প্রচন্ড গরমে চলুন খুব সহজে জটপট তৈরি করে ফেলি ”লাচ্ছি” সাথে আছেন তো

”বিসমিল্লাহির রাহানির রাহিম”

আশেষ করুনাময় আল্লাহ তায়ালার নামে শুরু করলাম।

এটা আমার চার নাম্বার টিউন যদি কোন ভুল হয় টাহলে ক্ষমা করবেন।

হাতে সময় খুবই অল্প তাই অল্প কথায় বলি আমি জানি এটা আপনারাও পারবেন

আাজ আপনাদের যে জিনিসটির কথা

শিখাব তা আমাদের বাংগালিরা  খেতে  খুবই পছন্দ করে

কিন্তু অনেকেই এটা বানাতে পারেন না

এর নাম হচ্ছে ''লাচ্ছি'' কি নাম শুনে

জিভে জল এসে গেল

কিছুক্ষনের জন্য সামাল দিন।একটু  পর

এটা আপনি নিজেই তৈরি করতে

পারবেন

এটা বানানো খুবই সহজ মাএ পাচ মিনিট এর ভিতর বানানো সম্ভব

আসুন দেখি কিভাবে বাননো যায় নিচে

তা দেখানো হল

প্রচন্ড চলুন খুব সহজে জটপট তৈরি করে ফেলি ”লাচ্ছি” আমরা সাথে আছেন  তো

প্রচন্ড গরমে চলুন খুব সহজে জটপট তৈরি করে ফেলি ”লাচ্ছি” আমরা সাথে আছেন তো

প্রচন্ড চলুন খুব সহজে জটপট তৈরি করে ফেলি ”লাচ্ছি” আমরা সাথে আছেন  তো
প্রচন্ড গরমে চলুন খুব সহজে জটপট তৈরি করে ফেলি ”লাচ্ছি” আমরা সাথে আছেন তো

প্রচন্ড চলুন খুব সহজে জটপট তৈরি করে ফেলি ”লাচ্ছি” আমরা সাথে আছেন তো
প্রচন্ড চলুন খুব সহজে জটপট তৈরি করে ফেলি ”লাচ্ছি” আমরা সাথে আছেন তো

উপকরন:

* প্রচন্ড মিষ্টি আধা গ্লাশ চিনির সরবত

* আধা গ্লাস বরফ কুচি

* চার চামচ দই বা একটু বেশি

* রোহ আবজা হলেও চলবে

* একটি BLENDER মেশিন হলে খুব ভাল হয়

* ভ্যানিলা আইস্ক্রিম হলে আর ও সু-

সাধু হবে

যেভাবে বানাবেন:

1 প্রথমে blender মেশিনটি নিন তাতে বরফ কুচি গুলো রাখুন ,

2: তারপর চিনির সরবত গুলো সম্পুন্ ঢালুন3: তারপর চার চামচ দই দিন বা একটু বেশি দিন

৫: দুই চামচ রোহআবজা দিন

৬; শেষে ভ্যনিলা আইস্ক্রিম দিন

এবার মেশিনটি start দিন 30 সে

কেন্ডের মত হলে নামি ফেলুন

এবার একটি গ্লাসে ঢেলে পরিবেশন করুন

আর যাদের blender মেশিন নেই তাহলে

হাতের মাধ্যমে ঘুরানোর tools আছে তা দিয়েও করতে পারেন

টিউনটি কেমন হল দয়া করে কমেনট দিয়ে জানাবেন ।

আগামিকাল আপনাদের সুন্দর কমেন্ট আমাকে আজও এই টিউটি করতে বাধ্য করেছে

তো আমি আপনাদের কমেন্ট এর আশায় রইলাম

সামনে আরও সুন্দর আইটেম নিয়ে লিখব

সাথে থাকুন

আমার আগর টিউন

https://www.techtunes.io/tuner/easin-arafat

Level 3

আমি EASIN ARAFAT। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

”লাচ্ছি” বানাইয়া খেয়ে আসতে একটু তো দেরী হবেই ।জটিল টিউন চালিয়ে যান,আমরা আছি আপনার সাথে ।

ভাই আপনি দেখছি আমার মত পেটুক মানুষ…চালিয়ে যান, সুন্দর পোষ্ট।

Level 0

জটিল হইছে রে ভাই…এটা কম বেশি সবাই Like করি,
এটা বানাতে পারব…।হা হা হা…।
জটিল টিউন চালিয়ে যান…আছি আপনার সাথে

জটিল টিউন।লাচ্ছি আমার খুব পছন্দ।
এখন থেকে নিজে বানিয়েই খেতে পারব…………….দারুন।
ধন্যবাদ আপনাকে জটিল টিউন করার জন্য।
এমন টিউন আরো চাই।

অসাধারন টিউন, গরমের ইপকারি টিউন……..

অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা জানানোর জন্য। 🙂

    আরাফাত ভাই, একটা উপদেশ দেই, আপনি টিউনটা এডিট করে Ctrl + A চেপে সব টেক্সট মার্ক করুন, তারপর ফন্ট সাইজ Header 3 না দিয়ে Paragraph দিন। এত বড় লিখা ভালো লাগছেনা, ছোট করলে সুন্দর লাগবে। 🙂

    হু, এখন ঠিক আছে। আরেকটা কথা, সব ছবি আপলোড করার পর বার বার সব ছবির শিরোনামে "প্রচন্ড গরমে চলুন খুব সহজে জটপট তৈরি করে ফেলি ”লাচ্ছি” না লিখলেও চলে। জটপট বানানটা ঠিক করে "ঝটপট" লিখুন। আর ভাই শেষে কিন্তু আপনার আগের টিউনের লিঙ্ক হয়নি, ওটা আপনার টেকটিউনস প্রোফাইলের লিঙ্ক। 🙂

    আপনার টিউনগুলা সুন্দর, বানানের দিকে একটু লক্ষ রাখুন। আপনি তো অভ্র দিয়ে লিখেন, পারলে Active Keyboard Layout অন করে দেখে নিন কীভাবে কোন অক্ষর লিখতে হয়। তাহলে বানান ঠিক হয়ে যাবে। ভুল ধরিয়ে দিলাম, রাগ করবেননা যেন 🙂

সবি ঠিক আছে কিন্তু এত বড় করে লেখার দরকারটা কি বলেন। হি হি হি ফন্ট ঠিক করে দিয়েন দয়া করে। দেখতে খারাপ লাগে। আর কিছু বলতে পারব না লাচ্ছি বানাতে যাচ্ছি। 😉

    আবার জিগায়। লাচ্ছির মতই সুন্দর লাগতেছে এখন। অনেক অনেক ধন্যবাদ

ওফ!! আমার খুব প্রিয় একটা জিনিস 🙂 😛 😀 😆

valo laglo.

Level 0

thanx a lot bro 🙂

আপনার বাসার ঠিকানা দিন। সেল ফোন নং দিন। বাসায় গিয়ে টেইষ্ট করে আসবো।

ধন্যবাদ।

টিটি পরিবার এ গরমে লাচ্ছি খেতে চাচ্ছে। এখোণ কোবে খাওয়াবেন তাই বলুন 🙂

ভাই আমার প্রিয় এক টা জিনিস। পেজ টা সেভ দিয়া রাখলাম 🙂

http://www.techvission.com/

Level 0

আর একটু বেশি হলে ভালো হত।

মজার জিনিস ।

যাক এবার মাঝে মাঝে খাওয়া যাবে।

ভাই বানিয়ে খেলাম, অপূর্ব!!! আমি জানতাম না এত সহজে তৈরী করা যায়। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করলাম না আর 🙂

Level 0

Bohut Moja …. Thank U..

" প্রচন্ড মিষ্টি আধা গ্লাশ চিনির সরবত " এখানে শরবত মিষ্টি করতে প্রায় কত চা চামচ চিনি দেওয়া উচিত, জানতে পারলে ভাল লাগত।

Level 0

ভাই! টিউনটি পরতে পরতেই মনে হয় খেয়ে ফেললাম। বহুত মজা……………..!

ধন্যবাদ, এখুনি চেষ্টা করছি 🙂