Lamborghini/Aston Martin কার শেপ মিনি পোর্টেবল স্পিকার

হলুদ কার টা কার না প্রিয়। কার কেনার স্বপন থাকলেও সাধ আর স্বাধ্যের মধ্যে অনেক ফারাক।তবে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতই আপনি হলুদ এ কারটির রিপ্লিকা কিনতে পারবেন খুব সহজেই।শুধু শো পিস হিসেবে শোভা বর্ধন ছাড়াও এটি আপনি ব্যাবহার করতে পারবেন Fm রেডিও,এম্পিত্রি প্লেয়ার,পিচ্চি মেমরী কার্ড এবং পেন্ড্রাইব প্লেয়ার হিসেবেও।

কারের মত হলেও ইহা একটি শক্তিশালী স্পিকার।যা ছোট খুব সহজে বহনযোগ্য।আপনার হয়ত আইফোন বা যে কোন 3.5 মিমি জ্যাক আছে এমন ফোন,mp3,ipod ইত্যাদি আছে কিন্তু সব সময় ফোনের সাউন্ড বেশি না হওয়াতে আপনি বেশি জোরে গান শুন্তে বা কাউকে শোনাতে পারছেন না,এই স্পিকার

আপনার সেই মনে কষ্ট টা দূর করে দিবে।আবার ধরুন আপনার মেমরী কার্ড বা পেন্ড্রাইব এ কিছু গান আছে আপনি সেগুলো শুন্তে চাচ্ছেন,এই কার  দিয়ে সেটাও সম্ভব। ল্যাপ্টপের স্পিকারে গান শুনে মন ভরছে না চিন্তা কি এই কারে  সংযোগ দিয়ে দিন আর উপভোগ করুন। মোবাইলের রিচার্জেবল  লিথিয়াম ব্যাটারি থাকা তে পাওয়ার নিয়ে টেনশন ছাড়াই নির্বিঘ্নে অনেক্ষন গান শোনা যায়। এটা শো পিস হিসেবেও আপনার টেবিলের শোভা বাড়াবে।ইউনিক এবং সুন্দর প্রোডাক্ট বলে এটা হতে পারে আপনার প্রিয়জনের জন্য সুন্দর উপহার J

স্পেসিফিকেশন

২  স্পিকার

ওজন ২২০ গ্রাম

800mA লিথিয়াম আয়ন মোবাইল রিচার্জেবল ব্যাটারী

একটানা ৮ ঘন্টা চালানো যাবে এক চার্জে

3 watt  1.77 inches  ওয়াইড স্পিকার

Usb  ১টা

Usb  চার্জিং ,এম্পিত্রি ,মাইক্রো এস ডি মেমরী কার্ড ,পেন্ড্রাইভ  প্লে

যেখানে পাবেন

Level 0

আমি amargadget.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://www.amargadget.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

দাম কত বললেন না? কোথায় পাওয়া যাবে কিছুই তো বললেন না!

    @Anwarঃ)নিচে লিঙ্ক দেয়া আছে কষ্ট করে ওখানে দেখুন।যেহেতু এখানে সরাসরি ব্যবসায়িক উদ্দেশ্যে সব কিছু দেয়া ঠিক হবে না তাই শুধু লিঙ্ক দিছি যদি প্রয়োজন মনে করে তাহলে 🙂

দাম কত পরবে? কোথায় পাব? জানাবেন……

পিসিতে ইউএসবি স্পিকার হিসেবে ব্যাবহার করা যাবে?

    @শোভন: 3.5mm jack দিয়ে মোবাইল বা ল্যাপ্টপ এর স্পিকার হিসেবে ব্যবহার করা যাবে 🙂

এটা তো Lamborghini এর মডেল বলে মনে হয় না………যতদূর মনে হয় Aston Martin

    @Huawei Lover: ঠিকই বলেছেন, এটা Aston Martin।
    শালার মানুষ সব জায়গায় ব্যবসা করে। :/

      @নীলাকাশ: জি শালার মানুস গুলো ব্যবসা করে বলে কিছু আঙ্কমন প্রোডাক্ট হাতে পেতে পারেন।তবে এখানে শুধু ব্যবসা করার উদ্দেশ্যে পোস্ট দিলে জাস্ট শুধু ফেসবুক লিঙ্ক দিতাম না,নাম্বার ঠিকানা সব ই থাকত। এনিওয়ে আপনি আপনার মত প্রকাশ করেছেন সেজন্য ধন্যবাদ 🙂

    @Huawei Lover: জী সম্ভবত ।তবে আমার কাছে বাস্তবে Lamborghini Gallardo এর মত মনে হয়েছে,চাইনিজ রা ডিরেক্ট নকল না করে ২ই ৩টা মডেল এক সাথে করে 🙂 তাই হয়ত আমার বুঝতে ভুল হয়েছে।ধন্যবাদ