Bike এর খুঁটিনাটি চেইন টিউন [পর্ব-০৫]

সালাম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দুয়ায়। অনেক দিন অপেক্ষা করালাম আপনাদের এই  জন্য  আমি দুঃখিত। কিন্ত কি করব বলেন পড়াশুনার এত চাপ যে সময়ই করতে পারি না। যাক আজাইরা পেচাল না পাইরা কাজের কথায়  আসা যাক। আজকে আমার এই টিউন Yamha FZ-S নিয়ে।বর্তমানে Yamha নতুন কোন বাইক Realease করছে না  কিন্ত আগের বাইক গুলো কেই নতুন নতুন Colour  এ বাজারে Realease করতেসে। আর Yamha FZ-S এরও নতুন Colour Realease করেছে। এর নতুন colour এর নাম হল Fairy Orange। বর্তমানে এই রঙ এর Yamha FZ-S বাংলাদেশে পাওয়া যাচ্ছে। এর আসল বিশেষত্ব হল এর Stylish Design যা আপনার নজর কাড়বেই। এর ডিজাইন অত্যন্ত সুন্দর। Yamaha Fazer এর  সাথে Yamha FZ-S এর পার্থক্য হল Body Kits  এ। । আমরা যদি ইন্ডিয়ান মার্কেট নিয়ে রিসার্চ করি তাহলে দেখা যাবে ইন্দিয়ার বেশির ভাগ মানুষ এই বাইক ড্রাইভ করতে  সাচ্ছন্দবোধ করে।।  ইন্ডিয়ান বাইক Group (( Indian Street Racer )) এর রিসার্চ এ আমি দেখতে পেলাম ৭৫% লোক Yamaha FZ-S কে ভোট দিয়েছে। যেখানে ভোটার সংখা প্রায় ৩৫০০+ , আর এত জন লোক এর মতামত নিশ্চয়ই ভুল নয়। বর্তমানে এই বাইক যেকোনো Yamha Showroom or Bike Showroom এ পাওয়া যাচ্ছে। এই বাইক এর Perfomance অসাধারন! এই বাইক ড্রাইভ করেও আপনি সাচ্ছন্দ বোধ করবেন। এটি মূলত Street Bike তাই আপনি এই বাইক কে আপনার কাজের জন্যও ব্যাবহার করতে পারবেন। এর মাইলেজ অনেক ভালো। Busy Road এ এই বাইক প্রতি লিটার তেলে ৫৯ কিঃ মিঃ  চলতে পারে। আর Highway Road এ এই বাইক প্রতি লিটার তেলে ৬৯ কিঃ মিঃ  চলতে পারে।  আমি আগেই বলেছি Yamaha Companyr বাইক গুলো অনেক Smooth হয়। এই বাইকও অনেক Smooth। এর Engine ভালো তাই সাধারনত ৬৫০০ কিঃ মিঃ এর আগে ট্রাবল দিবে না। এর প্রধান সমস্যা হল আপনি এই বাইক দিয়ে বেশি Stunt করতে পারবেন না। এই বাইক দিয়ে আপনি যত বেশি Stunt করবেন Engine তত তাড়াতাড়ি নষ্ট হবে। Pulsar 150 সাথে তুলনা করলে এই বাইক Best! তাই যারা Pulsar 150 কিনতে চাচ্ছেন তাদের বলব একবার এই বাইক ড্রাইভ করুন তারপর সিধান্ত নিন কোনটা কিনবেন। এর দাম টা  একটু বেশি তবে মনে রাখবেন ভালো জিনিসের দাম সবসময় বেশিই হয়। এবার চলুন এর Engine Specification সম্পর্কে জেনে নেইঃ

ENGINE SPECIFICATIONS

Displacement:153cc
Engine:153cc, 4-stroke
Maximum Power:14 Bhp @ 7500 rpm
Maximum Torque:14 Nm @ 6000 rpm
Gears:5 Manual
Clutch:Constant Wet Multi Plate
Bore:58
Stroke:57.9
No. of Cylinders:1
Valve Per Cylinder:2
Chassis Type:Diamond
Cooling Type:Air Cooling

DIMENSIONS

Length:1975.00 mm
Width:770.00 mm
Height:1045.00 mm

OTHER SPECIFICATIONS

Weight:126.00 kg
Ground Clearance:160.00 mm
Fuel Tank:12.00 ltrs
Wheelbase:1335.00 mm
Headlamp:12V35W / 35W+35W
Wheel Type:5 Spoke Alloys
Wheel Size:100/60 - 140/60 mm
Tubeless: Yes!
Colors:Fiery Orange, Competition White, Black Cyber Green, Sunset Red

বাংলাদেশি বাজার মূল্যঃ 2.16 Lakhs( দুই  লাখ ষোল  হাজার পাঁচশত  টাকা মাত্র)  [Show-Room Price]
কোথায় পাবেনঃ যেকোনো Yamaha Dealer Shop or  যেকোনো বাইক Show Room এ।
বাইক এর কিছু ছবিঃ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এই বাইক কিনার সাথে ৩ টি ফ্রী Servicing পাবেন। মনে রাখবেন প্রতি ২০০০ কিঃ মিঃ চলার পর বাইক এর মবিল বদলাবেন আর প্রতি ৬০০০ কিঃ মিঃ পর Servicing করাবেন।  নিজের বাইক দিয়ে Stunts করবেন না কখনো। বাইক এর Engine ভাল আসে কিনা খেয়াল রাখুন । স্পীড লিমিট  ৫০ কিঃ মিঃ রাখুন।  খুব বেশি তাড়াহুড়া না থাকলে বেশি স্পীড দিবেন না। Overtaking Tendentsy বাদ দিন। রাস্তায় অন্যান্য বাইক চালক যতই বলুক কখনো রেস করবেন না। মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।  রাস্তায়  ধীরে সুস্থে বাইক চালান। ট্রাফিক আইন মেনে চলুন। বাইক কিনার পর পর ইনসিওরেন্স, লাইসেন্স করিয়ে ফেলুন।
পরবর্তী টিউন এ  কোন বাইক  সম্পর্কে লিখবো তা জানান ।
আরও কিছু জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করুনঃ
আমার ফেসবুক অ্যাকাউন্টঃ Rafi-Tithon

আমার ফেসবুক পেইজঃ Tuner Rafi-Tithon

ধন্যবাদ সবাইকে 😀 😀

Level 0

আমি Shopnil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 242 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমাদের দেশের পণ্য ওয়ালটন মোটরসাইকেল নিয়া আপনার কি মত ?

    @অর্জন: mmmmmm ki dhoroner mot chan vai?

      @Rafi, Nice tune bhaiya. আমার বন্ধু’র FZ চালিয়েছি-সত্যি খুব স্মুদ চলে। তবে পেট্রোলের হিসাবটা ওর কাছ থেকে জেনেছি, ৩৮/৪০ কি:মি: পার লিটার। বেশ কয়েকজনের FZ-S আছে। তারাও তাই বলছে। কিন্তু তারপরও ভাল বলব।

Level 2

তেলের হিসাবটা কিভাবে দিলেন ৫৯ কিঃমিঃ থেকে ৬৯ কিঃমিঃ? টিউন টি লেখার আগে আপনি কোন ব্যবহারকারীকে প্রশ্ন করে দেখেছেন কখনো ১ লিটার তেলে কত কিঃমিঃ চলে?

    @Sk Milon: ha ha ha Ami Personal Experience Theke Bolsi Bro. Ar Indian Blog Gula Visit Korun Jekhane Apni Onek User Der Motamot Paben taholei Bujhte Parben…… Ar akta Kotha jeta niye ami juani na sheta niye ami likhi na tahole walton niye agei tune kore feltam Thanks

Vaiya, FZ e jar 59kmpl er record ache, se to asolei supeeer boss.
amar biking experience Shine, Gladiator ar FZ, nishondehe very bad experience, as I found mileage in Dhaka traffic jam, 35 (Shine), 38 (Gladiator) ar 29 (FZ). (mileage actually hote pare 45, 50 and 38)
amar obosso tel beshi jay, cause ami top gear e kom kom time pai city te chalate gele, ar top gear e thakle speed 80+ hoy (airport theke bonani)
anyway, Gladiator niye porer post chai

aro information gap ache. free service 3 ta na, 6 ta. Dhaka city te bike chilye 6000km por service korle bike 2 din por felei dite hobe. FZ er jonno 5000km hobar por theke 1000km por por mobil change kora uchit, ar 2000-3000km por por service kora uchit.

    @আহাসান: Bro. Mobil Change Ar Servicing Ar Info ta ami Yamaha Engineer Der Kas Theke Niyechi. Ar 2nd Apnr Je Motamot milege Ami New Bike Chal;aiye jeta peyechi Ar Amr Speed Always 60+ Thake So Parthokko Hotei Pare. Milege apni Shob Shomoy Shoman paben Na akhn 59 ase ami next chalate gele dekha jabe 40 km ar nichew ashte pare abr 59 km ar beshi jete pare. ata amr speed ar upor depend korbe joto beshi speed a chalaben toto kom petrol khoroch hbe ar ami akto beshi speed aie bike chalai thanks for you compliment

just another thing, its not true that mileage will be greater if the speed is high. actually mileage is maximum at a optimum speed. for FZ its around 60-65km, as far as I know. I confirm Gladiator to be at 55-60km. if you speed up more, fuel will be used more.
I normally ride at very different speeds, (actually I have to) but this doesn’t mean that I ride in low speed. Normally in open road, I ride over 100kmph…

Oh, I skipped one main thing.
CERTAINLY, FZ is not so comfortable bike to ride.
at least after driving SS125, I find FZ to be very uncomfortable. mainly for two reason, the seating position in not straight, and the steering angle is poor. though some people who loved to ride in sporty position, may love this, but it is not comfortable for city driving at all.
maximum people bought this bike due to UNCOMMON style and wider tire, that’s it.
Oh, its engine is definitely good, but a good bike is not made up only by a good engine.

    @বাপ্পা: @নেট মাস্টার:@আহাসান: ভাইয়া আমি সবজান্তা না তাই আমারও ভুল হতে পারে তবে আমি মাইলেজ সম্পর্কে লিখার আগে ৩ জন Stunter কে জিজ্ঞেস করসি যারা নিয়মিত BD Ghost Riderz গ্রুপ এর জন্য Stunt করে এমন কি Bd Ghost Riderz গ্রুপ এর এডমিন কেও জিজ্ঞেস করসি যিনি নিজে ১০ দিন আগে FZ-S কিনসে তারপরও যদি ভুল হয় সেই জন্য ক্ষমা চাচ্ছি …। ভালো থাকবেন আপনারা ।

      @Rafi Tithon: see, I don’t wanna hurt you. Please don’t misunderstand me. But I thought the information should be correct from a good blogger, isn’t it ?
      Think, one buys a bike according to your post, and then found that it wasn’t true. How will he feel about you ?
      Don’t take it otherwise, bro…

বাজাজ ডিসকভারকে বলাহয় সবচেয়ে তেল সাশ্রয়ী বাইক। যার সর্বোচ্চ মাইলেজ পাওয়া গেছে ১২০ কি.মি/লি. এর মত এভারেজ হল ৮০ এর মত। কিন্তু বাংলাদেশে দৈনন্দিন ব্যবহারে 55-60 এর বেশী জীবনেও পাওয়া যায়না।
সেই হিসাবে ফেজারে 35-40 এর বেশী যাবে বলে বিশ্বাস করিনা। ওরা যে হিসাব দেয় সেটা হল স্টান্ডার্ড কন্ডিশনে কত মাইলেজ দেবে। বাংলাদেশের রোডই স্টান্ডার্ড না। এখানে একবার স্পিড বেশী তো অন্যখানে জ্যাম। গিয়ার চেন্জ আর ব্রেক কষতে কষতে স্টান্ডার্ড মাইলেজ পাওয়া জীবনেও সম্ভব নয়, ভালো হইওয়েগুলো ছাড়া।
নেটে পাওয়া মাইলেজগুলোর ৪০% কম ধরলেই মোটামুটি বাংলাদেশী মাইলেজ সম্পর্কে বাস্তব আইডিয়া আসে।

এফ জেড ও এফ জেড এস ১লিঃ তেলে ৩০কিঃমি যায়।আমাদের এলাকায় আমার কয়েক টা ফ্রেন্ডের এই বাইক আছে।আর১৫(ভাঃ১ ও ২) যায় আপনার সবোর্চ্চ ২২-২৫ কিঃমি।

ফেজার যায় ২৫-২৭ কিঃমিঃ।পালসার ১৫০,হাঙ্ক ১৫০,সিবিজেড ১৫০ সিসির বাইক গুলো আপনার বলে ৫০-৫৫ কিঃমি পর্যন্ত যাবে।কিন্তু প্রকৃত পক্ষে এ বাইক গুলো ৩০-৩৫ কিঃমি পর্যন্ত যায়।

আর বিক্রির জন্য তো কত কিছুই না লেখা হয়,তাই বলে সব সত্যি হবে এমন তো কোন কথা নেই।

    @বাপ্পা: FZ, FZ-S and FAZER is same bike excluding color and fairing. FAZER has got fairing for better speed and engine performance. how come it goes less on mileage below FZ/FZ-S ? confused…

    In terms of mileage for 150cc bikes, as far as I got, CBZ is in first position with over 45kmpl. don’t know, how true it is, but Hero made it as the most fuel efficient 150cc bike.

    @বাপ্পা ভাই, ইউ আর রাইট।

Level 0

চেইন টিউন গুলো খুব সুন্দর হচ্ছে…আমরা বিভিন্ন বাইক সম্পর্কে ধারনা পাচ্ছি…চালিয়ে জান…

খুব ভাল হয়েছে অনেক কিছুই জানতে পারলাম। আমাদের দেশে ইদানিং অনেকেই পুরানো Honda CDI 100cc (Made In Japan) ব্যাবহার করছে। এই হোন্ডা চালাতে নাকি বেশ মজা। ১০০+ স্পীড এও নাকি এর কন্ট্রোল ভাল থাকে। যদিও তেল বেশি লাগে। লোক মুখে শোনা যাই এটিকে একসময়ই রাস্তার রাজা বলা হত। পূরানো অনেক গেরেজে এই হোণ্ডা এর কথা বললে এর সুনামের কমতি থাকে না। গাড়ি প্রচুর Service দিলেও disturb খুব কম করে। আর ও অনেক কিছু…
সময় পেলে এর ভাল মন্দ নিয়ে আলোচনা করবেন। ধন্যবাদ।

আজকে আমি মাইলেজ টেস্ট দিলাম আমার Yamaha SS125 দিয়ে, ৬৪ কিমি/ প্রতি. লিটার (মানিকগঞ্জ শহরে), এই বাইক ১২৫-১৫০ সিসি বাইক সমূহের মধ্যে সেরা মাইলেজ এর বাইক ।
মনির

Apache RTR ER BAPARE LIKHEN & WALTON

Hi Brother, Please write about Honda CBR 250RR bike. I have heard this is a jose bike.

about Yamaha SZ-R please !

Level 0

কষ্ট করে অনেক টিউন করছেন , সে জন্য ধন্যবাদ । কিন্তু যদি অভিজ্ঞতা(বাস্তব) থেকে করতেন , তাহলে টিউনটি আরও ভাল লাগত। আপনার টিউন দেখে মনে হচ্ছে আপনি বুকলেট কপি করছেন ও মার্কেটিং করছেন । আমাদের গ্রুপে এ বাইক অন্তত ১৪টা আছে । নতুন থেকে আজ পর্যন্ত যা মাইলেজ দেখেছি , আপনি তার কাছাকাছিও হাঁটেন না । ভাল হয় আপনি সব বাইকের সুবিধার পাশাপাশি অসুবিধাও(অভিজ্ঞতা থেকে অবশ্যই ) বর্ণনা করলে । বুকলেটের জ্ঞান দিয়ে বাস্তব পরিস্থিতি কেউ বুঝবে না। আপনার ভবিষ্যৎ টিউনগুলো আরও সুন্দর হোক । tC……….

    @নীল: hmmmm bujhar jonno dhonnobad! ami fz-s kokhono ride kori nai ar showroom theke amk jei info dise ami tai use korsi akhn showroom ar lok amk vul info dile toh amr kono dush nai tai na?? ar apni ak kaj koren nijer bastob oviggota theke akta tune kore felun fz-s niya ar apni jei group a achen tar cheyew boro group a ami amdr group a 79 ta bike amra start korsi 18 ta bike niya akhn amra rellly bair korle minimum 250+ toh hbei!!!! coz we r ghost riderz and the top stunter of bd ” peyash ” is our founder!!!! so ai nia amra vab loi nah!!! amra 1 ta bike sorboccho 2-3 mash use kori……………………