পৃথিবীর সবচেয়ে হাই স্পিড ইন্টারনেট যুক্ত ৮ দেশ (মাত্র ১৯ টাকায় ১ MBPS)

আমার প্রিয় লেখক (আ নিউ মর্নিং) এভাব শুরু করেছেন

“তোমার ২০ MBPS ইন্টারনেট কানেকশান আছে তাই তুমি মনে কর অনেক কষ্টে আছো। কিন্তু পৃথিবীর গড় স্পিড ২ MBPS তুমি কি তা জান? তুমি নিশ্চয় এও জাননা আজও মানুষ ডায়াল আপ (৫৬KBPS) এ কানেক্ট আছে?”

পৃথিবীর এভারেজ ইন্টারনেট স্পিড হচ্ছে ২ MBPS শুনতে ভালো শুনালেও আসলে ভিতরে কি আছে তা বাংলাদেশীরা ঠিকই বুঝি! যদিও অন্যান্য দেশের মানুষ ৫০- ১০০ MBPS এ কানেক্ট হয়ে মাত্র সামান্য “কিছু পয়সা” বিল প্রদান করে থাকে। সুতরাং আমাদের এখনও অনেক কিছু করার আছে সকল মানুষকে ইন্টারনেটে সমান অধিকার দিতে হলে। তার আগ পর্যন্ত কি আমরা পৃথিবীবাসী পিছিয়ে থাকব না?

আজকে আমার প্রতিবেদন পৃথিবীর শ্রেষ্ঠ ৮ টি দেশ নিয়ে যারা যাদুর বাক্সকে (কম্পিউটার)আলাদিনের আশ্চর্য প্রদীপে পরিণত করতে পেরেছে।

পৃথিবীর গড় স্পিডঃ ২ MBPS

পৃথিবীর গড় ডাউনলোড স্পিডঃ ৭ MBPS

১. জাপানঃ

যদি জাপানবাসীদের গড় স্পিড দেখি তাহলে পাব, পৃথিবীর গড় স্পিডের ৩০ গুন গড় হচ্ছে জাপানের। অর্থাৎ জাপানিরা গড়ে ৬০ MBPS স্পিডে সার্ফ করে। আপনার কষ্ট আরও বেড়ে যাবে যখন শুনবেন তাদের প্রতি MBPS এ ২৭ সেন্ট বা ১৯ টাকা প্রদান করতে হয় (মাসিক আনলিমিটেড ১ MBPS মাত্র ১৯ টাকা!!!) যেখানে ইউএসএ তে ৩৩৩০ সেন্ট! কানাডা কিংবা ইউকে তে আরও বেশি।

ছবি সংগৃহীত হয়েছে জনাব OiMax এর কাছ থেকে।

২. দক্ষিণ কোরিয়াঃ

জাপান যদিও গড় স্পিডে এগিয়ে অন্যদিকে দক্ষিণ কোরিয়া ডাউনলোড স্পিডে এগিয়ে। তাদের ডাউনলোড স্পিড গড় ৩৪.৬৬ MBPS হিসেবে দেখা যায় এরা ডাউনলোডই করে আপলোড করেনা। তাই এরা জাপান থেকে পিছিয়ে পড়েছে। এখানে প্রতি ১ MBPS ব্যান্ডইথ পেতে আপনাকে ৪৫ সেন্ট খরচ করতে হবে।

ছবি সংগৃহীত হয়েছে জনাব John Pavelka এর কাছ থেকে।

৩. রিগা,লাতভইয়াঃ

আপনি যদি হাইস্পিড ডাউনলোডের কথা বলেন তবে, রিগার জনগণ প্রায়ই ২৮ MBPS এ ডাউলোড করবে। যদিও লাইভিয়া এর জাতীয় গড় ২৪ MBPS. সে যাই হোক অনেক চেষ্টা করেও তাদের খরচ সম্পর্কে জানা যায়নি।

ছবি সংগৃহীত হয়েছে অজ্ঞাত ব্যাক্তির কাছ থেকে।

৪. ফিনল্যান্ডঃ

ফিনল্যান্ডবাসীরা জাপানের থেকে প্রায় ১০ গুন খরচ প্রদান করে কিন্তু সে তুলনায় স্পিড পায় অনেক কম। মাত্র ২২ MBPS হচ্ছে তাদের গড়। আপনি হয়ত জেনে থাকবেন ফিনল্যান্ড হচ্ছে প্রথম রাষ্ট্র যারা ইন্টারনেটকে “সকলের লিগ্যাল রাইট” প্রদান করে ছিল।

ছবি সংগৃহীত হয়েছে জনাব  John Pavelka এর কাছ থেকে।

৫. গণপ্রজাতন্ত্রী মালদোভাঃ

এই পূর্ব ইউরোপীয় দেশটি খুব দ্রুতই হাইস্পিড ইন্টারনেটের তালিকায় উঠে এসেছে। তাদের গড স্পিড প্রায় ২১.৪ MBPS যা ফিনল্যান্ডের খুব কাছে। তাদের মূল্য তালিকা সংগ্রহ করা যায়নি।

ছবি সংগৃহীত হয়েছে জনাব  spoon এর কাছ থেকে।

৬. সুইডেনঃ

যদিও তাদের স্পিড খুব কম কিন্তু ব্যাবহারকারীরা প্রতি ১ MBPS ব্যান্ডইথে মাত্র ৬৩ সেন্ট দিতে পেরে সৌভাগ্যবানই বলতে হবে। কারন এটি ইউরোপের সবথেকে কম মূল্য এবং পৃথিবীরও নিম্ন মূল্যের দ্বিতীয়। তাদের এভারেজ স্পিড ১৮ MBPS

ছবি সংগৃহীত হয়েছে জনাব   hector melo এর কাছ থেকে।

৭.ফ্রান্সঃ

ফ্রান্সের ইন্টারনেটের স্পিড হাস্যরকম কম। যদিও তারা সুইডেন থেকে ৩ গুন এবং জাপান থেকে ৮ গুন পে করে। তাদের জাতীয় গড় ১৮ MBPS

ছবি সংগৃহীত হয়েছে জনাব   Trodel এর কাছ থেকে।

৮. নেদারল্যান্ডঃ

তাদের জাতীয় গড় প্রায় ৯ MBPS। তবে প্রতি MBPS এ ৪৩০ সেট দিয়ে তারা পশ্চিমের সবথেকে বেশি খরচের খাতায় নাম লিখিয়েছে।

ছবি সংগৃহীত হয়েছে জনাব   Eoghan OLionnain এর কাছ থেকে।

বিশ্লেশণঃ

উপরের তথ্য থেকে বোঝা যায়, এশিয়া এবং ইউরোপে স্পিড বেশি।

সবথেকে ইউরোপে খরচ বেশি। যার নেতৃত্ব দিচ্ছে পোল্যান্ড ১৩০০ সেন্ট প্রতি MBPS

বাংলাদেশের খরচ ১৬৫৬০ সেন্ট (প্রতি MBPS কোথায় জাপানের ২৭ সেন্ট আর আমাদের ১৬৫৬০ সেন্ট!!! সাধের ডিজিটাল বাংলাদেশ!

বিশেষ দ্রবষ্টঃ

নভেম্বরে করা এক জরিপের ফলাফল মাত্র।

প্রকৃত চিত্র ভিন্ন হতে পারে।

মূল্য কম বেশি হতে পারে।

বাংলাদেশের MBPS প্রতি ১২০০০৳ বিটিসিএল নির্ধারিত যা মাস দুয়েক আগেও ১৮০০০৳ ছিল।

এখানে ১ MBPS মানে ১ Mb/s (মেগাবিট পার সেকেন্ড)

আ নিউ মর্নিং এর সাইট থেকে দুটা কমেন্ট তুমে ধরলাম কারন এগুলো দেখে হাসব না কাদব বুঝিনি।

কিছু কথাঃ

এটি আমার নবম টিউন হলেও টিটিতে আমার ১০০০+ কমেন্ট রয়ে গেছে সকলের আড়ালে........

বিগত দুবছরে অনেক উত্থান পতন দেখেছি। বিখ্যাত টিউনারগন চলে গেছেন। সাক্ষি আছি অনেক প্রতারণার। অনেক উন্নতি দেখেছি। কোন টিটির কোন অবনতি দেখিনি। সে যেন এক সম্রাট এগিয়ে চেলেছে দুর্বার গতিতে। কয়েকমাসেই আলেক্সা র‍্যাঙ্কিংএ এক বেড়ে ২০ হয়েছে।

আমার ১০০০ তম কমেন্টা ছিলঃ

গঠনমূলক কমেন্ট টিউনারকে উৎসাহী করে। তাই করার চেস্টা করেছি। মাঝে মাঝে মাথা খুব গরম হয়ে গেলে গঠনমূলক থাকতে পারিনি যেমনঃ সাজ্জাদ২৭ এর প্রতারণার বেলায় প্রতীবাদ করে টিউন করি।

আমার আরও কিছু টিউনঃ

বিশ্ব সেরা ১০ সাইট ১০ ধরণের সেরা তা দেখতে এই টিউনে স্ক্রল করুন।

উইন্ডোজ ৮ কেমন হবে? জানতে চান? তাহলে এই টিউনে চোখ বুলান!

হাতে সময় আছে? তাহলে এই টিউনে সচিত্র সায়েন্স ফিকশান পড়ে নিতে পারেন।

লিনাক্সের সাথে আমার প্রম কাহিনী পড়তে পারেন এখানে

Level 0

আমি নতুন পন্ডিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 1165 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ঢাকার ছেলে,ইমরান।দশম শ্রেণীর শিক্ষার্থী। ফ্রীল্যান্স আর পড়ালেখা নিয়ে জীবন।বাংলাদেশের নাগরিক হতে পেরে আনন্দিত। অন্যদের উৎসাহ দিতে ভাল লাগে। ইন্টারনেটে বাংলা লিখতে দারুন ভালোবাসি। CMS জুমলা জানতে, সমস্যায় সাহায্য করতে পারলে খুশি হব। ফোনঃ ০১৭৫১৭২৬০৩৪ আমার ফেসবুক প্রোফাইল অথবা আমার সাথে যোগাযোগের সকল সম্ভাব্য উপায়


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সেই কথা বইলে আর দুঃখ বারাইএন্না ভাই।মাত্র ৮০০ MB use করতাসি ৩২০ টাকায়।১০ দিন ও চালাতে পারিনা।কোন কিছহু download করতে পারিনা।

    আপনি গ্রামিনফোনের আনলিমিটেড নাইট ব্রাউসিং (রাত ১২টা থেকে সকাল ১০টা পর্যন্ত) নিতে পারেন। স্পিড ২২-৩৬ কেবি। ভ্যাট সহ ২৮৭.৫ টাকা ভ্যাট ছাড়া ২৫০৳।
    যদি নাই ডাউনলোড করেন তাহলে ৫১২ কেবিপিএস দিয়ে কি হবে?

    Level 0

    পন্ডিত ভাই…আপ্নি মাসুদ ভাই এর বেপার টা বুঝেন নাই।উনি বলসেন যে লিমিট সেশ হএ জায়।তাই ডাউনলড করতে পারেন না।

    Level 0

    আমি থাকি নারিন্দায়।এখানে ব্রডবেন্ড ইন্টারনেট আনলিমিটেড ১০০০ টাকা।সংযোগ নিতে লাগে ৩০০০ টাকা।এত টাকা দিয়ে নেয়া তো আমার পক্ষে সম্ভব না।আর গ্রামীনের আনলিমিটেড যে পাকেজের কথা আপনি বললেন ডাউনলোড করার জন্য তো আর আমি রাত যেগে বসে থাকতে পারিনা।বি কিউব এর কথা সুনেসিলাম।কম টাকায় ভাল টারিফ পাওয়া যায়।মোটকথা ৫০০ টাকার মদ্ধে মাসিক ৩GB হইলেও আমার চলে যেত।

    @ মাসুদ রানা,
    ওরে ভাই আপনার ওইখানে থাকলে আমি সাথে সাথেই নিয়ে নিতাম।

    আমিও গ্রামীনফোনর P3 আর P6 প্যাকেজটিদ্বয় একসাথে ব্যবহার করি।
    আসল কথা এর খরচ P6 এর চেয়েও অনেক কম আর আর মাস ব্যাপী ৫ গিগা ডাউনলোড করতে পারি।
    নাইট প্যাকেজ হলেও সময়ও অনেক রাত বারটা থেকে সকাল দশটা। রাত জাগা আর কি চারটা থেকে দশটা অনেক সময় ডাউনলোড আর দিনে ব্রাউজিং। খরচ মোট ২৫০+২৫০(একতা সিমে) =৫০০ (ভ্যাট সহ ৫৭৫ টাকা) আর ব্যবহার করতে পারি ৬ গিগা।

    আমিও গ্রামীনফোনর P3 আর P6 প্যাকেজটিদ্বয় একসাথে ব্যবহার করি।
    আসল কথা এর খরচ P6 এর চেয়েও অনেক কম আর আর মাস ব্যাপী ৫ গিগা ডাউনলোড করতে পারি।
    নাইট প্যাকেজ হলেও সময়ও অনেক রাত বারটা থেকে সকাল দশটা। রাত জাগা আর কি চারটা থেকে দশটা অনেক সময় ডাউনলোড আর দিনে ব্রাউজিং। খরচ মোট ২৫০+২৫০(একতা সিমে) =৫০০ (ভ্যাট সহ ৫৭৫ টাকা) আর ব্যবহার করতে পারি ৬ গিগা।

    @ মুক্ত
    আমি সেটাই বলেছি যে, ৫১২ কেবিপিএস থেকে ঐ অনলিমিটেড ভাল। আমি ৭ দিনে ১ জিবি নামিয়ে ফেলতাম।

Level 0

এভাবে চলতে থাকলে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন কল্পনাতেই রয়ে যাবে ।ধন্যবাদ সুন্দর প্রতিবেদনের জন্য

    হতে পারে আগামী বছর গুলোতে দাম কমবে। এরই মধ্যে ডিজিটাল বাংলাদেশের প্রতিষ্ঠাতা, দেশ রত্ন, বঙ্গবন্ধু কন্যা জনাব শেখ হাসিনা ইন্টারনেট ব্যান্ডউইথ এর বিল ৩৪% কমিয়েছেন। আশা করা যায় দ্রুতই বাজারে এর প্রভাব পড়বে।

    Level 0

    ATN Banglar news এ দেখলাম যে এর কনো প্রভাব সাধারন ব্যবহার কারিদের উপর পরবেনা।

    Level 0

    এই সরকার ক আমার একটুও ভাল লাগেনা।তারা ডিজিটাল বাংলাদেশ এর কথা বলে খমতায় আসছে।কিন্তু করসে টা কি? ঘোড়ার ডিম।
    টেকনলজি নিয়া তাদের কোনো মাথা বেথাই নাই।
    হায় রে আজব দেশ।

    পন্ডিত ভাই…।।আপ্নার লেখা পরে জতটা না ভালো লাগসে …তার থেকে বেশি কস্ট লাগসে…।।

    Level 0

    @পন্ডিতঃ হা হা হা,জনাব শেখ হাসিনা।
    @মুকুটঃ ভাই,কথার হাওয়া রাজনীতির দিকে নিয়ে যাইয়েন না।

    নতুন পন্ডিত says:
    বঙ্গবন্ধু কন্যা জনাব শেখ হাসিনা
    হাহাহা ভাই হাসতে হাসতে কাহিল 😛

    শুন্তাছি ব্যান্ডউইথ নাকি সরকার রপ্তানি করার চিন্তা করতাছে http://www.somewhereinblog.net/blog/rafins3/29301961

    @ মুক্ত ভাই
    আপনার কষ্ট শুনে আমারও কষ্ট লাগছে…………।

    @ মর্নিং স্টার

    ঠিকই শুনেছে।

    জনাব!!!!? 😀 মচৎকার!!!

তথ্যবহুল টিউন ।
অনেক কিছুই জানলাম ।
ধন্যবাদ ।
আমার ইন্টানেট স্পীডের কথা মনে পড়লে নিজেই লজ্জা পাই ।

    কি আর বলব স্যার, এ লজ্জা শুধু আপনার একার না আমাদের সবার। 🙁

বেশ চমৎকার এবং তথ্যবহুল টিউন, অনেক কিছু জানা গেল…

    তোমার ডিজে রিমিক্স এ্যালবাম কবে আসছে? পচাঁ টিউনে মন্তব্য করায় অনেক ধন্যবাদ।

    আগে ম্যাট্রিকতো দেই, তারপর না হয় অ্যালবাম নিয়ে ভাবা যাবে… তবে বেশ কিছু সিঙ্গেল মিক্স আছে… বা আনলিমিটেড প্ল্যালিস্টও আছে… 😆

অসাধারন বর্ননা!

    ধন্যবাদ যোবায়ের ভাই। আপনারা তো আমার অনুপ্ররনা।

Woo God where r we…

ভাই , দাম কমার কথা ভুলে জান । যখন সরকার থেকে ৮০% কমার কথা বলবে তখন আপনি ২০% কমে ব্যাবহার করলেও করতে পারেন । এই হচ্ছে বাংলাদেশ । এবং কস্তকর হলেও এতাই সত্যি ।

    সরকার ব্যান্ডউইথ ফেলে দিচ্ছে। আর আমরা মার খাচ্ছি। বিদেশি কোম্পানি ফায়দা লুটছে।

প্রতি মাসে 1GB করে নেই PC তে দিলে ৭দিনেই শেষ তাই মোবাইলে চালাই।PCতে দিতে ভয় করে।

    জিপির নাইট নেন। সারা সকাল ব্রাউজ, সারা রাত ডাউনলোড।

Level 0

সেই কথা আর বইলেন না ভাই । এমনিতেই দুংখে আছি।

Level 0

সুন্দর সুন্দর। সবই সুন্দর,আমাদের দেশেরটা ছাড়া।

    আমার দেশ পৃথিবীর শ্রেষ্ঠ রুপে, গুনে, ঐশ্যর্যে। খালি কিছু উদ্যোগ এর অপেক্ষা.

    Level 0

    না,আমি প্রাকৃতিক সোন্দর্যের কথা বলছি না,আমি নেটের স্পীড সৌন্দর্যের কথা বলছি।

    স্পীড এর সৌন্দর্য খুবই দ্রুত চলে যে দেখিনা!

ভাই আগেই জানতাম। শেয়ার করেছেন সে জন্য ধন্যবাদ। সমস্যা হচ্ছে দিলেন তো মনের জ্বালা টা বাডিয়ে। এখন তো মনের দুখে বনে যাইতে মন চাইছে। এই বন কিন্তু আবার জাপানের বন মনে কইরেন না। ।আছে আমাদের সিটিসেল Ultra। এ ব্যাপারে আমার ধারনা হচ্ছে, সিটিসেলের Ultra Speed এর প্রাইজ অনেকটা বই কিনে তা না পড়ে শোকেসে সাজিয়ে রাখার মত ব্যাপার। Ultra 512 kbps (5GB) মাত্র ৪০২৫ টাকা ভ্যাট সহ। এ্ই সেবা নিতে হলে হয় মানুষকে পাগল হতে হবে, নয় টাকাকে পাগল হতে হবে। আমি গরীব মানুষ, এই Super Ultra Speed এর Service ব্যাবহার করার সাধ্য আমার নেই।

    জুম ভালো এটার বিরুদ্ধে আমি লাখ এমবিপিএস দিলেও প্রতীবাদ করব না। কিন্তু জুম আল্ট্রা ইউস না করায় কিছু বলতে পারছিনা।

সমস্যা এবং সম্ভাবনার দেশ বাংলাদেশ। তাই আশ্চর্য বা হতাশ না হয়ে সামনের দিকে তাকিয়ে থাকি।

    আমি হতাশ না। কারনঃ
    ২০০৭> জুম -/+ ৩ কেবিপিএস
    ২০০৮> ব্রডব্যাবড +/- ৯ কেবপিএস
    ২০১১> কিউবি এমবিপিএস
    ২০১২> এডিএসএল…………………….

    ২০২১> LSC (lightning speed cable)… lolz

ভাইয়া চোখ ব্যাথা করতেসে আর পারতেছি না 🙁

😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥 😥

পন্ডিত ভাইয়ের পন্ডিতি টিউন।
অসংখ্য শুকরিয়া।

    শুধু পণ্ডিত বললে চলবেনা। নতুন পণ্ডিত বলতে হবে। হুম………

Sonlam 100GB naki bandwidth necce.ja ace jai bebohar hoena abar 100GB necce.dam komanor kobornai.ponditbhaike donnobad

Level 0

Boss japan to 1GBPS use kora ja kina pora world ar shob chaya vashi speed……………ar WiMax to amader 1MBPS dissa……….

কবে যে আমাদের দেশের স্পীড বাড়বে।

    কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা মনে মনে………..
    চলেন মনে মনে ব্রাউজ করি আনলিমিটেড স্পিডে, বাবার পকেট বাচাই! 😀

১ Mbps এর একটা লাইন হইলেও চলত আমার ভালোভাবে।কিন্তু বাংলালায়ন এক 1 Mbps মাত্র ৫০০০ টাকা !!!! 😕

    দেখতে বেশ কিউট। দেখতে বেশ কিউট। দেখতে বেশ কিউট। দেখতে বেশ কিউট।

    ভুল বললেন প্রকৃত ১ এমবিপিএস ১২০০০৳। বিটিসিএল থেকে ১২০০০টাকায় কিনে ৫০০০ টাকায় বিক্রি সম্ভব? * চিহ্নটা বুঝি দেখেন নি?

হায়রে! সোনার দেশ।
@নতুন পন্ডিত,
আপনার টিউন কষ্টটা আরো চাঙ্গা করে দিলো।

MBPS আর MbPS কিন্তু এক নয়। সংশোধন করে নিন।

    বিশেষ দ্রব্যষ্ট অংশ পড়ে বলুন। টিউন করার শেষে বিষয়টি দেখে কিছু করার না থাকায় বিশেষ দ্রব্যষ্ট অংশে লিখেছি। ধন্যবাদ।

Level 0

Boss ADSL ta ki akto bol ban ………………….!

এত কমেন্টের মাঝে আমার কমেন্ট মনে হয় চোখে পড়বে না……… তবুও বলি " অসাধারন টিউন "

    আমার ছয় চোখে যদি না পরে তাহলে আমার চশমা বৃথা। 🙂
    আপনাদের অসাধারণ টিউন পড়তে পড়তে………………..

our government is a beautiful ghorar dim.heheheheh.thanks for nice tune

Level 0

vay upnadar ato alochona-somalochona daka sudu ato tuk e bolbo apnadar jonno ''qubee modem''ar kono bikolpo nai.qubee annok valo speed day kom takay.:)

    স্পিডের ব্যাপারে সহমত। কিন্তু "বিকল্প নাই" ঠিক বলেন নাই। তার মানে বাংলাদেশের সব আইএসপি আপনি চিনেননা। তাহলে এডিএসএল এর কথা বলতেন।

😥

অসাধারণ পোস্ট!!!!

ধন্যবাদ ভাই সুন্দর একটি টিউনের জন্য। ভাই যদি কিছু মনে না করেন তাহলে দয়াকরে আপনার এই তথ্য সূত্রের উৎসটা বা কোথাই থেকে পেয়েছেন বলবেন কি? ও হা আরএকটা বিষয় আপনি এক বন্দুর ADSL মানে কি? উত্তর এ বলেছেন ADSL হচ্ছে BTCL এর ইন্টারনেট সুবিধা। কিন্তু না এর পূর্ণ রুপ হচ্ছে Asymmetric digital subscriber line (ADSL) is a type of digital subscriber line technology, a data communications technology that enables faster data transmission over copper telephone lines than a conventional voiceband modem can provide. যা কিনা BTCL প্রদান করে। সাধের ডিজিটাল বাংলাদেশ! আপনার এই মন্তব্যর সাথে আমি এক মত হতে পারিনি।কারন আমি প্যারিসে যে ইন্টারনেট ব্যবহার করছি তা প্রথম থেকে এমন ছিল না এর স্পিড আরো নাজুক অবস্থায় ছিল। এমন অনেক উন্নয়নশীল দেশ আছে যারা আমাদের চেয়ে অনেক নিন্মমানের কমিউনিকেশন ব্যবস্থা। So Don’t Worry Be Happy! ভুল দরার জন্য মন্তব্য করেনি। সুন্দর দৃষ্ঠিতে দেখবেন আশা করছি। অসংখ্য ধন্যবাদ. [email protected]

এর উন্নতির জন্য আমাদের কি করা যেতে পারে বললে ভালো হতো

আপনিও ভাল থাকবেন। ধন্যবাদ।