সনি এরিকসন এক্সপেরিয়া টাইপো স্মার্ট ফোন

আস সালামু আলাইকুম কেমন আছেন, সবাই দোয়া করি সবাই ভাল থাকেন । ভয় করছে কারন এর আগে Nokia N97 নিয়ে টিউন করায় আমাকে যে ধাতানি দেওয়া হয়েছে তা মনে পরে আজো ভয় করছে । আবার না ধাতানি খাই । যাক সে সব বিষয় । আজ আমি আপনাদের সাথে Sony Ericsson এর Xperia series এর একটা মোবাইল নিয়ে আলোচনা করবো । ডিজাইনের দিক দিয়ে অনেকেই Sony Ericsson কে Apple পরেই এর অবস্হান বলে মানেন । Sony Ericsson প্রেমীদের জন্য Sony Ericsson নিয়ে এল Xperia series এর Tipo নামক মোডেলের একটা সুন্দর Android os (ICS) চালিত স্মাট ফোন এটা প্রথম বাজারে আসে চলতি বছরের জুন মাসে। এটার অন্যতম বৈশিস্ট হলো Shatter proof sheet on PMMA এবং 3D Motion gaming নামক এই ফিচারটি । এটা দিয়ে কি করে ? যে খাইবেন সেই বোঝবেন ।
(মজা করলাম দুঃখিত) চলুন দেখা যাক আর কি কি ফিচার আছে ।

অপারেটিং OS: 4.0 (Ice Cream Sandwich)
প্রোসেসর : 800 MHz Qualcomm Snapdragon™ MSM7225AA
সাইজ: 103x 57x13 mm
ওজন :99.4 গ্রাম ।
যেসব কালারে পাওয়া যাবে :ক্লাসিক সাদা/কালো,গাড় লাল,নেভি ব্লু ।
স্ক্রীন কালার : 262,000 colour TFT
রেজ্যুলেশন : 320x480 pixels
স্ক্রীন সাইজ : 3.2 ইঞ্চি ।
স্ক্রাস প্রতিরোধক : Yes - Shatter proof sheet on PMMA
টেক্সট ইনপুট : On-screen QWERTY keyboard
টাচ স্ক্রীন : Capacitive, - multi-touch, up to 2 fingers supported
ইন্টারনাল মেমোরী : 2.9 GB(32 GB পর্যন্ত বধ্রিত করা যাবে, microSD™card supported)
র্যাম :512 mb
ক্যামরা রেজ্যুলেশন : 3.2 mp
ডিজিটাল জুম :4x
ভিডিও রেকড্রিং : VGA(Touch capture)
সেন্সর: Accelerometer Proximity sensor আছে (সাথে আছে অটো ফোকাস যা আলো না থাকলেই ফ্লাস জ্বলে উঠে)
যেসব নেটওয়্রাক স্যাপ্রোট করে ST21i :- UMTS HSPA 900 (Band VIII), 2100 (Band I)
GSM GPRS/EDGE 850, 900, 1800, 1900(2) ST21a: UMTS HSPA 850 (Band V), 1900 (Band II), 2100 (Band I)
GSM GPRS/EDGE 850, 900, 1800, 1900
Bearer type: GPRS, EGPRS, UMTS, Wi-Fi
ডাটা ট্রান্সফার স্পিড : GSM GPRS: Up to 86 kbps (download and upload)
GSM EDGE: Up to 237 kbps (download and upload)
UMTS HSDPA cat 8(download): Up to 7.2 Mbps
টক টাইম : GSM Up to 5 hours, UMTS: Up to 4 hours 30 min.
স্টান বাই টাইম : GSM: Up to 470 hours, UMTS: Up to 545 hours
অডিও প্লে ব্যাক টাইম : Up to 30 hours(যে সব ফাইল চলবে MP3, 3GPP, MP4, SMF
WAV, OTA, Ogg vorbis, AAC, AAC+, eAAC+,)
ভিডিও প্লে ব্যাক টাইম : Up to 3 hours(যে সব ফাইল চলবে MP4, 3GPP,)
ইমেজ : JPEG (.jpg) support করবে , Wallpaper animation
ব্যাটারী পাওয়ার : 1500 mAh Typical ,1460 mAh Minimum
ব্লুটুথ : আছে কিন্তুু ইনফ্রাড নেই ।
আরো আছে 3d গেমিং মোশান, USB High speed 2.0 support, Wi-Fi® Hotspot functionality, Auto rotate এই ফিচার টা খুব ভালো কাজ করে, on-screen 12 key keyboard, xLoud™ Experience for audio, আর অন্য অন্য ফিচার গুলো আর দশটা android xperia চালিত ফোনের মত । লেখার মাঝে অনেক ভুল বানান আছে,রেফ এর প্রয়োগ সঠিক নাই । কারন আমি অভ্র দিয় ms word লিখে কপি পেস্ট করে দিলাম ।অভ্র এর ব্যবহার এখনো আয়েত্তে আনতে পারি নি । সেট আমার ব্যর্থতা ।পোস্ট এর মাঝ image add করতে পারছি না অভিজ্ঞ ভাইয়েরা নিশ্চয় সহযোগীতা করবেন। আমার একটা ব্লগ আছে যদি মন চাই ভিজিট করে আমাকে বলবেন ।সেখানে আমার কি কি ভুল আছে,কি কি করলে আরো ভালো হতে পারে http://www.blogermasud.blogspot.com ।আল্লাহ হাফেজ ।

Level 0

আমি masud al nahid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আসুন আমরা সবাই প্রতিদিন একটা করে ভাল কাজ করি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

hm nice tune . Image dela valo hoto

Level 0

দাম কত ভাই ? আমাদের দেশে পাওয়া যাবে? ছবি সহ একটা লিংক দেন।

দাম কই? মোবাইল এর ছবি কই?

valo …….. tune na….phone……price beshi…. xperia ray 20000 bdt choltese……….onek better atar cheye…….

Level 0

vai ami sony (xperia s) nie kub santite asi corom mobile