
আসসালামু আলাইকুম।আমি আপনাদের সাথে আমার জীবনে কিছু হ্যাকার এর সাথে থাকার একটি দুঃস্মৃতি শেয়ার করবো।আজকে মারুফ আলম নামের এক ভাইয়ের টিউনটি দেখে আমি টিউন করতে বসলাম।দয়া করে ধৈর্য ধারন করে পড়বেন।
আমি রফিক।আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। আমি ছোটোখাটো ফ্রীল্যান্সিংয়ের কাজ করে কিছু টাকাপয়সা আয় করি।এ থেকে আমার ইন্টারনেট খরচ এবং আনুষঙ্গিক খরচ উঠে আসে।গত কয়েকদিন আগে ফেসবুকে একলোকের সাথে পরিচয় হয় প্রায় সেপ্টেম্বর মাসের ১২-১৫ তারিখে।তার ফেসবুক নাম Rahul amin(Cyber name: s1r-3xp1r3)। তার কথা অনুযায়ী তিনি অনেক বড় মাপের হ্যাকার বলে পরিচয় দেয়,এবং ফেসবুক,ইয়াহু,গুগল ইত্যাদি আইডি হ্যাক করে দেখান।এবং বলেন যে আমাকে হ্যাকিং করা শেখাবেন।তার নানা কথা বার্তা এবং প্রলোভনে আমি মুগ্ধ হই এবং তার সাথে নিয়মিত ফেসবুক চ্যাট করি।ধীরে ধীরে তার সাথে সখ্যতা গড়ে উঠে।আমি তাকে বিশ্বাস করি এবং আপন বলেই ভেবে নেই।তাদের http://www.3xp1r3.comনামে একটি ওয়েবসাইট রয়েছে।এরকম আরও অনেক কিছুই আমাকে দেখায়।দেখায় যে তাদের অনেক টাকা-পয়সা আছে এবং তাদের কথা অনুযায়ী এসব টাকা তারা ইন্টারনেট থেকেই কামিয়েছে।যেহেতু আমি গরিব ঘরের সন্তান তাই আমারও সখ জাগে টাকা কামানোর।সাধারন ডাটা-এন্ট্রি'র কাজ আর ভালো লাগছিল না।আমি তাদেরকে নানা ভাবে টাকা কামানোর পদ্ধতি জিগ্যেস করাতে তিনি চুপচাপ থাকেন বলেন যে এটা তাদের গ্রুপের সিক্রেট।ফলে আমি তাদের গ্রুপে জয়েন করতে চাই।তিনি আমাকে তাদের ওয়েবসাইটে রেজিস্ট্রি করতে বলেন এবং আমাকে তাদের ফেসবুক গ্রুপ 3xp1r3 cyber army তেও এড করেন।আমি এতে প্রচন্ড মুগ্ধ হই।তিনি আমাকে বলেন যেন অন্য কারও সাথে কথা না বলি।আমি তার কথা অক্ষরে অক্ষরে মেনে নেই।এভাবেই চলতে থাকে তাদের কিছু হ্যাকিং ও দেখি।
আমি তাদের হ্যাকিং দেখে মুগ্ধ হই এবং তাকে জিগ্যেস করি যে এগুলো কিভাবে করেন।তিনি অনেক টাল-বাহানা'র পর আমাকে Havijনামের একটি সফটওয়্যার ডাউনলোড লিংক দেয়।আমি সাথে সাথে সেটি ডাউনলোড করে ইন্সটল করি এবং বিভিন্ন টিউটোরিয়াল দেখে অনেক কষ্টে একটি ওয়েবসাইট এর এডমিনের ইউজার নেম এবং পাসওয়ার্ড ও বের করে ফেলি।এরপর আমি তাকে ব্যাপারটি জানালে তিনি বলেন যেনো এটা আমি গ্রুপ বা অন্য কোথাও না বলি এবং সেই ইউজারনেম ও পাসওয়ার্ড চেয়ে নেন।এরপর দেখি তিনি ওই ওয়েবসাইটে নিজের নামে হ্যাকিং করে গ্রুপে পোস্ট করেছেন এবং অনেকেরই সাইবার নাম দিয়েছেন কিন্তু আমার নাম দেননি।আমি তাকে কারন জিগ্যেস করলে সে আমাকে বলে যে আমি আর গ্রুপে নেই।আমি এতে অবাক হই।তিনি তার ওয়েবসাইট থেকেও আমার নাম ডিলিট করেন এবং ফেসবুক গ্রুপ থেকেও রিমুভ করেন।আমি এতে খুব কষ্ট পাই।সে আমাকে ফ্রেন্ডলিস্ট থেকেও বাদ দেয় এবং আর কোনো যোগাযোগ রাখতে চায় না উল্টো আমাকে গালাগালি করে।আমি এতে খুবই অবাক হই এর কোন কারণ বুঝতে পারি না।আমি তাকে ফেসবুকে মেসেজ দিয়ে বলি যে আপনার হ্যকিং করার প্রকৃত উপায় আমি সবাইকে জানিয়ে দেবো।এতে তিনি আরও ক্ষুদ্ধ হোন এবং হম্বিতম্বি করতে থাকেন।ঐদিন রাতেই আমি ফেসবুকে লগিন করতে গিয়ে আমার একাউন্টই খুজে পাই না।এমনকি যে মেইল-আইডি দিয়ে ফেসবুক খুলেছিলাম তাতেও লগিন করতে পারি না।এরপর আমার মনে পড়ে যে আমি 3xp1r3.com ওয়েবসাইটে যে পাসওয়ার্ড দিয়েছিলাম আমার মেইল পাসওয়ার্ড ও একই ছিল।যদিও আমার ফ্রিল্যান্সার এর মেইল আইডি ও পাসওয়ার্ড ভিন্ন ছিল তারপরও আমার মনে কিঞ্চিৎ সন্দেহ জাগলে আমি লগিন করার চেস্টা করে ব্যার্থ হই।এমনকি আমার পেপাল একাউন্ট ও খোয়া যায়।আমার একাঊন্টে প্রায় $217 ডলার ছিল সবই খোয়া যায়।যার কারনে আমি পরের মাসে নেট ও নিতে পারিনি।আমি এবার বুঝতে পারি যে তারা কিভাবে এত টাকা আয় করেন।এরপর আমি BCA(Bangladesh cyber army)এর ফেসবুক গ্রুপ http://www.facebook.com/groups/bdcyberarmy/এর কাছে সাহায্য চাই।তারা বলেন যে Rahul amin প্রদত্ত Havij নামক সফটওয়্যারে কি-লোগার ছিল।এবং তারা আমার কম্পিউটার কি-লোগার মুক্ত করতে সাহায্য করেন।এর আগেও আমি বিসিএ কে দেখেছি কিন্তু Rahul amin বলতেন যে বিসিএ'রা ঠগ ও দুর্নীতিবাজ।তারা কিছুই জানে না,পারে না।আমিও তা বিশ্বাস করে নিয়েছিলাম।আমার ভুল ভাঙ্গে।পরে আমি বিভিন্ন ব্লগ ও নানান জনের কাছে জানতে পারি বিসিএ'ই বাংলাদেশের মুল এথিক্যাল হ্যাকার গ্রুপ।তারা সাইট হ্যাক করেন না বরং সাইটকে সুরক্ষিত ও মানুষের উপকার করেন এজন্য তাদের হ্যাকার হিসেবে পরিচিতি কিছুটা কম।আর আমি নিজে যা দেখেছি তা হল তারা অন্তত নিজেদেরকে সুনাম করার সুযোগে থাকে না।
অতি লোভে আমি দুর্বৃত্তদের আশ্রয় নিয়েছিলাম।তার ফলাফল আমি পেয়েছি।ব্যাপারটাতে আমার নিজের দোষও আছে।আপনারাও দয়া করে এধরনের ঠগবাজদেরকে যথাসম্ভব এরিয়ে চলার চেস্টা করবেন। BCAএবং BCAএর দ্বারা স্বীকৃত গ্রুপ ছাড়া কাউকে বিশ্বাস করবেন না।এবং 3xp1r3 বা এদের মত গ্রুপ থেকে এড়িয়ে চলবেন।এই গ্রুপটা আমার সাথে যে কাজ করেছে তা যেন আর কারও সাথে না হয়।সেজন্য দয়া করে টিউনটি যেভাবে পারেন যত জনের সাথে পারেন শেয়ার করুন।ধন্যবাদ।
আমি Rofiq.salehin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
oti love tati nosto