মহামূল্যবান মনি মুক্তা : আমরা কতটুকু জানি ?

Gem 1

বহু প্রাচীনকাল থেকেই চকচকে মনিমুক্তার প্রতি মানুষের এক ধরনের সহজাত আকর্ষণ রয়েছে। এর আবিষ্কার কবে তা এখন পর্যন্ত কেউ বের করতে পারেনি। হাজার হাজার বছর ধরে এমনকি এখনো মানুষ ভূত-প্রেত ও নানা রোগ ব্যধির হাত থেকে রক্ষা পেতে কবচরুপে এগুলো ব্যবহার করে।
সকল প্রকার রত্ন পাথরইকেই "মূল্যবান পাথর" বলা হলেও আসলে সত্যিকার মূল্যবান পাথর বলতে চার প্রকার পাথরকেই বোঝায়। নিম্নে এগুলো সম্পর্কে বিস্তারিত লিখা হল -

১। হীরা (Diamond)

সর্বাপেক্ষা মূল্যবান এ বর্নহীন এ রত্নগুলো একটি মাত্র বিশুদ্ধ উপাদান কার্বন থেকে সৃষ্ট। ভারত বর্ষে সর্বপ্রথম মূল্যবান হিসেবে খনি থেকে উত্তোলন ও ব্যবহার করা শুরু হয়। হীরা ভারতবর্ষের মানুষের কাছে কমপক্ষে ৩০০০ - ৬০০০ বছর ধরে পরিচিত। মানুষের জানা সকল প্রাকৃতিক পদার্থ থেকে হীরা অনেক বেশি শক্ত এবং এটি দ্বারা সবচেয়ে বেশি তাপমাত্রা পর্যন্ত কাজ করা যায়।

Gem 2

মাটির প্রায় ১৪০ থেকে ১৯০ কি.মি. নিচে পৃথিবীর কেন্দ্র ও পৃথিবীর আবরনে মাঝে প্রচন্ড তাপ ও চাপের কারনে হীরা গঠিত হতে প্রায় ১ থেকে ৩.৩ বিলিয়ন বছর সময় লাগে। সকল হীরাই পৃথিবীতে তৈরী হয়েছে এমন নয়, পৃথিবীতে এমন অনেক হীরা পাওয়া গেছে যেগুলো পৃথিবীর বাহিরে তৈরী। হীরাকে আদর্শ ধরে তৈরি করা Mohs Scale of mineral hardness অনুযায়ী হীরার কাঠিন্যতা ১০ এ ১০। পৃথিবীতে প্রতি বছর প্রায় ২৬০০০ কে.জি. হীরা উত্তোলিত হয় যার মূল্য প্রায় ৯ বিলিয়ন ডলার।

২। চূনী (Ruby)

যেসকল দামী পাথর হতে লাল রং বিচ্ছুরিত হয় তাদেরকে চূনী বলে। ক্রোমিয়ামের উপস্থিতির ফলেই এগুলো দেখতে লাল। এগুলো অ্যালুমিনিয়াম অক্সাইডের একধরনের ক্রিস্টাল বলে এদেরকে কোরান্ডাম বলে। আসলে লাল রংয়ের কোরান্ডামকেই চূণী বলে।

Gem 3

হীরার পরে এটি সবচেয়ে মূল্যবান প্রাকৃতিক বস্তু। বলা হয় সবচেয়ে ভাল চূনী মায়ানমারে পাওয়া যায় যেগুলো নাকি কবুতরের রক্তের মত লাল। মায়ানমারের মোগক ভ্যালি পৃথিবীতে রুবির প্রধান উৎস। Mohs Scale of mineral hardness অনুযায়ী এর ১০ এ এর কাঠিন্যতা ৯।

৩। পান্না (Emerald)

Gem 4

সবুজ রংয়ের মূল্যবান পাথরগুলোকে বলে পান্না। পান্নাতে বিভিন্ন পদার্থের মিশ্রিন থাকে বলে এর কাঠিন্যতা কম। Mohs Scale of mineral hardness অনুযায়ী ১০ এ এর কাঠিন্যতা ৭.৫ থেকে ৮। শুধু গাড় সুবজ রংয়ের রত্নপাথরকেই পান্না বলে। রত্ন পথরের রং হালকা হলে তখন তাকে বেরোল (beryl) বলে। মিশর, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানে পান্নার জন্য বেশি নামকরা।

৪। নীলকান্তমণি (Saphire)

Gem 51 Gem 52

এর নাম নীলকান্তমণি হলেও এর রং সবসময় নীল হয় না। প্রকৃত পক্ষে লাল ছাড়া সকল রংয়ের কোরান্ডাম ক্রিস্টালই নীলকান্তমণি। এটা হীরার মত বর্ণহীনও হতে পারে। Mohs Scale of mineral hardness এগুলোর কাঠিন্যতাও চূণীর মত ১০ এ ৯।

এছাড়াও আরো অনেক কম মূল্যবান পাথর রয়েছে যেমন - অপেল(Opals), নীলা(Amethysts), পোখরাজ(Topazes) ইত্যাদি। নিচের ছবিতে দেখুন
Gem 6

মূল্যায়ন:

কোন রত্ন পাথরের মূল্য কেমন হবে তা নির্ভর করে চারটি বিষয়ের উপর। যথা - রং, কিভাবে কাটা, কতটা স্বচ্ছ এবং কত ক্যারেট। আমরা অনেকেই ক্যারেট নামটি শুনেছি কিন্তু ভালভাবে জানি না। আসলে স্বর্নের ক্ষেত্রে এটি হল বিশুদ্ধতার একক। মানে যেকোন স্বর্নের ২৪ ভাগের কত ভাগ স্বর্ণ তা বোঝাতেই ক্যারেট ব্যবহৃত হয়। ২৪ ক্যারেট বলতে বোঝায় ২৪ ভাগের ২৪ ভাগই স্বর্ণ অর্থাৎ ৯৯.৯% খাটি স্বর্ণ (যা ব্যবহারের অনুপযোগী)। আর রত্নপাথরের ক্ষেত্রে ক্যারেট হচ্ছে ভরের একক। এক্ষেত্রে ১ ক্যারেট = .২ গ্রাম বা ২০০ মিলি গ্রাম।

কয়েকটি বিখ্যাত রত্নপাথর :

Gem 7

বৃটিশ রানীর মুকুটে স্থাপিত মাত্র ১০৫ ক্যারেটের "কোহিনূর" পৃথিবীর সবচেয়ে নামকরা ঐতিহাসিক রত্নপাথর। কূহিনুর অর্থ আলোর পাহাড়।  কোহিনূর ১২৯৪ সালে মালোয়ার রাজার হাত থেকে আলা উদ্দীন কাজী, তারপর মুহম্মদ বিন তুগলক, তারপর দিল্লি সুলতানাত এভাবে মুগল সম্রাট বাবুর এবং সকল মুগল সম্রাটের হাত হয়ে শেষ দিকের মুগল সম্রাট সাহজাহানের হাতে এসে পড়ে, শাহজাহানের বিখ্যাত ময়ূর সিংহাসনে ময়ূরের এক চোখে লাগানো ছিল কোহিনূর অপর চোখে চিল আকবর সাহ রত্ন, এরপর কোহিনূর আবার শাহজাহান হতে নাদির সাহ, তারপর আহমেদ সাহ আবদালি, সিখ মহারাজ এবং সাহ সূজা এর হাত হয়ে এসে পড়ে রনজিত সিং এর কাছে যার কাছে ইস্ট ইন্ডিয়া কম্পানি এটি কেড়ে নেয় এবং ব্রিটিশ রানী ভিক্টোরিয়াকে ১৮৫১ সালে উপহার হিসেবে দেয়।

B0C92B

ধারনা করা হয় বর্তমানে সবচয়ে দামি রত্ন পাথরটি হচ্ছে ১০৭২৫ ক্যারেটের Gem of Thanza যার বর্তমান মূল্য প্রায় ১১ মিলিয়ন পাউন্ড।

নিম্নোক্ত সাইটে গেলে পৃথিবীর বর্তমান শ্রেষ্ঠ ১০ টি রত্নপাথর সম্পর্কে জানতে পারবেন।
http://crazytopics.blogspot.com/2007/02/10-largest-diamonds-in-world.html

[stextbox id="custom"]উক্ত টিউন সম্পর্কে কারো কোন প্রশ্ন থাকলে দয়া করে জিজ্ঞেস করে জেনে নিন। আপনাদের যেকোন ধরনের মন্তব্য আমাকে আরো লিখতে উৎসাহিত করবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।[/stextbox]

Level 2

আমি TareqMahbub। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 464 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Programmer at Business Innovation & Incubation Center, Banani. Worked @ Harry & Michael IT Center as a Web Developer. Worked @ Kazi IT Center as a Web Developer, Graphic Designer, Virtual Assistant. Worked @ IQRA MODEL SCHOOL & COLLEGE as a full time teacher & typist. Student at American International...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুননন টিউনন!!!
আর কি দামী রত্ন পাথর থাকলে সেটা নিয়েও লিখেন।

Thanks moin bhai

ওয়াও ………… এ দেখি মহামূল্যবান টিউন

    টিনটিন ভাই তারাতারি পকেটে ভরেন । আর আমার ভাগটা কিন্তু আলাদা করে রাইখেন । হা হা হা

ভাল জিনিস সর্ম্পকে জানতে ভাল লাগে ………………. চালিয়ে যান

Level New

খুউউউউব সুন্দর হয়েছে টিউনটা।অসংখ্য ধন্যবাদ আপনাকে

bah