Warranty নিয়ে বিতর্ক এবং UCC-এর বক্তব্য

বিগত ৩১/১০/২০১১ তারিখে টেকটিউনস সাইটে UCC-র বিরুদ্ধে কিছু অযাচিত মন্তব্য প্রকাশিত হয়েছে (https://www.techtunes.io/reports/tune-id/95193)। এ ব্যাপারে UCC-র নীরব অবস্থানকে অনেকে তাদের দূর্বলতা মনে করছেন। কাজেই UCC-র অবস্থান পরিস্কারভাবে উপস্থাপন করা অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে।

জনাব এহসানুল ইসলাম, যার নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের বক্তব্য উদ্দেশ্যমূলকভাবে ছড়ানোর অপচেষ্টা চলছে, তিনি UCC থেকে একটি XFX GTX 460 1 GB Graphics card কেনেন ২০১১ সালের ফেব্রুয়ারী মাসের ১০ তারিখে (UCC Invoice#INV-11-32234, Product: XFX PCI-E GTX 460 675M 1GB DDR5 HDMI DUAL DVI, Product seriail# LWT002333)। অত:পর কার্ডটি নিয়ে তিনি সমস্যায় পড়লে Warranty-র আওতায় থাকায় UCC-র আই,ডি,বি ভবনের শোরুমে আসেন ২২শে অক্টোবর ২০১১ তারিখে। গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে আই,ডি,বি ভবনে স্থান সংকুলান না হওয়ায় UCC বিগত ১৪ এপ্রিল ২০১১ থেকে আরও ভালোভাবে তার গ্রাহকদের সেবা প্রদানের লক্ষ্যে বড় পরিসরে Service ও Warranty-জনিত সেবা ২১৮/৪, বেগম রোকেয়া সরণী, পশ্চিম কাফরুল, তালতলা, ঢাকা – ১২০৭ (ন্যাশনাল ব্যাংকের পাশে, আই,ডি,বি থেকে আধা কিমি দুরত্ব)থেকে দিয়ে আসছে, সে কারণেই তাকে অনুরোধ করা হয় তিনি যেন উক্ত ঠিকানায় বিক্রয়োত্তর সেবার জন্য যোগাযোগ করেন। ঐদিনই তিনি তার কার্ডটি নিয়ে UCC-র তালতলা Service Centre-এ আসেন।

UCC-র Warranty বিভাগের কর্মকর্তা তার সামনেই কার্ডটি পরীক্ষা করে দেখেন যে, কার্ডটিতে দুটো চিপ বা Component নেই (http://www.mediafire.com/?q6m9383e7jmz2rm)। তাই বলা হয় যে, কার্ডটির যেহেতু বাহ্যিক ক্ষতি বা Physical Damage-এর চিহ্ন রয়েছে, সে কারণে কার্ডটি Warranty-র আওতায় পড়ছে না (http://www.mediafire.com/?q6m9383e7jmz2rm)। এ ব্যাপারে UCC-র Warranty বিভাগের কর্মকর্তা আন্তরিকভাবে Warranty প্রদানে তার অপারগতা প্রকাশ করেন। সেই সাথে উক্ত গ্রাহককে সর্বোত্তম সেবা প্রদানের জন্য তিনি এও বলেন, তিনি (এহসানুল ইসলাম)যদি চান, তবে UCC বিনা খরচে কার্ডটির Repair করার একটা চেষ্টা করতে পারে। তখন তিনি (এহসানুল ইসলাম)এটা মেনে নেন, এবং ঠিক করার জন্য কার্ডটি রেখে যান এবং রশিদ নিয়ে যান। কিন্ত্ত অনেক চেষ্টার পরও এটি Repair-যোগ্য না হবার কারণে তার কাছে অত্যন্ত বিনয়ের সাথে অপারগতা প্রকাশ করে UCC-র কর্মচারীবৃন্দ, এবং ২৮ অক্টোবর ২০১১ তারিখে এহসানুল ইসলাম কার্ডটি নিয়ে যান।

অথচ ২৩ অক্টোবর ২০১১ তারিখ থেকেই নানান ব্লগ সাইটে এহসানুল ইসলাম-এর নামে-বেনামে বিভিন্ন ভাবে UCC-র বিরুদ্ধে নানান উদ্দেশ্যমূলক এবং উস্কানিমূলক বক্তব্য প্রদান করা হয়, যা পুরোপুরি বিভ্রান্তিকর। এ প্রেক্ষিতে ৩১ অক্টোবর ২০১১ তারিখে তার সাথে UCC-র যা কথোপকথন হয়, তার রেকর্ডিং-এর লিংক এখানে শেয়ার করা হল (http://www.mediafire.com/?dfy8ffpxnfdd5b5)। এখানে তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে, এ সকল কথা বা লেখা তার নয়। অন্য কেউ তার নামে এ সকল বক্তব্য ছড়াচ্ছে।

UCC-র ব্যবসায়িক সাফল্যের কারণে অনেক স্বার্থান্বেষি মহল ঈর্ষায় এ সকল নেক্কারজনক কাজের মাধ্যমে UCC-র ব্যবসায়িক যাত্রাকে থামিয়ে দেয়ার যে অপচেষ্টা চালাচ্ছে, তাতে UCC সত্যিই মর্মাহত। UCC পরিষ্কারভাবে জানাতে চায়, তাদের পণ্য এবং বিক্রয়োত্তর সেবায় তাদের গ্রাহকরাই মূল চালিকা শক্তি, আর গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানে UCC সব সময়ই বদ্ধপরিকর। আর নিজের অবস্থান পরিষ্কার করার জন্য UCC কার্ডসহ সকল বিক্রিত পণ্যের প্রয়োজনীয় তথ্য প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ। ‍UCC বাংলাদেশে Sapphire, XFX ও MSI-এর অনুমোদিত পরিবেশক হিসেবে কাজ করছে। আর মুক্ত তথ্যপ্রযুক্তির আশীর্বাদে যে কেউ UCC যাদের পরিবেশক হিসেবে কাজ করছে, সে সকল কোম্পানীর সাথে যোগাযোগের মাধ্যমে চাইলেই সন্দেহমুক্ত হতে পারেন UCC সত্যিই ঐ সকল কোম্পানীর পরিবেশক কিনা, এবং UCC-র বিক্রিত কার্ড বা Product-গুলো আসলে থাইল্যান্ড-এর Refurbished Product, নাকি Original Sapphire ও XFX এর Product.

পরিশেষে UCC তার সকল গ্রাহক এবং শুভানুধ্যায়ীদেরকে UCC-র সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছে। আর চলার পথে অজান্তে UCC কারো অভিপ্রায় অনুযায়ী যদি সেবা প্রদানে সক্ষম না হয়ে থাকে, তার জন্য UCC সকলের কাছে আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছে। তাই গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতার দৃষ্টান্তস্বরূপ UCC তার সকল গ্রাহকদের পূর্ববর্তী যে কোন অভিযোগ পুনর্মূল্যায়নের সুযোগ প্রদান করছে। এর ফলে তারা তাদের পূর্বের কেনা Product-জনিত সকল সমস্যার কথা পুনরায় জানানোর সুযোগ পাবেন, এবং UCC যথাসাধ্য চেষ্টা করবে তা সমাধা করার। এ সুযোগ ১২ নভেম্বর ২০১১ থেকে ৩১ ডিসেম্বর ২০১১ পর্যন্ত কার্যকর থাকবে। কোন গ্রাহকের Product-এর যদি Warranty Period শেষও হয়ে থাকে, তিনিও এ সুযোগ গ্রহণ করতে পারেন। UCC তার সকল গ্রাহককে জনাব শহীদুল আলম, ২১৮/৪, বেগম রোকেয়া সরণী, পশ্চিম কাফরুল, তালতলা, ঢাকা – ১২০৭, ফোন – ৯১০৪৩৭১-৭৪, এক্সটেনশন – ১১৬; এ নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে।

Level 0

আমি ucc। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হা হা
ঐ টিউনের জন্য আপনাদের ব্যবসায় লস হচ্ছে নাকি? 😛
আর ধন্যবাদ টিউনের জন্য। 🙂

Level 0

এই ব্যাপারটা সম্পর্কে আমি তেমন কিছু জানি না।আগের টিউনগুলি আমি পরি নাই। কিন্তু বিভিন্ন কোম্পানী বিভিন্ন সময় ওয়ারেন্টি নিয়ে টালবাহানা করে এটা ঠিক। কম্পিউটার সোর্স নিয়ে আমার এইরকম অভিজ্ঞতা আছে। তবে শেষ পর্যন্ত অল্প টাকায় ওরা ঠিক করে দিয়েছিল।

Level 0

বিভিন্ন Company’র সবসময় চেষ্টা থাকে কিভাবে Warranty ফাকি দেওয়া যায়। আমি নিজেও তার প্রমান। আমার Laptop টা নিয়ে কম দুর্ভোগ পোহাতে হয়নি। আমার নিজের first income এর টাকা দিয়ে 54,500 টাকা দিয়ে কিনি, আর তার 5 দিনের মাথায় windows গেল। আর setup নেয়না। কোনভাবেই নেয়না। বুঝলাম hardware problem. এই কি জ্বালানডাই না জ্বালাইলো। তোর কয়েকদিন পর webcam গেল, ঐটাও স্বভাবিক হয়নি উচু লেভেলের লোক ধরতে হয়েছিলো। আর গত মাসে গেল ব্যাটারি। 23 দিন পর গত পরশু হাতে পেলাম আমার প্রিয় ল্যাপটপটা।

এই হল সুন্দর স্বভাবিক অসাধারন ব্যাবসা। গুল্লিমারি এই ধান্দবাজী ব্যাবসার। গুল্লি মারি…………………………

ইউ সি সি হইল সবচাইতে ধান্দাবাজ . আপনারা ইউ সি সি থেকে কুনো জিনিস কিনবেন না …

আপনারা সবাই দেখেন কনভারসেশন টা … ওরা যে ভুয়া টার প্রমান … http://www.mediafire.com/?dfy8ffpxnfdd5b5#1

Level 0

4UCC bolse Amar KEYBOARD-a( Lexma -LK 8400) 2 Years warranty . Akhon dekha jak, Ki hoy . Ara Besir Bhag-e Dhanda Baj .

UCC সত্য বলছে না এহসানুল ইসলাম বুছতেছি না। বাংলাদেশের মানুষের চরিত্ত্র আর কত কারাব হবে বুছতেছি না।

    Level 0

    @Mubasshir Ahmed Bipu: ভাই সত্যি মিথ্যা যদি বুজতে চান তাইলে ucc থেকে কনো product কিনেন ।নস্ট হইলে ই বুজবেন ucc কি জিনিস !

    Level 0

    @Drockk:

    সবাই এই লিঙ্কটা দেখলেই বুঝবেন। আরা অনেকদিন ধরেই UCC এর নানা প্রতারণায় বিরক্ত।

ভাই কে সত্যি আর কে মিথ্যা বলতাছে কিছুই বুঝতাছি না…..

তোমরা ব্যাটারা (Not only UCC) বড়ই ধড়িবাজ……..এরকম ধরা আমি নিজেও খাইছি …..ফার্স্ট টাইম মাল কিনতে গেলে চা- বিড়ি খাওয়াইয়া জামাই আদর করো…..পরে ওয়ারেন্টির ব্যাপার স্যাপার নিয়া গেলে চউক্ষে টিনের চশমা লাগায়া বইস্যা থাকো………

আগে নিজেদের চরিত্র বদলাও….পরে প্রতিবাদ লিপি দিতে আইসো………

(অফটপিক: টিউন পরে মজা পাইছি বেশ…. 🙂 তাই কমেন্ট না করে থাকতে পারলাম না)

২০০৯ এর প্রথম দিকে৫০,০০০ টাকা দিয়ে আমার ভাই খুব শখ করে saphire এর HD4870 X2 গ্রাফিক্স কার্ড কিনেছিল।কিন্তু একবছরের মাথায় নষ্ট হয়ে গেল।কিন্তু সেইটা সার্ভিস করে দেয়ার সেরকম কোন নামগন্ধ তাদের ছিল না।তারা অপেক্ষায় থাকে কিভাবে এক বছরের সময়টা শেষ হয়ে যায়।

আমার এক বন্ধু HD 4650 কিনেছিল।২ মাস পর নষ্ট হয়ে গেল।তারা বলে যে ইন্দুরের গু লেগে নষ্ট হয়ে গিয়েছে।এইটার আর কিছু হবে না।আমার বন্ধু বলেছিল সার্ভিস করে দিতে।টাকা পয়সা যা লাগবে দিবে।কিন্তু সেইটা নিয়ে তাদের কোন মাথা বেথা ছিল না।আমার বন্ধুর পুরা ৬৫০০ টাকা জ্বলে গেল।

কিন্তু তার মানে এই না যে Saphire আর XFX এর পণ্য খারাপ।

আমার আরেক বন্ধু HD 4650 চালায়।প্রায় আড়াই বছরের মত হয়ে এসেছে।এখন ও নতুন সব গেমস হাই রেজুলেসন এ খেলতে পারে।এমনকি আমি নিজেও XFX HD 5550 চালাই।এবং মোটামুটি সন্টুস্ট আছি।তবে ভয়ে আছি কবে নষ্ট হয়ে যায়।কারন যতটুকু জানি আমাদের দেশে রাম আর গ্রাফিক্স কার্ড সার্ভিস করান হয় না।

বাংলাদেশে এসব বাটপাররাই ব্যবসা করছে

একেই বলে চুরের মায়ের বড় গলা … আমার দৃঢ় বিশ্বাস UCC জিঞ্জিরার মাল বিক্রি করে

Level 0

কৌশিক/মোঃ এহসানুল ইসলাম যা বলেছেন……………। তাতে বেপক মজা পেলাম

Level 0

ucc তো এক্তা বাটপার প্রতিষ্ঠান ।আমি নিজে এ তো এর ভুক্তভোগি ।আগে নিজের প্রতিষ্ঠানের system ঠিক করেন ।তারপর সাফাই গাইয়েন।পাব্লিকরে কি বোদাই মনে হয় আপনাদের ।সবাইরে ই এক বয়ান দেন ! মিয়া আপনাদের কনো কর্মচারি রে যদি সামনে পাই ! হাতির ৫ পা দেখায় দিব ।বেটা ফাজিল সাহস কত বড় ? tt তে এসে সাফাই গায় ?

Level 0

চোর ,বাটপার , ucc
তরে পাইলে আমি লাত্থি যদি না দিসি !

মোঃ এহসানুল ইসলাম ভাই আপনি ফোনে বলেছেন যে এসব লেখালেখি আপনি করেন নাই।
কিন্তু এখানে তো আপনিই লিখেছেন। নাকি ভূতে???
যাই হোক………… ওয়ারেন্টি দিতে সবাই একটু গাফিলাতি করে।

এরা এখানে পোস্ট করে যতই গলা ফাটাক এদের কথা কান দেয়া উচিৎ না কেননা এরা না জানি কত মানুষ ঠকিয়েছে। এরা যে বিশ্বাস হারিয়েছে তা কখনই ফিরে পাবে না। জানেন তো “বিশ্বাস একবার ভাঙলে পুনস্থাপন করা যায় না”।

Level 0

শুধুমাত্র IT পন্যই নয়, সকল পন্যের ক্ষেত্রেই বাংলাদেশের ক্রেতাদের তাদের প্রাপ্য অধিকার সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। এ বিষয়ে একটি সচেতনতামূলক ফোরাম গঠন করা যেতে পারে।

Level 0

Sell korar somoy sobai hujur hujur kore but warantty’r kotha aslei “its none of our concern” .
hayre bangali!!!