অবিশ্বাস্য কম দামে এন্ড্রয়েড ট্যাব Ainol Novo 7

পেশাগত ব্যাস্ততার কারনে অনেকদিন টিউন করা হয় নি। আজকে আমি আপনাদের কিছু এন্ড্রয়েড (Android) ট্যাবলেট পিসির সাথে পরিচয় করিয়ে দিব যাদের Specification গ্যালাক্সি ট্যাব-এর কাছাকাছি বা কিছু কিছু ক্ষেত্রে তার চেয়েও বেশি কিন্তু দাম সে তুলনায় তিন ভাগের একভাগ। আসুন শুরু করি:

প্রথমেই আমি নিজে যেটা ইউজ করি সেটার কথা বলি। এটার নাম Ainol Novo7 Aurora

এটার মুল টেকনিক্যাল ফিচারগুলো জানিয়ে দিই আগে

  • OS: Google Android 4.0 Ice Cream Sandwich (ICS)
    CPU: All Winner A10 1.2 GHz
    GPU: Mali 400 512 Mb
    RAM     1GB,DDR3
    Built-In HDD:     8GB
  • External: Upto 32GB MicroSD (Not included)
  • Display: 7” IPS capacitive 5 point Multi-touch screen 1024x600
  • Connectivity:
  • WiFi: 802.11 b/g/n
  • 3G : Support External 3G Modem.(GP modem tested)
  • LAN: LAN connection (Via USB to Ethernet converter)
  • VPN: Yes.
  • Special Features:
  • HDMI port : TV-out & HDMI support.
  • OTG Port: Mouse, Keyboard, Pendrive & Portable HDD can be used directly.
  • E-mail: Gmail, Yahoo etc. & Microsoft Exchange support.

            Official Google Play Store.

এবার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু বলি।

যে কারনে এটা আমার খুব প্রিয়:

  • Official Google Play. সব ধরনের Apps+Games চলে।
  • WiFi Speed অসাধারন। Built-in browser-এ Full বাংলা viewing সাপোর্ট.
  • Exchange Mail সাপোর্ট করে। আমার Office-এর Mail আনা-নেয়া করতে পারি।
  • Office word/Excell, Autocad Viewer, Photoshop, Adobe Reader এগুলো ভাল কাজ করে।
  • Super-Fast টাচ স্ক্রীন।
  • অসাধারন HD playback. আমি 5GB সাইজের Movie চালিয়েছি, জটিল রেজুলেশন। এখন পর্যন্ত কোন format-এর Audio/Video চালাতে সমস্যা হয় নি।
  • আমার 1TB USB হার্ডডিস্ক লাগিয়ে ফুল স্পীডে চালাতে পারি। কপি পেস্ট স্পীড 3-5MB/sec.
  • USB mouse/Keyboard, Pendrive সাপোর্ট করে।
  • Skype Video Chat  অসাধারন কোয়ালিটি।
  • চার্জ থাকে ভালই। আমি শুধু E-book পড়ে ৩ দিন পর্যন্ত চালিয়েছি। HD movie playback/WiFi Browsing মোটামুটি ৮ ঘন্টা।
  • গ্রেট আপডেট (17/08/12): জিপি মডেম কাজ করে !!!! লেটেস্ট ফার্মওয়ার Feiyu_mod 0628 -তে আপডেট করার পর এখন জিপি Huawei E1550 মডেম দারুন কাজ করছে।

কিছু সীমাবদ্ধতা:

  • RAM 1GB হলেও user available হল ৮৯০ মেগাবাইট।
  • অনেক চেষ্টা করেও root করতে পারি নি।
  • কিছু চাইনিজ Application আছে Delete হয় না। তবে Disable করা যায়।
  • SIM card support থাকলে আরও ভাল হত।
  • Bluetooth & GPS Support নাই।

এবার দামের কথায় আসি।বর্তমানে এর অফিসিয়াল দাম ১৩৯ ডলার মানে প্রায় ১১৫০০ টাকা। অনলাইনে কিনতে পারেন নিজ দায়িত্বে ।শিপমেন্ট সহ ১৪০০০ পড়তে পারে। আমি এটা কিনেছি উত্তরা থেকে ১৬০০০ টাকায়। সাথে ৬মাস Warranty এবং ২ সেট Nvidia 3D glass+3D Movie(5DVD) গিফট্ হিসেবে দিয়েছে। আর ইনটেক বক্সের মধ্যে OTG cable, Tab bag, Original Screen Paper,Stylus Headphone, USB cable এবং AC charger ছিল। ClickBD-তে Search করলেই অনেক seller পাবেন।

এবার কাছাকাছি Configuration-এর আরও কয়েকটি ট্যা্বের কথা বলি

১. Ainol Novo 7 Advanced II

  • মুল পার্থক্য: RAM:512 MB, CPU: many Core A10 1.2 GHz, Screen:800x480.
  • দাম: অফিসিয়াল ১০৯ ডলার। বাংলাদেশ ডিলার ১১৫০০-১২০০০ টাকা।

২. Ainol Novo 7 Tornado

  • মুল পার্থক্য: RAM:1GB, CPU: AMLogic AML8726-M3 1GHz, Cortex A9, Screen:800x480.
  • দাম: অফিসিয়াল ১০৯ ডলার। বাংলাদেশ ডিলার 12500-14000 টাকা।

৩. Ainol Novo 7 Elf II

  • মুল পার্থক্য: RAM:1GB 1333, CPU: Amlogic8726-M6 Cortex-A9 Dual Core(1.5Ghz), GPU: Dual Core Mail 400×2, Screen:1024x600.
  • দাম: অফিসিয়াল ১১৯ ডলার। বাংলাদেশ ডিলার 16700-17000 টাকা।

৪. Ainol Novo 7 Aurora II

  • মুল পার্থক্য: RAM:1GB, CPU: Amlogic8726-M6 Cortex-A9 Dual Core(1.5Ghz), GPU: Dual Core Mail 400×2, Screen:1024x600. HDD:16GB.
  • দাম: অফিসিয়াল ১৪৯ ডলার। বাংলাদেশ ডিলার 19000-20000 টাকা।

বি.দ্র: অফিসিয়াল দাম ১৬/০৮/১২ তারিখ Ainol-এর Website থেকে নেয়া। বাংলাদেশ ডিলার Price ১৬/০৮/১২ তারিখ ClickBD থেকে নেয়া।

আরও জানতে অফিসিয়াল হোমপেজ-এ ঢু মারুন।

অনেক কথা লিখলাম। কারও উপকারে লাগলে ভালো লাগবে। সবশেষে বলি Ainol Brand-টা চায়নিজ হলেও সারাবিশ্বের ট্যাবলেট মার্কেটে এটি বিরাট জায়গা দখল করেছে। বেশ কিছু Award-ও নাকি পেয়েছে। তো, আজ এ পর্যন্তই। সবাইকে ঈদ মুবারক।

গ্রেট আপডেট (17/08/12):

  • জিপি মডেম কাজ করে !!!! লেটেস্ট ফার্মওয়ার Feiyu_mod 0628 -তে আপডেট করার পর এখন জিপি Huawei E1550 মডেম দারুন কাজ করছে। তবে ZTE MF190 মডেম এখনও কাজ করছে না। এই ভার্সনে  Huawei-এর সকল GSM/WCDMA/CDMA মডেম কাজ করার কথা। পরবর্তি আপডেটে ZTE support আসবে আশা করি। Thanks the Developers !

Level 2

আমি রনি০৬০০০৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুব ভাল লাগল লেখাটা ……।।
“এই ট্যাবের মুল সমস্যা হল এটা মাত্র কয়েকটা মডেলের মডেম সাপোর্ট করে……..”
কোন মডেল এর মডেম এটা সাপোর্ট করে ??

    @Mithu: প্রথম কমেন্টের জন্য ধন্যবাদ। 3g_dongle.cfg নামে একটা configuration ফাইলে এই মডেলগুলো configure করা আছে…Huawei: E1750, E353, EC1261
    ZTE:MF633, MF637U

    @Mithu: গ্রেট আপডেট: জিপি মডেম কাজ করে !!!! লেটেস্ট ফার্মওয়ার Feiyu_mod 0628 -তে আপডেট করার পর এখন জিপি Huawei E1550 মডেম দারুন কাজ করছে।

আচ্ছা ভাই , বাংলাদেশে এদের শোরুম কোথায় কোথায় আছে ??

    @Systematic chaous: আমার জানা মতে এদের কোন শোরুম নাই। কিছু দোকানে বাইরে থেকে ইমপোর্ট করে এনে বিক্রি করে আর নিজেরাই ওয়ারেন্টি দেয়।

Level 0

ZoomUltra ki support korbe

Level 0

3G : Support External 3G Modem. lekha hoase bangladese sokol modem 4g ssad ar sub atttae vai 10xxx 4 seyaring

Level 0

কপি পেস্ট স্পীড 3-5MB/sec. মানে বুজলাম না! ৩৫ না ৩-৫?

valo laglo but bluetooth R sim support thakle toh kothai chilo na….

ওয়াইম্যাক্স জুম এইসব সাপোর্ট করবে???

    @হাসান: ওয়াইম্যাক্স বোধহয় সাপোর্ট করবে না। জুম করতে পারে। আমি শিওর না।

apnakei to kujtechilam etodin…………..

Level 0

খুব ভাল লাগল। আমাদের কুমিল্লায় মনেহয় তাদের শোরুম নেই।

    @samadul: আমার জানা মতে এদের কোন শোরুম নাই। কিছু দোকানে বাইরে থেকে ইমপোর্ট করে এনে বিক্রি করে আর নিজেরাই ওয়ারেন্টি দেয়। আমি clickBD থেকে ঠিকানা নিয়ে কয়েকটা দোকান ঘুরে কিনেছি।

Level 0

vai uttara te kon kan theke kinesen?

vi atate ki ki modem suport kore? 0nna kono model ase naki jate sim suport kore? Video kotokkhon chole? Please helpe me I want to buy.

    @রুহুল আমিন: Huawei: E1750, E353, EC1261
    ZTE:MF633, MF637U. সিম সাপোর্ট করে এরকম একটা ICS-এর এ্যাড দেখলাম গতকাল (১৬৫০০/=). clickBD-তে খুজে দেখতে পারেন।

    @রুহুল আমিন: ভিডিও-এর কোয়ালিটির উপর প্লেব্যাক টাইম নির্ভর করে। 700MB MKV মুভি ৩টা দেখা যায়। মানে মোটামুটি ৭-৮ ঘন্টা।

    @রুহুল আমিন: গ্রেট আপডেট: জিপি মডেম কাজ করে !!!! লেটেস্ট ফার্মওয়ার Feiyu_mod 0628 -তে আপডেট করার পর এখন জিপি Huawei E1550 মডেম দারুন কাজ করছে

Level 0

পোষ্ট করে কি হারিয়ে গেছেন ? এত প্রশ্ন উত্তর দেন না কেন ?

Level 0

বাংলালায়ন এবং কিউবি সাপোর্ট করে কিনা আওয়াজ দেন।

আমি কিন্তু MOVO 7-II এ গ্রামীণ মডেম ব্যবহার করছি।

NOVO 7-II এ বাংলা ব্যবহার করতে পারছি না । কউ কি আমাকে একটু সাহায্য করবেন ?

Vai tahole wifi chara ki onno kono upaye net use kra jaina ? Ainol er supported modem dongle ki Bangladesh e pawa Jane na? Apni ki wifi die net use koren ? Tnx 4 ur very nice tune.

    @mountain boy: উপরে এডুয়ার্ড রনী মৃধা: ভাই কমেন্ট করেছেন যে তিনি GP মডেম use করছেন। উনার রিপ্লাই-এর অপেক্ষায় আছি। আমি Symphony W10 কে WiFi hotspot বানিয়ে ট্যব-এ নেট চালাই।

    @mountain boy: গ্রেট আপডেট: জিপি মডেম কাজ করে !!!! লেটেস্ট ফার্মওয়ার Feiyu_mod 0628 -তে আপডেট করার পর এখন জিপি Huawei E1550 মডেম দারুন কাজ করছে

Ainol Novo 7 Tornado টা অর্ডার দিলাম। তবে তাদের অফিসিয়াল সাইট থেকে অর্ডার দেয়া ঠিক হবেনা। কিছু সমস্যা লক্ষ করলাম। আমি থার্ড পার্টি থেকে নিচ্ছি। 🙂 আশা করি ৩/৪ দিনের মধ্যে পেয়ে যাবো । আর আর্টিকেল টি শেয়ার করার জন্য ধন্যবাদ

Level New

zader Samsung Galaxy kenar saddho nai tader jonno darun sasroyee bolei mone hoy

Level 0

Ainol Novo 7 Advanced II clickbd te price 11500tk eti ki buy korbo?

    Level 0

    @Raihan:
    vai amaro to ak e ktha
    Symphony w100 19990 tk diye neyar cheye ainol novo 11500 diye neya better
    help chai
    keu suggest koren konta nibo

@ধোয়াটে বরফ, ভাই কোথা থেকে অর্ডার দিলেন, কত খরচ পড়লো, পামেন্ট সিস্টেম কি একটু ডিটেল জানাবেন কি । ধন্যবাদ

Level 0

vai ami symphony w100(19990) nibo naki ainol novo 7 (11500)
please ektu help koren

Level 0

উত্তরা er thikana ta then to

Level 0

rony vai apnar phn number ti diben?

Level 0

vai-ya apnar facebook ID ta dao jaba pls……
dela onk upokar hoto..:(

@রনি ভাই, উত্তরা অফিসের ফোন নং টা কি দেওয়া যাবে ? আর ভাই আমার ফোন নং ০১৬১২১২০১২০ । আমার সাথে একটু যোগাযোগ করলে প্রীত হই। আল্লাহ হাফেজ । ঈদ মোবারক ।

Level 0

vi, what abt BANGLALION WIMAX? Kaj Kora kena janale kushi hobo,,,,

Assa Bhai Apnar Kace Ekti prosno- Androit Supported Teblet PC ta ki Windows XP ba 7 daoya jabe ki jaila kibabe debo are Robi, GP, CityCell Modem ki Teblet a Suport korba. r teblet PC Golo Dam Kamon janala kob opokrito hotam.

Level 0

Windos এর Software saport করে কী? Ms-office, phatosope, ilistrator etc.

Android Play store-e pray sob dhoroner software-e pawa jay. Ami MS-office, Photoshop, Autocad etc. use kori……Windows version-er sob option pawa jay na, just kichu basic menu pawa jay.

Level 0

ami novo 7 aurora 2 kinechi. But ata bangla chapot korena. Mayabi keyboard o inistoll korechi. Bangla dekha jachhena. Kibabe rom flash korbo tao janina. Aponar mobile no ba 01749269346. [email protected]. Please help me. Ami ta kinechi 7-09-12.

ভাই, আমার Novo7 aurora2 টি বাংলা ‍সাফট করে না। rom menegar ‍সফট্ওয়ার দিয়ে rom flash করার চেষ্টা করেচি, কিন্তু করতে পারিনি।আপনার মোবাইল নম্বর পেলে আপনার কাছে কল করতাম।টেব শুরুমে কল করেছিলাম, কিন্তু তারাও কিছু কলতেপারেনি। এখন আপনিই একমাত্র বরশা।বাংলা ব্যবহার না বেরলে তু এর মজাই থাকেনা। দয়া করে এর সমাধান দিলে উপকত হব।

Level 0

Tablet-Build number is- 20120626

    @samadul: vai, etay to bangla viewing support thakar kotha. Apni ki “Google Android(default) browser” use koren? 3rd party browser-e ulta-palta asbe.

Level 0

বাংলা ই-বুক পড়াযায়। কিন্তু ব্রাউজারে বাংলাদেখা যায়না। default browser এবং Firfox ব্যবহার করেছি। বাংলা আসে না। বাংলা দেখা নাগেলে techtunes বা অন্যান্য বাংলা সাইট সমুহ ব্যবহার করা যায় না।

ভাই টাচস্ক্রিন কি স্মুথ?

    @শোভন: অফিসিয়াল ফারমওয়ারে রেস্পন্স কিছুটা স্লো…তবে Feiyu-Mod কাস্টম ফারমওয়ার install করলে Ultra Smooth টাচস্ক্রিন পাবেন।

Roni vai, 1* Camera er picture quality kamoni ?

vaia, problem ta hole amar hath thaka hotath kore netbook , phone pore jai, tai sokto pokto kisu na kinle dekha jai Display fate/break hoya gase… onak din thaka ekta sosta tab khujsilam… apnar ta ki lasting korse ? I mean , Display te ki kono protector ase like gurella protiction ?

    @mr.simpleman: না ভাই, গরিলা বা অন্য কোন স্পেশাল ডিসপ্লে প্রটেক্টর নাই। সাধারন মানের গ্লাস।

tahole to hath theke pore gale khobor ase ….

Level 0

i wanna talk with u very urgent for me.plz give ur contact number
[email protected]

Ainol Novo7 Aurora vs Novo 7 Crystal….konta valo hobe..?@Rony vai

Definitely Crystal !!!!