একাউন্টিং সফটওয়্যার নিয়া যত প্যাচালী …..

হিসাব নিকাশ করারর সনতন পদ্ধতি বাতিল হয়ে যাচ্ছে , কম্পিউটার ব্যবহার করা ফলে।কম বেশি সবারই দৈনিক হিসাব নিকাশ এ প্রয়োজন হয়। তো আজ দেখবো কিছু সফটওয়্যার রি-ভিউ, যা দিয়ে আপনি আপনার হিসাব নিকাশ গুলো সহজেই কম্পিটারাইজ করে নিতে পারেন।

নেটে সার্চ দিলে আপনি বেশ কিছু সফটওয়্যার পেয়ে যাবেন। কিন্তু তা হতে সত্যিকার কাজের কোন গুলো তা নির্ধারন করা কঠিন। একাউন্টিং সফটওয়্যার নিবার্চনের সময় ফ্রী গুলো পরিহার করুন, কারন এতে প্রফেসনাল কোন সলিউশন পাবেন না।

১। পিচট্রি

img_peachtreeLogoMainপ্রফেশনাল কাজের জন্য বেশ কার্যকর একটা একাউন্টিং সফটওয়্যার। একাউন্টিং, স্টক, কাস্টমোইজ রিপোর্ট, পে-রোল এবং এইচ আর সহ বেশ কিছু ফিচার রয়েছে , যা আপনার বা আপনার প্রতিষ্ঠানের কাজ গুলিতে গতি আনতে পারবে।

তবে আমার কাছে এর ব্যবহার পদ্ধতি একটু জটিল মনে হয়ে হয়েছে। বিস্তারিত জানতে এই লিংক এ ক্লিক করুন।

২। কুইক বুক প্রো

quick_bookআমার দেখা সবচেয়ে বেস্ট একটা একাউন্টিং সফটওয়্যার। পিচট্রি এর মতো সব বৈশিষ্ট এতে রয়েছে, তবে এর ব্যবহার পদ্ধতি সবচেয়ে সহজ বলে আমার কাছে মনে হয়েছে।

সহজ চেক প্রিংন্টি, এসেম্বলিং প্রোডাক্ট সহ বেশ কিছু ফিচার রয়েছে , যা দিয়ে সাধারন ট্রেডিং হতে ম্যানুফেকচার কোম্পানীরও কাজে আসবে। আরো কিছু জানতে ক্লিক করুন।

৩। ট্যালি

brandlogoসবচেয়ে লাইট একটা একাউন্টিং সফটওয়্যার। স্টক, একাউন্টিং, পে-রোল, পয়েন্ট অফ সেলস, মাল্টিইউজার ফিচার সহ বেশ জনপ্রিয় একটা একাউন্টিং প্যাকেজ। এর সাথে পয়েন্ট অফ সেলস সপার ৯ ও কাজ করে।মাল্টি ল্যাঙ্গুয়েজ, মাল্টি কারেন্সির সাপোর্ট এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এটিতে বাংলাও রয়েছে।  বিস্তারিত জানতে এই খানে একটি ক্লিক মারুন।

[ টেক টিউনস এ খুব শ্রীঘ্রই আসছে ট্যালির উপর ধারাবাহিক টিউনস]

৪। মাইক্রোসফট অফিস একাউন্টিং

moa

সব কিছুতেই মাইক্রোসফট এর উপস্থিতি যেন একটা কমন বিষয় হয়ে দাড়িয়েছে। এই লাইনে তাদেরও একটা প্রোডাক্ট যেন থাকতেই হবে। তা না হলে মান - সম্মান - ইজ্জত বুঝি আর থাকে না। ইন্সটল করতে গিয়ে টের পাইছি কত ধানে কত চাউল। যা হউক, এর ইন্টারফেইচ বেশ ইউজার ফেন্ড্রলী, নতুন যে কেউ সহজ্ই এটি ব্যবহার করতে পারবে। তবে এটি এখনো নিদির্ষ্ট কিছু রিজন এর জন্য প্রযোজ্য। তবে আপনি চাইলে ত ব্যবহার করে দেখতে পারেন। বিস্তারিত এই খানে।

উপরের এই সকল একাউন্টিং প্যাকেজগুলি স্ট্যান্ডএলোন। মানে হলো এর কোন নেটওয়ার্ক সাপোট নেই। তাই এগুলো দিয়ে রিয়েল টাইম মাল্টি ইউজার কাজ করা সম্ভ নয়।

তাহলেই উপায় কি?

openl

অপেন সোর্স ভিত্তিক openErp হতে পারে আপনার সমাধান। টাকা পয়সার কোন মামলা নাই, কিন্তু কাজ কার হলো টাকা পয়সা নিয়া। বিস্তারিত জানতে এই খানে ক্লিক করুন।

তাহলে অনলাইন সুবিধাই বাকি থাকবে কেন?

earthen_logo

অনলাইন ভিত্তিক একাউন্টিং সুবিধা পাওয়ার জন্য ব্যবহার করতে পারেন প্রীরিবুকস। তবে এর জন্য আপনার নিজস্ব ডোমেইন এবং হোস্টিং প্রয়োজন হবে।লেজারবুক, স্টক, সেলস, ভেন্ডর, এইচ আর সহ অন্যান্য ফিচার সম্বলিত এই একাউন্টিং স্ক্রীপ্ট হতে পারে আপনার একটি আর্দশ সমাধান। এটা ও অপেন সোর্স নীতি মালায় বিতরনকৃত।  বিস্তারিত এইখানে

Level 0

আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওয়াও! জোশ।

ট্যালির উপর ধারাবাহিক টিউনসের এর অপেক্ষায় রইলাম। ধন্যবাদ

    আপনার কাছে ট্যালি সফটওয়্যার এবং সিরিয়াল কি থাকলে দিবেন প্লিস….

Level 2

valo laglo bai……..tally…er opor tune holle valo lagbe……tally thakle doya kore diben ( [email protected] )

Level 0

দয়া করে আপনার কাছে ট্যালি সফটওয়্যার
সাথে সিরিয়াল কী থাকলে দিবেন ……………………………..

    shafiq2000 ভাই , আপনার আভাতার টা বেশ ভয়ংকর। পরিবর্তন করলে ভাল হয়।

ট্যালি এর জন্য ৪শেয়ারে প্রবেশ করুন। সিরিয়াল সহ পেয়ে যাবেন।

ভাই যে নিয়মিত হচ্ছেন এতেই আমরা অনেক খুশী

রে ভাই কোন রকমে পাস করসিলাম।
আর পারমু না একাউন্টিং।
😛 😛 😛 😛

ট্যালি এর জন্য ৪শেয়ারে প্রবেশ করুন। সিরিয়াল সহ পেয়ে যাবেন। ??????????

আপনার কাছে ট্যালি সফটওয়্যার এবং সিরিয়াল কি থাকলে দিবেন প্লিস

Level 2

Thank you

আমি চেস্টা করবো, একাউন্টিং এর খটমটে আলোচনা বাদ দিয়ে , ট্যালি নিয়ে কাজ করার প্রক্রিয়ার।

Level 0

কাতার ভাই আছেন ক্যামুন আপনি…..। আপনার ট্যালির টিউটরিয়ালের অপেক্ষয় রইলাম………..। আর আগে সার্ভার, ক্লায়েন্ট সেটাপ……ব্যাকাপ….রিয়েষ্টোর…..ওভাররাইট……….এগুলের পরে এর ব্যাবহারবিধী…………..। এভাবে দিলে মনেহয় আমাদের সবার জন্যই(অন্তত আমার জন্য) সুবিধা হতো।

ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি একটি ভিন্ন বিষয় নিয়ে টিউন করার জন্য। আমার একটা ঔষধের ফার্মিসি আছে। যেখানে আমি শুধু মাত্র ১৫৪ টা আইটেমের প্রোডাক্ট সেল করি। এখন আমি চাই যে আগে থেকে আমি ঐ আইটেল গুলো ডাটা ইনপুট করে রাখব যেমন: রেট, প্যাক সাইজ আইটেম নেম ইত্যাদি……

মনে করেন আমার পার্টি এসে আমার কাছে ১৫৪ টার মধ্যে ৪০ টা নিবে। আমি কিভাবে তা টিক চিহ্ন দিয়ে খুবই তাড়াতাড়ি একটা ইনভয়েজ করে প্রিন্ট দিতে পারব?????? ইনভয়েজে আমার কম্পানি ইনফরমেশন থাকতে হবে।

ভাই প্লিজ আমাকে ঐ রকম একটা সফটওয়্যার দেন যার ব্যবহার খুবই সহজ।

প্লিজ ….

    ট্যালি দিয়ে এই কাজ সহঝেই করা যায়, এর জন্য ট্যালির উপর ধারাবাহিক টিউটোরিয়াল দেখে নিতে পারেন।
    ধন্যবাদ

ওয়াও ! জুস, কলা, আর.সি, পটেটো, সিংগারা

অনেক ধন্যবাদ।