প্রযুক্তি অঙ্গনে ভিন্ন ধারার নতুন ব্লগের অভ্যুদয়- টেকস্পেট

সময়ের সাথে সাথে বিশ্ব এগিয়ে যাচ্ছে প্রযুক্তির হাত ধরে। মূলত আজ বিশ্বে যে দেশ প্রযুক্তিতে যত এগিয়ে আছে এবং প্রযুক্তিকে যত আপন করে নিতে পারছে, সেই দেশ তত উন্নত। এগিয়ে থাকার এই প্রতিযোগিতায় আমাদের দেশই বা পিছিয়ে থাকবে কেন ? তাইতো আমাদের দেশেও চলছে নিজ মাতৃভাষা বাংলায় প্রযুক্তির চর্চা। আর এই প্রযুক্তি চর্চাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে প্রযুক্তির জগতে আবির্ভাব ঘটলো ভিন্ন আঙ্গিকের এক অসাধারণ টেকনোলজীক্যাল ব্লগ সাইট “টেকস্পেট” এর।

টেকস্পেট

সময়ের সাথে প্রযুক্তির উচ্ছ্বাসে

একটি সময়োপযোগী এবং গতানুগতিকতা পরিহার করে সম্পূর্ণ আপন বৈশিষ্ট্যে সমুজ্জ্বল ব্লগ সাইট টেকস্পেট।

এখানে আপনি পাবেন,

  • ১) ব্লগিং এর পূর্ণ স্বাধীনতা, এবং এর মাধ্যমে প্রতিভা বিকাশের এবং নিজস্ব মেধা ও মননকে প্রস্ফুটিত করার এক অপূর্ব সুযোগ।
  • ২) অচেনাকে চেনার আর অজানাকে জানার জন্য এক সোশ্যাল প্লাটফর্ম।
  • ৩) দক্ষ, নিরপেক্ষ এবং অভিজ্ঞ মডারেশন টিম যাদের ঐকান্তিক প্রচেষ্টায় টেকস্পেট আপনি পাবেন একটি সুন্দর ব্লগবান্ধব পরিবেশ।
  • ৪) নিজস্ব মতামত, বিবেচনা,অভিযোগের সর্বোচ্চ গুরুত্ব। আপনার যেকোনো পরিকল্পনা, মতামত অভিযোগ এখানে অতীব গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।
  • ৫) দৃষ্টি নন্দন ভিউ যা সহজেই জায়গা করে নিতে পারে আপনার ভালো লাগার তালিকায়।
  • ৬) ওপেন সোর্সে সফটওয়্যার, অপারেটিং সিস্টেম এবং ল্যাংগুয়েজ নিয়ে আলোচনা এবং টিপস এন্ড ট্রিকস।
  • ৭) শুধুমাত্র লিনাক্স নিয়েই আলাদা একটি ক্যাটাগরী।
  • ৮) বিভিন্ন সফটওয়্যার, প্রোগ্রামিং ল্যাংগুয়েজ সংক্রান্ত সহজবোধ্য টিউটোরিয়াল এবং টিপস এন্ড ট্রিকস।
  • ৯) হার্ডওয়্যার এবং সফটওয়্যার ট্রাবল শ্যূটিং সংক্রান্ত সমস্যার সমাধান। ফলে যে কেউই নিজের যেকোনো হার্ডওয়্যার সংক্রান্ত সমস্যা সমাধান পেতে পারেন অতি সহজেই।

টেকস্পেট একটি প্রযুক্তি ভিত্তিক বা টেকনোলজীক্যাল ব্লগ সাইট। তবে প্রযুক্তির পাশাপাশি এখানে প্রযুক্তিভিত্তিক নয়, এমন ব্লগ ও সাইড ভিউ(side view) হিসেবে অফটপিক ক্যাটাগরীতে স্থান পাবে। এর ফলে সকল পাঠকই প্রযুক্তির বাইরের বিশ্বকেও জানার সুযোগ পাবে। সেই সাথে সকল ব্লগারের লেখাও থাকবে গ্রহনযোগ্যতার তালিকায়।

টেকস্পেটের ভবিষ্যত পরিকল্পনাঃ

মূলত পরিকল্পনা ছাড়া কোনো কিছুই ঠিক মত করা সম্ভব নয় সফলতার সাথে। টেকস্পেটেরও তাই নিজস্ব কিছু পরিকল্পনা আছে। নিচে তার কয়েকটি আপনাদের সামনে তুলে ধরা হল।

  • ১) টেকস্পেটের উদ্যোগে নিজস্ব ব্র্যান্ডের ল্যাপটপ ও অন্যান্য ইলেক্টনিক্স পন্যের বিপনন যেটার মালিক বা মার্কেটিং সবকিছুর মুলে থাকবেন এর স্পেটাররা (ব্লগাররা)
  • ২) টেকস্পেটের উদ্যোগে অনলাইনে ফ্রিল্যান্সিং গ্রুপ করা এবং বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ করে নতুন নতুন প্রতিভার অন্বেষন করা যার সব করবেন টেকস্পেটে ব্লগারগণ।
  • ৩) প্রতিবছর টেকস্পেটের ভালো মানের ব্লগ এবং কমেন্টের উপর ভিত্তি করে বর্ষসেরা ব্লগার এবং সেরা ব্লগার হিসেবে মনোনয়ন দেয়া হবে এবং সেই সাথে সার্টিফিকেট প্রদান করা হবে।

টেকস্পেট কারো নিজস্ব ব্লগ সাইট নয়। এটি আমার আপনার সকলের সাইট। এখানে কেউ কারো শত্রু নয়, কারো সাথে এখানে নেই কোনো দ্বন্ধ। অল্পদিনের হলেও এরই মাঝে টেকস্পেট লাভ করেছে যথেষ্ট পরিচিতি এবং জনপ্রিয়তা। যেহেতু আপনাদের সাইট তাই একে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদেরই। আর এজন্য প্রয়োজন আপনার সহযোগীতা। আপনারা আপনাদের মূল্যবান পরামর্শ ও মতামত দিয়ে টেকস্পেটকে সহযোগীতা করুন আর ব্লগিং এর মাধ্যমে একে করে তুলুন আরো সমৃদ্ধ আর প্রবেশ করুন  প্রযুক্তির বিশাল রাজ্যে আর যুক্ত হন এক অনন্য সোশ্যাল টেকনোলজীক্যাল কমিউনিটির সাথে, এই প্রত্যাশায়......

সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।

Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

দেখি ঘুরে আসি ……………………….

টেকস্পেটে কেন ব্লগিং করবেন?

আপনারা হয়তো লক্ষ্য করবেন বাংলা অন্যান্য অনেক বাংলা ব্লগ আছে সেখানে বিভিন্ন ধরণের সমস্যার মুখোমুখি হন আপনারা। যেমন সার্ভার সমস্যা, মডারেশন টিমের স্বজনপ্রীতি-অদক্ষতা, অব্যবস্থাপনা, ভুলে ভরা লেখা,অনৈতিক-অশ্লীল লেখা, অহেতুক লেখা যা অনেকসময় বিরক্তিকর। ইনশাআল্লাহ টেকস্পেটে এই সমস্যাগুলো পরিহার করে এবং দক্ষতার সহিত মডারেশন করা হবে। মডারেশান টিমের কোন সিদ্ধান্ত যদি আপনি ভুল মনে করেন তবে তা সাইট এডমিনদের জানাতে পারবেন এবং এডমিন টিম অভিযোগটি নিস্পত্তি করবেন।এছাড়া নন-টেকী লেখাগুলোর জন্য আছে আলাদা বিভাগ।

এমন একটা কলাম দেখেছিলাম এখানে
http://www.tunerpage.com/archives/29881
যেটা আপনার টিউনে পেলাম না। বুঝলাম না কি জন্য 😛 😛 😉

    Level 0

    কারণ, টিউনার ভিন্ন, দুইজন ঘুমিয়ে কি এক স্বপ্ন দেখতে পারে ?

    @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): প্রায় এধরনের একটা কথা আছে ত টেকস্পেটে এই লিংকে http://www.techspate.com/nishachar/481 দেখুন।

    “”” টেকস্পেটে কেন ব্লগিং করবেন?

    আপনারা হয়তো লক্ষ্য করবেন বাংলা অন্যান্য যেসকল প্রযুক্তি সংক্রান্ত ব্লগ আছে সেখানে বিভিন্ন ধরণের সমস্যার মুখোমুখি হন আপনারা। যেমন সার্ভার সমস্যা, মডারেশন টিমের স্বজনপ্রীতি-অদক্ষতা, অব্যবস্থাপনা, ভুলে ভরা লেখা,অনৈতিক-অশ্লীল লেখা, অহেতুক লেখা যা অনেকসময় বিরক্তিকর। ইনশাআল্লাহ টেকস্পেটে এই সমস্যাগুলো পরিহার করে এবং দক্ষতার সহিত মডারেশন করা হবে। মডারেশান টিমের কোন সিদ্ধান্ত যদি আপনি ভুল মনে করেন তবে তা সাইট এডমিনদের জানাতে পারবেন এবং এডমিন টিম অভিযোগটি নিস্পত্তি করবেন। “””

    যাক এগিয়ে যাক টেকস্পেট এই কামনা রইলো। সাথেই পাবেন। ধন্যবাদ মিঠু ভাই টিউনটার জন্য।

      Level 0

      হাসান যোবায়ের শুধু টিউনটাই দেখল, টিউনার যে ভিন্ন তা খেয়াল করল না, একজন ব্লগার তার একই লেখা একাধিক জায়গায় পোষ্ট করতেই পারে, সেক্ষেত্রে একইরকম দুই জায়গায় পাওয়া যেতেই পারে। সুমন ভাই যে লিংকের লেখাটি দেখেছেন তা লিখেছেন নাইম ভাই, আর হাসান যে লেখাটি দেখেছে তাও লিখেছেন নাইম ভাই। আর এখানে যে লেখাটি আছে তা লিখেছি আমি। এইতো…

    @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): যোবায়ের ভাই টেকস্পেটে লেখার জন্য আপনাকে সাদরে আমন্ত্রন। (ব্যক্তিগত ভাবে)

বেশ ভালো উদ্যোগ… স্বাগতম জানাচ্ছি…

    Level 0

    ধন্যবাদ। 🙂

Level 0

বাংলা ব্লগিং জগতে স্বাগতম।