MLM এর সহজ হিসাব এবং লুকানো সত্য !

বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ওয়েবসাইট ভিত্তিক বিভিন্ন বিদেশী কোম্পানি MLM (মাল্টি লেভেল মার্কেটিং) পদ্ধতিতে তাদের ব্যবসা পরিচালনা করছে, এরা মানুষকে অল্প সময়ে অধিক লাভের উপায় দেখাচ্ছে, যার ফলে ব্যপক সংখ্যক মানুষ এইসব ব্যবসায় যোগ দিচ্ছে এবং অপরকে যোগ দিতে উৎসাহিত করছে। দেশের ভেতরেও একসময় এ ধরণের বিভিন্ন কোম্পানি ব্যবসা পরিচালনা করলেও বর্তমানে একটি ছাড়া বাকি গুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়না।

MLM  বিজনেসের মূলমন্ত্র হচ্ছে মাছের তেলে মাছ ভাজা, অথবা বলতে পারেন গরু মেরে জুতো দান। অর্থাৎ আপনাকে একটি নির্দিষ্ট পরিমান টাকা দিয়ে এদের সদস্য হতে হবে, এরপর আপনি যদি তাদেরকে আপনার মত আরো সদস্য যোগার করে দিতে পারেন তাহলে আপনি লভ্যাংশ বা কমিশন পাবেন। এরকম একটি পরিচিত সাইটের উদাহরণ দেই। এই সাইটটিতে আপনাকে ১৪৯ ইউরো দিয়ে মেম্বার হতে হবে, এরপর আপনি যদি তাদেরকে আপনার মত একজন মেম্বার যোগার করে দিতে পারেন তাহলে আপনি পাবেন ১৫ ইউরো। অর্থাৎ আপনার ইনভেস্টের ১৪৯ ইউরো উঠাতেই আপনাকে ১০ জন মেম্বার যোগার করতে হবে। অর্থাৎ ১০ জন লোকের কাছ থেকে ১৪৯০ ইউরো নিয়ে তাদেরকে দিলে তারা আপনাকে আপনার ইনভেস্টের ১৪৯ ইউরো ফেরত দেবে। আর এ সাইট থেকে লভ্যাংশ বা কমিশন পেতে হলে কি পরিমান ইউরো তাদের দিতে হবে, তার হিসাব নিজেরাই করে নিন। তবে এসব কোম্পানি তাদের এই সহজ হিসাব লুকানোর জন্য এর সাথে বিভিন্ন ধরনের আকর্ষণী নিয়ম, পদ্ধতি, শাখা প্রশাখা অথবা পন্য বিক্রির শর্ত, ডিলারশিপ, মেম্বারশিপ দিয়ে থাকে।

আসল কথা হচ্ছে, বিশ্বের বর্তমান অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে উন্নত বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের ডলার, ইউরোর রিজার্ভ বাড়ানোর জন্য MLM পদ্ধতিকে বেঁছে নিয়েছে, আর তাদের এই পদ্ধতি প্রয়োগের জন্য তারা আমাদের মত (উন্নয়নশীল ও শিক্ষিতের হার কম) দেশগুলোকে তাদের শিকারে পরিনত করেছে। আর এই কাজের প্রচার ও প্রসারের জন্য তারা এসব দেশের কিছু ব্যক্তিকে দালাল হিসেবে টাকা দিয়ে কিনে নিয়েছে, যারা এসব কোম্পানির গুণগান ফুলিয়ে ফাঁপিয়ে মানুষের কাছে তুলে ধরছে। আমরাও আমাদের তাৎক্ষনিক লাভ আর ব্যক্তি স্বার্থের জন্য কিছু চিন্তা না করেই এইসব ব্যবসায় নিজেরা ঝাঁপিয়ে পরছি এবং নিজের আত্মীয় সজন, বন্ধু বান্ধব, পরিচিত অপরিচিত সবাইকে এতে যোগ দিতে বলছি। কিন্তু একটুও ভেবে দেখছিনা যে, আমাদের একজনের ইনভেস্টের ১৪৯ ইউরো (প্রায় পনর হাজার টাকা) উঠাতেই যদি ১৪৯০ ইউরো (প্রায় দেড় লাখ টাকা) বিদেশিদের হাতে তুলে দিতে হয়, তাহলে আমাদের মতই দেশের আরও শত শত কিংবা হাজার হাজার সদস্য যদি তাদের ইনভেস্ট অথবা কমিশন উঠাতে চায় তহলে কত লক্ষ কোটি ইউরো বিদেশিদের হাতে তুলে দিতে হবে (হয়ত দিয়েছিও)। আপনাদের অনেকেই হয়ত কয়েকদিন আগে বিভিন্ন পত্রিকায় দেশের ইউরো রিজার্ভ সঙ্কটের বিষয়ে নিয়ে প্রকাশিত সংবাদটি পড়ে থাকবেন।

আপানার হয়তো জানেন যে, বাংলাদেশের ডলার, ইউরো তথা বৈদেশিক মুদ্রার রিজার্ভ  সংগৃহীত হয় প্রধানত দুই ভাবে। যার একটি হচ্ছে, বাংলাদেশের উৎপাদিত বিভিন্ন পন্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির মাধ্যমে, আর দ্বিতীয়টি হচ্ছে “ফরেন রেমিটেন্স” অর্থাৎ বিভিন্ন দেশে কর্মরত আমাদের প্রবাসী ভাইদের কষ্টার্জিত উপার্জনের মাধ্যমে, যা তারা দেশে পাঠিয়ে থাকেন। আর আমরা তাদের এই কষ্টার্জিত ডলার, ইউরো নিজেদের সামান্য লাভের আশায় বুঝে অথবা না বুঝে বিদেশীদের হাতে তুলে দিচ্ছি। বিদেশীরাও এই বিপুল অংকের ইউরো, ডলার হাতিয়ে নিয়ে উক্ত ইউরো, ডলার থকেই সামান্য কিছু লভ্যাংশ আমাদেরকে দিয়ে মাছের তেলে মাছ ভেজে নিয়ে যাচ্ছে। আর আমরা আমাদের ব্যক্তিস্বার্থ, সঙ্কীর্ণ দৃষ্টিভঙ্গি এবং শিক্ষা ও চিন্তার দৈন্যতার কারনে বিদেশীদের এই সহজ শুভঙ্করের ফাঁকিও ধরতে পারছিনা। তাই সবার কাছে আমার সবিনয় অনুরোধ, নিজেদের ক্ষনিকের লাভের জন্য সমাজ ও রাষ্ট্রের দীর্ঘস্থায়ী ক্ষতি করা থেকে আমরা বিরত হই। আর তা নাহলে, এর ভয়াবহতার শিকার আমাদের সবাইকেই হতে হবে, প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভাবে।

একটি উদাহরণঃ মনে করুন যে, বাংলাদেশের অন্যতম MLM কোম্পানিটিতে বাংলাদেশের সব মানুষ সদস্য হয়ে গেল। MLM কোম্পানি আর তাদের সদস্যদের জন্য খুবই আনন্দের সংবাদ তাই না? কিন্তু একটু ভেবে দেখুন, একদম শেষে যারা সদস্য হবে, তারা রেফারেল বা সদস্য সংগ্রহ করবে কোথার থেকে, কেননা তাদের আগেই বাংলাদেশের সব মানুষ MLM কোম্পানির সদস্য হয়ে গেছে। অতএব, তারা সদস্যও সংগ্রহ করতে পারবেনা আর কমিশনও পাবেনা। এভাবে যদি সারা পৃথিবীর মানুষকেও উদাহরন হিসেবে ধরা হয় তাহলেও দেখবেন যে, যারা সব শেষে MLM কোম্পানির সদস্য হবে তারা তাদের কমিশন পাবার জন্য আর কোন রেফারেল বা সদস্য খুঁজে পাবেনা। কারন তাদের আগেই সারা পৃথিবীর মানুষ এর সদস্য হয়ে গেছে। আর তাই মনে রাখবেন, MLM বা পিরামিড বিজনেসে শেষের দিকে যারা ঢুকবেন তাদের MLM এর অংকের নিয়মে ক্ষতিগ্রস্থ হতেই হবে। আর ইসলামে MLM নিষিদ্ধ হবার জন্য এই কারণটাই যথেষ্ট। আর এ জন্যই MLM বিজনেসকে পিরামিড বিজনেসও বলা হয়, অর্থাৎ অপরের মাথায় পা দিয়ে নিজে উন্নতির শিখরে ওঠো।

পরিশেষে আমাদের এলাকার এক বুয়ার MLM ব্যবসা ও এর পরিণতির কাহিনী বলে শেষ করছি। এই বুয়া বিভিন্ন বাসা ও মেসে কাজ করত আর তার স্বামী ছিল রিকশা চালক। বুয়া এবং তার স্বামী তাদের বিপদ আপদের কথা ভেবে একটু একটু করে কিছু টাকা সঞ্চয় করেছিল। তো, বুয়া যেসব মেসে কাজ করত তার একটি মেসে থাকতো বাংলাদেশের অন্যতম একটি MLM কোম্পানির একজন করিৎকর্মা সদস্য। সে মাঝে মাঝেই বুয়াকে অল্প পুঁজি ও স্বল্প সময়ে বিশাল বড়লোক হবার বর্ণিল স্বপ্ন দেখাত, যেভাবে MLM এর সদস্যরা সুযোগ পেলেই সবাইকে এই স্বপ্ন দেখায়। তার যাদুকরি কথার প্রভাবে বুয়া তার ও তার স্বামীর সমস্ত সঞ্চয় দিয়ে উক্ত MLM কোম্পানির সদস্য হল। কিন্তু বুয়াতো আর কোম্পানির ডান বামের হিসাবও বোঝে না, আর সদস্যও সংগ্রহ করতে পারেনা। কারন সে তার সীমিত শিক্ষা আর বুঝ দিয়ে মানুষকে ঐ করিৎকর্মা ! MLM সদস্যের মত বুঝাতেও পারেনা আর স্বপ্নও দেখাতে পারেনা, তাই তার অল্প সময়ে বড়লোক হবার স্বপ্ন, স্বপ্নই থেকে যায়। এসব দেখে ও শুনে তার রিকশা চালক স্বামী তাকে তালাক দিয়ে চলে যায়। এই ফাঁকে ঐ করিৎকর্মা ! MLM সদস্যও উক্ত মেস ছেড়ে চলে যায়। এর ফলাফল যা দাঁড়ালো তা হচ্ছে, MLM কোম্পানি পেল বুয়ার সারা জীবনের সঞ্চিত টাকা, ঐ করিৎকর্মা ! MLM সদস্য পেল তার কমিশন, আর ঐ বুয়া পেল তালাক আর সব হারানোর হাহাকার।

আশাকরি টিউন টি পড়ে আমরা নিজেরা সচেতন হবো এবং অপরকে সচেতন করব। আর মুসলিম ভাইদের বলছি, MLM পদ্ধতিতে ব্যবসা ইসলামে গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে আন্তর্জাতিক আলেমদের একটি দলিল ভিত্তিক লেখা (বাংলা অনুবাদ সহ) আমার সংগ্রহে আছে। এখান থেকে আপনারাও এটি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড লিঙ্ক

আমার লেখায় যদি কোন ভুল থাকে অথবা যে কোন পরামর্শ, মন্তব্যের মাধ্যমে জানানোর অনুরোধ রইল।

টিউন টি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি SamuraixBD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া আপনাকে লেখাটি এখানে পোষ্ট করার জন্য ধন্যবাদ। আমি আপনামে মেইল করছি আমাকে প্লিজ কপিটি দিবেন।

হায়রে MLM… Unipay2u তে সাড়ে ৫ লাখ ইনভেস্ট করছিলাম, এখন খালি কান্দি 🙁 ভাই কেউ Unipayর Dollar কিনলে বইলেন 🙁

ধন্যবাদ ।ভাই আমার মনের কথা বলছেন, ডান/ বাম অনেক শুনেছি……

আমি আপনাকে মেইল করেছি আপিনি কি পেয়েছেন। না পেলে আমারে মেইল আবার দিচ্ছি। প্লিজ মেইল করেন। [email protected], [email protected]

    Level 0

    @রোমেল বগুড়া: পাঠিয়ে দিয়েছি।

      @SamuraixBD: আপনার মেইল পেয়ছি। মেইল করার জন্য ধন্যবাদ। আপনার অনুমোতি শাপেক্ষে আপনার এই পোষ্ট হুবহু কপি করে কি ফেসবুকে পোষ্ট করতে পারি। (যদি আপনি অনুমোতি দেন)

        Level 0

        @রোমেল বগুড়া: ভাই, আপনাকে অনুমতি দিলাম, এটাতো সবাইকে সচেতন করার জন্যই।

      @SamuraixBD: ধন্যবাদ অনুমোতি দেওয়ার জন্য

Level 0

Thanks for post this topics. I need this copy. [email protected]

Level 0

amre file ta den SamuraixBD !!
[email protected]

    Level 0

    @samit009: ভাই, টিউন আপডেট করে ফাইল ডাউনলোড এর লিঙ্ক দিয়ে দিলাম। ই মেইল করার প্রয়োজন নেই।

Level 0

vai to onek buje felsen sobai buje valo na mondo onno kano post thakle koriyen

Level 0

na bhai ami tune ta valo bolte parlam na vai

Level 0

ভাল লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

এখনও আমাদের মাঝে MLM নিয়ে সত্য, যুক্তিসমৃদ্ধ ধারণা প্রতিষ্ঠিত হয়নি ।
লেখককে ধন্যবাদ বিষয়টি নিয়ে তথ্যসমৃদ্ধ টিউন করার জন্য

সময় উপোযোগী একটা পোস্ট করলেন…

Level New

মালশিয়া ও সিঙ্গাপুর আজ M.L.M উপর প্রতিষ্ঠিত।তাদের দুর্নীতির হার বাংলাদেশের তুলনায় কম।তারা M.L.M এ বাংলাদেশের মত প্রতারনা করেনা।M.L.M কে আধুনিক marketing ব্যবস্থা বলে।বা direct marketing যা পন্যের দাম এর লাভ এর উপর ব্যবস্যা।কিন্তু উদেশ্য যদি মানুষ joining থাকে তাহলে শুধু তার income তাই হারাম।M.L.M এ প্রচুর কষ্ট।১০ বার ফোন দিয়ে ও customer বানানো কঠিন।কোন কাজে মালিক কে জানলেই যথেষ্ঠ।তাই সবাই M.L.M এ প্রবেশের পুর্বে মালিক সম্পর্কে জানে।সব শর্ত জেনে M.L.M এ আসলে ক্রেতা,বিক্রেতা ও মালিকের মাঝে problem হয়না।প্রথম কথা সব পরিষ্কার ভাবে customer কে জানাতে হবে।
অনেক আলেম M.L.M কে সমর্থন করে।মুসলিম country তে ও M.L.M আছে।তাই আইন থাকাটাই এখন সবচেয়ে বেশি দরকার।——মতামত আল-রাজি।

ভাল হয়ছে।সহমত সুমন ভাই।

ভাই MLM সম্পর্কে আপনার বিন্দু মাত্র ধারনা নেই। তাই এই বিষয়ে এ বেপারে আপনি কথা না বললেই ভাল। আপনি কোন দুনিয়ার একটা সাইটের কথা বলছেন যেটা নামটাও লিখতে পারলেনা। আর DESTINY & MEDSIT এগুলো কি বিদেশী কোম্পানি? এগূলো সব বাংলাদেশী কোম্পানি। বাংলাদেশী কোম্পানিগুলোর টাকা বাইরের দেশে যাওয়ার প্রশ্নই উঠে না। দেশের টাকা দেশেই থাকছে। দেশের উন্নতি হচ্ছে। এসব ফালতু টিউন থেকে বিরত থাকুন

    Level 0

    @Farhan Abid: ভাই, বাংলাদেশী MLM কোম্পানি সম্পর্কে আমি লেখার প্রথমেই উল্লেখ করেছি, আর বাংলাদেশী MLM কোম্পানিগুলো টাকা হয়তো বিদেশে নিচ্ছেনা কিন্তু মাছের তেলে ঠিকই মাছ ভেজে নিচ্ছে। কোম্পানির মালিক ও কর্তাগণ আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে, আর সদস্যরা কলাগাছকে ফোলাতে যেয়ে নিজেরা ফাটা বেলুনের মত চুপসে যাচ্ছে। এজন্যই বাংলাদেশে দু একটি কোম্পানি ছাড়া বাকিগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়না। আর যে সাইটে ১৪৯ ইউরো দিয়ে সদস্য হতে হয় তা আপনি না জানলেও যারা বুঝার তারা ঠিকই বুঝেছেন। আমি লেখাটি মানুষকে সচেতন করার জন্য লিখেছি, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আক্রমন করার উদ্দেশ্যে নয়। একারনেই কোন ওয়েবসাইটের নাম নির্দিষ্ট করে উল্লেখ করিনি।

      @SamuraixBD:আপনি যেই মালিকের কথা বলছেন সেই মালিক কিন্তু কষ্ট না করে বরলোক হয়নি। মালিক যদি কষ্ট করতে পারে তাহলেতো মালিক বড়লোক হবেই। আপনিও যদি কষ্ট করতে পারেন তাহলে আপনিও ৪ বছরের মদ্ধে মালিকের মতো হতে পারবেন। কিন্তু বাংলাদেশের মানুষের পক্ষে কষ্ট করা কোনদিন সম্ভব না। কারণ তারা টেবিলের নিচে দিয়ে ঘুষ নেয়াতেই অভ্যস্ত। MLM এ যে পদ্ধতিতে কাজ করতে হয় সেটা অবশ্য অনেক কঠিন। যারা MLM এ সাকসেস পায়না তারা কষ্ট করতে পারেনা বলেই বেলুনের মতো চুপসে যাচ্ছে। যারা কষ্ট করতে পেরেছে তারাই সফলতা লাভ করেছে। যেমন মুসা ইব্রাহিম তার কষ্টের ফলেই এভারেস্ট জয় করেছিল। কিন্তু যারা কষ্ট করতে পেরেছে তারাই সফলতা লাভ করেছে। কারণ, আপনি MLM করুন আর যাই করুন কষ্ট ছাড়া কোন দিন কোন কিছু করা সম্ভব না। কিছু প্রতারক MLM কোম্পানির জন্য সবগুলোকে দোষ দেয়া ঠিক না। আশা করি আপনার ভুল ধারনা আপনি বুঝতে পারবেন

      Level 0

      @SamuraixBD: ভাই মানুষের পিছৈ টাকা দিয়ে লাক্ষপতি হবার স্বপ্ন বেকুবি ছাড়া আর কিছু নয়, আরে ভাই আপন ভাই, চাচা টাকা ধার নিলৈ নানা টালবাহানা করে , আর কোথায় এসব বড় কোম্পানি? আরে ভঅই এসব বড় কোম্পানি দিনে দুপুরে কাইকে ছিণতাই করলেও আপনাদের কেউ একটা চুলও তাদের ছিড়তে পারবেন না, আর হাজার হাজার টাকা সেখনে বিশ্বাসে দান করে দেয়া। স্রেফ জুয়া খেলা ছাড়া আর কিছু না

    Level 0

    @Farhan Abid: ভাই আপনি রাগ হইয়েন না ,আমরা বুজছি যে আপনি “destiny’ এর লোক ।আমি মনে করি না যে এইখানে কনো বুদ্দিমান লোক কাজ করে । কিন্তু আমদের সতর্ক হতে দোস কোথায় ! ভাল থাকবেন !

      Level 0

      @sami: সহমত, ধন্যবাদ।

      @sami: ভাই আমি ডেসটিনি / অন্যকোন MLM কোম্পানিতেই কাজ করি না । আর আপনার কথা শুনে মনে হচ্ছে নিজেকে অনেক বুদ্ধিমান ভাবেন। আপনি কাজ করেন না বলে আপনি নিজেই একা বুদ্ধিমান…….আর বাকিরা সবাই বোকা? তাই তারা কাজ করে

    Level 0

    @Farhan Abid: আপনার ছবি টা শেয়ার করতে পারবনে?তাহলে খুশি হব।আপনার কমেন্ট দেখে মনে হলো আপনি ডেস্টিনি এর গোল্ড মেম্বার।এদের চেয়ে ধোকাবাজ কোম্পানি আর কয়টা আছে?ব্যবসা করবেন হালাল উপায়ে।চাপা মেরে ডানে বামে লোক ঢুকিয়ে লাভ কি?কয়টাকা কমিশন পান?ডেস্টিনি ওয়ালাদের কাছে একবার না জানিয়ে আমাকে নিয়ে গিয়েছিলো।কি না কি বুঝালো……।কিছুই বুঝলাম না।এমন শপ্ন দেখালো যে এক বছরেই গাড়ি বাড়ির মালিক হয়ে যাবো।আমার এক বন্ধু এই পাল্লায় পরে অনার্স ফাইনাল এর পরিক্ষাই দিলোনা।

    এরা কিছুই করতে পারেনা।খালি পারে চাপা মারতে আর টাই লাগাতে।

      @Mukut: আমি উপরে বলেছি আমি কোন MLM কোম্পানি তে কাজ করি না। আর কেও যদি মিথ্যা কথা বলে MLM করে তাহলে তার ইনকাম হারাম থাকবে। আপনি সত্য কথা বলে কাজ করলেইতো হয়। নিজে ভাল হলে সব কিছু ভাল। আপনার বন্ধুটি কষ্ট করেনি তাই সে কিছুই করতে পারেনি। কষ্ট ছাড়া কোনকিছু করা সম্ভব না।

এম. এল.এম একটি আধুনিক বিপনন পদ্ধতি, এই পদ্ধতি অনুসরণ করে ১২৫+ দেশে বিপনন পদ্ধতির প্রচলন আছে। কিন্তু দু:খের বিষয় হচ্ছে আমাদের দেশে এই এম. এল. এম পদ্ধতিতে ব্যবসা ১যুগেরও বেশি সময় ধরে চলে আসলেও সরকারের পক্ষ থেকে কোন প্রকার সুনিদ্রিষ্ট নীতিমালা নাথাকায় বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে আমাদের দেশের সাধারণ জনগন।
আমাদের দেশিও এম. এল.এম কম্পানী ডেসটিনি বেশ সফল ভাবে তাদের ব্যবসা পরিচালনা করছে। এর মালিকগণ আঙ্গুল ফুলে কলাগাছ নন বরং ভোক্তাদের বা সাধারণ জনগনকে তাদের সাথে সম্পৃক্ত করে আয়ের একটি পথ তৈরী করে দিচ্ছেন।
আমি যদি একটি উদাহরণ দেই তাহলেই আপনি বুঝতে পারবেন তারা মাছের তেলে মাছ ভাজে না ভোক্তার অধিকার সংরক্ষণ করে। তাদের একটি প্রোডাক্ট আছে যার নাম ফুটমেসেজার যার দাম হচ্ছে ৭০০০ টাকা যেটা আর্ন্তজাতিক বাজারেও এর দাম ৯৫.০০ ডলার যা আপনি Amazon.com -এ পাবেন। লিংক টি দেখুন
http://www.amazon.com/Sunpentown-Infrared-Blood-Circulation-Massager/dp/B001ADG0M8/ref=sr_1_50?ie=UTF8&qid=1319101470&sr=8-50

আশাকরি সবাই বিষয়টা বুঝতেপারবেন।
ধন্যবাদ সবাইকে

Level 0

বর্তমানে বিশ্বের বড় বড় আলেম রা এই ব্যবসা কে হারাম ঘোষনা করেছেন।আমি তাদের সাথে একমত।

ভাইরে……।হারাম টাকা কামানো অনেক সহয কিন্তু এর ফল অনেক ভয়ানোক।যেমন ধরুন ইউনিপেটূ ইউ।যারা ধরা খেয়েছেন তারা যখন শহীদ মিনারে অনশন করে তখন আমার হাসি পায়।কেউ কি পরকাল কে শরন করেনা?দুনিয়া টাই বড় হয়ে গেলো?আল্লাহ কে ভয় করুন।এসব হারাম টাকা পয়সা কামানো থেকে বিরত থাকুন।দেখবেন ডাল দিয়ে ভাত খেলেও শান্তি।

টাকার হালাল হারাম এর ব্যাপার ভালো ভাবে জানুন,এর পর ইনভেস্ট করুন।লেখক কে ধন্যবাদ।

আবার কিছু কিছু আলেমরা MLM কে সমর্থন দিয়েছেন। আমিও তাদের সাথে একমত। আপনি যে UINIPAY এর কথা বলছেন সেটা কোন ভাল কোম্পানি ছিল না। যেগুলো ভাল কোম্পানি রয়েছে সেগুলো ভণ্ডামি হতো তাহলে সেগুলো সরকার অনেক আগেই বন্ধ করে দিত। আল্লাহকে ১০০ বার ভয় করতে হবে। কিন্তু আপনি যদি লাখ টাকা ইনকাম করে আল্লাহর পথে লাখ লাখ টাকা খরচ করতে পারেন তাহলে সে জন্য কি আপনি সোয়াব পাবেন না? এটা কি কোন ভাল কাজ না? লাখ টাকা ইনকাম করে আপনাকে গাড়ি বাড়ির মালিক হতে হবে না। কারণ মৃত্যুর পর এগুলো নিয়ে আপনি কবরে জেতে পারবেন না। লাখ টাকা ইনকাম করে আল্লাহর পথে খরচ করুন সেটা অনেক ভাল। যেসব মাদ্রাসা টাকার অভাবে চলতে পারে না তাদের সাহায্য করুন এর থেকে ভাল কাজ আর হতে পারে না।

Level 0

ভাই না জেনে টিউন করা ঠিক নয়। আমাদের সমাজে অনেক এনজিও মানুষের ক্ষতি করে উঠে গেছে তাই বলে সব এনজিও কে যেমন দোষ দেয়া যায় না তেমনি কিছু এম এল এম কম্পানির জন্য সব কম্পানিকে দোষ দেয়া যায় না। কিছু ব্যাংক যেমন ইসলাম পরিপন্থি কাজ করে আবার কিছু ব্যাংক ইসলামি শরিয়া মোতাবেক কাজ করে তাই বলে সব ব্যাংকে হারাম বলা যায় না ঠিক তেমনি সব এম এল এম কম্পানিকে হারাম বলা যাবেনা।আর কিছু দিন দেরি করেন তাহলে বাংলাদেশ সরকার কতৃক এম এল এম/ ডাইরেক্ট মার্কেটিং এর উপর একটি নিতিমালা আসবে তাহলে আর এ বিষয়ে কোন সন্দেহ থাকবেনা।তবে প্রত্যেক কেই ভাল মন্দ বিষয় গুলো জেনে জয়েন করতে হবে।

    @Joy: হুমম MLM সম্পর্কে এখন অনেকের ভাল ধারনা তৈরি হচ্ছে। আজে বাজে ভুল ধারনা নিয়ে টিটিতে টিউন করে টিটির পরিবেশ নষ্ট না করাই ভাল

    Level 0

    @Joy: কিছু আলেম MLM এর পক্ষে ফতোয়া দিয়েছেন আর কিছু আলেম MLM এর বিপক্ষে ফতোয়া দিয়েছেন। কিন্তু একটি বিষয় আমাদের সবাইকে মনে রাখতে হবে যে, ইসলামে কোন বিষয় বৈধ অথবা অবৈধ নির্ধারিত হয় পবিত্র কুরআন ও সাহিহ হাদীসের প্রমানিক দলীলের ভিত্তিতে, কোন ব্যক্তি বা গোষ্ঠীর মতামতের ভিত্তিতে নয়। আপনারা অনুগ্রহ করে আমার টিউন এ দেয়া লিঙ্ক থেকে বইটি নামিয়ে সম্পূর্ণ বইটি পড়ে দেখুন। এতে পবিত্র কুরআন ও সাহিহ হাদীসের দলীলের ভিত্তিতে MLM ও এর বিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমারা জানি ইসলামে মদকে হারাম করা হয়েছে, কারন এর উপকারিতার চেয়ে অপকারিতাই বেশি। এখন যদি কোন দেশের সরকার মদ বিক্রিকে বৈধতা দিয়ে এ বিষয়ে নীতিমালা ও আইন-কানুন প্রনয়ন করে, তাহলেই কি আমাদের ধরে নিতে হবে যে, ইসলামে মুসলিমদের জন্য মদ বিক্রি অথবা খাওয়া বৈধ বা জায়েজ হয়ে গেছে? কখনই না। কারন ইসলামে মদকে হারাম করা হয়েছে পবিত্র কুরআন ও সাহিহ হাদিসের দলীলের ভিত্তিতে। তাই কোন দেশের সরকার যদি মদ বিক্রিকে বৈধও করে দেয়, তা সত্ত্বেও ইসলামে মদ চিরকাল হারাম-ই থেকে যাবে। তেমনি MLM এরও হয়তো কিছু ভাল দিক রয়েছে, কিন্তু এর অপকারিতাই বেশি। এজন্যই বাংলেদেশের অসংখ্য MLM কোম্পানির মধ্যে মাত্র হাতে গোনা দুএকটি কোম্পানি টিকে আছে, বাকীগুলো এর অপকারিতার প্রভাবে বিলুপ্ত হয়ে গেছে। আর তাই কোন দেশের সরকার নীতিমালা করলেই MLM ব্যবসা ইসলামে বৈধতা পাবেনা। কেননা, পবিত্র কুরান ও সাহিহ হাদীসের দলীলের মাধ্যমেই এর বৈধতা বা গ্রহণযোগ্যতা প্রমাণিত হয়নি। মহান আল্লাহ্‌ আমদেরকে ইসলামের সঠিক বুঝ দান করুন। আমরা যেন অমুসলিম জাতির মত শুধুমাত্র টাকা আর ক্ষমতার পিছনে ছুটে ছুটে শেষ না হয়ে যাই। আমাদের টাকা আর ক্ষমতা যতই থাকুক, আল্লাহ্‌ যদি অনুমোদন না করেন এর তিলমাত্র আমরা আল্লাহ্‌র পথে ব্যয় করতে সক্ষম হবোনা। মহানবী (সাঃ) আমাদের আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জন করতে বলেছেন, পার্থিব সম্পদ অর্জনের নির্দেশ দিয়ে যাননি। আমরা তার সিরাত পর্যালোচনা করলে দেখতে পাবো যে, তিনি এবং তার অধিকাংশ সাহাবী অত্যন্ত দরিদ্র ছিলেন। সাহীহ হাদিসে রাসূল (সাঃ) এর সহধর্মিণীদের বর্ণনা থেকে জানা যায় যে, রাসূল (সাঃ) ও তার পরিবার কোন দিনই দু বেলা পেট পুরে খেতে পারেন নি। এক বেলা যবের রুটি খেয়েছেন তো অন্য বেলা এক ঢোক পানি/দুধ অথবা খেজুর খেয়ে থেকেছেন। তা সত্ত্বেও তারাই পৃথিবীতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আর রাসূল (সাঃ) বলে গেছেন, আমি আশঙ্কা করছি যে, আমার মৃত্যুর পরে তোমাদের সম্পদের প্রাচুর্যতা দেখা দেবে আর তা তোমাদেরকে আল্লাহ্‌র পথ থেকে বিচ্যুত করে ফেলবে।

      Level 0

      @SamuraixBD: জটিল রে ভাই, জটিল। আগে তাওহীদ বা বিশ্বাস ঠিখ করতে হবে।

Level 0

আমি MUKUT ভাই এবং লেখকের সাথে একমত

Level 0

বাংলাদেশে অর্থনীতি বিষয়ের পাঠ্য বিভিন্ন বইয়ে অর্থনীতির ইতিহাসের কোথাও এ বিষয়ে কোন লেখা দেখতে পেলাম না যে, মালয়শিয়া বা সিঙ্গাপুর MLM ব্যবসার মাধ্যমে তাদের দেশের উন্নয়ন ঘটিয়েছে। মালয়শিয়ার উন্নতির ইতিহাসে দেখতে পেলাম যে, তাদের এক প্রধানমন্ত্রী ডঃ মহাথির মহাম্মদের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা ও কর্মকাণ্ডে শিল্প বিপ্লবের মাধ্যমে মালয়শিয়া উন্নতির শিখরে পৌঁছেছে।

প্রতিটা জিনিসের ভালো মন্ত দুইটা দিগই আছে। এম এল এম কম্পানি গুলো হয়তো অনেতকে ঠকিয়েছে আবার এর ফলে অনেকে বড়োলোক ও কিন্তু হয়েছে। তবে কউ যেনো এই সব কম্পানির মাধ্যমে ক্ষতিগ্রস্থ না হয় সে ব্যাপারে সরকারের দৃষ্টি দেওয়া উচিত। এতে সবাই ভালো থাকবে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন এই সব এম এল এম কম্পানির সাতে কিন্তু ছাত্ররাই বেশি সম্পুক্ত। ধন্যবাদ

moddo juge english pora haram bolicilen kotok alem akohen ta jayez sara world ounnoto hosse mlm kore ar akon ta haram ek shomoy ta jayez hobi karon mlm ounnoto hosse din din tai ak ar ossikar kora jabina. bangladesh sorkar mlm kotoko boje ta aktu bolen quran shorbo kaler sera grontho tai mlm somadan tate asey.

Level 0

“দেশের ভেতরেও একসময় এ ধরণের বিভিন্ন কোম্পানি ব্যবসা পরিচালনা করলেও বর্তমানে একটি ছাড়া বাকি গুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়না।”
———————একটি সাইট!,,,,,,,,,,,কি নাম তার ?
ভাল একটা তথ্য দেবার জন্য ধন্যবাদ,

ওরা আমাদের ‍কাছথেকে নেয় বোয়াল মা্ছ, আর আমাদেরকে দেয় টাকি মাছ।

Level 0

@SamuraixBD ভাই MLM এর সহজ সুত্র মনে হয় আপনার জানা নেই তাই এমন প্রশ্ন করলেন।”সব মানুষ সদস্য হয়ে গেল” আপনার উত্তরে বলছি মানুষ জন্মানো কি বন্ধ হয়ে যাবে ?

    Level 0

    @jayanta: তারমানে আপনি বলতে চাইছেন যে, পৃথিবীর সব মানুষ সদস্য হয়ে গেলে নবজাতক শিশুদেরকেও আপনারা আপনাদের কমিশনের সর্বগ্রাসী লোভ থেকে রেহাই দেবেন না !!!

      Level 0

      @SamuraixBD: ভাই মনে হয় সবাইকে MLM কর্মি মনে করতাছেন। আমি just আপনার যুক্তির ফাক-ফোকরগুলি ধরাইয়া দিলাম, কারন যখন কোন বিষয় নিয়ে লিখবেন, তখন সেই বিষয় সম্পর্কে জেনেবুঝেই লেখা উচিত। আশা করি ভুল বুঝবেন না।

Level 0

মাত্র কয়েক হাজার টাকার বিনিময় MLM কোম্পানিতে সদস্য হতে হয় তারপর তারা প্রতিস্রুতি দেয় লাখ লাখ কোটি কোটি টাকা গাড়ি বাড়ি আমাদেরকে দিবে তাহলে সারা বাংলাদেসের মানুষ যদি একজনের রেফারে আরেকজন জয়েনিং করতে থাকে কিছুদিনের মধ্যে আমাদের দেশের প্রত্যেকটি মানুষের গাড়ি বাড়ি আর কোটি কোটি টাকা থাকার কথা তাইনা?তাহলে আমরা তা করিনা কেন নাকি কেউয়েই এই সোজা জিনিসটা বুঝি না। আমাকে কেও যানাবেন কি?

বাণিজ্যিক ব্যাংক গুলোও তো পরের ধনে পদ্দারি করে , কই তাদের তো আমরা কোন কথা বলে না । 😀 তাহলে MLM নিয়ে আমরা কেন এত মাথা ঘাটাই কেন ? আসলে এটা সিস্টেম এর পরিবর্তন , আর পরিবর্তনকে আমরা সহজ ভাবে মেনে নিতে পারি না , বিশেষ করে বাঙ্গালিরা । সবার কাজ কিন্তু একটাই আর সেটা হল, Convence ( সরি বানান টা ভুলে গেছি :-D) করা । যেটা আমরা সবাই করি । যেমনঃ ছাত্র বাবা-মাকে , দোকানদার খরিদ্দারকে , সেলসমান দকান্দারকে , রিপ্রেজেনটিভ ডাক্তারকে । তাই আমার মনে হই এটা তর্কের বিষয় নই , জানা এবং মানার বিষয় । কেউ যদি এটা মানে তাহলে তাকে NEGLECT করাটা কি আমাদের ঠিক ? সে যদি ওই সেক্তরে তার কারিয়ার গড়তে চায় , তো গড়ুক । তাকে NEGLECT করে তার Confidence টাকে কমানো কি হিউম্যান রাইট এর মধ্য পড়ে ?

    Level 0

    @ইমরান: বাণিজ্যিক ব্যাংক গুলো গ্রাহকদের জামানত হজম করে ফেলে না। গ্রাহক যখন চায় তখনি তার জামানত ফেরত পেতে পারে। আর বাণিজ্যিক ব্যাংক গুলো গ্রাহকদেরকে তাদের সঞ্চয়ের বিপরীতে যৌক্তিক হারে মুনাফা প্রদান করে থাকে। এ জন্য বাণিজ্যিক ব্যাংক গুলোর গ্রাহকদেরকে সদস্য সংগ্রহের প্রতারণামূলক কাজে নামারও প্রয়োজন হয় না। আশাকরি বাণিজ্যিক ব্যাংক এবং MLM কোম্পানির মধ্যের মৌলিক পার্থক্য গুলো আপনার কাছে পরিষ্কার হবে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

আমার জানা মতে বাংলাদেশ থেকে কোন MLM কোম্পানি বিলুপ্ত হই নি । unipay to you , speak asia এরাও ধ্বংস হই নি । বাংলাদেশ সরকার এটার টাকা আটকিয়েছে । তাহলে প্রথম অবস্তাই না আটকিয়ে , পরে আটকিয়ে দেশ এর হাজার হাজার মানুষের পথে বসার উপক্রম করিয়ে দেওয়ার জন্য কাকে দোষী বলা যাই ? সরকার না MLM?

    Level 0

    @ইমরান: তাও ভাল যে সরকার এগুলোকে বন্ধ করেছে। না হলে হাজার হাজারের জায়গায় লাখ লাখ মানুষ পথে বসতো। হাঃ হাঃ হাঃ। মন্তব্যের জন্য ধন্যবাদ।

সরকার বন্ধ না করলে মানুষ কোন দিনই পথে বসত না । কম্পানি গুলো এখনও যেমন তাদের কাজ চালিয়ে যাচ্ছে অন্যান্য দেশে , সে রকম চালিয়ে যেত ভবিষতেও । কারণ তাদের লাভ ট্রেডিসনাল কম্পানির চেয়ে বেশি ।

“মাছের তেলে মাছ ভাজা” আমি এই কথাটার জন্য বাণিজ্যিক ব্যাংকের উদাহরণ দিয়েছি , পার্থক্য দেখাই নি । 😀 । আর আপনার টাকা হজম করছে কোথাই? আপনি তো কিছু পাচ্ছেন টাকার বিনিময়ে , তাই না ? আর কোন কোন পণ্যতো আপনি বাজার মুলের চেয়ে কম পাছেন । তো আপনার এম,এল,এম কে পচানোর কি দরকার ? আপনার কথা গুলো তো আধুনিক দিনে পুরনো দিনের কুটনিদের মতো শোনাচ্ছে । :-p । মানলে মানেন ,না মানলে কুটনিগিরির করার কোন মানেই হয় না । তাল গাছটা আপনার তাই বলে কি তাল ও ধরতে দিবেন না ? আমি মানি এটা দ্বারা অনেক কিছু করা যাই , কিন্তু আমি এটাও জনি আমার দ্বারা একাজ হবে না , আমার সেরকম লিঙ্ক নেই । তাই আমার ইচ্ছা থাকা সর্তেও যাই নি , কিন্তু এটা সম্পর্কে possitive ধারনা রাখি । 🙂 , খোদা হাফিজ …………

    Level 0

    @ইমরান: মন্ত্যব্যের জন্য ধন্যবাদ। lol, ভাই, তালগাছ অথবা তাল কোণটাই আমার নয়, যেহেতু আমি MLM করিনা, তাই এতে আমার কোন স্বার্থ নেই। শুধু আমার পরিচিত কিছু লোকের MLM এর প্রতারনায় পড়ে পথে বসার কারনে এবং ইসলামের কিছু নিষেধাজ্ঞার ব্যাপারে মানুষকে সচেতন করার জন্যই এটা লিখেছিলাম। কিন্তু আপনার মন্তব্য পড়ে মনে হচ্ছে তাল অথবা তালগাছ কোন একটির সাথে আপনার কিছু না কিছু সম্পর্ক রয়েছে। আমি জানি আমার এই লেখার পরেও MLM ব্যবসা থেমে থাকবে না এবং এতে না বুঝে ঝাঁপিয়ে পড়ার মানুষেরও অভাব হবেনা। কিন্তু এই লেখা পড়ে একজন মানুষও যদি এ সম্পর্কে সতর্ক ও সচেতন হয়, তাহলে সেটাই হবে এই আমার এই লেখার সফলতা। হয়ত MLM ব্যবসার সাথে জড়িত সবাই খারাপ নয় কিন্তু আমার লেখায় উল্লেখিত বুয়ার সাথে প্রতারনাকারী ব্যক্তির মত MLM সদস্যও কিন্তু কম নয়। আশাকরি এই ব্যাপারগুলো আমাদের বুঝে আসবে। ধন্যবাদ।

Level 0

অবশেষে আমি একটা কথা বলতে চাই । আজকে যারা যারা এমএলএম এর বিরোধিতা করছেন তারাই কোন একটা সময় এর পক্ষ নিবেন, এই ব্যাপারে আমি মোটামুটি সুনিশ্চিত । দেখুন, আমরা বাঙ্গালীরা হলাম হুজুগে । আমরা সারাজীবন চিলের পিছনে দৌড়াতে থাকি কিন্তু চিল কোথায় তা জানিনা । আপনারা যারা যারা এমএলএম কে খারাপ বলছেন তারা আসলেই এমএলএম সম্পর্কে বিস্তারিত না জেনেই বলছেন । আপনারা বাংলাদেশের এমএলএম ব্যবসার ধরন দেখে খুব সহজেই এটাকে খারাপ বলছেন । আজকে মালয়শিয়া, আমেরিকা এই ব্যবসা করে নিজেরা কতটুকু উন্নতি লাভ করতে পেরেছে তাতো আপনারা একটু ভাল করে খেয়াল করলেই দেখতে পারেন । মালয়েশিয়া কি মুসলিম দেশ না ? তারা কি হারাম-হালাল বুঝেনা ? আর আপনি নিজে যে পেশায় জড়িত আছেন বা থাকবেন, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি শতভাগ হালাল আছেন অথবা আপনি হালাল খাচ্ছেন ????
আসলে একটা ব্যাপার কি জানেন ? আমরা বাংলাদেশের মানুষেরা কোন কিছুই প্রথমে ভাল ভাবে গ্রহন করিনা, আস্তে আস্তে যখন আমরা পুরো ব্যাপারটা জানি, বুঝি তখন অনেক দেরি করে ফেলি । তাই আমরা আজও পৃথিবী থেকে এত পিছিয়ে । আমি কাউকেই ব্যাক্তিগতভাবে দোষ দেই না । আসলে এইটা আমাদের পুরো সমাজ ব্যবস্থার সমস্যা । আজকে একজন যদি বলে এমএলএম খারাপ সেটা শুনে অন্যজন ও বলবে এটা খারাপ । নিজের মেধা দিয়ে বিবেচনা করেনা কখনই । আপনাকে তো এমএলএম কোম্পানিগুলো কখনই বলছেনা যে আপনি কিছু না জেনে শুনেই এইখানে জয়েন্ট/ ভর্তি করুন । আপনাকে তারা সম্পূর্ণ বিষয়টি আগে শেয়ার করে তারপর আপনার উপর সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দেয় । তবে এখানে একটা সত্যি ব্যাপার হল, আমাদের দেশে অনেকেই এই এমএলএম ব্যবসার সাথে জড়িত, কিন্তু তারা কোম্পানির সঠিক উদ্দেশ্য না জেনে, ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা করে সাধারন মানুষ কে ঠকাচ্ছে । এতে করে ক্ষতিগ্রস্থ হচ্ছে পুরো কোম্পানি !!!
এমএলএম মূলত কোন ঠকানো ব্যবসায় না , এটা হল- কোন সুবিধা নিজেরাই নিজেদের মাঝে ভোগ করা (সেটা যেকোনো পণ্য / আইটি হতে পারে । এমএলএম এমনই একটা সিস্টেম যা কিনা অনেক বিশাল একটা মূলধন নিয়ে এবং জনশক্তি নিয়ে কাজ করে থাকে । এখানে কেউই নিজে নিজে কোটিপতি হয়না, হতে পারেনা । একসাথে অনেক কেও কোটিপতি হতে সাহায্য করে । আমরা সবাই জানি, বাংলদেশ কোনদিনই জনমানব শূন্য হবেনা । প্রতি বছর মানুষ বাড়তেই আছে , তাই কখনও এই কথা আসবেনা যে জয়েন্ট/ ভর্তি করানোর জন্য কেউ থাকবেনা । যতদিন দেশ থাকবে ততদিন ব্যবসায়ও থাকবে । আর এই কথা সত্যি যে , যখন কোন কোম্পানি নিজেরা তাদের পূর্ণ চাহিদার মূলধন সংগ্রহে সক্ষম হবে তখন তারা আর এমএলএম এর মাধ্যমে মানুষ কে বুঝিয়ে বুঝিয়ে জয়েন/ ভর্তি করাবেনা । তারপর থেকে অর্জিত মূলধন থেকেই তাদের ব্যবসা চলতে থাকবে । সেটা ডেসটিনি হোক আর মিডস্ আইটি হোক । তারা তখন তাদের ডিস্ট্রিবিউটর / স্টুডেন্টদের একের পর এক সুবিধা দিতে থাকবে । আর আমার জানামতে ডেসটিনি/ মিডস্ আইটি এবং এদের কর্মী/ছাত্রবৃন্দ যথাসময়ে সরকারকে আয়কর দিয়ে থাকে । তাহলে তো এখানে হারামের কিছুই থাকলোনা । এমএলএম করতে গিয়ে কি কোনই পরিশ্রম নেই ? অবশ্যই আছে ! তাহলে যেখানে মানুষ পরিশ্রম করে সরকারকে কর দিয়ে অর্থ উপার্জন করে সেটা কখনই হারাম হবার প্রশ্নই আসেনা । সব কিছুর পরেও আম-জনতা কিন্তু চিলের পিছনেই দৌড়াতে থাকবে । কারোর জন্য কিছু থেমে থাকেনা । সব কিছুই তার নিজস্ব গতিতেই চলতে থাকে । তাই আমরা পুরোপুরি না জেনে শুনে কোন ব্যাপারে কোন সিদ্ধান্ত না নেওয়া / না বলাই ভাল । এটাই আপনাদের কাছে আমার অনুরোধ ।

বিঃদ্রঃ আমি এইখানে ব্যক্তিগত ভাবে আলোকিত করে কোন কোম্পানির পক্ষে কিছুই বলিনি । মোটামুটি যা কিছু জানি সেটিই শেয়ার করলাম ।

ধন্যবাদ সবাই ভাল থাকবেন ।

    @Arash: @Arash: ভাই টিটিতে ফেসবুকের মতো লাইক দেয়ার বাটন থাকলে আপনার কমেন্টে হাজার টা লাইক দিতাম

    @SamuraixBD: @Arash: ভাই ফেসবুকের মতো টিটিতে লাইক দেয়ার বাটন থাকলে আপনার কমেন্টে হাজার টা লাইক দিতাম 😀

    @Arash: ami apnar satha akmot.

Level 0

lol opatre konnadan korle ja hoi

Level 0

Thanks to all of you, for your valuable comments. Godspeed…

@samuraixBD ..thank you bro..for your information…after reading it & seeing the comment i’ve created my accnt only to have a comment from my view..i’m gathering knowledge about MLM system since 1 year.rapidly my thinking is changing..i’m not an agent of MLM company.bro..your point is absolutely right..bt u know that every logic has it opposite logic..actually everything is depending on ourself..we,the people are not so good.we always abuse the system at everytime.we don’t help each other either prevent others to grow up.i’m telling u a basic concept..
suppose,u buy a product LUX soap.hw much? 20tk.bt production cost..only 5-10tk.bt it comes to consumer after roaming diller,shopkeeper as well as some third party..so it gets double.if we take the marketing strategy,we can make ourself benifitted.u know we always do marketing on our subconscious mind..telling friends where to buy shirts,pants,etc.advertising is a marketing policy & also MLM too.
nw come to the point…in order to sell more ,people(90%) of this MLM company lied to people for their own benifit..which is not fair..& MLM company when earns a handsome money they try to cheat people or try to reduce their facility..
Example:Destiny once collect member selling product below 1000 at starting period..bt nw there is no product below 6000tk..this is wrong..
In our country there are two laws of MLM
1.The company of MLM should belong to it’s own country
2.The product of company should be it’s own
bt at starting destiny wasn’t a company of our country rather it’s from Malaysia
along with products at later time which was from others country like Videocon..
But if they follow the instruction govt..can be benifitted & some people have their occupation as we’ve a huge amount of people who are jobless..
there are so many thinks to tell u..
i just want to say simply..that “স্বাধীনতা অর্জন করা কঠিন কিন্তু রক্ষা করা আরও বেশি কঠিন”।
mathai betha betha hole manus jodi matha kete felto tahole kintu manus bachtona…
aj amader jatir vetor kisu vul jinis bikkhiptovabe dhuke gese jar somadhan amaderkei korte hobe…thank you

Level 2

vai sobar age MLM niey porasona koren bojen tarpor bolen r apni hoyto janen na
MLM koto manus er vaggo khole dieyche .apni sodhu kharap dikta bolechen valo dikta akbar o bolen ni .
MLM ar valo dik o ache kharap dik o ache .vai ar akta kotha boli jara MLM shofol tather dike takan tahole bojte parben.r world e amra sobai MLM kori .thanda mathay vaben tahole bojte parben.

    Level 0

    @dcnipu: ভাই, MLM এর ভাল দিক তুলে ধরার জন্য MLM এর সদস্যরা আছেন। কিন্তু এর খারাপ দিক তুলে ধরার কেউ নেই। মানুষকে যাতে MLM এর প্রতারনার শিকার হয়ে সব হারাতে না হয় এ জন্য আমি MLM এর খারাপ দিক গুলো তুলে ধরলাম। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

    Level 0

    @dcnipu: হ্যা, আপনি বোধহয় লাক্ষটাকার চেক পেয়েছেন, চেকটা বা ওদের ট্রানজেকশনের প্রমান আছে? একটু সবাইকে দেখালে ভঅল হত।
    আমাদের এখানের এক ভাই প্রথম দিকে অল্প টাকা খঅটিয়ে লঅভ হবার পরে লক্ষাধিক টাকা খাটায় শেষের দিকে। ‘পে’ ওলারা আর পে করেনি। মাথায় বাশ।
    বলবেন সরকারের দোষ। টাকা সরকার আটকিয়েছে।
    ভাই যাকে বিশ্বাস করার মত দলিল আছে তাকে বিশ্বাস করা যায়, সরকারি ব্যাংক আমাদের ঠকিয়ে যেতে পারবে না, কিন্তু এরা পারে, আর কোথাও না হলেও বাংলাদেশে অবশ্যই। কেননা আমাদের আইনে, সিস্টেমে বহুত ফাক আছে, বের হতে সময়ই লাগবেনা।
    মানুষের উপর বিশ্বাস না করে, জমিদারি কায়দায় ষূদে টাকা খাটাবার ভাব না ধরে আসুন, নিজের জণ্যে আমরা নিজেরাই কিছু করি।

      Level 0

      মন্তব্যের জন্য ধন্যবাদ।

Level 0

@Arash Apner likha ta porey khub valo laglo. Apner Sathey ektu + korci j amader moddehey emono onek manush achey Jara mlm na bujey na sikhey er upor boro comment r lecture ditey ready hoye jai Asloley Bisoy ta hochchey ” Jar Bie ter Khobor nai Para porsir ghum Nai ” Keu jodi MLM er upor comment kortey chai taholey minimum 2 Years ei subject er upor study kortey hobey but sikha to durer kotha amra sotto miththa jachai na korey bola suru kori. R uni mediar reference diechey but aj jatir kachey clear hoye jachchey j media kivabey Sorojontro korey ei desh er unnoyon e badha dichchey. Asa kori jara MLM er upor negative hoye achen tarao tader vul bujtey perey mlm e kaj suru korben…….

Level 0

@Arash vai apner kachey ami sobinoy onurodh janachchi apni jodi amakey Onumoti den taholey apner ei likha ti ami fbook share kortey chai. Thanks.

ডেস্টেনি ওয়ালারা কেউ কী বাঁইচা আছে!? আজ অনেক বছর পর জাতির কোন এক দুষ্টু পোলা তাদের উজ্জ্বল মুখখানা দেখতে চায়।

আরে ভাই সব mlm business এক রকম হয় না । আপনি যদি নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট কিনেন তাহলে তো বাংলাদেশ এর সব লোক ডুকে যাবার পর আপনার কি ঐ প্রোডাক্ট আবার প্রয়োজন হবে না। আপনার ধারনা ভুল ভাই……100%