জীবনের যেকোনো কাজে সফল হওয়ার উপায়(পর্ব ১)না পড়লে নিশ্চিত ঠকবেন

আসসালামুয়ালাইকুম। সবাই কেমন আছেন? আমি বিশ্বাস করি সবাই ভাল আছেন। আমিও অনেক ভাল। শিরনাম দেখে অনেকেই কিছুটা বুজতে পেরেছেন আমি কি লিখবো। আমাদের জিবন আসলে একটা চক্র (জন্ম থেকে মৃত্যু)। এই ছোট্ট জিবনে আমরা অনেক বড় হতে চাই। কিন্তু আমাদের মাঝে হতাশা কাজ করে ।আর এই হতাশা দূর করার জন্য আমার এই টিউন । টিউনগুলোকে আমি ১০টি পর্বে সাজিয়েছি। আশাকরি সবাই খুব মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন।
আজকে আমি সবার সাথে জিবনের প্রয়জনিয় কিছু বিষয় নিয়ে আলোচনা করবো।

একজন লোক মেলায় লাল-নিল-সবুজ ইত্যাদি অনেক রঙয়ের বেলুন বিক্রি করে জীবিকা নির্বাহ করতো । কখনো কখনো তার বিক্রি কমে গেলে সে হিলিয়াম গ্যাসে ভর্তি একটি বেলুন আকাসে উড়িয়ে দিত। বেলুনটিকে আকাশে উড়তে দেখে উৎসাহী বাচ্চারা বেলুনগুলোর কাছে ভিড় করে তার বিক্রি বাড়িয়ে দিত। সারাদিন এই পদ্ধতিতে বেলুন বিক্রি করত । একদিন পিছন থেকে জামায় টান পরাতে বেলুনয়ালা মুখফিরিয়ে দেখল একটা বাচ্চা ছেলে । বাচ্চা ছেলেটি বলল “কালো রঙয়ের বেলুন কি আকাশে ঊরে?” বালকটির অত্তাধিক আগ্রহ লক্ষ্য করে লোকটি তাকে আশ্বস্ত করে বলল, “ভাই , রঙয়ের জন্য আকাশে ঊরে না , বেলুনের ভিতরের গ্যাস বেলুনকে আকাশে উড়ায়”।
আমাদের জিবনেও একথা সত্য । আমাদের ভিতরে কি আছে সেইটাই প্রধান। আমাদের ভিতরের যে জিনিসটি আমাদের উপরে উঠতে সাহায্য করবে তা হল আমাদের মানসিকতা। আমরা যদি মানসিকতা ঠিক করে একটা সিন্ধান্তে উপনীত হই যে আমি ইহা পারবোই। তাহলে আপনি দেখবেন যে আপনি সেই কাজে সফল।

যেকোনো কাজে আপনি প্রথমে পরাজিত হতে পারেন,কিন্তু এর অর্থ এই না যে আপনি পারবেন না। আমেরিকা প্রক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন জিবনে অনেক বার পরাজিত হয়েছেন। তার পরাজয়ের কাহিনী নিম্নরূপঃ
২১ বছর বয়সে তিনি বিজনেসে ক্ষতিগ্রস্ত হয়।
২২ বছর বয়সে আইন সভার নির্বাচনে পরাস্ত হন।
আবার ২৪ বছর বয়সে তিনি বিজনেসে ক্ষতিগ্রস্ত হয়।
২৬ বছর বয়সে তার প্রিয়তমা মারা যায়।
৩৪ বছর বয়সে তিনি কংগ্রেস নির্বাচনে পরাস্ত হন।
৪৫ বছর বয়সে তিনি সাধারন নির্বাচনে পরাস্ত হন।
ভাইস প্রেসিডেন্ট হওয়ার চেষ্টায় নিরাস হন ৪৭ বছর বয়েসে ।
প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ৫২ বছর বয়েসে ।
একেই কি ব্যর্থ বলে? না। আব্রাহাম লিংকন এর মতে “পরাজয় মানে সমাপ্তি নয়,যাত্রা একটু দীর্ঘ হয় মাত্র”।
বিজয়ীরা সবসময় যেকোনো সমস্যা মোকাবেলা করতে প্রস্তুত ।বিজয়ী দের আচারন নিচে দেয়া হলঃ
বিজয়ী বনাম বিজত

*বিজয়ীরা সব প্রশ্নের উত্তর খোঁজেন
বিজিতরা প্রশ্নের সমস্যা নিয়ে ব্যস্ত থাকেন।
*বিজয়ীদের একটি কার্যক্রম থাকে,
বিজিতদের থাকে সব বিষয়ে অজুহাত।
*বিজয়ীরা বলেন তোমার হয়ে কাজটা করে দিচ্ছি
বিজিতরা বলেন এটা আমার কাজ নয়।
*বিজয়ীরা বলেন কাজটা কঠিন কিন্তু করা সম্ভব,
বিজিতরা বলেন কাজটা করা গেলেও খুব কঠিন।
*বিজয়ীরা বলেন আমি অবশ্যই কিছু করবো
বিজিতরা বলেৎ “কিছু করা উচিৎ”

নিজের বিবেককে প্রশ্ন করেন,আপনি বিজয়ী না বিজিত?

আজ এই পর্যন্ত । সবাই ভাল থাকবেন।আমার জন্য দোয়া করবেন।

Level 0

আমি zahid hassan@। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভাল লাগে বৃষ্টিতে ভিজতে , আর সাথে যদি পাশের বাড়ির মেয়েটি থাকে তাহলে তো কথাই নেই, ভাল লাগার সীমা ছাড়িয়ে যায় । আগুলোর চেয়ে বেশি ভাল লাগে কম্পিউটারের সাথে গল্প করতে ।আমার ফেসবুকঃ http://www.facebook.com/home.php#!/profile.php?id=100001514299668


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

valo likhechen, keep it up

Level 0

আশা করি পরবর্তী পর্বগুলো নিয়মিত প্রকাশ করবেন.. সুন্দর হয়েছে আপনার টিউনটি..

Level 0

শিব খেরা’র @তুমিও জিতবে@ বই থেকে নেওয়া হয়েছে .

অসাধারণ একটি টিউন। এককথায় ভালো হয়েছে।

আপনিত শিব খেরা লিখিত তুমিও জিতবে(You Can Win) নামক বই এর কথা হুবহু মেরে দিয়েছেন।এসব ঠিক না।আশা করি এই পর্ব আর আগাবেন না।

      হা হা হা জাহিদ ভাই কিছূ মনে করবেন না ! বইটি আমার ও অনেক প্রিয় এমনকি বইটি আমি যখন পড়েছি কাছে পেন্সিল রাখতাম আন্ডার লাইন করতাম তা বিশেষ সময় নিয়ে পড়ার জন্যে ।

      আমার কাছে ও আরো কিছু এরকম বই আছে যেমন ::ডেল কার্নেগীর রচনা সামগ্রী ::

      ধরুন, আপনার বইটি 136পাতা আর আমার কাছে যেটি আছে ওটাও 136পাতা কিন্তু আপনি আমার বইটি পড়েননি , এখন আপনি আমাকে জানানোর জন্যে আপনার 136পাতা পোষ্ট করলেন আর আমিও ঠিক একি কাজ করলাম ।
      তখন তথ্য প্রযুক্তি নির্ভর এই ব্লগের মান কি ঠিক থাকবে ???

      রবিঠাকুরের কথাটি কি ভুলে গেলেন :: বিধাতার রাজ্যে ভালো জিনিস অল্প হয় বলেই তা ভালো ! না হলে সকল ভালোর ভিরের ঠেলাই তা হয়ে যাবে মাঝারে :: ( শেষের কবিতা )
      তাহলে

      @প্রিন্স মাহমুদ: আপনি মিলিয়ে দেখুন আমি আপনার আন্ডার লাইনের মত আমার বইইয়ে দাগ দেয়েছি এবং মুল কথা গুলো লিখেছি। আমি একটা লাইন লিখে দিচ্ছি আপনি এই লাইনের মিনিং করেন দেখেন আপনি ভুল বুঝতেছেন ঃ” A leader who knows the way, goes the way and shows the way”মহাত্মা গান্ধি । এর মানে আপনি জানুন এবং সিখুন এবং সবাইকে সেখান । আপনি শুধু সিখেই যাচ্ছেন অথচ তথ্য প্রযুক্তি নির্ভর এই ব্লগে আপনি কাউকে জীবন গড়ার জন্য কিছু লিখছেন না। এবার আপনার বিবেক কে প্রশ্ন করেন আমি ঠিক করেছি কিনা? তাছারা বেশির ভাগ লোকেরই ভাল লেগেছে , এখন আপনি বলেন আমি আপনার কথা শুনব না বেশিরভাগ লকের কথা শুনব?

    আরাফাতঃ আকাশঃআপনি এই বই পড়েছেন । কিন্তু আমাদের জানালেন না কেন? যে জানে সে সবাই কে জানায়। আপনি কি আব্রাহাম লিঙ্কন এর জীবনের উপর রচিত বই ” life of abraham” বই পড়েছেন? বই সবাই পড়ে না । আমার টিউনের জন্য অনেকেই যদি জীবনটা কি জানতে পারে তাহলে আপনার সমস্যা কোথায়? আমি লিখবোই ।

      রবিঠাকুরের কথাটি কি ভুলে গেলেন :: বিধাতার রাজ্যে ভালো জিনিস অল্প হয় বলেই তা ভালো ! না হলে সকল ভালোর ভিরের ঠেলাই তা হয়ে যাবে মাঝারে :: ( শেষের কবিতা )
      তাহলে

খুব ভাল হয়েছে। পরবর্তি টিউনের অপেক্ষায় রইলাম…………….

Level 0

অসাধারণ হয়েছে। অপেক্ষায় থাকলাম…………………..

Level 0

I want it’s next episode.

copy & paste
🙁

ভাই ,
সব থিক আছে কিন্তু আপনার বেলুন এর গল্পটা আমার অনেক পরিচিত ।
সুত্র উল্লেখ করলে আরও ভাল হত ।

    @আমি বাংগালি: ভাই জীবন কাহিনির জন্য সুত্র উল্লেখ করতে হয় না। ভাই আপনি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমার লেখার মধ্য সুত্র উল্লেখ আছে।

লেখাটা যেখান থেকেই নেয়া হোক না কেন খুব সুন্দর হয়েছে। আপনি চালিয়ে যান।

বইটা আমিও পড়ছিলাম। কিন্তু কে জানি নিয়া গেছে। যাইহোক, চালাইয়া যান, আবার পড়ার সুযোগ হয়ে গেল।

Poroborti porbo kar kar lagbe hat tolen, DESTINY te amar ek senior bhai ace.

@inferon: viya very good,please carry on .porer tar asay roilam.

Tune-এ শিব খেরার নামটি উল্লেখ করে দিন… তারপর আপনি লেখা চালিয়ে যান…

Level 0

যদিও বা আপনি নকলে পারদরশী তবুও বলব ভাল লিখেছেন

..good job!

Level 0

nice. please post more.

লেখাগুলি মনে হয় শিব খেরার বই you can win থেকে নেয়া । যাই হোক বিদ্যা কারো ধার করা জিনিস না সেটা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে ।

    @অর্জুন: ধন্যবাদ ভাই। আপনার মত সবাই বুঝতে পারলে অনেক হত।

Level 0

কোন ভাবে কি ডেল কার্ণেগীর অমনিবাস বইটা ডিজিটাল ভার্ষন পেতে পারি ??

    @nirgumrat: আপনার কথা টা আমার মাথায় থাকলো , আমি তারাতারি খুজে দেখবো। ধন্যবাদ।

জেনে ভাল লাগল

তবে এর পরে সোর্সটা দিয়ে দেবেন, তাহলে সবাই আপনাকে আর এরকম খোচাবে না ।

Level 0

চালিয়ে জান।

@ Zahid Hasan
Tuke sofol hoyoa jaay na!! Tai Apni bartho…

জ্ঞান বিলিয়ে দেয়ার ক্ষমতা সবার থাকে না, নিন্দুকের কথায় কান না দিয়ে লিখে যান নিয়মিত। ভালো কথা শুনতে চাইবে কেন মানুষ এগুলো যে সাজেশনের মত লাগে আর বাঙালি সাজেশন দেয়া পছন্দ করে না। জাহিদ ভাইয়া আশা করি পরবর্তি পর্ব তাড়াতাড়ি ই পাবো। ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনি একদম সত্যি কথা বলেছেন। পরের পর্ব তারাতারি পাবেন। ধন্যবাদ।

Level 0

ভাল লাগলো tunes টি পরে, অনেক মতামত দাখলাম, অনেক কিছুই, আসল কথা হল copy & past জাই হোক না কেন কিছু শিকতে পারলাম কিনা এতাই বর বেপার, জাহিদ ভাই আপনি লিখে জান, ধন্যবাদ।

Level 0

carry on……………..

সুন্দর টিউনের জন্য ধন্যবাদ।
তবে তথ্যসূত্র টা কষ্ট করে একটু উল্লেখ করে দিলেই কি ব্যাপারটা আরো ভাল হতো না? 🙂
পরবর্তী টিউনের অপেক্ষায়…