বাংলাদেশে এন্টিবায়োটিক ওষুধের যথেচ্ছ ও নির্বিচার ব্যবহারের কারনে এখন আর সাধারণ মানের এন্টিবায়োটিক ওষুধ রোগের চিকিৎসায় কোন কাজে আসছে না, যা ডেকে আনছে ভয়াবহ বিপদ। এর ফলে বেড়ে যাচ্ছে চিকিৎসা ব্যয় ও মৃত্যু ঝুঁকি। চিকিৎসকরা এর প্রধান ৩টি কারন চিহ্নিত করেছেন। আর তা হচ্ছে-
১। ওষুধ কোম্পানিগুলোর অতিমাত্রায় ব্যবসায়ী মনোভাব এবং ওষুধ কোম্পানিগুলোর রিপ্রেজেন্টিটিভদের আগ্রাসী মার্কেটিং পদ্ধতি।
২। ডাক্তারদের অমনোযোগিতা ও অসচেতনতা।
৩। রোগীদের অজ্ঞতা।
এ প্রসঙ্গে বিস্তারীত একটি সঙ্কলিত লেখা সরাসরি দিয়েছিলাম কিন্তু TT কর্তৃপক্ষ কোন কারনে সেটি Pending করে দেয়, যদিও তারা এর কোন কারন জানায়নি। যাহোক, লেখাগুলো যদি কেউ পড়তে চান তাহলে নিচের লিঙ্ক থেক ডাউনলোড করে নিতে পারেন।
আমি SamuraixBD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
রচনা