আমাদের জ্ঞান ও তথ্য ভান্ডার

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আমি ভাল আছি । ট্রেনিং এর ব্যস্ততার কারেণ অনেক দিন টেকটিউনসে আসা হয়নি । আজ আসলাম আমাদের প্রিয় টেকটিউনসের একটু খবর নিতে । খালি হাতে আসিনি । আজ আপনাদের সাথে একটি প্রয়োজনীয় সাইটের কথা শেয়ার করব । সাইটটির কথা হয়ত অনেকের জানা । যারা জানেননা তাদের জন্য । তাহলে চলুন সংক্ষেপে সাইটির বর্ণণা দেখি -

সাইটটির নাম

সাইটটি হল জাতীয় ই-তথ্যকোষ । এই সাইটটি সাইটটি থেকে আমরা আমাদের প্রয়োজনীয় অনেক কিছু জানতে পারব । একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম এর আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এটি পরিচালিত হয় ।

সংক্ষিপ্ত পরিচিত

এই ওয়েব সাইটটি মূলত আমাদের বাংলাদেশের বিভিন্ন তথ্যের এক বিশাল ভান্ডার । চলুন দেখি এটিতে কি কি বিষয় আছে -

এছাড়াও আছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের লিংক ।

তথ্য খুঁজুন

মনে করুন আপনি কম্পিউটারের টিপস সম্পর্কে জানতে চান । তাহলে সার্চ বক্সে কম্পিউটার লিখে সার্চ করুন । কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন টিপস চলে আসবে ।

আবার আপনি নির্দিষ্ট বিষয়ের বা ক্যাটাগরির উপর জানতে চাইলে নির্দিষ্ট বিষয়ে ক্লিক করুন -

সদস্য তালিকা এবং একটি প্রস্তাব

এই ওয়েবসাইটটি সরকারি ভাবে পরিচালিত হলেও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এখানে নানাভাবে অবদান রাখছে । এই ওয়েবসাইটের সদস্য তালিকা দেখুন এখান থেকে । এদের মধ্যে সিটিশপবিডি.কম, বইমেলা, টেকনোলজি টুডে, ডি.নেট ও এই ওয়েবসাইটের সদস্য প্রতিষ্ঠান । আমাদের টেকটিউনস এক্ষেত্রে কোন অবদান রাখতে পারে কি ? আমার একটি প্রস্তাব হল যদি সম্ভব হয় তবে টেকটিউনস ও এ ওয়েবসাইটের একটি গর্বিত সদস্য হোক । টেকটিউনস কর্তৃপক্ষ ভেবে দেখবেন কি ?

সদস্য হওয়ার জন্য সদস্য ফরম পূরণ করুন এখান থেকে।

Level 0

আমি ছাত্র ও শিক্ষক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 1010 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তুমি যদি শিক্ষিত হও,অশিক্ষিতকে আলো দেবে। না পারলে তুমি অহংকার করবেনা,তুমি দূর্ব্যবহার করবেনা,বিনয়ের সঙ্গে কথা বলবে,তুমি শিক্ষিত বলেই এ তোমার অতিরিক্ত দায়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

WELL STEP…………

এক কথায় আসাধারন……………………..ধন্যবাদ ছাএ শিক্ষক ভাই

    আপনাকেও অসাধারণ ধন্যবাদ ।

    আপনার টিউন আমার কাছে অনেক ভাল লাগে।আপনার প্রতি শ্রধদা জানিয়ে ,আসলে স্যার 'ধন্যবাদ' দেয়া হয় অসাধারন কাজের জন্য।মোটকথা ধন্যবাদ নিজেই 'অসাধারন' কিছু।তাই এর সাথে অসাধারন ব্যবহার না করাই উত্তম।যেমন অনেকেই বলে higher value.যেটা ঠিক নয়,কেননা value নিজেই একটা higher কিছু।দয়া করে কিছু মনে করবেন না।আপনারা সব সময় আমাদের স্যার।

এই সাইটির সাথে পরিচয় করানোর জন্য ধন্যবাদ…………..ভাল লাগল

ধন্যবাদ স্যার