বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট

সালাম সবাইকে আসা করি সবাই ভালো আছেন। আজকে আমি এলেক্সা র‍্যাঙ্কিং এর উপরে ভিক্তি করে ৩০টি বাংলা সাইটের সাথে পরিচয় করিয়ে দিবো। পরিচয় করিয়ে দিবো বললে ভুল হবে। এই 20টি বাংলা ওয়েব সাইট বাংলাদেশের সব থেকে জনপ্রিয়, সব থেকে এগিয়ে আছে, সকলের পছন্দের ওয়েব সাইট। এলেক্সা পৃথিবীর সকল ওয়েব সাইটের র‍্যাঙ্কিং নিয়ে কাজ করে থাকে। জনপ্রিয় সাইট মানেই এই ওয়েব সাইট গুলোতে ভিসিটর এর উপচে পরা ভীর জমে থাকে। ভিসিটর যত বেশি এলক্সা র‍্যাঙ্কিং এর সেই সাইট তত বেশি জনপ্রিয়। চলুন দেখি তাহলে বাংলাদেশের সর্বসেরা ২০টি ওয়েব সাইট। এখানে বাংলাদেশের সকল প্রকার বাংলা ওয়েব সাইট গুলো তুলে ধরা হয়েছে। এখন প্রতিদিন বাংলাতে অনেক অনেক সাইট তৈরি হচ্ছে। সেই সকল হাজার হাজার সাইটের মাঝে এখানের ২০টি সাইট সব থেকে এগিয়ে আছে পুরো বাংলাদেশের মাঝে।

১।

prothom-alo.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১ নং এ। দৈনিক পত্রিকার এর ওয়েব সাইট এর ওয়ার্ড র‍্যাঙ্ক হল  globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 2,728

২।

somewhereinblog.net

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ২ নং এ। আর বাংলা ব্লগ এর মাঝে এটি বাংলাদেশের ১নং বাংলা ব্লগ। অসাধারণ একটি বাংলা ব্লগ। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ব্লগিং করতে আসে। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 3,865

৩।

bdjobs.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ৩ নং এ। চাকরি খুঁজে পাবার এক অসাধারণ ওয়েব সাইট এটি। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 6,188

৪।

dsebd.org

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ৩ নং এ। Dhaka Stock Exchange (DSE) – এর উপরে ভিক্তি করে এই সাইটের শুরু। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 4,697

৫।

techtunes.io

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ৫ নং এ। আর বাংলা ব্লগ এর মাঝে এটি আছে ২নং বাংলা ব্লগ। প্রযুক্তি নিয়ে এক অসাধারণ বাংলা ব্লগ এটি। এখানে প্রতিদিন ৫-৬ হাজার ভিসিটর আসে। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 5,824 বাংলাদেশের সর্ব প্রথম টেকনোলজি ব্লগ এটি। [আমার জানা মতে] এই সাইট টি গত ৫ বছর যাবত বাংলাদেশের রাজত্য করছে নিজেদের য্যগতা দিয়ে। আমরা আশাবাদী এভাবেই টেকটিউন্স আমাদের সাথে থাকবে ও আমাদের কে আরো সুযোগ করে দিবে নিজেদের প্রতিভা তুলে ধরতে।

৬।

bdnews24.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ৬ নং এ। দেশের সমস্ত প্রকার কহবরা খবর পাবেন এখানে।  এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 4,730

৭।

cellbazaar.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ৭ নং এ আছে। ক্রয় বিক্রয় করার এক অসাধারণ নাম সেল বাজার। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 13,033

৮।

clickbd.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ৮ নং এ আছে। ক্রয় বিক্রয় অ বিজ্ঞাপন এর এক অসাধারণ নাম ক্লিক বিডি। ই কমার্সের এক চমৎকার উদাহরণ এই সাইট টি। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 11,498

৯।

banglalionwimax.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ৯ নং এ আছে। দেশের অ্যাই ম্যাক্স এর সমাধান দিচ্ছে এই কোম্পানি। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 18,672

১০।

educationboardresults.gov.bd

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১০ নং এ আছে। এটি বাংলাদেশ সরকারি একটি সাইট। এই সাইটে আমাদের দেশের সকল প্রকার শিক্ষা ব্যাবস্থার খজ খুবর নেয়া যায়। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 44,248

১১।

amaderforum.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১১ নং এ আছে। আর বাংলাদেশের বাংলা ফোরামের মাঝে এটি ১নং ফোরাম। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 2,380

১২।

banglanews24.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১২ নং এ আছে। বাংলা সর্বশেষ সংবাদ গুলো এখানে পেতে পারেন আপনারা। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 15,571

১৩।

qubee.com.bd

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১৩ নং এ আছে। দেশের ওঁই ফাই ইন্টারনেট এর সুবিধা দিয়ে যাচ্ছে এই কোম্পানি। বিস্তারিত জানতে সাইট ভিসিট করুন। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 18,551

১৪।

bigganprojukti.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১৪ নং এ আছে। আর বাংলা ব্লগ এর মাঝে এটি ৩নং ব্লগ। টেকনোলজি নিয়ে এক অসাধারণ বাংলা ব্লগ এটি। গত ৪ বছর যাবত এই ব্লগ টি সকলের সেবায় নিয়জিত আছে। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 29,074

১৫।

projanmo.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১৪ নং এ। এটি একটি ফোরাম। অনেক বছর যাবত এই সাইট টি সবার জন্য কাজ করে যাচ্ছে।  এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 31,415

১৬।

amardeshonline.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১৬ নং এ। এটি আমার দেশ দৈনিক পত্রিকার একটি অনলাইন ভার্শন। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 18,987

১৭।

prothom-alojobs.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১৭ নং এ। প্রথম আলো পত্রিকার আরেকটি উদ্দগ এটি। চাকরি পাবার যে কনো খজ খবর পাবেন এখানে। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 31,864

১৮।

amarnatok.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১৮ নং এ। যে কনো ধরনের বাংলা নাটক আপনারা এখানে পাবেন। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 25,998

১৯।

prothom-aloblog.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১৯ নং এ। আর বাংলা ব্লগ এর মাঝে এটি ৪নং বাংলা ব্লগ। এক অসাধারণ বাংলা ব্লগ এর নাম এটি। অনেক বছর যাবত এই সুস্থ ধারার ব্লগ টি চলছে। চমৎকার পরিবেশ নিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে।  এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 33,648

২০।

tunerpage.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ২০ নং এ। বাংলা ব্লগ এর মাঝে এটি বাংলাদেশের ৫নং ব্লগ। অবিশ্বাস হলেও সত্যি এই ব্লগ এর জন্ম মাত্র ৫মাস আগে। এই ৫মাসে এই ব্লগটি তাদের অসাধারণ প্রতিভা দেখিয়ে এখন অনেক সামনে চলে এসেছে। মজার ব্যপার হল এই ব্লগটির এতটাই নতুন যে এখনো অনেকেই নাম ই জানে না।তবুও এখানে প্রতিদিন ৫-৬ হাজার ভিসিটর আসেন। প্রযুক্তি বিষয়ক এই ব্লগে যে কেউ লিখা লিখি করতে পারে। টেকনোলজি নিয়ে এক অসাধারণ বাংলা ব্লগ। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 55,192

——————————————————————————————————————————–

এখানের র‍্যাকিং গুলো প্রতিদিন পরিবর্তন হয়ে থাকে। এবং আমার ভুল অ হতে পারে। হয়ত কনো সাইট বাদ পরে গেছে। নিজ গুনে ক্ষমা করে দিবেন আসা করছি। আমি নিজেও একজন নতুন মানুষ। প্লিজ কেউ কিছু মনে করবেন না ভুল হয়ে থাকলে। আমি ক্ষমা চেয়ে নিলাম।  বাংলা ভাষায় আরো অনেক অনেক অনেক অনেক অনেক নতুন নতুন ওয়েব সাইট শুরু হক সেই শুভ কামনায় বিদায়। সালাম সবাইকে। সবাই ভালো থাকুন।

Level 0

আমি server queen। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Valo laglo,dhonnobad

আপনাকে অনেক ধন্যবাদ। একসাথে অনেক গুলো বাংলা সাইট পেলাম।

tunerpage.com কিভাবে এই সারিতে আসলো দয়া করে ব্যাখ্যা করবেন।
আমার খুব জানতে ইচ্ছা করছে। আরও কিছু সাইট তো রয়েছে…

    ধন্যবাদ আপনাকে। দয়া করে এলেক্সা র‍্যাঙ্কিং টা একটু যাচাই করবেন কি? http://www.alexa.com/siteinfo/tunerpage.com এলেক্সা থেকেই সব গুলো নেয়া হয়েছে। তবে এর মাঝে একটি সাইট সাইট বাদ দিয়েছি ইচ্ছে করে। কারণ সেটা একটি অশ্লীল সাইট। বাংলাচটি নাম। আর বাকি সব তথ্য এলেক্সা থেকে নিয়েছি। ভুল হলে দয়া করে জানাবেন।

    আপনি যদি এলেক্সা র‍্যাঙ্কিং টা ই দেখেন তবে আমাকে বলেন http://nu.edu.bd (এলেক্সা র‍্যাঙ্কিং ৩৯,৬৫৮) সাইটটা নাই কেন আপনার লিস্টে ? ভাই আপনার লিস্ট টা আমার কাছে পরিপুর্ন মনে হইলো না 🙁

      @Taher Chowdhury Sumon: 😀 , সুমন ভাই, এই টিউনটার মূল উদ্দেশ্য ই তো, Tunerpage কে এই লিস্টে ঢোকানো। উনি Tunerpage এ টিউন করে

    আজব কথা ভাই। মাত্র একটা সাইট বাদ পরেছে তাই আপনার কাছে পরিপূরণ মনে হল না? আমি ত বলেই দিয়েছি আমার ভুল হতেই পারে। কথা বার্তা বলার আগে একটু দয়া করে চিন্তা ভাবনা করে করে বলবেন। নয়ত আমার টিউনে দয়া করে আসবেন না। ধন্যবাদ

    কে বলেছে একাটা সাইট বাদ পরছে !!! আরও বেশ কয়েকটা ই আছে।
    টিউন কি পড়ার জন্য করেন নাই ??? আমি আমার মতামত দিছি।
    আপনি এরকম কথা বলতে পারেন্না…
    কথা বার্তা হিসাব করে বলবেন আশা করি।
    খারাপ লাগলে কমেন্ট ডিলিট করে দেন।
    তা ও এরকম উল্টা পাল্টা কথা বলবেন না দয়া করে।

    Level 2

    ধন্যবাদ,
    সুন্দর টিউিন ।একজন টিউনার মতামত জানতে চাইলে এ ধরনে(((নয়ত আমার টিউনে দয়া করে আসবেন না))) উক্তি টিউনের মান নষ্ট করে।আমরা সবাই একে অপরের বন্ধু।নেক্সটে এমনটা যেন না হয়।ভালো থাকবেন।@server queen

    Level 0

    সহমত আমার ও জানতে ইচ্ছ করছে , যে নতুন একটি ব্লগ সাইট যা এখনো পর্যন্ত টাকার প্লোভন দেখিয়ে বিভিন্ন কৌশলে টিউন ক্রয়ের পায়তারা করছে তারা কিভাবে এই সারিতে আসলো দয়া করে ব্যাখ্যা করবেন।

    আর প্রোয়জন হলে এই লিস্টটি দেখে নিতে পারেন। http://techtweets.com.bd/web-internet/andromeda/3600 তবে এটি "জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট নয়" আপনাকে ধন্যবাদ

টিউনারপেজ বেশ কয়েক দিন থেকে বন্ধ!!! ব্যাপার কি??? একাউন্ট সাসপেন্ডেড নোটিস দেখায়!!!

    আমি ত নিয়মিত দেখতে পারছি। তবে শুনেছি তাদের হোস্টিং বদলের পরে অনেকেই সাইটে ঢুকতে পারছে না। সঠিক কিছু বলতে পারলাম না ভাই।

ধন্যবাদ এই লেখাটির জন্য। এই লেখা না হলে অনেক সাইটে যাওয়াই হত না। ধন্যবাদ ধন্যবাদ

ভালো লিখেছেন!

ধন্যবাদ সুন্দর টিউন উপহার দেওয়ার জন্য। আপনি কি মেয়ে না ছেলে?

Level 3

আপনি ঠিক মত সিরিয়াল করলে আরও ভাল হত। কিন্তু প্রথম কয়েকটির পর আর ঠিক মত তো দেখছিনা।

Nice post. Thanks

Level 0

@server queen apni may be vodrota janena na

Level 0

টিউনারকে হেয় করে এমন কমেন্ট এবং পাশাপাশি স্প্যামিং করায় কমেন্ট মুছে দেয়া হলো এবং ওয়ার্নিং দেয়া হলো। এরপর এমন করলে ব্যবস্থা নেয়া হবে – মডারেটর

    মুখের ভাষা ঠিক করেন, ভদ্রতাযে শিখেন নাই, তা কমেন্ট পরলেই বুঝা যায়, একটা পোস্ট লিখতে যে কি কষ্ট করতে হয় তা জানেন? , কমেন্ট করছেন ইংরেজিতে, আবার একটা সাইটের এড্রেস স্পাম করছেন, এখন যদি বলি আপনি এই সাইটের দালাল ? কেমন লাগবে?

    টিপু ভাই কুল ডাউন… তার কমেন্ট মুছে দেয়া হয়েছে, ব্যবস্থাও গ্রহন করা হবে এমন করলে আবার…

হে হে টিউনার পেইজেই আপনার পোস্ট পরছিলাম, আজকে দেখলাম প্রজম্ম আর টেকটিউন্সেও একি পোস্ট, আমিতো মনে করছিলাম কে জানি ctrl+c Den ctrl+v এর সফল প্রয়োগ করছে, পরে দেখি না একি পাবলিক, তা আপু আছেন কেমন?

টিউন ভালো হইছে, আর যারা ফাল পারতেছে, ইগনোর করেন, সবার মন্তব্বের জবাব দিলে চলেনা 😉

আচ্ছা Alexa Ranking (যেগুলো পাশে দেওয়া আছে)-এর সাথে তো ক্রম মিলছে না…

যা হোক অনেক Site একসাথে পেলাম, ধন্যবাদ…

টেকনোলজি/আই সি টি বিষয়ক সাইটের মধ্যে আমাদের প্রিয় টেকটিউনস সবার এগিয়ে – এটাই সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ….
মন্তব্য করা নিয়ে সবাই সহনশীল হবেন – এটা আশা করছি, তা না হলে আমাদের অবস্থা অন্যন্য বাংলা ব্লগের মত হয়ে যাবে…
সবাইকে ধন্যবাদ।

ভালো লাগলো ভাইয়া…… অনেক গুলো বাংলা সাইট সম্পর্কে জানলাম…… 🙂

আপনি এত গুলি ভাল ভাল সাইটের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন এই জন্যই আপনি ধন্যবাদ পাওয়ার যোগ্য।
আর যারা অশোভন কমেন্ট করেন আশা করি বিরত থাকবেন এবং দয়া করে অশোভন কমেন্ট করে নিজের আসল পরচয়টা আমাদের কাছে প্রকাশ করবেন্না।

Level New

somewhereinblog.net, techtunes.io কে স্যালুট , কোন বিজ্ঞাপন নেই কিন্তু ১-১০ এর ভিতর।

    Level 0

    বিজ্ঞাপন আছে…টিটি ফালতু হইয়া গেসে…এতদিন পর টিটির টাকার লিপ্সা দেখলাম

এরকম একটা টিউনের দরকার ছিল… প্রিয়তে রাখলাম বুকমার্ক হিসেবে কাজে লাগবে। 😀

আমার এ্কটাই প্রস্ন! bdjobs.com, dsebd.org, cellbazzar.com, clickbd.com, banglalionwimax.com, educationboardresults.gov.bd, amarnatok.com, prothom-alojobs.com, qubee.com.bd এগুলোর কো্টিতেই বাংলা নেই!! এগুলো বাংলা ব্লগ কি করে হই?? এগুলা বাংলাদেশি ব্লগ!! বাংলা ব্লগ হল techtunes, somewhereinblog এগুলা!! জাতে পারি কি আনি এইসব তথ্য কথাই পেয়েছেন??

prothom-alo.com
Global Rank 2,744
Rank in BD 9
……………………………
somewhereinblog.net

Global Rank 3,994
Rank in BD 11
……………………………
techtunes.io

Global Rank 5,707
Rank in BD 16
………………………………….
http://www.alexa.com/topsites/countries/BD
এই হিসেবে বাংলা ১নম্বর সাইট prothom-alo.com , ২নম্বর somewhereinblog.net , ৩নম্বর techtunes.io ……… শুধু টিউন্স করলেই হই না!! সেটা যথাযত হওা বাঞ্ছনিও!!

চরম ফালতু টিউন।
আমার দেখা সবচেয়ে বাজে টিউন এটি
এবং এর শুরু থেকে শেষ পর্যন্ত সব গুলো ভুল তথ্য দেওয়া।
আসল পরিসংখ্যানটা হল:
1. Facebook
2. Google
3. Yahoo
4. Youtube
5. Blogger
6. Google BD
7. Wikipedia
8. Twitter
9. Prothom alo
10. Hotmail
11. Somewhere in blog
12.Wordpress
13. Bdjobs
14. BDNews24
15. DSE
16. Sitetalk
17. Techtunes
18. LinkedIn
19. MediaFire
20. Unaico

বস কিছু না জানলে টিউন না করে শুধু পড়েন তাহলেই চলবে।
ফালতু টিউন করা থেকে বিরত থাকুন।

    স্বদেশী মুসাফির, আপনার বুঝতে ভুল হয়েছে, উনি টাইটেলে লিখেছেন, "বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট"। এর মানে এখানে শুধু বাংলা সাইট গুলোই স্থান পেয়েছে… অন্যগুলো বাদ…

    ভাই কি হেড লাইনটা ভাল করে দেখছেন।

Level 0

ভালো লাগলো ভাইয়া

Good One !!!!!!!!

It should be bangladeshi Site not bangla Site!! haha

Level 0

দারুন লিখেছেন

Level 0

ধন্যবাদ।

Level 0

আমার খুবি ভালো লাগাছে

দারুন কাজেলাগবে

Level 0
Level 0

আমার মনে হয় সবারই একটা নমনীয় হওয়া উচিত। সব প্রচেষ্টাই ভালোর জন্য। এজন্য সাধুবাদ জানালে কারো ক্ষতি হবে না, বরঞ্চ অনেকেই আগ্রহী হয়ে উঠবে আরো বেশি।

ধন্যবাদ।

Level 0

কিভাবে এই সারিতে আসলো দয়া করে ব্যাখ্যা করবেন।
আমার খুব জানতে ইচ্ছা করছে। আরও কিছু সাইট তো রয়েছে…
http://www.bazaarjobs.com

many thannks

Level 0

কেউ আমাকে স্বাধীনতার গান গুলোর সাইট এর ঠিকানা দিতে পারবেন? গান গুলো আমি ডাউনলোড করতে চাই?

http://www.doridro.com koi gelo bosss?

Level 0

সুন্দর ……………।

daroon…….

Level 0

thanks vai for give chage, I am new comer of this site, well come to all.

Level 0

thanks

কমেন্টস আর মোর ইন্টারএস্টিং দ্যন দিস পোস্ট!

Level 0

nice tune…Josh hoise !!!

Level 0

Thanksssssssss

Level 0

শেয়ার করার জন্য ধন্যবাদ ।

আপনার লিস্টে অবশ্যই enBangla সাইটটি রাখা উচিত ছিল!

ভাই আপনার লিস্টে জনপ্রিয় ওয়েবসাইট Becbo.com এই সাইটটি দেখতে পেলাম না। এটি রাখা উচিত ছিল।