্ধেক বা এক তৃতীয়াংশ মুল্য এবং স্মার্ট ফোন গুলোর মুল্য অর্ধেক এর চেয়ে বেশি হতে পারে,

পুরাতন মোবাইল কেনার আগে নিজের বাজেট এর কথা না জানানোওই ভাল, আগে কত দামে বিক্রেতা বিক্রি করতে চান তা জেনে নিন।

মোবাইলে কি কি সুবিধা পেতে চান ?


এটা অবশ্য আপনার বাজেট এর উপর অনেকটা নির্ভর করবে, স্মার্ট ফোন গুলো যে সুবিধা দিয়ে থাকে সে গুলো অবশ্যই সাধারন মানের ফোন গুলোতে আশা করাটা বোকামী, তাই কি কি সুবিধা যুক্ত মোবাইল কিনতে চান সেটি ঠিক করে নিন, যেমনঃ স্ক্রীন-টাচ, ভাল গেম খেলা, ভাল মানের ক্যামেরা, ইত্যাদি সুবিধার সাথে দামটা বাড়া কমা খুবই স্বাভাবিক।

মোবাইল টি কত আগে কেনা হয়েছিল  ?


মোবাইলটি কত দিন আগে কেনা হয়েছিল তা জেনে নিন, ভাল বাজেটের হলে কাগজ পত্র চাইতে পারেন প্রমানের জন্যে, এর মাঝে ওয়ারেন্টি এর তারিখ উত্তীর্ণ হয়েছে কিনা যাচাই করে নিন,

মোবাইল  এর ব্যাটারী এর কন্ডিশন জেনে নিন  ?


খুবই গুরত্বপুর্ন একটা জিনিস ব্যাটারী, চার্জ কতক্ষন থাকে বিক্রেতা কে সরাসরি জিজ্ঞেস করুন, যদি কপাল খারাপ হয় তাহলে এই জিনিসের জন্যে পশ্চাতে হতে পারে।

মোবাইলটি কি সার্ভিসিং করা হয়েছিল ?


হ্যা এটা আরেকটি গুরত্বপুর্ন, যে মোবাইল সার্ভিসিং করার পর বিক্রি করা হয় সেগুলোর বেশিভাগই সুবিধার হয় না, মানে বিক্রেতা নিজেই এটার উপর বিরক্ত, তাই সার্ভিসিং কৃত  মোবাইল কেনা থাকে দূরে থাকুন।

কথা বলার সময় কি লাইন কেটে যায় ?


বিক্রেতা কে সরাসরি জিজ্ঞেস করুন, তা না হলে আরেকটি সরম বিরক্তির কারন হতে পারে কল এর মাঝে কেটে যাওয়া, একমিনিট পর কল কেটে যাওয়া আর নতুন প্রেমের ইতি টানা সমান কথা, এ রকম পরিস্থিতে পড়লে মোবাইল আছাড় দিতেও দেরী করার কথা না, তাই এটি নিশ্চিত হন

এরপরও আরো অনেক বিষয় থেকেই যায়, যা আপনার বাজেট, চাহিদা এর উপর অনেকটা নির্ভর করবে তাই পুরাতন কোন মোবাইল কেনার আগে বিক্রাতা এর সাতে সরাসরি কথা বলে নেওয়া অনেক ভাল যাতে পরে পশ্চাতাতে না হয়।

আজকে এই পর্যন্ত সামনে আরো কিছু টিপস থাকবে ইশাল্লাহ! পোষ্টটি ভাল লাগলে কমেন্ট করুন আর কিছু জানার থাকলে প্রশ্ন করুন আশা করি উত্তর পাবেন

পোষ্টটি লেখা হয়েছেঃ http://www.mobilesbd.com এর সৌজন্যে

Level 0

আমি mobilesbd.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নতুন, পুরাতন, স্মার্ট, ননস্মার্ট সব ধরনের মোবাইল ফোন এর বিজ্ঞাপন পেতে চাইলে দেখতে পারেন http://www.mobilesbd.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Mamu Aita Ki Dila …..!!! http://www.techcontinue.com

    @own: আপনার কমেন্ট এর কিছুই বুঝলাম না

ভাই এইসবও যোগ কইরা দেন- সেটের সকল কম্পোন্টেট (স্ক্রিন টাচ, হেডফোন প্লাগ, চার্জার প্লাগ, ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস ইত্যাদি) ঠিক আছে কিনা, সেটের সাথে কি কি (চার্জার, হেডফোন, ডাটা ক্যাবল, সফটওয়্যার সিডি ইত্যাদি) দেওয়া হবে, দেশ থেকে কেনা না বিদেশ থেকে আনানো। আর সবচেয়ে বড় কথা সেটের বর্তমান বাজার চাহিদা দেখে মূল্য নির্ধারন করতে হবে। অনেক সময় অনেক ব্যাকডেটেড সেটের অবিশ্বাস্য মূল্য চেয়ে বসে থাকে। যাহা কিনা তিনি নিজে হলেও কিনতেন না।

    @আশরাফ: আপনার পয়েন্ট গুলো যোগ করে দেওয়া উচিত ছিল,
    যাই হোক পরবর্তী পোষ্টে আপনার পয়েন্ট গুলো রাখার চেষ্টা করব ইনশাল্লাহ
    অনেক ধন্যবাদ

আপনার সচেতনমূলক পোস্টের জন্য ধন্যবাদ।
আপনার post টি আমি আমার মত সারমর্ম করছি কেমন হয়েছে বলবেন please
মোবাইল দেখার জন্য যথেষ্ট সময় নেবেন। (কমপক্ষে ১৫-৩০ মিনিট)
চেক করার সময় আমরা তরিঘরি করে অনেক কিছু চেক করতে ভুলে যাই।
নিচের জিনিসগুলো মাথায় রাখবেন,
১. সেটের লাইফ টাইমার, টোটালডাটা usage,- যদিদেখেন data usage কয়েক গিগাবাইট, তাহলে বুঝবেন, সেটে প্রচুর পরিমাণ নেট ইউজ/মডেম হিসেবে ইউজ হয়েছে। এক্ষেত্রে সেটের network strength কমে যায়। ফলে কল কিংবা নেট ব্যবহারের মান(speed) কমে যায়।
2. সেট হাতে নিয়ে camera দিয়ে ৪-৫ মিনিট ছবি+ভিডিও রেকর্ড করুন, audio/video play করুন।
এতে করে আপনি একসাথে camera, sound, battery এর quality সম্পর্কে ধারণা পাবেন। যদি দেখেন ৪-৫ মিনিটেই battery লেভেল কমে আসে তবে ব্যাটারী দুর্বল।
৩.সেটের battery খুলবেন, দেখবেন screw গুলোতে দাগ/আচড় আছে কিনা। থাকলে বুঝবেন সেট খুলা হয়েছে।
সেটের পেছনের IEMI এর সাথে সেটের IEMI মিলিয়ে দেখতে পারেন।
৪. সব বাটন কাজ করে কিনা দেখবেন। ডিসপ্লে পল্টানো হয়েছে কিনা দেখবেন।
৫. সেটটিতে wireless function যদি থাকে( bluetooth, WIFI,GPS, internet) চেক করবেন।
৬. হেডফোন কাজ করে কিনা দেখবেন + নিজে ব্যবহারের একটা সিম লাগিয়ে কল করে চেক করবেন কথাclearকিনা।
সম্ভব হলে কোন বিল্ডিং এর ground floor এ গিয়ে দেখতে পারেন signal strength কেমন। হাত দিয়ে সম্পূর্ণ সেট কিছুক্ষন ঢেকে রেখে দেখবেন net level up down হয় কিনা
ব্যাপারটা হাস্যকর মনে হলেও জরুরী। কারণ অনেক সেটের network দুর্বল হয়ে গেলেও খোলা যায়গায়, বিশেষ করে ঢাকা শহরে উচু টাওয়ারে/ খোলা যায়গায় full net show করে। পরে বাসায় গিয়ে দেখলেন পুরাই ধরা!
৭. আর হ্যা charger টা সম্ভব হলে check করে নেবেন। কারণ অনেক সূক্ষ সমস্যা হলে অনেকে set sell করে দেয়। এমনও হয় যে set auto charger দিয়ে চার্জ দিতে হয় কিন্তু আপনাকে সাথে charger ঠিকই দিয়ে দিল! চেক না করে বাসায় এসে ধরা!

অবশেষে প্রথমে যে কথাটা বলেছিলাম [মোবাইল দেখার জন্য যথেষ্ট সময় নেবেন। (কমপক্ষে ১৫-৩০ মিনিট)] সেটা ব্যাখ্যা করি,
এ সময়ের ভেতর সেটে আরও কোন সূক্ষ সমস্যা থাকলে ধরতে পরবেন। যেমন,
সেট রিস্টার্ট নেয়া, হঠাত ব্যাটারী লেভেল কমে যওয়া, বন্ধ হয়ে যাওয়া ইত্যাদী।
৮. আরও কিছু পয়েন্ট যোগ করা যেতে পারে যেমন, visual check( সেটে দৃশ্যমাণ কোন ফল্ট আছে কিনা উদাহরণ:- ব্যাটারী ফুলে যাওয়া, বডিতে scratch), যে মডেলটি নিচেছন সেটির supported কিছু software অন্য একটি সেটে backup নিয়ে যাবেন, blutooth দিয়ে send করে install করে দেখবেন হ্যাং করে কিনা অরিজিনাল ক্যাসিং আছে কিনা ইত্যাদী। বর্তমানে net এ প্রায় সব মোবাইলের specification + user manual পাওয়া যায়; কিনতে যাবার আগে একটু study করে যেয়েন।
http://www.gsmarena.com এ specification এবং user review দেখে নিয়েন।
সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা।

    @Tauhidul Islam: অসাধারন! আপনার কমেন্টটাই একটা পোষ্ট হয়ে গেছে
    হাতে সময় কম ছিল তাই পুরাপুরি লিখতে পারিনি … পরের পোষ্টে অবশ্যই আপনার পয়েন্ট গুলো যোগ করে দেব

    অসংখ্য ধন্যবাদ