নতুন ফোরাম আড্ডার আসর!

আড্ডার আসর
একটি বিনোদনমূলক ফোরাম
"এসো দেই জমিয়ে আড্ডা মিলি প্রাণের টানে"

অনলাইনে আড্ডা ও বিনোদনের জন্য সম্পূর্ন বাংলা ফোরাম
http://addarasor.com

বৈশিষ্টসমূহঃ
• ইন্টারফেস বাংলায়ঃ নির্দেশাবলী, মেনু, ম্যাসেজ সবকিছু বাংলায়।
• বিল্টইন বাংলা কী-বোর্ডঃ বাংলায় লেখার জন্য আলাদা কোন সফটয়্যার এর দরকার নেই।
• ইতিমধ্যে তিনশতাধিক সদস্য, ১৫৪০ এর বেশি টপিকে ১২৬৩৬ এর বেশি পোষ্ট করেছেন।
• বৈচিত্রময় বিষয়ের ভিন্ন ভিন্ন সাব-ফোরাম। বিনোদন, উপন্যাস, গল্প, কবিতা, কৌতুক, সাহিত্য-সংস্কৃতি, ট্রাবলশুটিং সহ ৩০টির অধিক বিভাগ রয়েছে।
• সাধারণ আড্ডা থেকে সিরিয়াস আলোচনা সবই আছে বন্ধুত্বপূর্ন পরিবেশে।
• আড্ডার আসরে নেই কোন ধরাবাধা কঠিন নিয়ম। নিয়মাবলীটি তুলে ধরা হলোঃ
o প্রতিটি বিভাগের নীচে কিছু কথা লিখা আছে। তা আপনি পড়ুন, অন্যকে পড়তে দিন। তারপর বুঝবার চেষ্টা করুন, বুঝতে না পারলে অন্যের কাছ থেকে নিজ দায়িত্বে বুঝুন এবং আপনার লেখার ধরন অনুযায়ী বিভাগে টপিক পোষ্ট করুন।
o আপনার লেখা সম্পূর্ন আপনার পৈত্রিক সম্পত্তি। এই লেখা আপনি কোথা থেকে এনেছেন, নাকি নিজে লিখেছেন এ নিয়ে কর্তৃপক্ষের কোন মাথাব্যাথা নেই। আপনার সম্পত্তি আপনি নিজ দায়িত্বে সংরক্ষন করুন। হারিয়ে গেলে অথবা নষ্ট হলে ফোরাম কর্তৃপক্ষ দায়ী নয়।
o এই ফোরামে কোন সিরিয়াস বিষয় ছাড়া আলাপ আলোচনা করা থেকে বিরত থাকুন। যেমন: আপনি আপনার বন্ধুকে বিড়ি খেতে দেখে সিরিয়াসলি হুমকি দিলেন "৫০টাকা দে,নইলে কিন্তু আংকেলকে কইয়া দিমু"। এ রকম সিরিয়াস কথা বার্তা আপনি আমাদের সাথেও শেয়ার করুন।
o কোন রকম আপত্তি মূলক টপিক দেওয়া থেকে বিরত থাকুন। যদি ভুল ক্রমেও এ রকম টপিক পোষ্ট করে ফেলেন তাহলে তা ডাস্টার-ব্রাশ দিয়ে মডারেটরা মুছে দিতে পারেন। এমতাবস্থায় ফোরাম কর্তৃপক্ষকে দোষারোপ করা হলে তারা আল্লাহ মালুম কায়দা অবলম্বন করতে বাধ্য হবেন।
o রাজনৈতিক আলাপ আলোচনা বন্ধ করুন কিন্তু যদি কোন রাজনৈতিক নেতাকে পাবলিক নর্দমায় চুবানি দেয় তা নিয়ে নির্দিধায় আলাপ আলোচনা করতে পারেন। রাজনৈতিক আলাপ আলোচনায় বিতর্কের সৃষ্টি করবেন না। বিতর্কের সৃষ্টি হলে মডারেটরা ব্রাশ-ডাস্ট্রার হাতে নিতে বাধ্য হবেন।
o ফোরামে রেজিস্ট্রেসন করেই "আমাকে চিনিস" বিভাগে আপনি কি জিনিস তা পেশ করবেন বলে প্রকাশ্যে অথবা মনে মনে ওয়াদা করেন। এমনকি এই বিভাগে আপনি আপনার চৌদ্দপুরুষের পরিচয়ও তুলে ধরতে পারেন। আপনার মতো মহান ব্যক্তির সাথে যোগাযোগের জন্য মোবাইল, ইমেল, হটমেল অথবা গাড়ির নাম্বার, বাড়ির চাবির নাম্বার, জুতার নাম্বার, জামার কালার ইত্যাদি পেশ করতে পারেন কিন্তু এ নিয়ে কোনরূপ বিরূপ প্রতিক্রিয়া হলে সম্পূর্ন দায়ভার আপনাকেই বহন করতে হবে আর স্বরূপ প্রতিক্রিয়া হলে আমরাও এর অংশিদ্বার এ কথাটা মাথায় রাখতে হবে।
o আপনি যদি ১৮ বছর পার না করে থাকেন, তাহলে বড়দের আড্ডার আসরে কখনোই ভুল করেও প্রবেশ করবেন না। যারা নিজের বয়স জানেন না, তারা নিজ নিজ স্ত্রীকে জিজ্ঞাসা করুন, বউ না থাকলে বাবা-মাকে জিজ্ঞাসা করুন অথবা আমাদেরকে সাল সহকারে আপনার জন্মতারিখ লিখে পাঠান আমরা আপনার বর্তমান বয়স অবশ্যই বলে দিব বলে আশ্বস্থ করছি। এটার জন্য আমরা কোন রূপ ফি নেব না। কারন আমরা দয়ালু। বি:দ্র: যারা বিবাহ করেছেন তাদের জন্য নাবালক হলেও চলবে।

সদস্য হোন, আড্ডা দিন বাংলায়, মেতে উঠুন প্রাণের টানে। মাতিয়ে তুলুন ফোরাম। লগ ইন করুনঃ
আড্ডার আসর

 

Level 0

আমি পলাশ মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি আছি।

    আরে ডাক্তার সাব দেখি! আপনি টিটি ব্লগেও যে আছেন তা জানতাম না।

    Level 0

    @পলাশ মাহমুদ, আপনার ফোরামে নতুনত্ব কিচু পেলাম না ,
    যদি কিচু নতুন বিভাগ ফোরামে ad করতেন তবে ফোরামে আরো প্রানবন্ত হত
    যেমন , ফ্রীলান্সিং , কাজের সুযোগ নামে যদি বিভাগ খুলতেন তবে অনেকেই উপকৃত হত
    thanks:)
    http://www.idea99solutions.co.cc

Level 0

কি যে বলেন পলাশ ভাই, আছি ত এখানে ১ বছরের বেশি।

আড্ডার আসর দুর্বার গতিতে এগিয়ে যাক এ কামনাই করি।

    Level 0

    ভাই সুদু আড্ডা করলেই কি পেট ভরবে ??আড্ড করার জন্য তাহা চাই ,
    তাই , সবগুলো ফোরামে ফ্রীলান্সিং নামে বিভাগ খোলার জোর আবেদন জানাচ্চি
    thanks:)
    http://www.idea99solutions.co.cc

শুভ কামনা রইল 🙂

Level 0

Tesco Car Insurance
The best online Car Insurance is Tesco Car Insurance.
Please visit this site to know Tesco Car Insurance.
Link
http://www.offermyoffer.com/vouchers/detail/tescocarinsurance.com/235048

দেখি সময় করে যাব আড্ডা দিতে। 😀