banglabook.org | অনলাইন ইবুক রিডিং ও ফ্রী ইবুক ডাউনলোডিং সাইট

আসসালামু আলাইকুম, সবাইকে আজকের হিম শীতল আবহাওয়ার একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন।  আজ একটি রিভিউ লিখতে বসলাম একটি চমৎকার ও জটিল বাংলা বইয়ের সাইট নিয়ে।

BanglaBook.org – অনলাইন ইবুক রিডিং ও ফ্রী ইবুক ডাউনলোডিং সাইট

সাইটটির নাম BanglaBook.org . অত্যান্ত চমৎকার একটি বইয়ের সাইট। আমার জানা মতে প্রায় ৮০০++ বইয়ের সংগ্রহ আছে এখানে। আমাদের সবার ই  বিভিন্ন বইয়ের প্রয়োজন হয়। কিন্তু কয়েকটি বই ফ্রি তে পাওয়া গেলেও বেশির ভাগই আমাকে কিনতে হয়। কিন্তু কয়জনের সামর্থ্য আছে কিনে বই পড়ার। এই অবস্থায় বই পিপাশুরা হায় হায় করতে থাকেন। আপনাদের এই মনের দুঃখ বুঝতে পেরে তৈরি হল নতুন এই সাইটটি। আপনি এই সাইটে মানে অনলাইনে বসেই বই পড়তে পারবেন। এখন যদি আপনার ডাউনলোড করে রাখতে মন চায়, তাহলে কি করবেন?  সমস্যা নাই। তারও ব্যবস্থা করা হয়েছে।

বইয়ের এই সংগ্রহশালা থেকে আপনিও যদি নিতে চান, তাহলে একটু কাজ করতে হবে। সেটা হল এখানে লগইন করতে হবে। রেজিঃ করা একদমই ফ্রি। রেজি করতে এখানে ক্লিক করুন। আর যদি রেজিঃ করা থাকে, তাহলে লগইন করতে এখানে ক্লিক করুন। সাইটটি এখনও নতুন, কাজ চলতেছে সাইটে।

সাইটের থিমটি আমার কাছে অনেক জোসসসসসস লেগেছে 🙂 আপনারা এখানে বিভিন্ন  বইয়ের ক্যাটাগরি, লেখকের ক্যাটাগরিসহ বিভিন্ন ক্যাটাগরিতে বই পাবেন। বইয়ের ক্যাটাগরির মধ্যে বাংলাদেশের বিভিন্ন লেখকের বই, বিদেশি বইয়ের অনুবাদসহ বিভিন্ন বইয়ের সমাহার রয়েছে এখানে।

সাইটের ফ্যানপেজ এখানে সবাই এখানে একটা করে লাইক দেন। এখান থেকে সহজে বই পেতে পারবেন।

তাহলে সবাই একবার ঘুরে আসুন এখান থেকে

BanglaBook.org – অনলাইন ইবুক রিডিং ও ফ্রী ইবুক ডাউনলোডিং সাইট

Level 0

আমি kamal.arif। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ভাই আমি রবিন্দ্রনাথ ঠাকুরের বইএর link খুজছি যদি help করতেন।

সবই বুঝলাম, কিন্তু বাটার লোগো নকল করল কেন?

Level 0

টেকটিউনস এ রেজিষ্ট্রেশন করতে সমস্যা হচ্ছে।রেজিস্ট্রেশনের সময় যে সিকিউরিটি প্রশ্ন করা হয় তার সঠিক উত্তরগুলি একটু বলে দিলে ভালো হত।প্রশ্নগুলি এই রকমঃ
১.টেকটিউনস এর মোবাইল ভার্সন এর ডোমেইন কী? (http:// অংশ ছাড়া লিখুন)
২.টেকটিউনস এডভারটাইজিং এর ইমেইল ঠিকানা কী?
৩.টেকটিউনস ডেস্ক -এর ডোমেইন কী? (http:// অংশ ছাড়া লিখুন)
প্রশ্নগুলির সঠিক উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না ।তাই দয়া করে উত্তরগুলি বলে দিলে অনেক খুশি হব।

Level 0

আমি না ,আমার এক ফ্রেন্ড খুলবে কিন্তু উপরের কারনে পারছে না।একটু হেল্প করুন প্লীজ।

জানি না এই সাইট আপনার অথবা আপনি সম্পৃক্ত কিনা অথবা শুধুই একজন পাঠক। তবে একটা কথা বলতেই হয়, এর চেয়ে বড় চোরা সাইট বাংলাদেশে আর নাই! কোন বই আজ পর্যন্ত স্ক্যান করে নাই, বিভিন্ন ওয়েবসাইটের বই সংগ্রহ করে নিজেদের ওয়াটারমার্ক লাগিয়ে দেয় । সবচাইতে বড় কথা ঘন্টার পর ঘন্টা কষ্ট করে ফোটোশপে আমি যেই কভার পেইজ বানাই(আমার নাম অহর এবং আমি Banglapdfboi.com এর এডমিন), সেটাতে এর এডমিন নিজেদের ওয়েবসাইটের জলছাপ মেড়ে দেয়। এরা মানুষের পরিশ্রমের মুল্য দিতে জানে না! আমি নিজেও বিভিন্ন ওয়েবসাইটের বই শেয়ার করি, কিন্তু পুর্ন ক্রেডিট প্রদান করে, তবেই।

যদি কোনদিন একটি বইও আপনি নিজে স্ক্যান করে থাকেন, তাহলে আমার কষ্টটা বুঝবেন!

ধন্যবাদ!

Bandwidth Limit Exceeded

The server is temporarily unable to service your request due to the site owner reaching his/her bandwidth limit. Please try again later.

সাইটে ঢুকলে এই মেসেজ আসতাছে খেক্ক খেক্ক…….
ফালতু জিনিস

Bandwidth Limit Exceeded
The server is temporarily unable to service your request due to the site owner reaching his/her bandwidth limit. Please try again later.