কম্পিউটার কিনবেন? একবার এই টিউনটি পড়েন তারপর কিনেন – পর্ব-১

আমার মনে হয় নতুন যারা কম্পিউটার কিনে তাদের অধিকাংশরাই কেনার কিছুদিন পরে তাদের ভুল বুঝতে পারে কারণ যখন কম্পিউটার কিনে তথন অনভিজ্ঞ থাকে তারপর কিছুদিন পরে যখন অভিজ্ঞ হয় তখন বুঝতে পারে তার কেনার সময় কি কি ভুল হয়েছে।তাহলে আজকে চলেন কেনার আগেই কি কি করা উচিত তা জেনে নেই ।
প্রথমত একটি কথা মনে রাখবেন আউটলুকের বেলায় আপনার যা ভাল লাগে তাই কিনবেন কারণ আপনি কম্পিউটারটি আপনি চালাবেন আপনার বন্ধু চালাবে না ।মনে করুন আপনার এক ধরনের মাউস পছন্দ হয়েছে কিন্ত ফ্রেন্ড বলছে অন্যটি সেক্ষেতে অবশ্যই আপনি আপনার পছন্দ প্রাধান্য দিবেন তবে টেকনিক্যাল ব্যাপারে অভিজ্ঞদের মতামত প্রাধান্য দিবেন।

computer-300x300

প্রসেসর :

প্রথমেই আসি প্রসেসরের কথায আমি অধিকাংশ টেকি অভিজ্হদের দেখেছি পরামর্শ দেয় যে আপনার কাজের ধরন অনুযায়ী প্রসেসর কিনুন যেমন শুধু গান ভিডিও বা ইন্টারনেট ব্রাউজিং এর জন্য হাই মানের প্রসেসরের দরকার নেই কিন্তু এই পরামর্শ এখন পযর্ন্ত কাউকে মানতে দেখেনি । যে কাজের জন্যই কম্পিউটার কিনুক বাংগালির চাই হাই মানের পিসি সুতরাং কিনুন হাই প্রসেসর যত লেটাষ্ট আসুক তার থেকে লেটেস্ট কিনুন যেমন কোর i7 ,কোয়াড কোর কোর টু কোয়াড আর ও কত হাই মানের। যাদের বাজেট কম দয়া করে সেলেরন কিনবেন না বাঝে একটা প্রসেসর তার থেকে পেন্টিয়াম ৪ ভাল, দরকার হলে এক দুই হাজার টাকা অন্যদিকে কমিয়ে মোটামুটি ভাল মানের প্রসেসর কিনুন কারণ প্রসেসর ভাল না হলে কম্পিউটার স্লো থাকে । দরকার হলে ইউপিএস পরে কিনুন কারণ ইউপিএস খুব একটা কাজে লাগেনা আমি নিজে ৩ বছর ধরে ইউপিএস ছাড়া চলতেছি কোন সমস্যা হচ্ছেনা।

মাদারবোর্ড:

মাদার বোর্ড ভাল হওয়াটা জরুরী কারন মাদারবোর্ডে অধিকাংশ জরুরী পার্টস যেমন রেম,প্রসেসর হার্ডডিস্ক এগুলো কানেক্ট থাকে।মাদারবৌর্ড কেনার সময় জেনে নিবেন তাতে কোন কোন প্রসেসর সাপোর্ট করে যাতে পরবর্তীতে আপগ্রেড করতে সমস্যা না হয় । যেমন আমার কম্পিউটার কোর টু ডো প্রসেসর কিন্তু এটি এখন কার লেটেস্ট প্রসেসর কোর আই সেভেন কোর টু কোয়াড সাপোর্ট করে । আমি ইচ্ছা করলেই আমার প্রসেসর আপগ্রেড করে নিতে পারব।মাদারবোর্ডের প্যাকেটের গায়ে এসব ইনফরমেশন পাবেন বা বিক্রেতা হতে জেনে নিন। আর বিল্ট ইন ভাল সাউন্ড কার্ড আর গ্রাফিক কার্ডের দিকে খেয়াল রাখবেন। আর বাস স্পিড কত তাও জেনে নিবেন।

মনিটর :

মনিটর কেনার বেলায় একটাই পরামর্শ টাকা বেশী থাকলে এলসিডি কিনুন কম থাকলে সিআরটি কিনুন ।আর বর্তমানে এলসিডির জয়জয়কার। তবে গেমার আর গ্রাফিক এর কাজের জন্য সিআরটি ভাল কারণ এতে পিকচার সূক্ষ দেখা যায় আর যেকোন এঙেল হতে ভাল দেখা যায় । তবে এলসিডি কিনলে ভাল করে দেখে কিনবেন কারণ অধিকাংশ দোকানদার স্যামসাংয়ের ১৬ ইন্ঝি মনিটর হাতে ধরাই দেয় । এক্ষেত্তে এইচপি ,ফিলিপস ,ডেল এগুলো ভাল আর স্যামসাং মালশিয়ারটা ভাল ।

আজকে প্রধান তিনটি অংশ নিয়ে আলোচনা করলাম পরের পর্বে বাকী অংশ দেব।আশা করি সাথে থাকবেন

আর আমার বাংলা ব্লগে পূর্বে প্রকাশিত ।

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks Mr. Mamun.

“ইউপি এস কাজে লাগেনা।” এ লাইনের পর আপনার টিউন পড়ার কি আর প্রয়োজনীয়তা আছে?

আমি অনেকদিন পর এখানে এলাম সবাইকে বলছি-প্লিজ দয়া করে ভুল তথ্য দেবেন না। তার চাইতে টিউন না করা অনেক ভালো।

    আপনি আমার লেখার ভুল ব্যাখ্যা করছেন।আমার লেখায় ছিল “”দরকার হলে ইউপিএস পরে কিনুন কারণ ইউপিএস খুব একটা কাজে লাগেনা আমি নিজে ৩ বছর ধরে ইউপিএস ছাড়া চলতেছি কোন সমস্যা হচ্ছেনা।”” আমি কিন্তু ইউপিএস না কেনার কথা বলিনি আমি প্রয়েজনে পরে কেনার কথা বলেছি ।ইউপিএস কম্পিউটারের কোন প্রধান অংশ না।উন্নত বিশ্বে ইউপিএস এর ব্যবহার একদম নাই।আর আমাদের দেশে একদল ব্যবসায়ী আমাদের কে এমন ধারণা দিয়েছে যে ইউপিএস ছাড়া কম্পিউটার অচল।আর এইসব ব্যবসায়ীরাই কোনদিন বলেনা যে ধূলাবালী হতে কম্পিউটার দূরে রাখবেন।

মামুন ভাইয়ের সাথে আমিও একমত ভালো টিউন ধন্যবাদ যদিও একটু দেরি হইয়া গেলো.

Level 0

মামুন ভাই যা বললেন ইউ পি এস সম্পর্কে আমাদের দেশে ইউ পি এস লাগে বারবার লোডশেডিং হয় যার হাত থেকে কম্পিউটার বাঁচানোর জন্য ইউ পি এস । ইউ পি এস খুবই জরুরী একটা অংশ বারবার লোডশেডিং এর জন্য হার্ডডিস্ক এর মারাত্মক ক্ষতি হাতে পারে আর যা বললেন উন্নত বিশ্বের কথা উন্নত বিশ্বে লোডশেডিং নামের কোন জিনিস আছে কিনা আমার সন্দেহ আর উন্নত বিশ্বে ইলেক্ট্রনিক্স জিনিসপত্রর দাম হাতের নাগালে নষ্ট হলে ঠিক করে না নতুন কিনে আনে যা আমাদের দেশের স্বল্প আয়ের মানুষের পক্ষে অসম্ভব তাই আমার মতে ইউ পি এস কম্পিউটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ……।

Level 0

https://www.techtunes.io/hardware/tune-id/123616 কম্পিউটার কেনার জন্য এই টিউন টি বেস্ট।

Level 5

i am using my computer for 4 years without any UPS ..believe me kuno problem hoyna…UPS na kenatai best..taka waste korar proyojon nai..amadher alakay onek loadshedding hoy..

ভাই আমি গত মাসে একটা পিসি কিনলাম
কনফিগারেশনঃ
processor:core i5 3470k 3.2 ghz
m/b:Asus P8Z77-M
ram:Corsair 4 gb ddr3 1333 bus
hdd:westurn digital 1 TB 7200 RPM
Graphics Card:Asus GTX 650@GB
Monitor:samsung syncmaster s19b300 18.5″LED
PSU: 400watt gigabyte
Casing: Thermaltake gameing
Dvdrw:Samsung 24X SATA
UPS:Apollo 650 Va

আর ভাই একটা কথা ram এর ক্ষেত্রে আমি মনে করি corsair ই বেস্ট।কিন্তু এটা এতদিন বাংলাদেশে ছিলোনা। এখন আছে।তাই আমি র‌্যাম corsair ই সাজেস্ট করব।