টেকটিউনসবাসী সতর্ক হোন নতুন একটি ল্যামার গ্রুপ থেকে (আপডেটেড)

শুরুর কথাঃ

কেমন আছেন সবাই? আশা করি ভালো। গত কয়েকদিনের  বেশ কয়েকটি টিউনে, টিভির টিকারে অথবা ইন্টারনেটের বিভিন্ন সূত্রের বদৌলতে ইতিমধ্যেই নিশ্চয়ই জেনে গেছেন যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইট (www.supremecourt.gov.bd) হ্যাক হয়েছে। কারা হ্যাক করেছে তাও নিশ্চয়ই জানেন। একটি আনইথিকাল হ্যাকিং গ্রুপ নাম "3xp1r3 সাইবার আর্মি"।

"বাংলাদেশ সাইবার আর্মি" নিয়ে তো অনেক কথায় শুনেছেন। তারা থাকতে এই সাইট হ্যাক হল কিভাবে? এই প্রশ্নের উত্তর আমি কিছুক্ষন পরে দিব তার আগে জেনে নেই কারা এই 3xp1r3 সাইবার আর্মি।

কারা এই 3xp1r3 সাইবার আর্মিঃ

ল্যামার কিঃ

হ্যাকারদের কাছে খুবই পরিচিত একটি শব্দ Lamer । সোজা কথায়, তারা যা জানে না তা নিয়েই বাহাদুরী করে। এরা হ্যাকারদের বিপরীত মেরুতে অবস্থান করে। একদিকে হ্যাকাররা যখন কোন একটি সিস্টেম সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখে বা রাখার চেষ্টা করে, অপরদিকে একজন ল্যামার সর্বোচ্চভাবে শুধু সিষ্টেমটা ব্যবহার করা শিখে। এর বেশি কিছু নই। সহজভাবে বলতে গেলে, একজন হ্যাকার আর একজন একজন ল্যামার এর সামনে যদি একটি যন্ত্র রাখা হয়। একজন হ্যাকার অবশ্যই জানার চেষ্টা করবে এই যন্ত্রটি কোথা থেকে তৈরি, কিভাবে তৈরি, কেন তৈরি, এর কাজ কি ইত্যাদি আর একজন ল্যামার শুধু এর ব্যবহারটুকু শিখেই বাহাদুরি দেখানো শুরু করে। এদের ব্যবহার এমন যেন এরাই এই মেশিনটা বানিয়েছে। 😉 এদের সম্পর্কে একটা উক্তি ভীষন জনপ্রিয়।

"I don't care how it works, just that it does"

মজার কথা হল, 3xp1r3 সাইবার আর্মি নিজেরা রুটিং কি জানে না, অথচ তারাই কিনা বাংলাদেশ সাইবার আর্মিকে রুট করা শিখিয়েছে। এর থেকে বড় ল্যামিং আর কি হতে পারে।

3xp1r3 সাইবার আর্মি কেন ল্যামারঃ

সুপ্রিম কোর্টের সাইটটিতে হ্যাকাররা তাদের পরিচয় হিসেবে  "3xp1r3 Cyber Army" লিখেছে এটি।  আমরা সবাই জানি বাংলাদেশি অধিকাংশ সাইটই নিরাপত্তার দিক দিয়ে মারাত্মক দূর্বল। এগুলোর দূর্বলতা এমনই যে "বাংলাদেশ সাইবার আর্মিতে" প্রথম যে অধ্যায়টা শিখানো হয়, তা দিয়েই হ্যাক করা যাবে। চাইলে বাংলাদেশ সাইবার আর্মির একদম নতুন পর্যায়ের হ্যাকাররাও দেশের অনেকগুলো সরকারী সাইট নিজেদের দখলে নিয়ে নিতে পারে। দুখজনক হলেও সত্য হাবিজ নামের একটা হ্যাকিং টুল আছে, যা দিয়ে কিছু না জেনে আপনিও হ্যাক করে ফেলতে পারবেন অনেকগুলো সাইট। এই একটা জায়গায় বাংলাদেশ সাইবার আর্মির নতুন সদস্যদের সাথে 3xp1r3 পার্থক্য। তারা হ্যাক করতে পারলেই ডিফেস করে ফেলছে, যেখানে বাংলাদেশ সাইবার আর্মি সদস্যরা সাইটের এডমিনকে জানাচ্ছে। এজন্যেই এক্সপায়ারদের ল্যামার বলা হচ্ছে।

কারা এরাঃ

এদের একটা পরিচয় হল এরা সবাই বাংলাদেশী। তাদের দলের বেশির ভাগ সদস্যেই থাকে দেশের বাইরে। ডিফেসে আবার তাদের শখের জায়গায় অদ্ভুদ একটা কথা লিখে দিয়েছে। একবার চিন্তা করে দেখুন কারো মানসিক চরিত্র করটুকু খারাপ হলে তারা "F*****G girl Is My Hobby" এর মত ঘৃণ্য একটি কথা বলতে পারে। বাংলাদেশী হয়েও বাংলাদেশের সাইট হ্যাক করেছে। যা একেবারেই পিশাচসূলভ কাজ।  সবচেয়ে বড় কথা এরা সরকারী সাইট হ্যাক করছে। সাইটে খুব সুন্দর ভাবে বড় করে লিখে দিচ্ছে

"Some other hacker are trying to hack Bangladeshi sites!! and delete all the data !!
Dont worry none of data is deleted!!
Set the permission of admin/notice/db.php so that no one can view it!! your database is insecure!! Patch IT!!"

মানে এরা সাইটের কোন ক্ষতিই করছে না। অথচ সবচেয়ে মারাত্মক ব্যাপারটা হচ্ছে, ওরা ঐ সাইটের পুরো ডাটাবেজই ডিলিট করে দিয়েছে। মানুষের কাছে "নায়ক"(!) সাজার জন্য আরো কয়েকটি মহৎ বাণীও লিখে দিয়েছে। অথচ ভিতরের খবর হচ্ছে, ওরা নিজেরায় সাইটগুলো ধ্বংস করে দিয়েছে। নিচের স্ক্রিনশটগুলো ওদেরই ফেসবুক গ্রুপ থেকে নেওয়া।

শুধু এই প্রথম নয়, এর আগে ওরা একে একে ধ্বংস্ব করেছে,

বাংলাদেশ আই-হসপিটাল এর সাইট [ http://zone-h.org/mirror/id/15696362%5D এই সাইটটা অবশ্য বাংলাদেশ সাইবার আর্মি নিজ দায়িত্বে রিকভার করেছিল। যার খবর আপনারা আগেই পেয়েছেন ডিজে আরিফের এই টিউনে। ঐ টিউনের মাধ্যমে আপনারা দেখেছেন কিভাবে কুয়েত আর অ্যারাবিয়ান হ্যাকারদের হ্যাক করা তিনটি সাইটও রিকভার করেছিল বিসিএ।

বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংকের সাইট [http://www.zone-hack.com/defacements/?id=3870]। এটি ব্যংকের অফিশিয়াল সাইট, যা হ্যাক করে তারা সব তথ্য আর ডাটাবেজ সম্পূর্ণভাবে মুছে দেয়। এতে প্রচুর ঐ ব্যঙ্কের অর্থ নষ্ট করে ফেলে এই এক্সপায়ার সাইবার আর্মি। দূর্ভাগ্য সাইটটার কোন ব্যাক আপ রাখেনি এডমিন। সাইটটা এখনো রিকভার করতে পারেনি তারা।

বাংলাদেশ কোর্টের এর সাইট [ http://www.zone-hack.com/defacements/?id=5738 ]

University Grants Commission (UGC) of Bangladesh [ http://zone-h.org/mirror/id/15689795 ]

এছাড়াও জর্ডানের বাংলাদেশী এমবাসি এর সাইট হ্যাকের পরে কিভাবে পূনউদ্বার হয় তা আছে মারুফ আলম এর এই টিউনে।

3xp1r3 সাইবার আর্মি নামের এই  তথাকথিত নামসর্বস্ব দলটি একের পর এক হাসপাতাল,ব্যাংক, কোর্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাইট ধ্বংশ করে যাচ্ছে।

ওদের কাজটা কি ভালো নাকি খারাপ?

আপনাদের আগেই বলেছি বাংলাদেশ সাইবার আর্মি একটা ইথিকাল গ্রুপ। ইথিকাল আর আন ইথিকাল শব্দ দুইটার মধ্যে মূল পার্থক্য হল কারো কাছে ন্যায়বোধ আছে, আর কারো কাছে নাই। যেই সাইট হ্যাকের পর এই এক্সপায়ার সাইবার আর্মি এতটা জনপ্রিয়(!) হয়ে গেল।  একই সাইটের ব্যাপারে বাংলাদেশ সাইবার আর্মি অনেক আগেই তাদেরকে মেইল করেছিল। কিন্তু আমাদের দূর্ভাগ্য যে তারা তাদের নিরাপত্তা বাড়াতে কোন পদক্ষেপই নেয়নি। না হলে আজ এই অবস্থা হত না। বাংলাদেশের বেশিরভাগ সাইটেরই নিরাপত্তা ব্যাবস্থা এতটাই শোচনীয় যে, কয়েকটা ফ্রী হ্যাকিং সফটওয়্যার বা টুল ব্যবহার করেই সাইটগুলো হ্যাক করা যায়। এইখানে আহামরি কোন ব্যাপার নেই।

অনেক বলছেন উচিত শিক্ষা হয়েছে, আসল কথা হচ্ছে। এসব সাইট যারা ডেভলপ করে আমার মনে হয় না পরবর্তীতে তাদের কাছে এডমিন এক্সেস থাকে। যার কাছে থাকে সে শুধু নতুন করে কিছু খবরের আপডেট পাবলিশ করে। এবং মনে হয় এর বেশি কিছু তারা পারে। তাইতো "আপনার সাইট ভালনারএবল, এটা যেকোন মূহুর্তে হ্যাক হতে পারে। তাড়াতাড়ি ব্যবস্থা নিন" মেইলটি পেলে মনে করে তাদের কাছে চাদা চাওয়া হচ্ছে। বিনিময়ে তারা বেশ সুন্দর(!) ভাষায় ঐ হ্যাকারকে প্রতিউত্তর দেয়।

এই জায়গায় এসে অনেকে বলতে পারেন 3xp1r3 যা করেছে ঠিক করেছে। কিন্তু আমি বলব তারা ছেলেমানুষী করেছে। অথবা ঘৃণ্য পিশাচের মত। খাবার পেয়েছে খেয়ে ফেলেছে। কার খাবার কিসের খাবার ভাবে দেখেনি। [এর চেয়ে ভয়ানক খারাপ উদাহারন লিখব ভেবেছিলাম ;)]

শেষ কথা(তাহলে কি করা উচিত?):

একটায় কথা আপনার সাইটের বা সাইবার জগতে নিজেকে সুরক্ষিত করুন। আপনার বন্ধুটিকেও এই কাজ করতে বলুন। সাইবার জগতে আপনার একটি সামান্য তথ্যর মূল্য কতটুকু তা জানার/বুঝার চেষ্টা করুন। মোট কথা সাইবার সুরক্ষা কি সেটা নিজে জানুন, নিজের নিরাপত্তা নিশ্চিত করুন। আর গড়ে তুলুন গণসচেতনতা।

আমরা বারবার বলছি বাংলাদেশ সাইবার আর্মিকে জানুন, চিনুন তাদেরকে সহযোগিতা করুন। কিন্তু আপনারা তেমন কিছুই করছেন না। বাংলাদেশ সাইবার আর্মির ফেসবুক গ্রুপের ঠিকানা প্রায়ই প্রতিটা পোস্টেই দিয়ে দেয়া হয়ে থাকে। আপনারা নিজেদের সাইট সুরক্ষার ব্যাপারে সেখানে তাদের সাথে আলোচনা করলেই পারেন। কোন একটা সাইট যদি ভালনারেবল বা হ্যাক করার মত হয়। তাহলে ঐ সাইটের এডমিনকে মেইল করা ছাড়া আমাদের আর কিছুই করার থাকে না সেখানে। কিন্তু নির্মম হলেও সত্য বেশিরভাগ সাইটের এডমিন মেইলগুলো যে পড়ে তার হয়ত কোন এডমিন পাওয়ারই নেয়। সাইটের সিকিউরিটি নিয়ে ভাবা তো দূরে থাক সাইট কিভাবে বানায় তাই হয়ত জানে না। এজন্য অনেক সময় ভয়ানক খারাপ ভাষার তাদের কাজ থেকে জবাব আসে। আপনাদের আগেও বলেছি, আবারো বলছি বাংলাদেশ সাইবার আর্মিকে সহযোগিতা করুন, নিরাপত্তার ব্যাপারে যেকোন সমস্যা তাদের সাথে আলোচনা করুন। আপনাদের সহযোগিতা ছাড়া আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা কোনভাবেই সম্ভব নয়। আপনার যেকোন জিজ্ঞাসা, পরামর্শ, অনুরোধ আপনি নিসঙ্কোচে বাংলাদেশ সাইবার আর্মির এডমিনকে জানাতে পারেন। তাদের ই-মেইল ঠিকানাটি হলঃ

[email protected]---------------------------------------

Level 0

আমি মাখন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 961 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একটা ফাজিল। সবসময় ফাজলামো করতে ভালোবাসি। আর আমি প্রায় সবসময় হাসিখুশি থাকি। আমাদের সমাজে সবার এত বেশি দুঃখ যে কাওকে একটু হাসতে দেখলেই মনে করে তার মাথার স্ক্রু কয়েকটা পড়ে গেছে। আমি তাদের সাথে একমত, আমার শরীরের যে অংশ আমাকে হাসতে দেবে না, আমার তার দরকারও নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন

বাংলাদেশ সাইবার আর্মির দেখাদেখি এখন ব্যঙ্গের ছাতার মতো কত হ্যাকার গ্রুপ তৈরি হয়েছে। 😛 তবে যে পথিকৃৎ সে সবসময়ই এগিয়ে থাকবে। বাংলাদেশ সাইবার আর্মি জিন্দাবাদ। 😀

Level 0

Expire Cyber Army dekhi (Cyber haramy) আমি এত সুন্দর লেমার বাহিনি কখনও দেখিনাই! ওদের জন্ম বাংলাদেশ এ নাকি. কিন্তু এখন দেখি ওদের জন্মের ও থিকানা নাই! হায় হায় রাজাকারের বাচ্চা!
I love my Country & Bangldesh Cyber Army(BCA) Tumra Agiye jao Amra achi!
Amader sobar BCA ke support er Jonno agiye jete hobe.
♥ u BCA~
Expire der Trace kora jayna ?
Ora desher sompod nosto korchey r BCA BD Cyber protect er Protigga korechey.
Amader uchit Aivabe na kore BCA ke Agiye niye jawa jen-o amader Cyber-BD Strong hoy
kono rajakar Aghat na korte pare
I ♥ u BCA
Thanks for Sharing it \m/

    @Eclipse: এহেম এহেম, কড়া কথা কড়াভাবে বলতে হয় না। 😉

Bangladeshi hoye nijer desher site hack korar pichhe kono reason ami dekhi na ashole.
Ora attack korbe, BCA protect korbe…
Lamer der ability to shobai-i jane…\m/…

যত্তসব আউল ফাউলের দল।

Bangladesh Cyber Army sobsomoyei valo kichhu korar chesta korchhe cause BCA (Bangladesh Cyber Army) ethical group… Deshe maximum site vulnerabilities. Ichchhe korle newbie rao ei sokol site hack korte pare. Bt expire team keno eta korchhe ta bujhte parchhi na…
Eta desher khoti…. So ami mone kori expire er uchit khoma prarthona kora……
Ar next time desher emon khoti korbe na ongikar kora… 🙂

    Level 0

    @Mohammad.Suman: lol vaiya Oder bujhano hoise but ono lav nei age chilo expire Cyber army
    Akhon Lagaise USA_EXPIRE_cyber_army sry haramy hehehe
    Ora mission nise bd gov site hack kore data sob delete kore dibe.
    Oder 40% Member Bangladesh e thake baki sOb Saudi & Qatar e
    r Main Lamer ra thake Virgina te

    @Mohammad.Suman এবং Eclipse: ভালোই বলেছেন 😉

Level 0

oder shasti hoya uchit.

Level New

হাহা নতুন নতুন হ্যাক শিখছে তো এখন কোথায় না পেরে নিজ দেশকে বাশ দিচ্ছে । যতসব লেমারের দল । ওরা Havij নিয়ে যুদ্ধে নামসে এটা সারা যে আর কিছু পারে না । পেপারে আসছে দেখে নিজেদের হিরু ভাবতেসে লোল ।

hacking ta ki thik hocce………………………………

যারা নিজের দেশে থেকে নিজের দেশের সাইটগুলোকেই হ্যাক করছে তাদের প্রতি শত ধিক, তারা ফল্ট আইডেন্টিফাই করে কর্ত্রিপক্ষকে জানাতে পারতো যাতে তারা যথাযথ ব্যবস্থা নেয়, কিন্তু তা না করে তারা যদি এমন করে তাহলে তা মোটেই গ্রহণযোগ্য নয়… জয়তু বাংলাদেশ সাইবার আর্মি…

Level 0

ei expire cyber army khub boro ekta vul korche.they should remember that the boss always remains a boss.BCA is that boss and no one can defeat it not even expire

Level 0

Expire SHIT Aka havij Warriors!
Tara Naki heru(hero) howar try kortese! Free software use kore hero howa jayna.
Rajakar er baccha ra kokhono manusher valo chayna.
BCA er BD Cyber space protect oder like hoyna tai BD site hack kora suru korse.
Sagoler dol expire Mother Fucker

    @Eclipse: তাহারা যা করেছে, তা করাটা মোটেও বীরত্বের না, বোকামীর 😉

    @Eclipse: আমার প্রশ্ন, এরা HAVIJ ইউয করা শিখল কিভাবে? অসাধ্য সাধন করে ফেলসে। :পি

Techtunes and Tunerpage o expire ra hack korar humki dise… Lol

    @মারুফ আলাম: ওরা সেটা করতে পারলে, ওদেরকে জাতীয় বীরের মর্যাদা দেয়ার জন্য আন্দোলন করব। 😛 হাবিজ দিয়ে তো আর সব সাইট হ্যাক করা যায় না। 😉

বাংলাদেশ সাইবার আর্মির সাথে ছিলাম এবং থাকব ঃ)

ধিক্কার জানাই এসব স্টুপিডদের প্রতি।
BCA কি পারেনা এদের ট্রেস করতে? যথাযথ শিক্ষা না পেলে এরা ঠিক হবেনা।

Level New

এস, আই, রাজু ভাই ট্রেস করা যাবে কিন্তু এই গুলা বেশির ভাগ ই দেশের বাইরে জোগালির কাজ করে । বাংলাদেশে নাই তাই ফালাফালি করতাসে বেশি ।

এই সকল ব্ল্যাক হ্যাকারদের শাস্তি হওয়া উচিত। ইথিক্যাল হ্যাকিংকে স্বাগত জানাই। বাংলাদেশ সাইবার আর্মি এগিয়ে যাক। শুভ কামনা রইলো।

আমি মনে করি 3xp1r3 যে কাজ করতেছে তা ঠিক করতেছে কারন সাইটের এডমিনদের মেইলের পর মেইল করেও কোনো রেসপন্স পাওয়া যায়না । তাই আমি বলব এগিয়ে যাও 3xp1r3 !

    @Foyej Ahammad Sujan: মোটেও ঠিক করছে না, কারো ভুল তার কান ধরে দেখিয়ে দেয়া যায়, মাথা কেটে না।

আমি expireকে বকা দেবার আগে ঐসব আগাছা মার্কা এডমিনদের বকা দিব যাদের বার বার মেইল করার পরো তারা কোন কাজ করতাছে না। BCA নিজের খেয়েও পরের মোষ তাড়াচ্ছে। এর চেয়ে বেশিতো আর আমরা আশা করতে পারি না।
join BCA facebook group at http://www.facebook.com/groups/BDCyberArmy/

আসলে বুঝলেন কি,এই গুলু হইল আমাদের দেশের কিছু রাজনীতি বিদদের মতন যারা শুধু টাইটেলেই নিজের দেশের নামটা লাগায় কিন্তু অন্তরে থাকে কু-মতলব।
কি বলব তাদের বলেন এত নোংরা ভাষা যে আমি বলতে পারিনা তবে তাদের জন্য রইল অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ঘৃনা।
ধন্যবাদ মাখন ভাই বিষয়টা সুন্দর ভাবে উপস্থাপনের জন্য।

    @আতাউর রহমান ভাই, অনেক অনেক দিন পর আপনার মন্তব্য পেলাম। আপনার মন্তব্য অনেক অনেক বেশি অনুপ্রেরণাদায়ী। ধন্যবাদ। 😀

মাখন ভাই antivirus ছাড়া pc চালানো নিয়ে একটা টিউন শুরু করেছিলেন । মনে হয় ১ পর্ব করে আর করেন নি please আবার টিউন টা শুরু করেন । thanks ।

    @দরদিয়া: আপনার কোথাও ভুল হচ্ছে ভাইয়া, আমি এই টিউন করি নি। 🙁 ধন্যবাদ আপনার টিউমেন্টের জন্য।

ওদের বিচার চাই।

Level 0

মাক্ষন ভাই আপনি BCA এর সদস্য ? BCA নিয়ে উচিত কথা বললাম তাই গায় লেগে গেল ? তাই comments টা delete করে দিলেন ? আপনি প্রমান করে দিলেন ্যে আপনাদের BCA একটা কচু ।এতো কাজের কাজি হলে ওই বেটারে পাক্রাও করেন ।আমার মত চুনপুটির comments delete করে নিজেদের অক্ষমতা তা প্রমান কইরেন না plzzzz…………

    @sami: খুবই হতাশ হলাম আপনার এমন মন্তব্যে। আমি টিটিতে আমার কোন টিউনে কোন টিউমেন্ট ডিলিট করি নি। আমার নিক “মাখন” আপনি হেয় করে মাক্ষন বলেছেন, আগের কোন মন্তব্য যদি মুছি তাহলে এটা মুছাও আমার জন্য কোন ব্যাপার না। আর এক্সপায়াররা এমন কেউ না যে তাদের ট্রেস করা যাবে না। আমি যতটুকু জানি এই দলটাকে ইতিমধ্যেই ট্রেস করে ফেলা হয়েছে। কিন্তু তাদের শাস্তি দেয়ার মত কোন ক্ষমতা বিসিএ এর নাই, এটা আইনের কাজ। তাই, বলব না বুঝে চিল্লাচিল্লি করে হয়রান হয়েন না। দেখুন, শুনুন বুঝুন তারপর বলুন। ভালো থাকবেন।

আর কতো hack হবে?!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Level 0

কি আর বলব …
ভাইয়া BCA এর ট্রেনিং জনে কি ভাবে ঢুকব ।

সাগতম bangladesh cyber army এমন না করলে তাদের শিক্ষা হবেনা । এখানে হেকারদের দুষ কোথায় তারা ত চাইবেই হেক করতে কিন্তু আমি যদি আমার সাইট এর নিরাপত্তা জোরদার না করি সেটা কি হ্যাকারদের দুষ বলুন আপনারা ??????

3xp1r3 রে আগ্ডুম-বাগ্ডুম মাইরা, চেহারার বায়োগ্রাফীর পরিবর্তন সাধিত করিতে মনে উত্তেজনা অনুভব করিতেছি।

হারামিরা দেশের দুর্বল সাইট গুলো হ্যাকিং করছে
পারলে চিন ও আমেরিকান সাইট হ্যাকিং কর

    Level 0

    @ম্যাকসন: ব্যাপক কথা কইছেন ম্যাকসন ভাই

    @ম্যাকসন: যাক অবশেষে আপনার মুখ খুলল। ধন্যবাদ মন্তব্যের জন্য। 😉

    Level 2

    BCA জিন্দাবাদ। সামনে এগিয়ে যাও……..

কিতা আর কইতাম… ওগর লেইগ্যা আমি এরতে ভালা ভাষায় আর কমেন্টস করতে পারতাম ন…. আই ওগর হক্কলেরে একটা কইরা PL মারিতে চাই…..

(সরি…. খুব ইচ্ছা করতে এদের ধরে চরম একটা শিক্ষা দিতে… যত সব বেইমানের দল….)

আমি সব সময় ইথিক্যাল হ্যাকিং সহ সকল ইথিক্যাল ব্যাপারে একাত্ম। আচ্ছা এমন কি করা সম্ভব নয়, ভালনারেবল সাইট গুলো বিসিএ হ্যাক করে সাইটে টোটাল কন্ট্রোল নিয়ে বাগ গুলো ফিক্স করে দিবে? এরপর এডমিনকে ব্যাপার গুলো জানান দিবে?

ভাই হ্যাকিং জ্ঞানশূন্য মানুষকে কি আপনাদের গ্রুপে নেন। মাঝে মাঝে মুঞ্চায়। বোনাস হিসাবে নিজের সাইটগুলার নিরাপত্তা কেমনে দিব তাও শিখে নিতাম 😉

@ আদনান ভাই। একদম আমার মনের কথাটা বলেছেন।
GooD Luck. BCA

3xp1r3 এর বিরুদ্ধে আইনি বাবস্থা নেয়া যায় না? হ্যাকিং ভাল কাজে ব্যবহার করলে তো কেউ খারাপ বলে না ।মানুষের ক্ষতি করে কি মজা বুঝি না।

    @Fazlay rabbi: বাংলাদেশ সাইবার আর্মি হয়ত ওদের ট্রেস করবে, কিন্তু আইনি ব্যবস্থা নেয়ার অধিকার শুধু আইনই রাখে। 🙁

হাবিজ দিয়ে যারা হ্যাক করতে আসে তারা এখনো ফিডার খাওয়া ছাড়েনি।

Level 0

ধন্যবাদ !

via amr 5310 ta kivaba uc browser download korbo.certificate ni kintu..

Level 0

BCA ke choto korte ora egula kortece… bt nijeder vitore hingsa na kore aksathe kaj korle onek valo hoto..shame on 3gg(ANDA) cyber army……….:P:P
Tune ta valo hyce. .

Level 0

আমার কিছু ফ্রেন্ড আছে ওরাও খুব ল্যামার গিরি করে.. জানে না কিচ্ছু অথচ বলে আমি সবকিছুর হাফেজ হয়ে গেছি। :O
মাথা নষ্ট ম্যান.. 🙁

এখন আর BCA ওদের সাইডে যেতে পারি না , আগে ডুকতে পারতাম ।
কারনটা বুঝতে পারলাম না।
কেউ যদি ব্যাখ্যা দিতেন ।

Level 0

মাখন ভাই আশা করি ভাল আছেন । BCA তে আমি নতুন সদস্য কিন্তু এখানে গিয়ে আমি কিছু সমস্যার সম্মুখীন হই তাই আপনাদের কাছে BCA রিভিউ নিয়ে একটি টিউন করার আবেদন জানাছি ।
যেটাতে দেয়া থাকবে ১. কিভাবে BCA তে ঢুকতে হবে । ২. কিভাবে BCA এর ট্রেনিং জোনে ঢুকতে হবে ।
৩. কি ভাবে ক্লাস সুরু করতে হবে । ৪. এবং আপডেড সবকিছুর লিঙ্ক দেয়া ধাকবে । তাহলে নতুন কেউ BCA তে ঢুকার বেপারে কোন কিছু জানতে চাইলে সে একবারে সব কিছু পেয়ে যায় । কিছু ভুল হলে মাফ কইরেন ।

জয় বাংলাদেশ, জয় বাংলাদেশ সাইবার আর্মি। খুব ভালো টিউন করেছো দেশি…

জয় বলছি বলে কেউ আবার ভাববেন না আমি আওয়ামীলীগের ভক্ত 😛 হেট রাজনীতি 😀

i hate rajniti too,ami boro hola cyber army hobo 🙂

সুন্দর !

সচেতনতা মুলক টিউন। বাংলাদেশ সাইবার আর্মি জিন্দাবাদ

সবার সচেতন হওয়া উচিৎ আর সাহায্য করা উচিৎ বাংলাদেশ সাইবার আর্মিকে।

Level 0

http://www.robi.com.bd/ again Hacked……….. Bar Bar Ora Khali Ai Akta Site e Kan Hack Kore !!! Ai Oder Sash Dour, Er Besi Ora Pare Na…..

Level 0

BCA জিন্দাবাদ!!!

Level 0

Some days ago I do http://www.safewaybd.com Design it, I believe him and he pay me
40% when I complete the job he change cpanel password & joomla admin password
from database and he tharied me directly

Now how can I download & delete database from cpanel & How can I Down his
domain in the website

Plase Help Me or write detiels I wait for your information

Many many Thanks for share

Level 0

ওদের ত আরও রিপোর্ট আছে মনে হয় সামনে আরও কিছু বের হয়ে যাবে। 🙂
:p

Level 0

vai era shobai amake valo kore chene. BCA amk recognition na korle
o BBHH o BGHH amake chene.. tar je ki kharap amake knock koiren jante 😀
tara je ki poriman lamer r kharap ta ami valo jani…:D dekhte chan?

Someone people told me that I am Julian Assange. I smiled because now he became a Hitlar of Bangladesh Cyber World. When I wrote my last Leaks about Bangladesh Cyber World Till then to now I am alone and I was just alone! All the BBHH Ex-admin and current admin’s behaved just like devils with me, because the leak was true! They used bad words against me but I was in calm mode! You can see here the chat histories with date here.

Some more inside story of It you will found them here:
1. http://arazstenblog.blogspot.com/2012/03/cyber-war-between-bangladesh-india-why.html
2. http://arazstenblog.blogspot.com/2012/03/truth-about-new-bangladesh-vs-india.html
3. http://arazstenblog.blogspot.com/2012/03/drama-of-bangladesh-cyber-history-must.html
4. http://arazstenblog.blogspot.com/2012/03/real-face-out-bangladesh-black-hat.html
5. http://pastebin.com/2BRUi2hU
6. http://pastebin.com/FyvCtjgZ