বিটিভিতে প্রচারিত আলিফ লায়লা সকল পর্ব কালেকশন।

আস্সালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন।

আজ আমি আপনাদের কোনো ট্রিক্স দেয়ার জন্য আসিনি বা কোনো নতুন কিছু নিয়েও আসিনি।

আজ আমি আপনাদের কাছে অনেক পুরোনো একটা বিষয়ের কালেকশন নিয়ে হাজির হয়েছি।

জাদুর উপর ছোটবেলা আমাদের সবারই কমবেশি একটা আকর্ষণ ছিলো সেটা কেউ অস্বীকার করতে পারবে না।

আর সেই সকল প্রোগ্রামের তালিকা তৈরি করলে প্রথমেই কথা আসবে আলিফ লায়লার। একুশে ইটিভিতে যখন আলিফ লায়লা দিতো তখন আমরা প্রচন্ড আগ্রহ নিয়ে বসে থাকতাম প্রতিটি পর্ব দেখার জন্য। আর সেই সময়কাতেতো আমাদের গ্রাম এলাকার বিদ্যুতের অবস্থা খুবই খারাপ ছিলো। ফলে কখনো হয়তো দেখতে পেরেছি আবার কখনো হয়তো পরবর্তী পর্ব দেখার জন্য অপেক্ষার প্রহর গুণতে হতো।

আজ আমি আপনাদের সেই আলিফ লায়লাগুলোর সকল পর্বের প্লে লিস্ট একসাথে সংগ্রহ করে দিবো।

১। আলিফ লায়লা লোভী জামাল ও দরবেশঃ

 

প্লে লিস্ট - https://www.youtube.com/watch?v=pbiLXlRxJm8&list=PL2ZFn_SLKLLpgndiyKaJLWBI5_4ULglPI

২। আলিফ লায়লা সোফন ইসবাঃ

প্লে লিস্ট - https://www.youtube.com/watch?v=XSfEmnmsBpc&list=PL2ZFn_SLKLLqA7QsxZBPM6GlMz_fuJB_4

৩। আলিফ লায়লা জালাল ও বিলালঃ

প্লে লিস্ট - https://www.youtube.com/watch?v=EazGwCxyraQ&list=PL2ZFn_SLKLLp_QGIjGIEJXaD8StNd2Orx

৪। আলিফ লায়লা ফিরোজ ও ফিরোজাঃ

প্লে লিস্ট - https://www.youtube.com/watch?v=6iFcnbUvzqI&list=PL2ZFn_SLKLLrJBXKiQpMvk04LLafTObY0

৫। আলিফ লায়লা সিন্দবাদ জাহাজীঃ

প্লে লিস্ট - https://www.youtube.com/watch?v=vmtbSzFR-r4&list=PL2ZFn_SLKLLpKNGZMdlbFBY4mwE5g3fLN

৬। আলিফ লায়লা সিজন - ২ সকল পর্বঃ

প্লে লিস্ট - https://www.youtube.com/watch?v=Qy6JHHTgJz0&list=PL2ZFn_SLKLLrREalpqems3B8guKVSWmFG

 

এই টিউনে আমি আলিফ লায়লা সিজন - ২ এর সকল পর্বের প্লে লিস্ট শেয়ার করলাম।

আশা করি এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সকল পর্ব দেখতে পারবেন।

 

সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের টিউন থেকে বিদায় নিলাম।

ভালো থাকবেন, শুভ বিদায়

Level 2

আমি ফারুক আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাংলা দিলে ভালো হত…সব হিন্দি????

    এই পর্বগুলো কােথাও বাংলা পাবেন না। তবে সিজন ১ বাংলা আছে। দেখি সময় করে আপলোড দেবো।

tnx, ছোট বেলার কথা মনে পড়ে গেল।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ মতামত প্রকাশের জন্য।

কই নাইতো!!!