Bike এর খুঁটিনাটি চেইন টিউন [পর্ব-০১]

সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আপনাদের দুয়ায় ভাল আছি এবং ভাল থাকার চেষ্টা সবসময় করি। আজকে আমি যেই টিউনটি করব  সেটি হল বাইক নিয়ে । এখানে বাইক নিয়ে কেও টিউন করেছেন বলে মনে হয় না। জন্মের পর থেকেই বাসায় বাইক দেখে আছসি। কিন্ত আমার বাবার করা নির্দেশ বাইক চালানো শিখা যাবে না  তাই ক্লাস ৬ পর্যন্ত  মনের দুঃখ নিয়েই থাকলাম। ক্লাস ৭ এ উঠার ২-৩ মাস পরেই ভাইয়া বাইক কিনল  Yamaha Fazer 153cc তখন আর আমায় টেখায় কে? বাবার চোখ ফাকি দিয়ে বাইক চালানো খুব ভালভাবেই শিখলাম তবে বাবার বাইক চালাতে পারতাম নাহ আর ভাইয়াও অনেক বিজি থাকতও তাই মাসে ১ বার চালাতে পারতাম ক্লাস ৮ এ উঠে  খুব ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করার পর ১ তা Stunt শিখায় এর মদ্ধে বাবাও নতুন বাইক কিনসে।

আমার বন্ধুদের জখন বলতাম আমি বাইক চালাতে পারি তখন ওরা মনে করত আমি চাপাবাজি করতেসি তহ একদিন ভাইয়া বাইরে থেকে আশার পর বাইক চাইলাম বলল নিয়ে যাও তবে আস্তে চালিয়ো তখন তহ আর মজা বন্ধু এপিক কে কল দিয়া বললাম বাইর হইতে ও তহ বাইর হয়া পুরা তহ। ওই দিন ৬৭ স্পীড এ চালাইলাম আস্তে আস্তে আমার স্পীড বারতে লাগল এর আখন ৯৭ এ আইশা থামল। জানি আত স্পীড দেয়া ঠিক না তবুও আমার মন তহ মানে নাহ। অনেক আজাইরা পেচাল পারলাম এখন কাজের কথা আসি।আজকে আপনাদের যেই বাইক সম্পর্কে বলব সেটি হলঃ Yamaha Fazer 153cc এই বাইকটির সবচেয়ে ভাল গুন হল এই বাইক অনেক Smooth. যারা চালিয়েছেন সুধু তারাইএ বলতে পারবে এটা চালাতে কত মজা । যা অন্য কোন  বাইক এ আমি আজ পর্যন্ত  পাই নাই।

চলুন তাহলে এর Engine Specification সম্পর্কে জেনে নেইঃ

ENGINE SPECIFICATIONS

Displacement:153cc
Engine:153cc, 4-stroke
Maximum Power:14 Bhp @ 7500 rpm
Maximum Torque:14 Nm @ 6000 rpm
Gears:5 Manual
Clutch:Constant Wet Multi Plate
Bore:58
Stroke:57.9
No. of Cylinders:1
Valve Per Cylinder:2
Chassis Type:Diamond
Cooling Type:Air Cooling

DIMENSIONS

Length:1975.00 mm
Width:770.00 mm
Height:1045.00 mm

OTHER SPECIFICATIONS

Weight:141.00 kg
Ground Clearance:160.00 mm
Fuel Tank:12.00 ltrs
Wheelbase:1335.00 mm
Headlamp:12V35W / 35W+35W
Wheel Type:5 Spoke 17" Alloys
Wheel Size:100/60 - 140/60 mm
Colors: White, Black Cyber Green, Midnight Black and Lava Red

বাংলাদেশি বাজার মূল্যঃ  2.40 Lakhs (( Showroom Price ))

কোথায় পাবেনঃ যেকোনো Yamaha Dealer শপ এ।

বাইক এর কিছু ছবিঃ


এই বাইক কিনার সাথে ৩ টি ফ্রী Servicing পাবেন। মনে রাখবেন প্রতি ২০০০ কিঃ মিঃ চলার পর বাইক এর মবিল বদলাবেন আর প্রতি ৬০০০ কিঃ মিঃ পর Servicing করাবেন।  নিজের বাইক দিয়ে Stunts না করাইএ ভাল এতে Engine ভাল থাকে।  তাছাড়া বাইক নিয়ে কখনো রেস করবেন  না।

আরও কিছু জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করুনঃ

আমার ফেসবুক অ্যাকাউন্টঃ Rafi Tithon

পরবর্তী টিউন এ Yamaha R15 V2 সম্পর্কে লিখবো।

ধন্যবাদ সবাইকে..... 😀 😀

Level 0

আমি Shopnil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 242 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কিনার ইচ্ছা ছিল But কিনতে পারছি না।

Price Bartese Ar Blue Colour Banned Kore Dise Tai Joto Taratari Kinben Toto Valo Thnx @ Bappi Via

আমার মনে হয় আপনার তথ্যে কিছুটা ভুল আছে। প্রতি ১০০০কিঃমিঃ পর পর মোবিল পরিবর্তন করা উচিত। এটা আমার কথা না। এটা ইয়ামাহার ইঞ্জিনিয়ারদের কথা। আর প্রতি ৩০০০কিঃমিঃ পর পর সার্ভিসিং করা উচিত।

    @জোবায়ের: Na Vai Amader Dealer Shop Ar Engineer Ke Ask Korar Por Uni Amk Ai Info Dilo….So Vul Howar Kotha Nah Karon Amdr Shop ow Yamahar Showroom!

দেশি পণ্য ওয়াল্টন কেমন? ওয়াল্টন নিয়ে একটা রিভিউ এর আশা রইলাম। 🙂

ডিসকভার 100 ব্যবহার করি। তেলের দা দাম এই সব হাই এন্ড বাইক শুধু সখে ছাড়া কাজে ব্যবহার করে পোষাবে না । 😀
টিউনের জন্য ধন্যবাদ। চালিয়ে যান। 😀

ছোট ভাই, তোমার কথা শুনে প্রথমে আমি ভিমরী খেয়ে গেছিলাম। কারণ, ক্লাস সেভেনে পড়ার সময় আমার হাইট ছিলো খুবি কম, বাইক থেকে মাটি নাগাল পাব তো দূরের কথা বাইকের ব্রেক, গিয়ার ঠিক মত নাগাল পেতাম না। যদিও ক্লাস নাইনে উঠে একটু লম্বা হয়ে শিখেছি। কিন্তু, শেষের ছবিটা যদি তোমার হয় তবে বোধকরি তুমি ক্লাস সেভেনে থাকতেও এমন লম্বাই ছিলা। তাই, তুমি অনায়াসে এটা চালাতে পেরেছ। পোস্টের শেষে বাইক সতর্ক হয়ে চালাতে বলে খুব ভালো করেছো। ২০০৩ থেকে এখন পর্যন্ত কয়েকবার বাইক নিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয়েছি কিন্তু আল্লাহ্‌ রহমতে বড় কোন শারীরিক ক্ষতি হয় নি।
ভালো থাকো!! তোমাকে আমি আবার তোমার পোস্টের শেষের কটি লাইন স্বরণ করিয়ে দিলাম!!

দাম দেইখ্খা বুছছি এইডা আমার না 🙁

Level 0

bike er khutinati niye tune chaliye jan, sudhu yamaha fazer kano sob bike niye likhun, bhalo hoyche, notun tune, akebare onyorokom 🙂

    @Jonty: Dhonnobad Via Shob Bike Niye Likhbo Shate Thakben asha Kori. Thanks again 🙂

“””বাংলাদেশি বাজার মূল্যঃ 2.40 Lakhs (( Showroom Price ))”””” 😥

Megelli 125cc নিয়ে লিখবেন আশা করি । আমার চরম পছন্দের একটা বাইক । সামনে কেনার ইচ্ছা আছে । আশা করি আপনার রিভিউ পাবো সাথে বর্তমান বাজার মুল্য ।

    @রাজিব: Megehli Liye Likhbo Via Tobe Amar Mone Hoy Megehli Na Kinaiye Valo Karon Ar Engine Khub Akta Valo Na Porobortite Trouble Dibe. Oneker Experince Theke ami Ja Jenechi akhn Shompurno apnr Iccha Thankyou.

ভাই yamaha R125 এটা কি বাংলাদেশে পাওয়া যাবে ?

    @রানার: Na Via Ata BD Te Nei. Tobe Apni Yamahar Main Dealer Kornofuli Motors Ar Main Office Or Dhakar Kono Showroom A Jeye Dekhte Paren majhe Majhe Oder Order Dile ane Dey Tobe R125 Ar Cheye R15 V2 Ta Beshi valo Hobe. Thankyou.

Level 0

vai age chinta kortam babake pichone bosiye nije kobe drive korbo kintu ekhon nije drive kori thik e kintu babar pichone bose bike riding ta khub miss kori, ekhon kothai jabo bolle chabi ta dekhai dei ………..

Level 0

টি ভি এস মোটর সাইকেল কিভাবে সার্ভিচিং করা যায় । কিভাবে বিভিন্ন অংশ খূলে তা পরিষ্কার করে আবার লাগানো যায় । এ বিষয়ে টউন করবেন । টিভিএস 100 সিসি গাড়ীর সমস্যাবলী ও তা ঠিক কিভাবে করা যায় । এ বিষয়ে টউন চাই ।

প্রিয় টিউনার আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

ধন্যবাদ আপনাকে।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!

দারুন লিখেছেন……………………..ভাইয়ার মেরুদন্ডের স্পাইনাল ডিস্ক নড়ে যাওয়ায় ডাক্তারের পরামর্শ বাইক চালানো যাবেনা। বিক্রি করতে হলো Pulsar। আর আমার বাইক চালানো বন্ধ…………………

Level 0

উপরে কিছু তথ্য ভুল। ১০০০ কিমি পর পর বাইক এর মোবিল পরিবর্তন করতে হয় এবং ২০০০-২৫০০ কিমি পর পর বাইক সার্ভিসিং করতে হয়। কারন খুব সহজ, আপনি যখন একটি বাইক চালাবেন, তার ভিতরের জিনিশ (পিস্টন, টাইমিং চেইন, ক্লাচ প্লেইট ইত্যাদি) মোবিল এর সাপোর্ট এ কাজ করে, ১০০০ কিমি চালানোর পর মোবিল আর মোবিল থাকে না, তা পানির সমকক্ষ হয়ে যায়। তবে আমার জানামতে যদিও একটি মোবিল রয়েছে, তাতে ২০০০ কিমি চালানো সম্ভব। আমি সর্বোচ্চ ৮০০ কিমি এক মোবিল এ চালাই।

আর সার্ভিসিং এর ব্যাপারে আপনি, ইয়ামাহার সার্ভিসিং বুক টা চেক করলেই দেখতে পারবেন, কত কিলো পর পর সার্ভিসিং করা উচিত।

ধন্যবাদ।