প্রকৃতির কি আজব সৃষ্টি…পাঁচ মাথা সাপ!!দুই মাথা সাপ!!

প্রকৃতির কি আজব সৃষ্টি...পাঁচ মাথা সাপ!!দুই মাথা সাপ!
krisna
আমরা হিন্দু শাস্ত্র মতে ভগবান শ্রী কৃষ্ণ কে পঞ্চমুখী সাপের (সাপটির নাম কালিয়া)মাথায় নাচতে দেখছি...
কিন্তু একি দেখবো আমরা
না এটা কোন কল্পবিজ্ঞান নয়__
এই ছবিটি ভারতের এক শিব মন্দিরের ছবি

snake 1

এবারের টি ভারতের ব্যাঙ্গালোরের এক বাড়ির ছাদের ছবি
snake 2

পরবর্তী ছবি গুলি animal planet এর সৌজন্যে প্রাপ্ত

snake 3

দুমুখো সাপের ছবি
প্রথম ছবি
snake 4

দ্বিতীয় ছবি
snake 5

তৃতীয় ছবি
snake 6

চতুর্থ ছবি
snake 7

পঞ্চম ছবি
snake 8

তাহলে কি আমরা বলতে পারি...
যে কোন দেশের যে কোন পুরান বা যে কোন লোকগাঁথা
কোন না কোন বাস্তব পটভূমিতে রচিত...
আপনাদের অমূল্য মতামত দিন

Level 0

আমি কলকাতা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান্‌ । নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।- ---ফেসবুকে আমি http://www.facebook.com/pages/Kolkata-India/100002338894158 আমার ব্লক http://kolkata12345.blogspot.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

cool

এটা তো ফটোশপড মনে হয়….

যদি সত্য হয় ভিডিও লিঙ্ক দেন, আমি ইউটিউবে দেখেছি সব ফোট ভিডিও, অরজিনিয়াল ভিডিও একটাও নাই ।
তাহলে এসব ফটোশপে তৈরি বলা যায় না ।

পাঁচ মাথাওয়ালা টা ফটোশপের কাজ।বাকিগুলো সত্যি হতে পারে।ডিসকভারীতে দেখেছিলাম মনে হয় ২ মাথাওয়ালা সাপ।তবে এটা জীনগত ত্রুটির কারনে হয়।

Level 0

মুই ভয় পাই ন্যইক্ক্যা। 😀
( তাহলে কি আমরা বলতে পারি…
যে কোন দেশের যে কোন পুরান বা যে কোন লোকগাঁথা
কোন না কোন বাস্তব পটভূমিতে রচিত )
১০০% সহমত

আচ্ছা ছাদের উপর সাপ উঠল কি ভাবে? 🙄

দুই মাথাওয়ালা টিভি তে অনেক বার দেখছি কিন্তু আপনার পাচঁ মাথাওয়ালা যে ফেক বুঝতে একটু ও কষ্ট হয়নি…………

পাঁচ মাথাওয়ালা সাপ যদি থাকেও তাহলে আমি অবাক হবো না, কারণ সবকিছুই সম্ভব । যা কিছু আমাদের চিন্তা শক্তি বা ক্ষমতার বাইরে কেবল সেসব জিনিষকেই আমরা অসম্ভব মনে করি । বলতে গেলে কোন মানুষই পাঁচ মাথা সাপ দেখে নি (যদি কেউ দেখে থাকে তবে আমি বা আমরা জানি না, একমাত্ত্র আপনি এবং এই ছবিগুলো ছাড়া). আপনার ছবিগুলো মনে হচ্ছে নিপুন হাতের সুক্ষ মেধার অবদান । আরেকটা ব্যাপার পুরাণ কথা বা লোকগাঁথা একটা কিছুকে ভিত্তি করেই হয়ে থাকে তবে নিরানব্বই ভাগ ক্ষেত্ত্রে দেখা যায় সেসব কল্পনা । যেমন ধরেন হিন্দুদের দূর্গা মা , ছবিতে তার আটটা (৮টা) হাত, আপনার মত যদি পাঁচ মাথা সাপ দেখে আমি ভাবি সেই সব কাহিনী বাস্তব ছিল তাহলে আমাকে ধরে নিতে হবে দূর্গা নামে কেউ একজন ছিল যার ছিল (৮টা) হাত । সেক্ষেত্ত্রে আমি সৃষ্টি করব নতুন এক ইতিহাস যা শুনে মানুষ আমাকে কল্পলোকের প্রেসিডেন্ট মনে করবে ।

আপনার টিউনটা উপভোগ করেছি , কিন্তু আমার যা মনে এসেছি বলেছি । সরি ফর দ্যাট ।

স্বাস্থ্য এবং ডাক্তারি পরামর্শ

    <<<>>>
    না দূর্গা নামে কেউছিল না । এসব পুরানের মানে অনেক বড়। এগুলা কল্পনা কিন্তু এগুলার মানে অনেক । এই আটটা হাতের আলাদা আলাদা মানে আছে । আমি যদি এখন তা বলতে যাই তবে অনেক বড় একটা টিউন হবে

    আপনি বলতে হবে না । আমি আপনাকে বিরক্ত করতে চেয়েছিলাম । কিছু মনে করবেন না । আপনি ভালো ব্যাখ্যা করেছেন । আপনাকে ধন্যবাদ এত সুন্দর টিউন করার জন্য ।

ভালো লাগলো

প্রবাসী জাহিদ vai crack chine na !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

প্রবাসী জাহিদ vai crack chine na !!!!!!!!!!!!!!!!!!!!!!! ok.

pravasi jahid vai crack chine na !!!!!!!!!!!!!!!!!!!!!!! ok.

pravasi jahid vai crack chine na !!!!!!!!!!!!!!!!!!!!!!! mone hoy na ……..ok.

আমি দুই মাথাওয়ালা সাপ নিজের চোখে দেখেছি। আমাদের গ্রামের বাড়িতে সাপুড়ে খেলা দেখাতে নিয়ে এসেছিল । সাপটির কোন লেজ নেই ।দুই দিকে দু মাথা । ৬ মাস করে একদিকে চলে ।

Level 0

অনেক দিন থেকে শুনে আসছহিলাম কিন্তু দেখিনি।খুব ভাল লাগল।

Level 0

4th picture এ সাপটার একটাই মাথা।

Level 0

পাচ মাথাটা এডিট করা অথবা অন্য কিছু
কিন্তু এইটা সত্যি না
গুগলে সার্চ দেন পেই যাবে
দুই মাথাটা ঠিক আছে
এই রকম বহুল তথ্য দেয়া টিউন এখানে আসা করি না

Level 0

পাঁচ মাথাওয়ালা ছবিটা যে শতভাগ এডিট করা তা একটা দুধের বাচ্চাও বুঝতে পারবে।
ভাই কলকাতা, এসব হাবিজাবি টিউন করা থেকে বিরত থাকুন।
হুদাই তাইম নষ্ট।

Level 0

দাদা কি যেন বললেন “যে কোন দেশের যে কোন পুরান বা যে কোন লোকগাঁথা কোন না কোন বাস্তব পটভূমিতে রচিত…”
তাইতো বলি গতকাল রাত এ আমি একটা ঘোড়া কে উড়তে দেখেছি আমার মনে হয় ওটা পেগাসাস ছিল কি বলেন? তাই না? ঘোড়াও তো তাহলে উড়তে পারে?

প্রথম দুইটি ছবি যে সত্যি না সেটা আপনি সহজে বুঝতে পারবেন। আপনার তথ্য অনুযায়ী প্রথম ছবিটি শিব মন্দিরের আর দ্বিতীয়টি কোনও বাড়ির ছাদের! কিন্তু ভাই, খেয়াল করে দেখুন, দুইটা ছবিই একই জায়গার, একই সময়ের। একটা সামনে থেকে তোলা, বাকিটা পিছন থেকে। তারপরের অংশ কোনও দক্ষ হাতের কারসাজি।
বাকিগুলো ঠিক আছে।