
আসসালামু আলাইকুম, সবাইকে আজকের হিম শীতল আবহাওয়ার একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। আজ একটি রিভিউ লিখতে বসলাম একটি চমৎকার ও জটিল বাংলা বইয়ের সাইট নিয়ে।
সাইটটির নাম BanglaBook.org . অত্যান্ত চমৎকার একটি বইয়ের সাইট। আমার জানা মতে প্রায় ৮০০++ বইয়ের সংগ্রহ আছে এখানে। আমাদের সবার ই বিভিন্ন বইয়ের প্রয়োজন হয়। কিন্তু কয়েকটি বই ফ্রি তে পাওয়া গেলেও বেশির ভাগই আমাকে কিনতে হয়। কিন্তু কয়জনের সামর্থ্য আছে কিনে বই পড়ার। এই অবস্থায় বই পিপাশুরা হায় হায় করতে থাকেন। আপনাদের এই মনের দুঃখ বুঝতে পেরে তৈরি হল নতুন এই সাইটটি। আপনি এই সাইটে মানে অনলাইনে বসেই বই পড়তে পারবেন। এখন যদি আপনার ডাউনলোড করে রাখতে মন চায়, তাহলে কি করবেন? সমস্যা নাই। তারও ব্যবস্থা করা হয়েছে।
বইয়ের এই সংগ্রহশালা থেকে আপনিও যদি নিতে চান, তাহলে একটু কাজ করতে হবে। সেটা হল এখানে লগইন করতে হবে। রেজিঃ করা একদমই ফ্রি। রেজি করতে এখানে ক্লিক করুন। আর যদি রেজিঃ করা থাকে, তাহলে লগইন করতে এখানে ক্লিক করুন। সাইটটি এখনও নতুন, কাজ চলতেছে সাইটে।
সাইটের থিমটি আমার কাছে অনেক জোসসসসসস লেগেছে 🙂 আপনারা এখানে বিভিন্ন বইয়ের ক্যাটাগরি, লেখকের ক্যাটাগরিসহ বিভিন্ন ক্যাটাগরিতে বই পাবেন। বইয়ের ক্যাটাগরির মধ্যে বাংলাদেশের বিভিন্ন লেখকের বই, বিদেশি বইয়ের অনুবাদসহ বিভিন্ন বইয়ের সমাহার রয়েছে এখানে।
সাইটের ফ্যানপেজ এখানে সবাই এখানে একটা করে লাইক দেন। এখান থেকে সহজে বই পেতে পারবেন।
তাহলে সবাই একবার ঘুরে আসুন এখান থেকে
আমি kamal.arif। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকটিউনস এ রেজিষ্ট্রেশন করতে সমস্যা হচ্ছে।রেজিস্ট্রেশনের সময় যে সিকিউরিটি প্রশ্ন করা হয় তার সঠিক উত্তরগুলি একটু বলে দিলে ভালো হত।প্রশ্নগুলি এই রকমঃ
১.টেকটিউনস এর মোবাইল ভার্সন এর ডোমেইন কী? (http:// অংশ ছাড়া লিখুন)
২.টেকটিউনস এডভারটাইজিং এর ইমেইল ঠিকানা কী?
৩.টেকটিউনস ডেস্ক -এর ডোমেইন কী? (http:// অংশ ছাড়া লিখুন)
প্রশ্নগুলির সঠিক উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না ।তাই দয়া করে উত্তরগুলি বলে দিলে অনেক খুশি হব।
ভাই আমি রবিন্দ্রনাথ ঠাকুরের বইএর link খুজছি যদি help করতেন।