পোস্ট প্রদর্শন সম্পর্কিত একটি পরামর্শ

সম্মানিত টেকটিউনস এডমিন , আমরা যারা টেকটিউনস ব্যাবহার করি আমার মনে হয় টেকটিউনস থেকে অনেক প্রত্যাশা নিয়ে ব্যাবহার করি। কারন টেকটিউনস আমাদের বেশির ভাগ সমস্যা সমাধানদের উপায় বলে দেয় বিভিন্ন মানের এবং মাপের টিউনস এবং টিউনারদের মাধ্যমে। সবাই আমরা কম বেশি একে অন্যকে সাহায্য করে থাকি বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে। আমি  আজকে একটা জিনিস দেখলাম সেটা হল " সাহায্য/জিজ্ঞাসা "     এই সেকশনের টিউন  রিভিউ হয় কম এবং সমস্যা সমাধানের জন্য Comments অত্যন্ত কম। এর কারন বোধয় "সাহায্য/জিজ্ঞাসা "     এই সেকশনের টিউনগুলো হোম পেজ এ দেখানো হয়না ফলে অনেকে টিউনারি তার কাঙ্ক্ষিত সমাধান অথবা সাহায্য পাননা। বেশির ভাগ টিউনার অথবা ভিজিটররা হোম পেজ এর টিউন গুলো দেখেন বা রেভিউ করেন এবং টিউনটি নিয়ে একে অন্যের মতামত বিনিময় করে থাকেন।

সম্মানিত এডমিন দয়া করে একটু যাচাই করে দেখবেন আমার কথা গুলো এবং "সাহায্য/জিজ্ঞাসা " এই সেকশনের টিউনগুলো হোম পেজ দেখানোর জন্য আবেদন জানাচ্ছি।

ধন্যবাদান্তে একজন টেকটিউনস ফ্যান...........................।

Level 0

আমি Mîåd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

দাবী রইল …

Level 0

ধন্যবাদ ভাই @jabedbd

অনেক অনেক ধন্যবাদ বড় ভাই @miad

Level 0

ekmot

Level 2

Miad ভাই আপনি ঠিক মনের কথাটাই লিখেছেন,ধন্যবাদ আপনাকে। সাহায্য/জিজ্ঞাসা বিষয়ের টিউনগুলো নিচে থাকে তাই অধিকাংশ ভিজিটর সেগুলোর দিকে তেমন একটা নজর দেয়না। ফলে টিউনারের সম্যসা গুলো নিরভে নিভৃতে হুহু করে কাদঁতে থাকে। এইতো কিছুদিন আগেও আমি অন্য একটি বগ্লের ভিজিটর ছিলাম, কিন্তু যেদিন থেকে টেকটিউনের সাথে পরিচিত হই সেদিন থেকেই টেকির সাথে আছি এবং থাকব। সত্যিই টেকির মাধ্যমে নতুন কিছু প্রতিনিয়ত শিখছি,জানছি,বিভিন্ন সম্যসার সমাধান করছি। তবে এত কিছুর পরও টেকিতে কিছু কিছু বিষয়ের অভাব বোধ করছি, যেমন ফেসবুক নিয়ে একটি বিভাগ থাকলে অনেক অনেক অনেক ভাল হত। তাই Miad ভাইয়ের সাথে এই বিষয়টিও যেন গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। আমাদের প্রিয় টিনটিন ভাই তুমি কি জেগে আছ, তাহলে একবার এই টিউনটি একটু দেখ।

    Level 0

    @mahmudkoli: ধন্যবাদ ভাই আপনাকে…… সহমত জানানোর জন্য…

Level 2

প্লিজ (উকিঝুকি দিয়ে দেখে যাবেন না কেউ; ভালো লাগলে মন্তব্য করে জানান )