Songr – করবে আপনাকে MP3 রাজা

সম্ভবত পৃথিবীতে এমন খুব কম জিনিজই আছে যা অনেক আনন্দ দেয়, যে আনন্দ রয়েছে কয়েক মেগাবাইট প্যাকেজ ব্যান্ডেলে রয়েছে। এমপিথ্রি সার্চের জন্য গুগল মিউজিক সার্চ এখনও সবার নিকট জনপ্রিয়। আমরা সবাই গুগলের মিউজিক পার্টনার হতে মিউজিক রিভিউ পেয়ে থাকি। গুগলের মতে ১০টির মধ্যে ২টি সার্চই মিউজিক সম্পর্কিত। এখন কথা হল আপনি মিউজিক সার্চ দিবেন কোথায়।
আপনি কি তথাকতিথ সার্চ ইঞ্জিনই মিউজিক সার্চের জন্য সার্চ ইঞ্জিন ব্যবহার করবেন? অথবা হয়ত আপনি অনলাইনে মিউজিক প্লেয়ারও ব্যবহার করতে পারেন। কিন্তু এর থৈকেও ভাল কিছু অপশন আছে মিউজিক প্রেমীদের জন্য।
Songr একটি ডেস্কটপ সার্চ সফটওয়্যার। এটি শুধু আপনার প্রয়োজনীয় সঠিক মিউজিক সার্চই করবে না এমনকি আপনি মিউজিক ডাউনলোড করতে পারবেন। ডেস্কটপ থেকেই এখন ডাউনলৌড করতে পারবেন আপনার পছন্দের এমপিথ্রি।
মিউজিক পি২পি সফটওয়্যারের মাধ্যমেও ডাউনলৌড করা যায় এমন কি আপনি এমপিথ্রি সার্চ ইঞ্জিনও ব্যবহার করা যায়। এমপিথ্রি সার্চ ইঞ্জিন ভাল কিন্তু মাঝে মাঝে সার্ভারের খারাপ দিনও যায়। এছাড়া Songr-এ এমন কিছু ফিচার রয়েছে যা অনুস্মরণ করে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন।

১০টি অনলাইন এমপিথ্রি সার্চ ইঞ্জিনের সাথে মেটা-সার্চ:

Songr-এর এক দম উপরে ডানে সার্চ বক্সে গানের টাইটেল দিয়ে সার্চ দিন এবং সফটওয়্যারটি ১০টি সার্চ ইঞ্জিন থেকে আপনার গানের সেরা ফলাফল এনে দেবে। এটি সকল রেজাল্ট, একই রেজাল্ট রিমুভ করবে এবং ফ্রুগাল ইন্টারফেস প্রদর্শন করবে।

1

এখন আপনি সাইজ, রিলেভেন্স দেখে আপনার গান বা ট্রেক পছন্দ করুন। নিচের ছবেটি দেখুন। এই সার্চ ইঞ্জিন গুলো Songr ব্যবহার করে।

2

ইউটিউব অডিও এক্সট্রাকশন:

Songr ইউটিউবের ভিডিও থেকে অডিও ট্রেক তুলে এনে FFmpeg কনভার্টার ব্যবহার করে। Songr সার্চ ইঞ্জিন হিসেবে JusthearIt.com ব্যবহার কের ইউটিউব রিসোর্সের জন্য। আপনি সার্চ ফলাফল ভিডিও আইকনে দেখতে পারবেন। আপনি রাইট ক্লিক করে দুটি অপশন পাবেন- সরাসরি ইউটিউবের সাথে প্লে অন্যটি এমপিথ্রি হিসেবে ডাউনলোড।

3

এখানে এইচডি ভার্শন থাকলে তাও আপনি পাবেন।

লিরিকের মাধ্যমে সার্চ:

ব্যবহারকারীরা গানের কিছু শব্দ দিয়েও অনেক সময় সার্চ করেথাকে। এরপর সার্চ করে আপনি ফলাফল পেয়ে যাবেন। এরপর আপনি পছন্দ করে নিবেন আপনার ফলাফল।

4

এভাবে এক সাথে অনেক ফলাফল চলে আসে এবং লিরিকের সাহায্যে সার্চ ইনডেক্স এক্সটেনশনের মাধ্যমে করে থাকে।
তবে এখন বসে কেন? ডেস্কটপ থেকেই ডাউনলোড করুন পছন্দের এমপিথ্রি আর উপভোগ করুন আপনার পছন্দের গান আর হয়ে যান এমপিথ্রি রাজা। উইন্ডোজ এক্সপি এবং ভিস্তার জন্য এখান থেকে Songr ডাউনলোড করুন।

Level 0

আমি ইয়াসিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এই তো শুরু পথ চলা.. চলছি আমি একলা.. অনেক কিছু আমার মাঝে.. সুযোগ পেলেই করে খেলা..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস