Bike এর খুঁটিনাটি চেইন টিউন [পর্ব-০৩]

সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায়  ভাল আছি এবং ভাল থাকার চেষ্টা সবসময় করি।

অনেক দিন পর টিউন লিখছি। নেট এর স্পীড এর যা অবস্থা কমেন্ট করতেই অনেক কষ্ট হয়। আজকে এর আজাইরা পেচাল পারুম না কারন আজে ২ টা টিউন এক সাথে পাবলিশ করুম। আজকে আমরা যে বাইক সম্পর্কে জানব সেটা হল Pulsar 150 । এই বাইক দেখে নাই এমন পাবলিক বাংলাদেশে পাওয়া যাইব না। এইটা বহুত কমন একটা বাইক। তবে এর গুন অনেক বেশি। তেল খুব কম খরচ হয়। Engine ভাল তাই সাধারনত ১৬০০০ কিঃমিঃ চলার আগে Trouble দেয় না। বাংলাদেশে বর্তমানে ৩ রঙ এ এই বাইক পাওয়া জাইতেসে। Bajaj এর অনেক বাইক আসে এর মধ্যে এটা অনেক ভাল একটা বাইক। গ্রামে কিংবা শহরে এই বাইক পাওয়া জাবেই। আর যাদের কাজ হল আদিক সেদিক ঘুরাঘুরি করা তাদের জন্য এই বাইক আকদম পারফেক্ট।  এটি ৫ গিয়ার আর বাইক। ১ টা নিচে বাকি ৪ টা উপরে। Pulsar Seriese এর  আরও 3 টি বাইক রয়েছে Pulsar-135,Pulsar-180 আর Pulsar এর নতুন সংজুজন Pulsar-200NS যা এখনও বাংলাদেশে আসে নাই। এ বেপারে আমি আশলে নিশ্চিত না কারন আমার জানা মতে Pulsar-200 Ns  বাংলাদেশে আসে নাই। যাক এখন Pulsar 150 নিয়ে আলোচনা করি। চলাফেরার কাজে এই বাইক ব্যাবহার অনেক ভাল। তেল খরচ কম তাই চিন্তা নাই। তাছাড়া এর Stylish Designও আপনার নজর কারবে। মাত্র ১ সেকেন্ড এ আপনি ৩৫ কিঃ মিঃ স্পীড তুলতে পারবেন। রেস করার জন্য এই বাইক আকদম পারফেক্ট। তবে রেস করতে জাইয়েন না কারন আকবর দুর্ঘটনা গতলে এই বাইক আস্ত থাকব বইলা মনে হয় না কারন আমার দেখা দুর্ঘটনা (Pulsar-150) গুলর মধ্যে একটা বাইক ও ভাল ছিল না সবগুলা পুরা বিধস্ত হয়া গেসিল। এর Engine অনেক ভাল। সহজে গরম হয় নাহ। এই বাইক সম্পর্কে সবাই জানেন তাই আমার মনে হয় না এর কিছু বলা লাগবে আমার।

তাহলে চলুন এর Engine Specification সম্পর্কে জেনে নেইঃ

VEHICLE SUMMARY

Name:Pulsar 150

VERDICT

FORStyle
DTS-i Technology
AGAINSTNA

OUR RATINGS

Appearance:   ****   (4 Star)
Comfort:   ****   (4 Star)
Features:   ****   (4 Star)
Performance:   ****   (4 Star)
Value for money:   ***** (5 Star)

ENGINE SPECIFICATIONS

Displacement:149.01cc
Engine:149cc, DTS-i
Maximum Power:14.9 Bhp @ 9000 rpm
Maximum Torque:12.5 Nm @ 6500 rpm
Gears:5 Speed
Clutch:Wet Multiplate Clutch
Bore:NA
Stroke:NA
No. of Cylinders:1
Cylinder Configuration:NA
Engine Block Material:NA
Chassis Type:Double Cradle
Cooling Type:Air Cooling
Carburetor:NA

DIMENSIONS

Length:2035.00 mm
Width:750.00 mm
Height:1115.00 mm

OTHER SPECIFICATIONS

Weight:143.00 kg
Ground Clearance:165.00 mm
Fuel Tank:15.00 ltrs
Wheelbase:1320.00 mm
Electrical System:NA
Headlamp:35W/35W Halogen
Horn:NA
Wheel Type:17″ Black Alloys
Wheel Size:90/90 x 17″ - 100/90 × 17″ mm
Colors: Cocktail Wine Red, Midnight Black, Plasma Blue

বাংলাদেশি বাজার মূল্যঃ 1.96 Lakhs (১ লাখ ৯৬ হাজার টাকা মাত্র)   [Show-Room Price]
কোথায় পাবেনঃ Bajaj Showroom Or যেকোনো Bike Showroom এ।

বাইক এর কিছু ছবিঃ

বাইক এর ইঞ্জিন এর প্রতি যত্নশীল হন প্রতি ১/২ মাস পর পর Servicing করান । নিজের বাইক দিয়ে Stunts করবেন না কখনো। বাইক এর Engine ভাল আসে কিনা খেয়াল রাখুন। স্পীড লিমিট সরবোচ্ছ  ৫০ কিঃ মিঃ রাখুন  খুব বেশি তাড়াহুড়া না থাকলে বেশি স্পীড দিবেন না। Overtaking Tendentsy বাদ দিন। রাস্তায় অন্যান্য বাইক চালক যতই বলুক কখনো রেস করবেন না। মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।  রাস্তায়  ধীরে সুস্থে বাইক চালান। ট্রাফিক আইন মেনে চলুন। বাইক কিনার পর পর ইনসিওরেন্স, লাইসেন্স করিয়ে ফেলুন। নিজের Driving লাইসেন্স সাথে রাখুন। বাইক দিয়ে কখনো Burnout Stunt করবেন না। Engine এর ১২ টা বাইজ্জা যাইব।

আরও কিছু জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন আমার ফেসবুক অ্যাকাউন্টঃ Rafi Tithon

ধন্যবাদ সবাইকে   😀 😀

Level 0

আমি Shopnil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 242 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার একটা বিষয় একটু জানার আছে। মোটরসাইকেল এ কি ডাবল ইনডিকেটর ব্যবহার করা যায়। যদি যায় তাহলে এটা কিভাবে করতে হয়। নাকি আলাদা কিছু লাগাতে হয়। আমি ইয়ামাহা এস এস ১২৫ ব্যবহার করি।

Level 0

vaiya, stunts jinista ki?

    @Uttam: Amare Fb Te Add Koren Dekhaitesi Stunts Jinish karon Video Gula Onk Boro So Fb te Upload Dewa Ase Akhane Reupload Dewa Jhamela Thanks

Level New

Vi chorom post. lege thakun. Amar pochondo HiroHonda Hunk. eta niye ekta ppost korben asha kori

can you post a details and review about Yamaha SZ-R , Please ?